অনুব্রত মণ্ডলের মেডিক্যাল রিপোর্ট জানতে এসএসকেএমে গেল সিবিআই। বৃহস্পতিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক প্রতিনিধি হাসপাতালে যান। সূত্রের খবর, সেখানে গেলেও তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতির সঙ্গে কথা বলেননি তিনি। পরবর্তী কী পদক্ষেপ করা হবে, সেই নিয়ে দিল্লির চিকিৎসকদের কমিটির সঙ্গে কথা বলবে সিবিআই। বুধবারই সিবিআইকে একটি চিঠি দেন অনুব্রত। সেখানে তিনি তদন্তকারী আধিকারিকদের তাঁর শারীরিক অসুস্থতার কথা জানান। সেই চিঠি সিবিআই ইতিমধ্যেই দিল্লির সদর দপ্তরে পৌঁছে গিয়েছে। সূত্রের দাবি, অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট জানতে চেয়েছে দিল্লি। সেকারণেই এদিন পিজিতে যান সিবিআইয়ের ওই আধিকারিক।
2022-04-08 09:56:16ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৬৭ টাকা | ৮৫.৪১ টাকা |
পাউন্ড | ১০৪.৫৫ টাকা | ১০৮.২৭ টাকা |
ইউরো | ৮৬.৮৯ টাকা | ৯০.২৩ টাকা |