কলকাতা

পশ্চিমবঙ্গ সহ ছয় রাজ্যে দুই ধরণের পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এবার লোকসভা ভোটে নজরদারি চালানোর জন্য পশ্চিমবঙ্গ সহ ৬টি রাজ্যে দুই ধরণের পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। একই সঙ্গে পাঁচটি রাজ্যে আয়-ব্যয় সংক্রান্ত বিষয়ে নজরদারি চালানোর জন্যও পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। দুই ধরণের পর্যবেক্ষকের মধ্যে রয়েছেন বিশেষ পুলিস পর্যবেক্ষক ও বিশেষ পর্যবেক্ষক। পশ্চিমবঙ্গে বিশেষ পুলিস পর্যবেক্ষক করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অনিল কুমার শর্মাকে। ২০২১ সালের বিধানসভা ভোটে তাঁকেই বিশেষ পুলিস পর্যবেক্ষক করেছিল কমিশন। এবার ফের তাঁকেই লোকসভা ভোটে বাংলায় কাজে লাগাতে চাইছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অলোক সিনহাকে। আজ, মঙ্গলবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের সঙ্গেই দুই ধরণের পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতেও। বিহারে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস মনজিৎ সিংকে। বিশেষ পুলিস পর্যবেক্ষক করা হয়েছে প্রাক্তন আইপিএস বিবেক দুবেকে। মহারাষ্ট্রে বিশেষ পর্যবেক্ষক প্রাক্তন আইএএস ধর্মেন্দ্র গাঙ্গওয়াড়। বিশেষ পুলিস পর্যবেক্ষক প্রাক্তন আইপিএস এন কে মিশ্র। উত্তরপ্রদেশে বিশেষ পর্যবেক্ষক করা হয়েছে প্রাক্তন আইএএস অজয় ভি নায়েককে এবং বিশেষ পুলিস পর্যবেক্ষক প্রাক্তন আইপিএস মনমোহন সিং। অন্ধ্রপ্রদেশে বিশেষ পর্যবেক্ষক প্রাক্তন আইএএস মোহন মিশ্র এবং বিশেষ পুলিস পর্যবেক্ষক হয়েছেন প্রাক্তন আইপিএস দীপক মিশ্র। ওড়িশায় বিশেষ পর্যবেক্ষক করা হয়েছে প্রাক্তন আইএএস যোগেন্দ্র ত্রিপাঠীকে ও বিশেষ পুলিস পর্যবেক্ষক হয়েছেন রজনীকান্ত মিশ্র।
9Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮৮ টাকা৮৬.৬২ টাকা
পাউন্ড১০৫.৬৩ টাকা১০৯.৩৮ টাকা
ইউরো৮৭.২৯ টাকা৯০.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা