বাঘ তাড়াতে গিয়ে আক্রান্ত এক বন কর্মী। বাঘের কামড়ে আহত হয়েছেন তিনি। জানা গিয়েছে, তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে আনা হচ্ছে। আজ, সোমবার সকালে মৈপীঠ কোস্টাল থানার নগেনাবাদ এলাকায় একটি বাগানে লুকিয়ে থাকতে দেখা যায় বাঘকে। সেই মতো তাকে তাড়াতে যায় বন কর্মীদের একটি দল। সঙ্গে ছিলেন এলাকার বাসিন্দারাও। তখনই বাঘটি ওই বনকর্মীকে প্রথমে থাবা মারে এবং তাঁর হাতে কামড় দেয়।
2025-02-10 12:49:00আজ, সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথমদিনে অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। তাকে তড়িঘড়ি শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।
2025-02-10 12:44:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৬৩ টাকা | ৮৮.৩৭ টাকা |
পাউন্ড | ১০৬.৯২ টাকা | ১১০.৬৭ টাকা |
ইউরো | ৮৯.১৭ টাকা | ৯২.৫৫ টাকা |