Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

ইঞ্জিনিয়ারিংয়ের চাকরির ক্ষেত্রে আমূল পরিবর্তন
কাউন্সেলিংয়ের আগেই ভেবে ফেলতে হবে পড়ুয়াদের

অর্পণ সেনগুপ্ত: করোনা পরবর্তী বিশ্ব এবং চাকরির জগতে আমূল পরিবর্তন এসেছে। চাকরি আছে। তবে কী কী পড়লে সেই চাকরি মিলবে, তা সবার আগে মাথায় রাখা জরুরি। চাকরির প্রাথমিক শর্ত হল পড়াশোনার ক্ষেত্র বাছাই করা। ইঞ্জিনিয়ারিংয়ের চাকরির ক্ষেত্রে এই পরিবর্তনটা আরও বেশি। তাই কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার আগে ছাত্রছাত্রীদের এই বিষয়টা আরও ভালো করে মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিগত কয়েক বছর ধরেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা তুঙ্গে। কিছুটা ব্যাকফুটে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোর বিষয়গুলি। তবে, এবার সেই চাহিদা কিছুটা হলেও ফিরছে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেন, ‘সবাই যদি ডেটা সায়েন্স, বিগ ডেটা অ্যানালিসিস, রোবোটিক্সের পিছনে ছোটে, তাহলে তো মুশকিল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেউ যদি কিছুই না বোঝে, তাহলে কিন্তু রোবোটিক্সও সে বুঝে উঠতে পারবে না।’ জেআইএস গ্রুপের চেয়ারম্যান তরণজিৎ সিং জানিয়েছেন, এ বছর কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি কোর বিষয়গুলি নিয়ে উৎসাহ বিগত কয়েক বছরের থেকে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সব ক্ষেত্রেই কাজের ধরন পাল্টে দিয়েছে। সিভিল, আর্কিটেকচার, মেকানিক্যাল—সব ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেই এসেছে নতুন প্রযুক্তি। সাইটে লোক কমানোর জন্য জোর দেওয়া হচ্ছে অটোমেশনে। সেসব প্রযুক্তির সঙ্গেও খাপ খাওয়াতে হবে ছাত্রছাত্রীদের।
তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসের কনসালট্যান্ট সন্দীপন রায় বলেন, ইন্ডাস্ট্রি ডিজিটালাইজেশন এবং অটোমেশনে জোর দিচ্ছে। এখন ইউরোপ, আমেরিকা সহ অধিকাংশ দেশেই করোনার জন্য কম লোক নিয়ে কাজ হচ্ছে। বিভিন্ন নির্মাণ সংস্থা ডিজিটাল থ্রিডি সিমুলেটরের উপর জোর দিচ্ছে। আগে যে কাজ ইঞ্জিনিয়াররা সাইটে গিয়ে কাজ করতেন, তা এখন হচ্ছে ‘ইন হাউস’। গোটা পরিকল্পনাই নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। একেবারে শেষ মুহূর্তে শ্রমিকরা গিয়ে সাইটের কাজ করছেন। তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি এ ধরনের সফটওয়্যার তৈরির বরাত পাচ্ছে। শুধুমাত্র নির্মাণের ক্ষেত্রে নয়, এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে অন্যান্য ক্ষেত্রেও। ধরা যাক কোনও ওষুধ বা ভ্যাকসিনের ডিজিটাল ট্রায়াল করা হবে। প্রয়োজনীয় ভলান্টিয়ার নেই বা ফিজিক্যালি করাটা সময় এবং ব্যয়সাধ্য। তাই, বিভিন্ন মানুষের মেডিক্যাল ডেটা নিয়ে সফটওয়্যারেই তা বিশ্লেষণ করা হচ্ছে। তার সঙ্গে ডিজিটালি ওষুধ বা ভ্যাকসিনের বিভিন্ন উপাংশগুলিকে নির্দিষ্ট সফটওয়্যারে ফেলে ‘রান’ করানো হচ্ছে। এতে ডিজিটালি একটা ধারণা পাওয়া সম্ভব হচ্ছে, ওই ভ্যাকসিন বা ওষুধটি কোন রোগীর ক্ষেত্রে কার্যকর হবে, আবার কাদের ক্ষেত্রে তা বিপদ ডেকে আনতে পারে। এ ধরনের কাজগুলি করতে সফটওয়্যারের সঙ্গে মেডিক্যাল, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেক ইঞ্জিনিয়ারিং, মলিকিউলার বায়োলজির লোকজন দরকার হচ্ছে।
করোনা আসার আগে থেকেই এ দেশে তথ্যপ্রযুক্তি সহ কয়েকটি ক্ষেত্রে ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যান্য ক্ষেত্রেও বেড়েছে তথ্যপ্রযুক্তির ব্যবহার। তাই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণা। বিভিন্ন সমীক্ষাতেও তা উঠে এসেছে। তাই সাইবার কম্পিউটার সায়েন্সের সাইবার সিকিওরিটি জানা লোকজনের চাহিদা বাড়ছে। শিল্পের সঙ্গে জড়িত লোকজন জানাচ্ছেন, করোনায় শুধুমাত্র চাঙ্গা হয়েছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রটিই। তাদের কাজের বহর আরও বেড়েছে। সেটা ছাত্রছাত্রীদের মাথায় রাখতে হবে। তবে, সব পড়ুয়ারই আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তাঁদের বুঝতে হবে, কোন বিষয়ে পড়াশোনা করলে তিনি সবচেয়ে বেশি সফল হতে পারবেন। যে কোনও বিষয়ই হোক, সেরাদের চাকরি নিয়ে ভাবতে হয় না। কয়েকটি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হল যেগুলি এই বাজারেও ছাত্রছাত্রীদের ভালো চাকরি দিতে পারে।
 কম্পিউটার সায়েন্স: এর আওতায় চলে আসে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের বিভিন্ন ক্ষেত্র। তাতে কোডিং, প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, সাইবার সিকিওরিটি, ডেটা সায়েন্স—সবই রয়েছে। এই ক্ষেত্রে বেতনও অন্যান্য ক্ষেত্রের চেয়ে অনেকটাই বেশি এখনও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, মেশিন লার্নিংয়ের মতো বিষয়গুলির চাহিদা বহুদিনই ছিল। যত দিন যাচ্ছে, তা আরও বাড়ছে। কারণ, গোটা বিশ্বই এখন চলছে এগুলির উপরে।
 এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং: ভারতে চাকরির বাজারে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের পাশাপাশি ব্যাপক চাহিদা রয়েছে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের। আর বিদেশে তো বরাবরই এর চাহিদা বেশি। সঠিক জায়গা থেকে কোর্স করলে বাণিজ্যিক এবং যুদ্ধবিমান তৈরি বা সেগুলির যন্ত্রাংশ নির্মাণের বিভিন্ন দেশীয় এবং বহুজাতিক সংস্থা তাঁদের লুফে নেবে। এমনকী, নাসা, ইএসএ এবং ইসরোর মতো মহাকাশ গবেষণাকেন্দ্রগুলিতেও এঁদের বিপুল চাহিদা রয়েছে। মহাকাশ পর্যটন বাড়ার সঙ্গে সঙ্গে এঁদের চাহিদা আরও বাড়বে।
 বায়োটেক ইঞ্জিনিয়ারিং: এ বিষয়টি অনেকটাই বায়োলজিক্যাল সায়েন্সের উপর নির্ভরশীল। পড়ুয়াদের ইমিউনোলজি, জেনেটিক্স, মলিকিউলার বা বায়োলজির মতো বিষয়গুলিও পড়াশোনা করতে হয়। এই ছাত্রছাত্রীদের চাহিদা থাকে বিভিন্ন ওষুধ এবং টিকা তৈরির কেন্দ্র, হর্টিকালচার, অ্যানিম্যাল ফার্ম সহ আরও বিভিন্ন ক্ষেত্রে। যত জনসংখ্যা বাড়বে, তত বাড়বে ওষুধ এবং খাবারের চাহিদা। তার সঙ্গে ক্রমেই গুরুত্ব বাড়বে বায়োটেক ইঞ্জিনিয়ারদের।
 মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং: স্বাস্থ্যক্ষেত্র বড়সড় পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। চিকিৎসায় যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে। যত দিন যাবে, তার বহর আরও বাড়বে। একটা সময় বলা হতো, ‘নাড়ি টেপা ডাক্তার’। যুগের সঙ্গে তাঁরা বিলীন হয়েছেন। এখন যে কোনও চিকিৎসকই যান্ত্রিক পদ্ধতিতে রোগনির্ণয়ে ভরসা রাখেন। তাই স্টেথোস্কোপ থেকে শুরু করে অত্যাধুনিক এমআরআই মেশিন— সব কিছু তৈরিতেই এখন ভূমিকা থাকে মেডিক্যাল ইঞ্জিনিয়ারদের। এখন জোর দেওয়া হচ্ছে, আরও দ্রুত, আরও নিশ্চিত ডায়াগনোসিস এবং চিকিৎসা সংক্রান্ত যন্ত্রাদি তৈরির উপরে। আর সেখানেই বাজিমাত করবেন মেডিক্যাল ইঞ্জিনিয়াররা।
  কোর ইঞ্জিনিয়ারিং: সিভিল, আর্কিটেকচার, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের মতো চিরাচরিত কোর বিষয়গুলির চাহিদা কমতে-বাড়তে থাকে। তবে, এঁদের চাহিদা চিরন্তন। একটা উদাহরণ দিলে বোঝা যাবে— কোনও কারখানার শেড তৈরি করবেন সিভিল ইঞ্জিনিয়াররা, অফিস তৈরি করবেন আর্কিটেক্টরা, তার যন্ত্রাদি তৈরি এবং পরিচালনায় হাত লাগাবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা। অটোমেশন এবং রোবোটিক্সও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ছাড়া অচল। আর কোনও বড় শিল্প যে বিদ্যুৎ ছাড়া অচল, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদাও ফুরিয়ে যাওয়া একটা অসম্ভব ব্যাপার। এও মাথায় রাখতে হবে, সবাই যেনতেন প্রকারেণ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাথা গলানোর চেষ্টা শুরু করায় বাকি ক্ষেত্রগুলিতে অচিরেই একটি শূন্যতা তৈরি হতে পারে। তাই সবদিক ভেবে সিদ্ধান্ত নিলে লাভবান হবেন পড়ুয়ারা।
10th  August, 2021
পারফর্মিং আর্টসও
বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো বিষয়
গৌতম ঘোষ

প্রথমে জানতে হবে পারফর্মিং আর্টস বিষয়টা কী? সহজভাবে বললে বোঝায়, এটি সৃজনশীল ক্রিয়াকলাপের এক রূপ। যা দর্শকদের সামনে সঞ্চালিত হয়। যার মধ্যে রয়েছে নাটক, সঙ্গীত ও নৃত্য। ভারত এমন একটা দেশ যেখানে এর চর্চা চলে আসছে প্রায় তিন হাজার বছর ধরে। বিশদ

09th  September, 2021
স্নাতক স্তরের পেশাদার কোর্স

এ রাজ্যে অনেকগুলি অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট কোর্স স্নাতক স্তরে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষা পাশ করে পড়ে নেওয়া যায়। তিন বছরের কোর্সগুলি পড়ার জন্য রাজ্যজুড়ে বেশ কিছু কলেজ রয়েছে। 
বিশদ

25th  August, 2021
জয়েন্টের ই-কাউন্সেলিংয়ের
খুঁটিনাটি জেনে সিদ্ধান্ত নিতে হবে

বিদ্যুৎ মজুমদার

শুরু হল রাজ্য জয়েন্টের ই-কাউন্সেলিং। ১৩ আগস্ট থেকে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। অনুষ্ঠিত হবে দু’টি মূল পর্বে এবং একটি মপ-আপ পর্বে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্ব একই রকম। গত বছরের তুলনায় এ বছর ই-কাউন্সেলিং পর্বের মেয়াদ অনেক কম। মপ-আপ রাউন্ডের সম্বন্ধে আসছি পরে। বিশদ

14th  August, 2021
চাকরির বাজার 
কিন্তু আশাব্যাঞ্জক
সত্যম রায়চৌধুরী

অনলাইন শিক্ষাই পরম লক্ষ্য নয়। ক্যাম্পাসে এসে ল্যাবরেটরি ব্যবহার করার পাশাপাশি শিক্ষকদের সঙ্গেও কথাবার্তা বলার প্রয়োজনীয়তা রয়েছে। তাই সেটাই লক্ষ্য রেখে আমাদের এগতে হবে। পেশাদার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সংগঠন আপাইয়ের (অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস) তরফে আমরা উদ্যোগ নিয়েছি, যে কোনও জায়গার ছাত্রছাত্রী যাতে তাদের বাড়ির কাছের প্রতিষ্ঠানের ল্যাবরেটরি ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থা করতে। বিশদ

14th  August, 2021
টিচার ট্রেনিং কোর্সে ভর্তির পদ্ধতি

উচ্চশিক্ষা দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ২০২১-২০২৩ শিক্ষাবর্ষের টিচার্স ট্রেনিং প্রোগ্রামে ভর্তি পদ্ধতি শুরু হবে এই বছরের ১ সেপ্টেম্বর থেকে।  বিশদ

10th  August, 2021
স্টুডেন্টস ক্রেডিট কার্ড
একটি নতুন ভোরের হদিশ

যে কোনও ঋণই বোঝা। তবে, শিক্ষাঋণের বোঝাটা অনেক কম। নতুন চাকরিতে যোগ দেওয়ার পর অ্যাকাউন্ট থেকে কাটা শুরু হবে ইএমআই। টাকার অভাবে অনেকের পড়াশোনাই একটা জায়গায় গিয়ে থমকে যায়।
বিশদ

27th  July, 2021
মহামারীতে থমকে যায়নি
ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা

এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়ে গেল ১৭ জুলাই। পরীক্ষা দিল ৭২ হাজারের কিছু বেশি ছাত্রছাত্রী। পরীক্ষা হল অফলাইনে। পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিল অভিভাবকদের চোখে পড়ার মতো ভিড়।
  বিশদ

27th  July, 2021
এ বছরে ভর্তির পদ্ধতি

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে কলেজে ভর্তি হওয়ার তো‌ড়জোড়। এবছর কলেজে শারীরিকভাবে উপস্থিত না থেকেও ভর্তি হওয়ার সুযোগ মিলবে।
বিশদ

27th  July, 2021
অনলাইনে পঠনপাঠন ক্লাসরুমে
পড়াশোনার বিকল্প হতে পারে না
বলছেন স্কুল-কলেজের কর্তারা

করোনাকালে স্কুল-কলেজ বন্ধ। প্রায় এক বছর ধরে অনলাইনেই যাবতীয় পঠনপাঠন চলছে। কিন্তু এই পদ্ধতি কি আগামী দিনে বিকল্প হয়ে উঠতে পারে? এ নিয়ে যুক্তি, পাল্টা যুক্তি আছে। তবে ক্লাসরুম টিচিংয়ের বিকল্প যে আর কিছুই হতে পারে না, তা অবশ্য সব শিক্ষকই মানছেন। বিশদ

12th  January, 2021
সমাবর্তনে আজ অ্যানিমেটেড মেডেল

আজ মঙ্গলবার সমাবর্তনে সব ধরনের সম্মান, শংসাপত্র এবং পদক ‘অ্যানিমেটেড’ আকারে দেবে দুর্গাপুর এনআইটি। সমাবর্তন অনুষ্ঠানটিও হবে অনলাইনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। বিশদ

12th  January, 2021
সাফল্যের চাবিকাঠি যখন বায়োকেমিস্ট্রি 

বর্ণালী ঘোষ: জীবন্ত কলা-কোষের রাসায়নিক যে ক্রিয়া চলে সেটা নিয়ে আলোচনা করে বায়োকেমিস্ট্রি। এটি প্রধানত ল্যাবরেটরি ভিত্তিক বিজ্ঞান। যেখানে কেমিস্ট্রির জ্ঞান এবং টেকনিক ব্যবহার করে জৈবিক সমস্যার সমাধান করা হয়।  
বিশদ

16th  March, 2020
স্কুলে স্কুলে বাড়ছে কাউন্সেলরদের চাহিদা 

শৌণক সুর: কাউন্সেলিং বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ইঞ্জিনিয়ারিং কলেজের কথা। জয়েন্ট দিয়ে র‌্যাঙ্ক করার পর কলেজে ভর্তি হওয়ার আগে ছাত্র-ছাত্রীরা যাদের মুখোমুখি হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মূলত তারাই কাউন্সেলর।  
বিশদ

16th  March, 2020
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড
হিয়ারিংয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ 

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের স্বশাসিত প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড হিয়ারিং, কর্ণাটক বিভিন্ন বিষয়ে ভর্তি নিচ্ছে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেওয়া হবে ১৯ মে।  
বিশদ

16th  March, 2020
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর কোর্স 

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছে। 
বিশদ

16th  March, 2020
একনজরে
দীপাবলির উপহার। স্বাধীনতার ৭৫ বছর পর পাইপলাইনের মাধ্যমে লাদাখের গ্রামে পৌঁছল পানীয় জল। মঙ্গলবার এই কেন্দ্রশাসিত অঞ্চলের মান-মেরাগ গ্রামে পানীয় জলের সংযোগ দেওয়া হয়। বৃহস্পতিবার ...

ফের মালদহে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা থেকে চোরাই মোবাইল সেট উদ্ধার হল। বুধবার রাতে ইংলিশবাজার থানার মহদিপুর স্থলবন্দরের বড় পার্কিং এলাকা থেকে ১০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইংলিশবাজার থানার আইসি আশিস দাস জানিয়েছেন। ...

তেলের ট্যাঙ্কারের ধাক্কায় এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হল বসিরহাটে। মাটিয়া থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা হরিদাস হালদার (২৬) বসিরহাট থানায় সিভিক ভলান্টিয়ারের কাজে নিযুক্ত ছিলেন। ...

রাজ্যের ‘টি ট্যুরিজম’ প্রকল্পের স্বার্থে এক চা বাগানের রাস্তার একটি অংশ দেওয়া হয় অন্য দু’টি কোম্পানিকে। বাগান কর্তৃপক্ষ বিকল্প রাস্তা বানাতে গিয়ে স্থানীয় বিরোধের সম্মুখীন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বদমেজাজ ও কঠিন ব্যবহারে ঘরে-বাইরে অশান্তি ও শত্রুতা। পেট ও বুকের সংক্রমণে দেহসুখের অভাব। কর্মে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার
১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ম্যাথু হেডের জন্ম
১৯৮১: অভিনেত্রী রীমা সেনের জন্ম
১৯৮৫: বক্সার বিজেন্দর সিংয়ের জন্ম
১৯৮৮: সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৯: ওড়িশায় ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০ হাজার মানুষের মৃত্যু
২০০৫: দিল্লিতে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৬২জনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১। অষ্টমী ২১/৭ দিবা ২/১০। পুষ্যা নক্ষত্র ১৪/৪৮ দিবা ১১/৩৮। সূর্যোদয় ৫/৪৩/৮, সূর্যাস্ত ৪/৫৭/৪৪।  অমৃতযোগ দিবা ৬/২৮ মধ্যে পুনঃ ৭/১৩ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৪২ মধ্যে পুনঃ ৩/২৭ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪৮ গতে ৯/১৩ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩১ গতে ১১/২০ মধ্যে। কালরাত্রি ৮/৯ গতে ৯/৪৫ মধ্যে। 
১১ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১। অষ্টমী দিবা ৯/১৬। পুষ্যা নক্ষত্র  দিবা ৮/১০। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৮। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৪/৫৮ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪৫ মধ্যে। বারবেলা ৮/৩৩ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/১০ গতে ৯/৪৬ মধ্যে। 
২২ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি২০ বিশ্বকাপ ২০২১: আফগানিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পাকিস্তানের

11:42:00 PM

টি২০ বিশ্বকাপ ২০২১ : পাকিস্তান : ১২২/৪ (১৭ ওভার)

10:55:43 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: পাকিস্তান ৭৫/১ (১১ ওভার)

10:21:48 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: পাকিস্তান ৩১/১ (৫ ওভার)

09:49:25 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ১৪৮ রান

09:45:03 PM

টি২০ বিশ্বকাপ ২০২১: আফগানিস্তান ৯৩/৬ (১৫ ওভার)

08:49:51 PM