বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

কয়লা পাচারেও ‘করপ্রথা’,
গাড়িপিছু মুনাফা লাখ টাকা
সরলাক্ষ গুপ্ত

প্রথম দৃশ্য: সালানপুর, বারাবনি থেকে জামুড়িয়ার উত্তরে অজয় নদ। মাঝখানে জঙ্গলটুকু পেরলে খনি অঞ্চল। আর এখানেই রাজত্ব ‘ফ্যাক্টরি সিন্ডিকেটে’র। বারাবনির বিন্দুডিহি থেকে আমুলিয়া ঘাটের দিকে যেতেই চোখে পড়ল বাইক বাহিনীর তৎপরতা। কারণটা কী? আদিবাসী গ্রাম পেরিয়ে কিছুদূর গেলেই ফ্যাক্টরি। উৎস কি সেখানে? জঙ্গলের মধ্যে নজরে এল ধোঁয়ার কুণ্ডলী। তা লক্ষ্য করে এগনো যায়। কিন্তু প্রধান অন্তরায় ধুলোঝড়। কেন? কাঁচা রাস্তায় একের পর এক ট্রাক্টর ঢুকেই চলেছে। ধুলোর সেই ঘনঘটা দেখেই চনমনে বাইক বাহিনী। ফ্যাক্টরির ভিতরে চলছে কয়লা পোড়ানোর কাজ। কৌতূহলী চোখ দেখে সামনে দাঁড়ানো এক টোটোচালকের সাবধানবাণী, ‘ঘরের ছেলে ঘরে ফিরে যান। আপনার ভালোর জন্যই বলছি। না শুনলে আমার কিছু নয়, ক্ষতি আপনার।’
‘ফ্যাক্টরি সিন্ডিকেট’-এর হাত ধরেই খনি অঞ্চলে ‘নয়া’ অবৈধ কয়লা সাম্রাজের গোড়াপত্তন হচ্ছে। সিবিআই তদন্তের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে লালার সিন্ডিকেট। তাই এখন লোকাল কয়লা কারবারিরা নিজেদের সিন্ডিকেট গড়ে তুলতে ব্যস্ত। অবৈধ কয়লার ডিপো হিসেবেও ব্যবহৃত হচ্ছে বহুদিন বন্ধ হয়ে থাকা জঙ্গল লাগোয়া গুল ফ্যাক্টরিগুলি। এখনও অবৈধ কয়লা কিনছে জামুড়িয়া, রানিগঞ্জ শিল্পতালুকের বহু কারখানা। এছাড়া ইসিএলের ডিওর কারবার নিয়েও গড়ে ওঠেছে বড় সিন্ডিকেট। মাথা? বাম আমলের কয়লা মাফিয়ারা। 
নাম প্রকাশে প্রবল অনিচ্ছুক এক কারবারির থেকে জানা গেল, বেগুনিয়া, ইটাপাড়া, সামডি ভাটাস সব কোলিয়ারিতেই ভোর ৩টে থেকে ৫টা পর্যন্ত কয়লা চুরির জন্য ছাড় আছে। ঩সেই চোরাই কয়লা বা‌ইক, ট্রাক্টরে সকাল ৭টার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জঙ্গলের ফ্যাক্টরিগুলিতে। খরচ, মাত্র ২৫০ টাকা। তাতেই মিলছে ইসিএলের মতো কয়লা কোম্পানির ডিওর কাগজ। এবার সেই অবৈধ কয়লা কখনও পুড়িয়ে, কখনও আবার কাঁচা অবস্থাতেই লরিবোঝাই হয়ে পাড়ি দিচ্ছে জামুড়িয়া, রানিগঞ্জের কারখানায়। সঙ্গে থাকছে নকল ডিওর কাগজ। বারাবনির প্রভাবশালীদের দক্ষিণা, লরি প্রতি ৩১ হাজার টাকা। প্রতি থানা এলাকার প্রভাবশালীদের সন্তুষ্ট করেও সেই কারবারির দাবি, লরি পিছু এক লক্ষ টাকা লাভ থাকে। 
দ্বিতীয় দৃশ্য: জামুড়িয়া থানার চুরুলিয়া এমটা প্রজেক্টের পিছনে লোদা গ্রাম। শোনা যায়, লোদা ঘাট দিয়ে ঝাড়খণ্ডের কয়লা অবাধে ঢোকে এই এলাকায়। দুপুরে গ্রামের এক বাসিন্দা মেয়েকে বাইক চাপিয়ে বাড়ি ফিরছিলেন। ওই পথে যেতেই তাঁর প্রশ্ন, ‘এদিকে কোথায় যাবেন?’ নদী দেখতে যাব বলায় অসন্তুষ্ট হয়ে তাঁর উত্তর, ‘পাশের তালডাঙা ঘাটে যান।’ তিনি কিছুটা এগতেই গ্রামে ঢুকে দেখা গেল কয়লা লুটের চিত্র। প্রায় প্রতি বাড়ির সামনেই সাইকেল, বাইকে কুইন্টাল কুইন্টাল কয়লা বোঝাই করা। নদীর উপর গড়া হয়েছে মাটির রাস্তা। তা দিয়ে বাইক, সাইকেলে লোড করে অনবরত চলছে কয়লা পাচার। নদীর চরে বসা দু’জন জানালেন, ওপারেই ঝাড়খণ্ডের নলা। সেখানে দিনেদুপুরে অবৈধভাবে কয়লা কাটা হচ্ছে। ৭০০ টাকা কুইন্টাল কয়লা কিনে বাড়ি ফিরে আসেন তাঁরা। সাইকেলে চার থেকে ছয় কু‌ইন্টাল পর্যন্ত মাল আসে। পরের দিন ভোরে সেই কয়লা পৌঁছয় ইটভাটায়। কুইন্টাল প্রতি মেলে ১৩০০ টাকা। 
ডিওর ‘হাত ধরে’ কয়লা পাচারের রমরমা আজও অব্যাহত। ২৫ টনের ডিও চালানে ৩০ টন কয়লা পাচার হয়। নির্দিষ্ট স্থানে পাঁচ টন কয়লা নামিয়ে দেওয়া হয়। পাশাপাশি ডিওর কয়লা তোলা নিয়ে নতুন সিন্ডিকেটের জন্ম হয়েছে। তারা টন পিছু ১২০০ টাকা ‘কর’ নিচ্ছে। পাণ্ডবেশ্বর, অণ্ডাল, ফরিদপুর সব থানা এলাকাতেই চলছে ‘করপ্রথার’ এই এক ‘খেলা’।
22Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা