এবার দিল্লির রাস্তায় সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে আবহাওয়া দপ্তরের ট্যাবলো। আবহাওয়া দপ্তরের দেড়শো বছর পূর্তি এবার দেশজুড়ে পালিত হচ্ছে। তাই সেখানে স্থান পেয়েছে আবহাওয়া দপ্তরের ট্যাবলোও। দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ট্যাবলোর মাধ্যমে তিনটি বিষয় তুলে ধরা হবে। গত ২৫ অক্টোবর তীব্র ঘূর্ণিঝড় ‘ডানা’ আছড়ে পড়েছিল ওড়িশা উপকূলে। তার সঠিক পূর্বাভাস দেওয়া গিয়েছিল। তাই আটকানো গিয়েছিল বহু মানুষের মৃত্যু। এই সাফল্যের বিষয়টি তুলে ধরা হবে ট্যাবলোতে। আবহাওয়ার পূর্বভাস কীভাবে কৃষকদের সুবিধা করে দিচ্ছে তাও দেখানো হবে ট্যাবলোর মাধ্যমে। পূর্বাভাসের সুবিধা নিয়ে কীভাবে সমুদ্রে পৌঁছনো মৎস্যজীবী, বিমানের পাইলট ও একজন সাধারণ মা তাঁর সন্তানের নিরাপত্তা দিয়েছেন, ট্যাবলোর একটি অংশে তা দেখানো হবে।
2025-01-24 17:20:00‘পারুল বই’ প্রকাশনা এবার আর শুধু বইতে আটকে নেই। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের কাছে ৫০১ নম্বর স্টলটির একটি কোণ তাই সেজে উঠেছে বিখ্যাত শিল্পীদের আঁকা ছবির প্রিন্টে। শুধু মোটা কাগজে প্রিন্ট নয়, ক্যানভাসে ছাপা এবং রীতিমতো ফ্রেমবন্দি ছবিও আছে। দাম ১৫০ থেকে শুরু। তবে বাইরে থেকে চোখ টেনে নিচ্ছে বড় সাইজের একটি ফ্রেম... ভ্যান গঘের বিখ্যাত ‘দ্য স্টারি নাইট’। নীচে রয়েছে শিল্পী রবি বর্মার কিছু বিখ্যাত সৃষ্টি। কর্ণধার পার্থ সাহা ও পম্পা সাহা জানালেন, ‘বইয়ের পাশাপাশি ছবির জন্য পাঠকদের তরফে ব্যাপক সাড়া পেয়েছি। ভ্যান গঘ তো হটকেকের মতো বিক্রি হচ্ছে।’
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.১৮ টাকা | ৮৭.৯২ টাকা |
পাউন্ড | ১০৬.২৮ টাকা | ১১০.০২ টাকা |
ইউরো | ৮৮.১৫ টাকা | ৯১.৫১ টাকা |