আজ, বুধবার সাত সকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের সেকেন্দ্রায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।
2025-02-05 11:24:03আজ, বুধবার দিল্লিতে চলছে বিধানসভা ভোট। পাশাপাশি, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের একটি করে কেন্দ্রে চলছে উপ নির্বাচনও। সকাল ৯টা পর্যন্ত তামিলনাড়ুর ইরোদ (পূর্ব) বিধানসভা কেন্দ্রে পড়ল ১০.৯৫ শতাংশ। অন্যদিকে, উত্তরপ্রদেশের মিলকিপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল ১৩.৩৪ শতাংশ।
2025-02-05 11:23:33ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.১৮ টাকা | ৮৭.৯২ টাকা |
পাউন্ড | ১০৬.২৮ টাকা | ১১০.০২ টাকা |
ইউরো | ৮৮.১৫ টাকা | ৯১.৫১ টাকা |