কর্মপ্রার্থীদের কর্মলাভ কিছু বিলম্ব হবে। প্রেম-ভালোবাসায় সাফল্য লাভ ঘটবে। বিবাহযোগ আছে। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ... বিশদ
ভেজ স্যান্ডউইচ (৪ জনের জন্য)
উপকরণ: বাঁধাকপির পাতা ৫০ গ্রাম, আনারস কুচি ১০ গ্রাম, লাল বাঁধাকপি কুচি ১০ গ্রাম, গাজর ১০ গ্রাম, মেয়োনিজ ২০ গ্রাম, নুন ২ গ্রাম, গোলমরিচ গুঁড়ো ২ গ্রাম, ব্রেড স্লাইজ ৪টা, মিক্সড হার্বস ৪ গ্রাম, মিক্সিং বোল ১টি, সার্ভিং ডিশ ৪টে, ছুরি ১টা।
পদ্ধতি: প্রথমে স্লাইজ ব্রেড নিয়ে চারপাশ ছুরি দিয়ে কেটে আলাদা করে রাখতে হবে। এরপর ব্রেড ছাড়া যাবতীয় উপকরণ একটা মিক্সিং বোলে নিয়ে তা ভালো করে মেশাতে হবে। এরপর ২টো ব্রেডের মাঝে এই মিশ্রণকে স্টাফিং হিসেবে দিতে হবে। এরপর স্টাফিং করা ২টো ব্রেডের মাঝখানে আড়াআড়িভাবে কাটতে হবে। সার্ভিং ডিশে এরপর এই স্যান্ডউইচ পরিবেশন করো।
অ্যাপেল স্যালাড (৪ জনের জন্য)
উপকরণ: অ্যাপেল স্লাইজ ২০ গ্রাম, গন্ধরাজ লেবুর রস ১০ মিলিগ্রাম, পাতি লেবুর রস ২ মিলিগ্রাম, অলিভ অয়েল ৪ মিলিগ্রাম, ভিনিগার ২ গ্রাম, মধু ৪ গ্রাম, নুন ২ গ্রাম, গোলমরিচ গুঁড়ো ২ গ্রাম, চেরি টম্যাটো ২০ গ্রাম, চিজ ২০ গ্রাম, লেটুস পাতা ৪০ গ্রাম (ডিপ ফ্রিজে রাখা) কালো আঙুর ২০ গ্রাম, স্প্রিংকেল অমারান্ত ৪ গ্রাম, ফ্ল্যাক্সসিড ৪ গ্রাম, মিক্সিং বোল ১টি, সার্ভিং ডিশ ১টি।
পদ্ধতি: স্লাইজ অ্যাপেল মধু, ভিনিগার, নুন, গোলমরিচ, পাতিলেবুর রস, গন্ধরাজ লেবুর রস, অলিভ অয়েল, চেরি টম্যাটো একত্রে মিক্সিং বোলে নিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এরপর সার্ভিং ডিশে লেটুস পাতা দিয়ে তার ওপর এই মিশ্রণ রাখতে হবে, এবার এই মিশ্রণের ওপর চিজ, কালো আঙুর দিয়ে তার ওপর ফ্ল্যাক্সসিড এবং স্প্রিংকেল অমারান্ত দিয়ে গার্নিশ করতে হবে। নিজেদের পছন্দমতো গার্নিশ করে এই স্যালাড পরিবেশন করো।
চৈতালি দত্ত