Bartaman Patrika
হ য ব র ল
 

স্মরণ করি, 
বরণ করি তোমায়

পাঠশালার দিন গিয়েছে। কিন্তু ছাত্র-শিক্ষক সম্পর্কের মাধুর্য আজও অম্লান। স্কুলে শিক্ষক কখনও অভিভাবক, কখনও মনের-মানুষ। আপনজন। তিনি যেন ঈশ্বরতুল্য। যাকে সব বলা যায়। আমাদের জীবনের অনেকের আদর্শ এই মানুষটির যেন পূজারই দিন শিক্ষকদিবস। আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে নিজেদের মন কেমন করা নানা অনভূতির কথা মেলে ধরল বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা।
 

আমার জীবনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম
আমি সব শিক্ষক-শিক্ষিকাদের জানাই শিক্ষক দিবসের প্রণাম এবং ভালোবাসা। প্রথমে আমি আমার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার কথা বলি। তাঁরা করোনা মহামারীর মধ্যেও আমাদের অনলাইন মাধ্যমে শিক্ষাপ্রদান করছেন, যাতে সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারি। এবার আমার সঙ্গীত শিক্ষিকার কথা বলছি। ইনিও করোনা সংক্রমণ শুরু হওয়ার আগে থেকেই বাড়িতে এসে গান শেখাতেন। যখন আমি ছোট ছিলাম তখন উনি আমায় সহজ সহজ রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। কিছুদিন পরে উনি ধীরে ধীরে আমাকে তুলনায় কষ্টকর গান শেখাতে লাগলেন। আমি অনেক জায়গায় সঙ্গীত পরিবেশন করেছি। অনেক প্রশংসাও পেয়েছি। গানের শিক্ষিকাকে অনেক শ্রদ্ধা জানাই। এবার আমার আবৃত্তি শিক্ষকের কথা বলি। উনি আমাকে ভীষণ স্নেহ করেন। তাঁর জন্যই আমি অনেক বড় বড় জায়গায় আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি। অনেক পুরস্কারও পেয়েছি। আমি এখনও পর্যন্ত যা কিছু শিখতে পেরেছি, তার জন্য আমার শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম।
ঋদ্ধিত চৌধুরী, অষ্টম শ্রেণি
লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুল
ভাগ্যিস তাঁদের কথা শুনেছিলাম 
সত্যি কথা বলতে কী যখন ছোট ছিলাম, শিক্ষকদের ওপর খুব রাগ হতো! শিক্ষকদের মধ্যে অনেককে ভয়ও পেতাম! এখনও অবশ্য কয়েক জন স্যারকে ভয় পাই। সারাক্ষণ খালি এটা পড়, ওটা পড়, এই ক্লাস কর, ওই ক্লাস কর, ক্লাস ওয়ার্ক কর। খেলার সময়ই পেতাম না। কিন্তু এখন মনে হয়, ভাগ্যিস তাঁরা ছিলেন! না হলে আমার যে কী হতো! 
ভাগ্যিস রাজেন স্যার এত সহজ করে ‘এরিথমেটিকের কনসেপ্ট’টা বুঝিয়ে দিয়েছিলেন। তাই তো এখন কেসি নাগের অঙ্কও আর কঠিন লাগে না! নম্রতা মিস এত সুন্দর করে পিরিয়ডিক টেবিল আর ইলেক্ট্রোকেমিক্যাল সিরিজটা বুঝিয়ে  দিয়েছিলেন যে, এখন সহজে ইকুয়েশনগুলো করে ফেলতে পারি! আর সেই জন্যই তো এখন ক্লাসওয়ার্ক, হোমওয়ার্ক তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি খেলার জন্য অনেক বেশি সময় পাই! খেলার কোথায় মনে পড়ল, যশ স্যারের জন্যই ইন্টার স্কুল ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হতে পারছিলাম। পীযুষ স্যারের ওপর খুব রাগ হতো ভেকেশনের সময়েও ফ্রেঞ্চ ক্লাস করানোর জন্য! সুফলটা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম ২০১৯-এ বেলজিয়াম বেড়াতে গিয়ে! বাবা-মা তো ওখানকার ভাষা বুঝতে পারছিলেন না। সব কাজের কথা আমাকে করতে হয়েছে! ওদের বেশির ভাগ মানুষই তো ইংরেজি বলতে পারে না! তখন মনে মনে অনেক ধন্যবাদ জানিয়েছি পীযুষ স্যারকে। তাই আজ শিক্ষক দিবসে আমার সব শিক্ষকদের জানাই অনেক শ্রদ্ধা।
অর্চিষা রায়, অষ্টম শ্রেণি
বিলাবং ইন্টারন্যাশনাল হাই স্কুল, মুম্বই
শ্রদ্ধা জানাতে অনলাইনে  অনুষ্ঠান করেছি
কোভিড সংক্রমণের ফলে আজ সারা বিশ্বের দৈনন্দিন ব্যস্ততার গতি থমকে গিয়েছে। এর প্রভাব ব্যাপকভাবে পড়েছে শিক্ষার ওপর। পুঁথিগত বিদ্যার পঠনপাঠন চাহিদা ও বাধ্যবাধকতার নিমিত্ত এগলেও সমস্যায় পড়েছে গুরুমুখী বিদ্যাগুলি। যে গুরুরা আমাদের নাচ-গান, আঁকা বা খেলাধুলো শেখান, তাঁরা অনেকটাই অসুবিধায়    পড়েছেন এই নতুন শিখন পদ্ধতির সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে। হাতে কলমে  শিক্ষার প্রধান শর্ত —গুরু ও শিষ্যের শারীরিকভাবে এক জায়গায় উপস্থিত     হওয়া। ল্যাপটপ, মোবাইলের মতো ছোট পরিসরে এগুলি শেখার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রায় অসম্ভব।  গুরুমুখী এই শিল্পশিক্ষার মর্মার্থ যদি গতেবাঁধা ছকে ফেলে বোঝার চেষ্টা করা হয় তাহলে তা অধরাই থেকে যায়। নিঃস্বার্থ ভাবে, প্রযুক্তির সঙ্গে মানানসই হওয়ার জন্য শিক্ষক তথা গুরুর যে অদম্য প্রচেষ্টা তা আমাদের তাঁদের প্রতি শ্রদ্ধাশীল করে তুলছে প্রতিনিয়ত।  গুরুকে শ্রদ্ধাজ্ঞাপনের নির্দিষ্ট দিন নেই, আর এও জানি, কোনও বাধা বিপর্যয়ই গুরু-শিষ্যের সম্পর্কের অন্তরায় হতে পারে না। এবছরও করোনা সংক্রমণের জন্য একে অপরের মুখোমুখি হওয়া সম্ভব নয়। তাই প্রযুক্তির ওপর ভরসা করে, এই শিক্ষক দিবসে আমার কয়েকজন গুরুজিকে অনলাইনে একটা ছোট্ট অনুষ্ঠান উপহার দিয়েছি। শ্রদ্ধা ও প্রণাম জানাই তাঁদের।
মনোসৃজা হালদার, দশম শ্রেণি, 
বেথুন কলেজিয়েট স্কুল
আমার প্রিয় শিক্ষক
আমাদের সকলেরই প্রথম শিক্ষিকা মা। শুরুতে মায়ের হাত ধরে স্কুলের সেইসব শিক্ষক-শিক্ষিকাদের কাছে পৌঁছেছিলাম, যাঁরা আমাদের ভবিষ্যৎ জীবনের পথপ্রদর্শক। স্কুলের অনেক শিক্ষকের কাছ থেকে অনুপ্রাণিত হলেও বিশেষ একজন শিক্ষকের কথা আজ আমি লিখতে চাই। তিনি আমাদের স্কুলের বিজ্ঞানের শিক্ষক। তিনি আমাদের বিভিন্ন প্রতিযোগিতায়, ক্যুইজ, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে উৎসাহিত করেন। তিনি যখন আমাদের পড়ান, তখন আমি মুগ্ধ হই তাঁর কথা, তাঁর বাচনভঙ্গিমায়। তাঁর সব কিছুই, বিশেষত তাঁর নিয়মানুবর্তিতা আমাকে আকৃষ্ট করে ও অনুপ্রেরণা জোগায়।
এ বছর শিক্ষক দিবসে প্রতিবছরের মতো স্কুলে গিয়ে আমরা আনন্দ করতে পারব না। শিক্ষকদের নিজেদের খুশি মতো উপহারও দিতে পারব না। বন্ধুদের সঙ্গে ক্লাসঘর সাজাতে পারব না, শিক্ষকদের সাহচর্যে দিনটি উদযাপন করতেও পারব না। তাই, আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছি যে, নিজেরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে ভিডিও করে ফেসবুক ও ইউটিউব-এর মাধ্যমে শিক্ষকদের উদ্দেশে দিনটিকে উৎসর্গ করব। আমি শিক্ষক দিবসে সকল শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মান জানাতে চাই।
প্রান্তিক সেনগুপ্ত, অষ্টম শ্রেণি,  
জলপাইগুড়ি জিলা স্কুল
আমার প্রিয় সুরেলাদি
শিক্ষক-শিক্ষিকা ছাড়া কারও শিক্ষা সম্পূর্ণ হয় না। পরিবারে ‘বাবা-মা’-র পরে যাঁরা আমাদের জীবন শৃঙ্খলাবদ্ধভাবে বড় করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন, তাঁরা হলেন শিক্ষক-শিক্ষিকা। আমার জীবনে এরকমই একজন শিক্ষিকা হলেন সুরেলাদি (সুরেলা চক্রবর্তী)। তাঁকে প্রথম থেকেই আমি ‘দিদি’ বলে ডাকি। দিদি ডাকের মধ্যে যতটা আপনভাব থাকে, ঠিক ততটাই আপন আমার সুরেলাদি। তিনি আমাকে নবম শ্রেণি থেকে বাংলা পড়াচ্ছেন। আর তখন থেকেই শুরু হয়েছে করোনা সংক্রমণের জন্য গৃহবন্দি অবস্থা। তাই ইন্টারনেট ছাড়া আর উপায় নেই। একজন শিক্ষিকা মূলত তাঁর বিষয়েই অত্যধিক আলোকপাত করবেন এটাই দস্তুর। কিন্তু সুরেলাদি তার সময়ের বাইরে গিয়েও বলেন, ‘যা ভালো করে ফিজিক্স আর অঙ্ক কর’। আমার অবাক মুখের দিকে তাকিয়ে দিদি বলেন, ‘আমিও তো এই সময়টা পেরিয়ে এসেছি, ছাত্রছাত্রীদের কোথায় দুর্বলতা, তা আমি ভালো করেই জানি’। পড়ার ফাঁকে দিদির অনুসন্ধান, আর কোন বিষয়ে আমি পিছিয়ে রয়েছি, যে বিষয়গুলোতে বোঝার থেকেও মুখস্থই আমার ভরসা। সেই বিষয়গুলোর দায়িত্বও সুরেলাদি নিজের কাঁধেই নিয়ে নিয়েছেন। মুখস্থ নয়, বিষয়ের প্রতি ভালোবাসা আর নিজের প্রতি বিশ্বাস, একজন আদর্শ শিক্ষক তাঁর ছাত্রছাত্রীকে এর বেশি আর কী দিতে পারেন। আর এই করোনা পরিস্থিতিতে যেখানে ইন্টারনেটই শিক্ষণের একমাত্র মাধ্যম সেখানে এই ভালোবাসাবোধ যিনি জাগিয়ে তুলতে পারেন তিনিই তো আদর্শ শিক্ষক। এমন কঠিন সময়ে প্রত্যক্ষভাবে সাক্ষাৎ করে পায়ে হাত দিয়ে প্রণাম করে আমার প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধানিবেদনের সুযোগ এ-বছর না থাকলেও সুরেলাদি সহ আমার সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। 
ঐশানী চন্দ, দশম শ্রেণি
বিধাননগর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়
মা হলেন সেরা শিক্ষক
দেশ ও জাতির জীবনে এমন কিছু দিন থাকে, যে দিনগুলি আমাদের উজ্জীবিত করে নতুন ভাবনায়, অঙ্গীকারে। ৫ সেপ্টেম্বর তেমন একটি দিন। বিশিষ্ট শিক্ষাব্রতী সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিনে সারাদেশ তাঁকে স্মরণ করে ও শিক্ষক দিবস উপলক্ষে দিনটি উদযাপন করা হয়। সকলের জীবনে শিক্ষকের ভূমিকা অনেক। শিক্ষক মানে যাদের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখেছি। শুধু পড়াশোনা নয়, জীবনের নানা দিকে আমাদের ভাবনাকে ছড়িয়ে দিতে, পারদর্শিতা অর্জন করতে শিক্ষকের অবদান অনস্বীকার্য। শিক্ষক আমাদের পরামর্শ দেন। ব্যর্থতায় কাঁধে হাত রাখেন। আমি ছোটবেলা থেকে আমার মাকে ‘মা’ এবং ‘শিক্ষক’ দু’ ভাবেই পেয়েছি। সে ‘অ আ ক খ’ থেকে ফিজিক্স বা জ্যামিতির উপপাদ্য যাই-ই হোক না কেন, মা-ই সবার সেরা। মা বলেন, সহজে কখনও হার মেনে নিও না। সব সময় চেষ্টা করে যাবে। সাফল্য একসময় আসবেই। মা ও বাবার এই শিক্ষা আমি মেনে চলবার চেষ্টা করি। শিক্ষক দিবসে শিক্ষক-শিক্ষিকাদের আশীর্বাদ নিয়ে তাঁদের হাতে কিছু উপহার তুলে দিতে খুব ইচ্ছে করে। এখন সেই সুযোগ নেই। দেখাই তো হয়নি কতদিন।   
আপেক্ষিক চট্টোপাধ্যায়, অষ্টম শ্রেণি
বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
শিক্ষক-শিক্ষিকারা বটবৃক্ষের মতো
আমার জীবনের প্রথম শিক্ষক আমার দিদুন। দিদুনই আমায় লিখতে পড়তে শিখিয়েছেন। তাঁর কাছেই আমার হাতেখড়ি। তিনি সংসারের সব কাজ সামলানোর সঙ্গে সঙ্গে আমার পড়াশোনার দেখাশোনাও করেছে। গত এক বছরে এই গৃহবন্দি পরিস্থিতিতে আমি কাবাব তৈরি করতে শিখেছি। তাই আমি ঠিক করেছি এবছর আমি নিজে হাতে কাবাব তৈরি করে দিদুনকে খাওয়াব। আর পুরো দিন দিদুন যা বলবে সব কথা শুনব ও দিদুনের সঙ্গেই সময় কাটাব। দিদুনের পর আমার কাছে শিক্ষক হিসাবে সবথেকে প্রিয় হলেন পিপি স্যার মানে প্রতীক পাইন স্যার। আমি স্যারের সান্নিধ্যে আসি প্রথম শ্রেণিতে। উনি আমার শিক্ষক ছিলেন। কিন্তু আস্তে আস্তে ক্লাসরুম ও স্কুলের গণ্ডি ছাড়িয়ে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল। পি পি স্যারের ইচ্ছাতেই আমার নাটকের ক্লাসে ভর্তি হওয়া, যা এখন আমার খুব প্রিয়। স্যারের তত্ত্বাবধানেই নাটকের ক্লাসের কয়েকজন বন্ধু ও তাদের বাবা-মা একসঙ্গে মিলে ডুয়ার্সের ইচ্ছেগাঁও বেড়াতে গিয়েছিলাম। সেখানে স্যার আমাদের প্রকৃতিকে চিনতে শিখিয়েছেন। স্যার আমার কাছে বটবৃক্ষের মতো ছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য আজ উনি আমাদের মধ্যে নেই। তাই করোনা পরিস্থিতিতে আমরা যখন একসঙ্গে হতে পারছি না তখন আমরা বন্ধুরা ঠিক করেছি আমরা অনলাইনে একটি অনুষ্ঠান করে স্যারকে শ্রদ্ধা জানাব।
ইশান দত্ত, সপ্তম শ্রেণি
দি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল
কলকাতা দিদির মতো পড়াতে চাই 
জানি না কেন শিক্ষক দিবসে আমার নিজের খুব শিক্ষক হতে ইচ্ছে করে। বেশ পড়াব কোনও স্কুলে। আমাদের দিদিদের মতো। আমি বাংলা পড়াব। দিদি যেমন সুন্দর করে পড়ান, তেমন করে। স্পষ্ট উচ্চারণ, গুছিয়ে সুন্দর বাক্য গঠন করে কথা বলা, আমার খুব ভালো লাগে। অনলাইন ক্লাসেও দিদিদের পড়ানো আমি মিস করতে চাই না। অবশ্য বাড়িতে একটা ফোন থাকায় দুপুরের দিকে একটু অসুবিধা হয়। তাও ভয়েস মেসেজে যখন কথাগুলো ভেসে আসে, আমি মন দিয়ে শুনি। ব্যাকরণ বই নিয়ে বসে সেটাই তখন আমার পড়া। এভাবেই পড়াশোনার একটা অপরিচিত জগৎ আমার সামনে দিদিরা তুলে ধরছেন। আমাদের গতানুগতিক ভাবনার বাইরে কত কী নতুন ভাবার আছে, সেটা তো আমরা এভাবেই শিক্ষক শিক্ষিকাদের হাত ধরে শিখি। সারাজীবন সেটা যেন মনে রাখি। কতদিন স্কুলে যাইনি। শিক্ষক দিবস একটা একটা করে পার হয়ে যাচ্ছে। আমরা কিছুই করতে পারছি না। এমন দিনে গান আবৃত্তি নাচ কত কী হয় স্কুলে। দিদিদের আদরটাও তো কত দামী। 
গরিমা বসাক, অষ্টম শ্রেণি
বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল
05th  September, 2021
সোনি বিবিসি  আর্থ-এর শো
‘অ্যানিমাল আইনস্টাইনস’

মানব মস্তিষ্ককে সর্বোৎকৃষ্ট মনে করা হয়। কিন্তু এমন অনেক জীবজন্তু রয়েছে, যাদের বুদ্ধি রীতিমতো পাল্লা দিতে পারে মানুষের মস্তিষ্ককেও। সোনি বিবিসি আর্থ এই সব জীবজন্তুদের নিয়ে আয়োজন করেছে একটি বিশেষ শো-এর। শো-টির নাম রাখা হয়েছে— ‘অ্যানিমাল আইনস্টাইনস’। বিশদ

26th  September, 2021
অকৃতকার্যদের জন্য বিশ্ববিদ্যালয়

 নামটা শুনে ভীষণ অবাক হয়ে গেছো, তাই না ছোট্ট বন্ধুরা! যেখানে শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা দাঁতে দাঁত চেপে দিনরাত পড়াশোনা করছে নিজেকে প্রথম সারিতে রাখার জন্য, সেখানে অকৃতকার্যদের জন্য আবার কি না বিশ্ববিদ্যালয়! হ্যাঁ, ‌শুনতে ভারী অদ্ভুত লাগলেও এটা সত্যি। বিশদ

26th  September, 2021
ম্যাজিকে লেখাপড়া
 

ম্যাজিক মানে শুধুই খেলা? পড়ার লেশমাত্র নেই? মোটেও না, ম্যাজিকে এবার লেখাপড়ার বিষয়গুলোও ভরে দেওয়া হল। পড়াশোনার বিভিন্ন বিষয়ের ওপর দারুণ ম্যা঩জিক দেখাবেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। এখন থেকে প্রতি মাসের একটা করে রবিবার তোমাদের জন্য থাকবে ম্যাজিকে লেখাপড়া। এবার অর্থনীতি। ম্যাজিশিয়ানের সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

26th  September, 2021
শিউলি ফুলের সকাল
কার্তিক ঘোষ

একটাই মাটির ঘরের সামনে তখন একটা উঠান।আর সেই উঠোনের মাঝখানে তখন একটাই গাছ।শিউলি ফুলের সাজ পরে দিব্যি কেমন হাসি-খুশি।হিসেব করলে বয়সটা মেলে না।হাসি-খুশি মা তখন গোটা পাড়ার উমা।কিন্তু কলকাতার একটা কড়া-বালতি আর পেরেকের দোকানের দেড়শো টাকা মাইনের হাসি-খুশি মানুষটা তখন মহাদেব। বিশদ

26th  September, 2021
হাতেখড়ি
বিনতা রায়চৌধুরী

অপরাজিতা নিজেকে ইদানীং অশিক্ষিতই ভাবেন। অথচ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি পেয়েছেন। ইতিহাস তার প্রিয় বিষয় ছিল। তাতেই এমএ-টা করেছেন। বিশদ

19th  September, 2021
ভয়ঙ্কর কোমোডো ড্রাগন!

গুটিগুটি পায়ে হেলতে-দুলতে এগিয়ে আসছে এক অদ্ভুত দর্শন চারপেয়ে প্রাণী। মুখ থেকে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে চেরা জিভ। একবার তাকালে মনে হতে পারে, একটা বড় টিকটিকি হেঁটে চলেছে। তবে তোমাদের মধ্যে অতীব সাহসীরা টিকটিকি দেখে যেমন হেলাফেলা মনোভাব দেখাও, এই প্রাণীকে দেখে তেমনটা করতে পারবে না। বিশদ

19th  September, 2021
মাধ্যমিকের প্রস্তুতিতে এই
সময়টাকে কাজে লাগাও

কমবেশি আর সাড়ে চার মাস বাকি তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা— মাধ্যমিক। তাই সময় নষ্ট না করে এখন থেকেই পরিকল্পনা মাফিক জোর কদমে শুরু করতে হবে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। আজ তোমাদের জন্য মার্কশিট বিভাগে রইল বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও অঙ্ক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার টিপস। আলোচনা করেছেন বিভিন্ন স্কুলের বিশিষ্ট শিক্ষক। বিশদ

12th  September, 2021
কথাসাহিত্যিক শরৎচন্দ্র
চট্টোপাধ্যায় -এর ছেলেবেলা

 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষের ছেলেবেলার কথা। এবার কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়।  বিশদ

12th  September, 2021
শরীরচর্চা ও খাদ্যাভ্যাস
নিয়ে বিশেষ উদ্যোগ

স্বাধীনতার ৭৫তম দিবস উদযাপনের পাশাপাশি টোকিও অলিম্পিকে ভারতের সফল ক্রিড়াবিদদের অভিনন্দন জানাল ফিটনেস সংস্থা ক্লাবফিট। শুধু তাই নয়, বারাসতে হওয়া এই অনুষ্ঠানে অল্প বয়সিদের জন্যও সংস্থাটি একটি বিশেষ কর্মসূচি নিয়েছিল। বিশদ

05th  September, 2021
দুঃসাহসিক দক্ষিণ
মেরু অভিযান

অ্যাডভেঞ্চারের খোঁজে আঠাশ জন সঙ্গীকে নিয়ে আন্টার্কটিকার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শ্যাকলটন। অভিযান চলাকালীন হঠাৎ বরফ জমা সাগরে ভেঙে পড়ল জাহাজ। কী হল তারপর? লিখেছেন সুপ্রিয় নায়েক। বিশদ

29th  August, 2021
ম্যাজিকে লেখাপড়া

ম্যাজিক মানে শুধুই খেলা? পড়ার লেশমাত্র নেই? মোটেও না, ম্যাজিকে এবার লেখাপড়ার বিষয়গুলোও ভরে দেওয়া হল। পড়াশোনার বিভিন্ন বিষয়ের ওপর দারুণ ম্যাজিক দেখাবেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। এখন থেকে প্রতি মাসের একটা করে রবিবার তোমাদের জন্য থাকবে ম্যাজিকে লেখাপড়া। এবার ভূগোল। ম্যাজিশিয়ানের সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী।  বিশদ

29th  August, 2021
রাখিবন্ধন

রাখিবন্ধন শব্দটির সঙ্গে জড়িয়ে আছে একরাশ ভালোবাসা। ভাই আর বোনের চিরকালীন এক সম্পর্কের বন্ধনকে মূর্ত করে এই দিনটি। বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিয়ে অপেক্ষায় থাকে মিষ্টি একটা উপহারের জন্য। সবাই মিলে একসঙ্গে হইচই আর খেলাধুলোয় মেতে ওঠে তারা। এটাই সেই ভালোবাসা। লিখে জানাল ছোট্ট বন্ধুরা।  
বিশদ

22nd  August, 2021
শোনো শোনো গল্প বলি

গৃহবন্দি সময়ে একরাশ খুশির খবর নিয়ে হাজির হলেন কাহানি নানি। ছোটদের জন্য মিষ্টি মধুর গল্প তাঁর ঝুলিতে সবসময় রেডি। গল্পের খোঁজ দিলেন কমলিনী চক্রবর্তী।    বিশদ

22nd  August, 2021
ঋষি অরবিন্দ -এর ছেলেবেলা

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষের ছেলেবেলার কথা। এবার ঋষি অরবিন্দ। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়।  বিশদ

15th  August, 2021
একনজরে
করোনা আবহে নেই দুর্গা প্রতিমার বায়না। রোজগারে টান আরামবাগের প্রতিমা শিল্পীদের। কাজ না মেলায় এই বছর কর্মহীন হয়ে পড়েছেন মৃৎশিল্পের সঙ্গে যুক্ত বহু কর্মী। যাঁরা ...

মালদহের চাঁচল থানার পুলিস অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল  সামাদ আলি, মর্তুজা আলি ও সাহেব আলি। ...

প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেতে সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়া ‘বৈধ’। এমনই ‘সিলমোহর’ দিয়ে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিএসপি বিধায়ক রমাবাঈ পারিহার। শুধু তাই নয়, কত টাকা ...

করোনার বাড়বাড়ন্তের জেরে গত বছর উচ্ছাসে কিছুটা ভাটা পড়লেও এবারে বিষ্ণুপুর মহকুমার তিন জমিদারবাড়ির পুজোয় দর্শনার্থীদের ঢল নামবে। এমনই আশা ব্যক্ত করেছেন জমিদার পরিবারের সদস্যরা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধি। উকিল, মৃৎশিল্পীদের শুভ। সংক্রমণ থেকে শারীরিক অসুস্থতা হতে পারে। আর্থিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক কফি দিবস
বিশ্ব হার্ট দিবস
বিশ্ব শিশু অধিকার দিবস

১৭২৫- ভারতের প্রথম ইংরেজ শাসক রবার্ট ক্লাইভের জন্ম
১৮৪১ - ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান - 'লেজিয়ঁ দনার' এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি দুর্গাচরণ রক্ষিতের জন্ম
১৮৯২: প্রথম রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়
১৯২৯: বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে
১৯৩২: অভিনেতা মেহমুদের জন্ম
১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়
১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়
১৯৪২ - স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা শহীদ হন
১৯৭১: ওড়িশা, পশ্চিমবঙ্গে ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৯৯ টাকা ৭৪.৭০ টাকা
পাউন্ড ৯৯.৪৫ টাকা ১০২.৯৪ টাকা
ইউরো ৮৪.৭৮ টাকা ৮৭.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৬,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৪, ৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৫,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬০,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী ৩৭/২৭ রাত্রি ৮/৩০। আর্দ্রা নক্ষত্র ৪৪/৪৬ রাত্রি ১১/২৬। সূর্যোদয় ৫/৩০/৫৮, সূর্যাস্ত ৫/২৩/১৪।  অমৃতযোগ দিবা ৬/১৮ মধ্যে পুনঃ ৭/৬ গতে ৭/৫৩ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৩৯ মধ্যে। রাত্রি  ৬/১১ গতে ৬/৫৯ মধ্যে পুনঃ ৮/৩৭ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/১৮ গতে ৭/৬ মধ্যে পুনঃ ১/২৬ গতে ৩/৪৭ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ৯/৫৮ মধ্যে পুনঃ ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী  অপরাহ্ন ৪/৩৭। আর্দ্রা নক্ষত্র রাত্রি ৯/১৮। সূর্যোদয় ৫/৩১, সূর্যাস্ত ৫/২৫। অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ৭/৫৪ মধ্যে ও ১০/১৪ গতে ১২/৩৩ মধ্যে এবং রাত্রি ৬/১ গতে ৬/৫১ মধ্যে ও ৮/৩০ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ  দিবা ৬/২১ গতে ৭/৮ মধ্যে ও ১/১৯ গতে ৩/৩৯ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ৯/৫৯ মধ্যে ও ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি  ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
২১ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কেন্দ্রীয় বাহিনী বাড়ছে ভবানিপুরে
রাত পোহালেই ভবানিপুরে উপনির্বাচন। তার আগে কেন্দ্র বাহিনী বাড়ানো হচ্ছে ...বিশদ

05:54:46 PM

তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী
তৃণমূলে যোগ দিলেন লুইজিনহো। আজ, বুধবার গোয়ার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ...বিশদ

04:49:35 PM

ভারত ও আফগানিস্তানের মধ্যে চালু হোক বিমান পরিষেবা, আর্জি তালিবানের
ফের চালু করা হোক ভারত ও আফগানিস্তানের মধ্যে বিমান পরিষেবা। ...বিশদ

03:02:47 PM

রঘুনাথপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় মৃত্যু গবাদি পশুর
গতকাল রাত থেকেই অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জের। যার ...বিশদ

02:33:00 PM

মালদহে ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ৩
৩৫১ গ্রাম ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট ...বিশদ

02:17:37 PM

দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত দুর্গাপুজোর মণ্ডপ
দুর্গাপুর শিল্পাঞ্চলে নিম্নচাপের জেরে অতিরিক্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত ...বিশদ

02:07:46 PM