আজ দুপুরেই রেশন দুর্নীতি মামলায় ইডি-র বিশেষ আদালতে জামিন পান প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর অপেক্ষা ছিল কখন তিনি বাইরে আসেন। সূত্রের খবর, এদিন বিকেলেই জেলমুক্তি হয়েছে বালুর। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জেল থেকে বাইরে আসেন জ্যোতিপ্রিয়।
2025-01-15 17:48:00গত লোকসভা নির্বাচন নিয়ে ‘ভুল’ মন্তব্য করেছিলেন মেটা কর্তা মার্ক জুকেরবার্গ। তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনকী, জ়ুকেরবার্গের মন্তব্যের কারণে মেটা কর্তৃপক্ষকে ভারতের যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি তলব করতে পারে বলেও শোনা যাচ্ছিল। এ হেন পরিস্থিতিতে ভারতের মেটা কর্তৃপক্ষ জ়ুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন। তাঁরা জানান, মেটা কর্তার পর্যবেক্ষণ বেশ কয়েকটি দেশের জন্য সত্য হলেও ভারতের জন্য নয়। এ বিষয়ে আজ বুধবার মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল জানান, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
2025-01-15 17:44:52উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ার কালিবাড়ি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন দুই পুলিস কর্মী। ইসলামপুর থেকে আসামি নিয়ে রায়গঞ্জে যাওয়ার সময় পুলিসের উপর হামলা হয়। দুজন পুলিস কর্মী গুলিতে জখম হয়েছেন। আসামিও পলাতক।
2025-01-15 17:44:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৮৩ টাকা | ৮৭.৫৭ টাকা |
পাউন্ড | ১০৪.০৫ টাকা | ১০৭.৭৪ টাকা |
ইউরো | ৮৭.৩০ টাকা | ৯০.৬৫ টাকা |