বাংলায় খামখেয়ালি শীত। ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। আজ, বুধবার সকালে কুয়াশার আধিক্য ছিল। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।
2025-02-05 11:51:38আজ, বুধবার দিল্লিতে চলছে বিধানসভা ভোট। পাশাপাশি, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের একটি করে কেন্দ্রে চলছে উপ নির্বাচনও। বেলা ১১টা পর্যন্ত তামিলনাড়ুর ইরোদ (পূর্ব) বিধানসভা কেন্দ্রে পড়ল ২৬.০৩ শতাংশ। অন্যদিকে, উত্তরপ্রদেশের মিলকিপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল ২৯.৮৬ শতাংশ।
2025-02-05 11:49:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.১৮ টাকা | ৮৭.৯২ টাকা |
পাউন্ড | ১০৬.২৮ টাকা | ১১০.০২ টাকা |
ইউরো | ৮৮.১৫ টাকা | ৯১.৫১ টাকা |