আগামী সপ্তাহেই বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। আজ, সোমবার হাল্কা কুয়াশা ছিল। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।
2025-02-10 11:30:45চারদিকে আলো ঝলমল পরিবেশ। চলছিল বিয়ের অনুষ্ঠান। ভিড় জমিয়েছিলেন প্রায় ২০০-র ও বেশি মানুষ। কিন্তু সেই আনন্দের পরিবেশ যে মুহূর্তেই বিষাদে পরিণত হবে সে কথা কেউই ভাবতে পারেননি। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে নাচতে নাচতে আচমকা মৃত্যু হল এক তরুণীর। মধ্যপ্রদেশের বিদিশা জেলার ঘটনা। মৃতার নাম পরিণীতা জৈন (২৩)। তিনি ইন্দোরের বাসিন্দা। গত শনিবার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি বিদিশা জেলায় এসেছিলেন। সমাজ মাধ্যমে ছড়ি পড়া একটি ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান) দেখা যাচ্ছে, পরিণীতা মঞ্চে উপর নাচ ছিলেন। তারস্বরে বাজছিল একটি হিন্দি গান। কিছুক্ষণ পরই নাচতে নাচতে আচমকা তিনি মঞ্চেই লুটিয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে পরিণীতার মৃত্যু হয়েছে।
2025-02-10 11:26:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৬৩ টাকা | ৮৮.৩৭ টাকা |
পাউন্ড | ১০৬.৯২ টাকা | ১১০.৬৭ টাকা |
ইউরো | ৮৯.১৭ টাকা | ৯২.৫৫ টাকা |