ভুয়ো ভোটারকে ঘিরে উত্তপ্ত দিল্লি নির্বাচন। দিল্লির সীলমপুরে একাধিক মহিলার অভিযোগ, কোনও ব্যক্তি আগে থেকেই তাঁদের ভোট দিয়ে দিয়েছে। যা নিয়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কি থেকে হাতাহাতিও শুরু হয় আপ ও বিজেপি সমর্থকদের মধ্যে। পরে পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
2025-02-05 13:18:00আট দিন আগে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার জাহিদ পুরকাইত নামে এক যুবককে গুলি করার অভিযোগে ইনজামামুল হক ওরফে অপুকে গ্রেপ্তার করল লালবাজার। মালদহের কালিয়াচক থেকে তাকে পাকড়াও করা হয়েছে।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.১৮ টাকা | ৮৭.৯২ টাকা |
পাউন্ড | ১০৬.২৮ টাকা | ১১০.০২ টাকা |
ইউরো | ৮৮.১৫ টাকা | ৯১.৫১ টাকা |