বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
এই মুহূর্তে

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ৩০ ফুটের গণেশ মূর্তি, পুজো ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ৩০ ফুটের গণেশ মূর্তি, পুজো ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা

2024-09-07 18:18:06

মাধ্যমিকের সেন্টার হওয়া স্কুলের শিক্ষকদের ছুটি নিয়ে নয়া নির্দেশিকা

শিয়রে মাধ্যমিক! বাকি আর ঠিকএকমাস। এই পরিস্থিতিতে এবার যে সমস্ত স্কুলগুলি সেন্টার হবে তার শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। আজ  বুধবার এই নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল মাধ্যমিক চলাকালীন  ছুটি পাবেন না শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তবে নিতান্তই যদি ছুটির আবেদন করতে হয়, সেক্ষেত্রে মানতে হবে বেশ কিছু নিয়মও।  সব শর্ত পূরণ হলে তবেই মঞ্জুর হবে ছুটি। কী সেই শর্ত ! জানানো হয়েছে কেবলমাত্র সন্তান মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হলেই মিলতে পারে ছুটি। সে ক্ষেত্রে, সন্তানের পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড-সহ যাবতীয় নথি প্রমাণ হিসাবে জমা দিতে হবে। পাশাপাশি, মা এবং বাবা দু’জনেই যদি শিক্ষক বা শিক্ষাকর্মী হন, তা হলে ছুটি নিতে পারবেন যে কোনও একজন। পরীক্ষা শুরুর অন্তত তিন সপ্তাহ আগে ছুটির আবেদন করতে হবে। অন্যদিকে, সন্তান মাধ্যমিক পরীক্ষার্থী, এমন কোনও শিক্ষক যদি ছুটি না নেন, তা হলে তাঁকে প্রশ্নপত্র খোলা, বিতরণ করা কিংবা পরীক্ষকের দায়িত্ব দেওয়া যাবে না। উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি। ওই দিন প্রথম ভাষার পরীক্ষা হবে। এর পর ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৫ ফেব্রুয়ারি অঙ্ক,  ১৭ ফেব্রুয়ারি  ইতিহাস, ১৮ তারিখ ভূগোল, ১৯ তারিখ জীবন বিজ্ঞান, ২০ তারিখ পদার্থ বিজ্ঞান এবং ২২ তারিখ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

2025-01-15 18:01:00

তৃতীয় ওডিআই: আয়ারল্যান্ডকে ৩০৪ রানে হারাল ভারতীয় মহিলারা

2025-01-15 17:57:00

অবশেষে জেলমুক্তি বালুর

আজ দুপুরেই রেশন দুর্নীতি মামলায় ইডি-র বিশেষ আদালতে জামিন পান প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর অপেক্ষা ছিল কখন তিনি বাইরে আসেন। সূত্রের খবর, এদিন বিকেলেই জেলমুক্তি হয়েছে বালুর। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জেল থেকে বাইরে আসেন জ্যোতিপ্রিয়।

2025-01-15 17:48:00

জুকেরবার্গের ভুল মন্তব্য: ক্ষমা চেয়ে নিল মেটা

জুকেরবার্গের ভুল মন্তব্য: ক্ষমা চেয়ে নিল মেটা

গত লোকসভা নির্বাচন নিয়ে ‘ভুল’ মন্তব্য করেছিলেন মেটা কর্তা মার্ক জুকেরবার্গ। তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনকী, জ়ুকেরবার্গের মন্তব্যের কারণে মেটা কর্তৃপক্ষকে ভারতের যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি তলব করতে পারে বলেও শোনা যাচ্ছিল। এ হেন পরিস্থিতিতে ভারতের মেটা কর্তৃপক্ষ জ়ুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন। তাঁরা জানান, মেটা কর্তার পর্যবেক্ষণ বেশ কয়েকটি দেশের জন্য সত্য হলেও ভারতের জন্য নয়। এ বিষয়ে আজ বুধবার মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল জানান, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

2025-01-15 17:44:52

উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ দুই পুলিস কর্মী

উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ার কালিবাড়ি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন দুই পুলিস কর্মী। ইসলামপুর থেকে আসামি নিয়ে রায়গঞ্জে যাওয়ার সময় পুলিসের উপর হামলা হয়। দুজন পুলিস কর্মী গুলিতে জখম হয়েছেন। আসামিও পলাতক।

2025-01-15 17:44:00

ট্রায়াল রান: আহমেদাবাদ ও মুম্বই সেন্ট্রালের মধ্যে চালানো হল বন্দে ভারত স্লিপার ট্রেন

ট্রায়াল রান: আহমেদাবাদ ও মুম্বই সেন্ট্রালের মধ্যে চালানো হল বন্দে ভারত স্লিপার ট্রেন

2025-01-15 17:27:00
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা