আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) কি ভবিষ্যতের নানা পেশার জন্য ভয়ের কারণ? এ নিয়ে নানা মহলের সাম্প্রতিক তর্ক উপভোগ করেন আপনারা। ইতিমধ্যেই সিনে পর্দায় এআই-এর ব্যবহার শুরু হয়ে গিয়েছে। কিন্তু প্রযুক্তিকে শিল্পের অন্তরায় ভাবতে রাজি নন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। ৮১ বছর বয়সে এসে তিনি নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছেন। তা উপভোগ করার চেষ্টা করছেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির সাহায্যে একটি ভিডিও তৈরি করা হয়েছে। সেই ভিডিও সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমার ছবি নিয়ে কীভাবে অ্যানিমেশন হয়েছে দেখুন। অবাক করা এআই-এর কাজ। আমি নিজে কিছু করিনি। কেউ একজন আমার ছবি নিয়ে এআই-এর সাহায্যে করেছেন। এর ভবিষ্যৎ কী?’ অর্থাৎ এআই-এর মাধ্যমে আর কী কী করা যায়, তা ভেবেই অবাক বর্ষীয়ান অভিনেতা। শিল্প মাধ্যমে এর অনুপ্রবেশ নিয়ে যদিও সরাসরি কোনও মন্তব্য করেননি অমিতাভ।
অন্যদিকে, ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে তিনি আর ফিরবেন কি না, তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। মন খারাপ ছিল তাঁর অনুরাগীদেরও। তবে এবার জানা গেল, ভক্তদের হতাশ করেননি বর্ষীয়ান অভিনেতা। অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় থাকছেন তিনিই। সম্প্রতি মুক্তি পেয়েছে অনুষ্ঠানের ১৬ নম্বর সিজনের টিজার।