পেশা ও ব্যবসায় অর্থাগমের যোগটি অনুকূল। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। ... বিশদ
এদিন বিচারপতি মিয়াঙ্গুল হাসান বলেন, ‘যদি এই মামলায় জিততেন, তাহলে হয়তো বুশরা বিবি (আদিয়ালা) কারাগারে যেতে পারতেন। তবে আমার ধারণা তাঁর আইনজীবীরাই চান না তিনি কারাগারে যান।’ যদিও শুনানি শেষ হওয়ার পর আদালতে পৌঁছন তাঁর আইনজীবী উসমান গিল। তাঁকে পুনরায় আবেদন করতে বলেন বিচারপতি। উল্লেখ্য, তোষাখানা দুর্নীতি ও অ-ইসলামিক মতে বিয়ে মামলায় স্বামী ইমরানের সঙ্গে সাজা পেয়েছেন বুশরা বিবি। গত জানুয়ারিতে তাঁকে আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে তাঁর বাসভবনকেই সাব জেলে পরিণত করে তাঁকে গৃহবন্দি রাখা হয়েছে।