Bartaman Patrika
হ য ব র ল
 

হ্যালোইন নাকি ভূত উৎসব

 বিদেশের ভূত পার্বণ নিয়ে লিখেছেন অভীক বসু।

কার কতটা ভূতের ভয় তা আমার জানা নেই, আমার কিন্তু খুবই ভূতের ভয়, তাই রাতে আমি একা একা ঘরে শুতে পারি না, চোখ বুঝলেই ভূশুণ্ডির মাঠ থেকে হাজার হাজার ভূত উড়ে এসে আমাকে ঘিরে ধরে, কেউ আমার পা ধরে টানে কেউ বা আবার কাতুকুতু দিয়ে আমাকে নাজেহাল করে ছাড়ে, সে সব দুঃখের কথা আজ নয় ছেড়েই দিলাম। তাই ভূত নিয়ে কিছু লিখতে গেলে আমার হাত-পা ঠান্ডা হয়ে আসে, গায়ের লোম খাড়া হয়ে যায়।
বেশ কিছুদিন হল আমেরিকায় এসেছি, নিঃসন্দেহ এটি একটি স্বপ্নের দেশ। প্রকৃতি যেন তার সমস্ত সম্পদ দিয়ে দেশটিকে উজাড় করে সাজিয়েছে। যে দিকেই তাকাই মনে হয় যেন কোনও এক নিপুণ শিল্পী তার ক্যানভাসে ধরে রেখেছে এর সৌন্দর্যের নিদর্শন। এ দেশে মানুষজনের সংখ্যা এতই কম অনেকটা পথ হাঁটার পর দু’একজন মানুষ দেখা যায়। রাত হলেই গা ছমছম করে, এ যেন এক আজব দেশ। তবে এই নির্জন নিরালা জায়গায় আধিভৌতিক কাণ্ড হামেশাই ঘটে, ভূতপ্রেত দেখা যায় শুনেছি। নিউজার্সি, ক্যানকটিকা, মেরিল্যান্ড এখনকার কিছু কিছু জায়গা আমার দেখা, লোকজন নেই বললেই চলে। আমার এক প্রিয়জন সাউথ ক্যারোলিনায় পড়াশুনো করতে গিয়েছিল। তার মুখ থেকে শোনা, সে ছিল একজন গবেষণার ছাত্র, রাত হয়ে যেত প্রায় ল্যাবরেটরি থেকে বের হতে। ক্যাম্পাস থেকে তার পিজি হোস্টেলটি বেশ কিছু দূরে ছিল, সাইকেল করেই সে যাতায়াত করত, মাঝপথে পড়ত একটা হালকা জঙ্গল। সে দু’একবার দেখেছে এক অপরূপা মেম, উচ্চতা প্রায় ছ’ফুটের মতো, ঘন অন্ধকারের মধ্যে তার গায়ের রঙের ঝলক, অন্ধকার ভেদ করে বেরিয়ে আসছে। কিছুটা পথ আগুপিছু করে সে জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে যেত। ভৌতিক পরিবেশ সৃষ্টি না করে ভূতের গল্প হয় না। তাই আরেকটি ঘটনার কথা বলি, নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়ে গাইডের মুখে এ কাহিনী শোনা। ‘স্ক্রিমিং টানেল’ নায়াগ্রা জলপ্রপাতের কুখ্যাত ভৌতিক স্থানের অন্যতম। এখানকার মানুষজন বলে এই টানেলের ভেতরে একটি দেশলাইকাঠি দিয়ে আগুন জ্বালালে সঙ্গে সঙ্গে সেটি আগুনের গোলা হয়ে টানেলের বাইরে চলে যাবে। আর শোনা যাবে একটি ছোট্ট মেয়ের চিৎকার যা খুবই ভয়ানক।
ভূতেদের কথা নিয়ে যখন লিখছি তখন বরং অন্যরকম এক ভূতের কাহিনী শোনাই আজ।
বিশ্বের এমন কতকগুলি দেশ আছে যারা বছরের একটি দিনে ভূতেদের আমন্ত্রণ জানায়। আমি আমেরিকায় যে পাড়ায় থাকতাম সেটি হল নিউইয়র্ক শহরের কুইনস বোরোতে। সেই পাড়াতে নানা দেশের মানুষের বাস আমেরিকান, আইরিশ, স্প্যানিশ, গাইনিজ, বাংলাদেশি এবং আফ্রো আমেরিকান। একদিন সন্ধ্যাবেলা নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফিরছি, ফুটপাতে সারি সারি ম্যাপল গাছ। হাডসন নদী থেকে ফুরফুরে হাওয়া উড়ে আসছে, গাছগুলিতে ফল লেগেছে অর্থাৎ পাতার রং পাল্টাচ্ছে, সবুজ থেকে কমলা তারপর হলুদ, ঝরে পড়ার আগে হয় লাল। এ যেন এক অভিনব প্রকৃতির রং বদলের খেলা, রাস্তার দু’ধারে ছবির মতো বাগানওয়ালা বাংলো বাড়ি, ছিমছাম পরিবেশ। হঠাৎ যেন সমস্ত চিত্রটাই বদলে গেল যখন দেখলাম ওই বাড়িগুলোর দরজায় আর বাগানে বীভৎস সব কঙ্কাল রাখা, পুতুল দিয়ে সাজিয়ে দেখানো হয়েছে বন্দুক থেকে গুলি ছুঁড়ে একজন অপরকে খুন করছে। কোথাও আবার হাওয়ায় কঙ্কালের মাথাটি দুলছে। আলখাল্লা পরে বাড়ির বাগানে ভূতেরা নাচছে। এ দেশের ভূতেরা আবার ইংরেজিতে কথা বলে, নাকিসুরে কী সব বলছিল, আর আছে বাগানের মাঝখানে রাখা বিশাল বিশাল কুমড়ো।
এই ভৌতিক পরিবেশ আমাকে একটু ভীত ও ভাবিত করে তুলল, রাস্তায় লোকজন নেই বললেই চলে দু’একটি গাড়ি সাঁই সাঁই করে পাশ দিয়ে চলে যাচ্ছে, আমি বাড়ির দিকে দ্রুত পা বাড়ালাম। হঠাৎ চোখে পড়ল একটি বাড়ির দেওয়ালে আলো দিয়ে লেখা ‘হ্যালোইন ফেস্টিভাল’।
প্রতি বছর অক্টোবর মাসের শেষ দিনটি অর্থাৎ ৩১ অক্টোবর সারা পাশ্চাত্য দেশে খ্রিস্টানদের মধ্যে এই হ্যালোইন উৎসব পালিত হয়। এই দিনটিকে বলে ‘অল হ্যালোজ ডে’। প্রায় দু’হাজার বছর আগে বর্তমান আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সে বসবাস করত কেল্টিক জাতি। নভেম্বরের প্রথম দিনটি নববর্ষ হিসাবে পালন হতো। এই দিনটিকে তারা গ্রীষ্মের শেষ এবং অন্ধকারের বা শীতের শুরু মনে করত। বড়ই ভয়ের এ সময়। এই রাতে প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা মানুষের মাঝে ফিরে আসে। এদের সঙ্গে যদি মানুষের দেখা হয় তবে সেই মানুষের ক্ষতি হতে পারে। তাই মানুষরা এই রাতে বিভিন্নরকম ভূতের মুখোশ ও কাপড় পরে কাটাত। আর রাতেরবেলা আগুনের পাশে মুখোশ পরে বৃত্তাকারে একসঙ্গে ঘুরতে ঘুরতে মন্ত্র বলত। এই উৎসবের উদ্দেশ্য বিদেহী আত্মাদের স্মরণ করা। মজা করে বলা হয় ভূত উৎসব। এই সময় নাকি ভূতেরা ভূতলোক থেকে মর্তে নেমে আসে। আর ১ নভেম্বর এরা পালন করে অল সেন্ট ডে, যেদিন সবাই শ্রদ্ধা নিবেদন করে সেই মানুষদের প্রতি যারা যিশুর সঙ্গে সঙ্গে শহিদ হয়েছেন।
এই ভূত উৎসবে বা হ্যালোইন ডে-তে কতরকম যে বিচিত্র ঘটনা ঘটে তার ঠিকঠিকানা নেই। শিশুরা ভূতেদের থেকে নিজেদের লুকিয়ে রাখতে বিচিত্র সাজ সাজে। কেউ সাজে বাঘ বা সিংহ কেউ জলদস্যু, স্পাইডারম্যান কেউ আবার পুলিস। ছোট মেয়েরা সাজে রাজকুমারী, প্রজাপতি আরও কত কিছু যাতে ভূতেরা ওদের চিনতে না পারে। এই উৎসব উপলক্ষে শহরে নানা দোকানে শিশুদের জন্য নানারকম পোশাক বিক্রি হয়।
হ্যালোইন উৎসব নানারকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পালিত হয়, তার মধ্যে আছে ট্রিক আর ট্রিট, ভয়ের চলচ্চিত্র দেখা, বনফায়ার, আধিভৌতিক স্থানগুলি ঘুরে ঘুরে দেখা, আজব পোশাকের পার্টি। ওইদিন নাকি উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোইন ডাইনিরা উড়ে বেড়ায় সারা আকাশ জুড়ে। হ্যারি পটার চলচ্চিত্রে এই দৃশ্যের কিছুটা নমুনা পাওয়া যায়। হ্যালোইন উৎসবে সাজের আরেকটা মজা হল কুমড়ো, এরা কুমড়োর গায়ে নাক-চোখ আঁকে, কুমড়োগুলি বেশিরভাগ কাচের। আমরা যখন বেড়াচ্ছিলাম এদিক-ওদিক, একটি মিউজিয়াম চোখে পড়ল নাম কর্নিং মিউজিয়াম অফ গ্লাস, এই মিউজিয়াম সংলগ্ন একটি কারখানায় ঢাউস ঢাউস কাচের হ্যালোইন কুমড়ো তৈরি হচ্ছে, এত অত্যাধুনিক কারিগরি যে একটি কুমড়ো তৈরি করতে এক মিনিটও সময় লাগছে না।
আমেরিকায় শিশু কিশোর থেকে শুরু করে যাকেই জিজ্ঞাসা করা যায় তাদের কাছে সবচেয়ে মজার উৎসব কী, সবাই বলবে হ্যালোইন। কমবয়সী ছেলেমেয়েরা টর্চ হাতে বেরিয়ে পড়ে ‘ট্রিক অর ট্রিট’ করার জন্য। আর অনেকেই প্রথা অনুযায়ী মুখে মুখোশ এঁটে গায়ে অদ্ভুত পোশাক পরে বেরিয়ে পড়ে। শিশু-কিশোরদের এই অবাধ বিচরণ, তাদের আনন্দ-উল্লাসে প্রথম শীতের অন্ধকার রাতের বিষণ্ণতা যেন ঢাকা পড়ে যায়। অতলান্তিক থেকে ধেয়ে আসা দমকা হাওয়া মিলেমিশে একাকার হয়ে যায় হ্যালোইন উৎসবের সঙ্গে।

ছবি : সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
27th  October, 2019
গোলাপি বিপ্লবের সন্ধিক্ষণে ইডেন

ছোট্টবন্ধুরা! তোমরা যারা ক্রিকেট খেলা দেখতে ভালোবাসো, বা যারা ক্রিকেটের খোঁজখবর একটু আধটু রাখো, তারা নিশ্চয়ই ইডেনে দিন-রাতের টেস্ট ম্যাচ হওয়ার খবর জানো। ভারত তাদের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচটি খেলতে নামছে ২২ নভেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে। 
বিশদ

17th  November, 2019
অরণ্যে অ্যাডভেঞ্চার

গা ছমছমে গহিন অরণ্য। দূর থেকে শোনা যাচ্ছে জলপ্রপাতের গর্জন। পথে বন্য পশুর ভয়। কোথাও ভয়ঙ্কর নদী পেরতে হবে। এমনই কয়েকটি অরণ্যের কথা তোমাদের শুনিয়েছেন সায়ন নস্কর। 
বিশদ

17th  November, 2019
ছোটদের রান্নাঘর 

তোমাদের জন্য চলছে একটি আকর্ষণীয় বিভাগ ছোটদের রান্নাঘর। এই বিভাগ পড়ে তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে লোভনীয় খাবারদাবার। বাবা-মাকেও চিন্তায় পড়তে হবে না। কারণ আগুনের সাহায্য ছাড়া তৈরি করা যায় এমন রেসিপিই থাকবে তোমাদের জন্য। এবার সেরকমই দুটি জিভে জল আনা রেসিপি দিয়েছেন দ্য পার্কিং লট রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফ সুমিত রঘুবংশী। 
বিশদ

10th  November, 2019
জওহরলাল নেহরুর ছেলেবেলা 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার পণ্ডিত জওহরলাল নেহরু। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। 
বিশদ

10th  November, 2019
ছোটদের ভালোবাসতেন চাচা নেহেরু 

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। শিশুদের কাছে তিনি চাচা নেহরু হিসেবে বেশি জনপ্রিয়। নেহরু ছোটদের খুব ভালোবাসতেন বলে তাঁর জন্মদিনটি অর্থাৎ ১৪ নভেম্বর দেশজুড়ে শিশুদিবস পালিত হয়। প্রিয় চাচা নেহরুকে নিয়ে লিখেছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।  
বিশদ

10th  November, 2019
মার্কশিট 

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় বাংলা।
 
বিশদ

03rd  November, 2019
সে কি সত্যি হবে! 
আয়ূষী বন্দ্যোপাধ্যায়

পাইন আর দেওদার গাছের মধ্যে পাখির বাসা থাকে কি না তা ঠিক জানা নেই, তবে এক মিষ্টি পাখির কূজন কানে ভেসে আসে রোজই। গতকাল রাতে অমন ঝড়, বৃষ্টি, দম্ভোলি হয়েছে কে বলবে? ভোরের প্রভাকরের প্রকীর্ণ আভা যেন দুর্যোগকে নিশ্চিহ্ন করেছে। ঈশ্বরের দেশে সবই তো তাঁর লীলাখেলা, সেখানে যে নেই কোনও মোহ, মায়া, মাৎসর্য। শুধুই আছে মনকে দয়ার্দ্র করে তোলার পরিপূর্ণ রসদ। 
বিশদ

03rd  November, 2019
পুজোর ছুটি 

পুজোর ছুটিতে কে কী করবে তার পরিকল্পনা অনেক আগেই সেরে ফেলে ছোটরা। সেই তালিকায় ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া, বন্ধুদের সঙ্গে গল্পগুজব, মামার বাড়ি যাওয়া, বেড়ানো, গল্পের বই পড়া, খেলাধুলো সবই থাকে। এবারের পুজোর ছুটি কার কেমন কাটাল তোমাদের শোনাচ্ছে বৈঁচি বিহারীলাল মুখার্জি’স ফ্রি ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা। 
বিশদ

03rd  November, 2019
 আলোর উৎসব
কা লী পু জো

 রং-বেরঙের আলো দিয়ে বাড়ি সাজানো, তুবড়ি, হাউই আর রংমশালের আলোর ছটা, মিষ্টিমুখ, রাত জেগে পুজো দেখা... এমনভাবেই কেটে যায় কালীপুজোর দিনটা। জানাল বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা। বিশদ

27th  October, 2019
 ভগিনী নিবেদিতা

 আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার ভগিনী নিবেদিতা। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। বিশদ

27th  October, 2019
হিলি গিলি হোকাস ফোকাস 

চলছে নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদের কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাবেন। আজকের বিষয় থট-রিডিং।   বিশদ

20th  October, 2019
মামরাজ আগরওয়াল রাষ্ট্রীয় পুরস্কার 

প্রতিবারের মতো এবারও ‘মামরাজ আগরওয়াল রাষ্ট্রীয় পুরস্কার’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল মামরাজ আগরওয়াল ফাউন্ডেশন। গত ২১ সেপ্টেম্বর রাজভবনে অনুষ্ঠানটি হয়েছিল। এবার মোট ৯৯ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।   বিশদ

20th  October, 2019
মহাপ্রলয় আসছে 

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, ষষ্ঠ মহাপ্রলয় ঘটতে আর দেরি নেই। জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে। বাড়ছে গাড়ি, কলকারখানার সংখ্যা। দূষিত হয়ে উঠছে পরিবেশ। গলতে শুরু করেছে কুমেরু ও সুমেরুর বরফ। মহাপ্রলয় আটকাতে এখনই ব্যবস্থা নেওয়া দরকার। পৃথিবীর ধ্বংস আটকানোর উপায় কী? লিখেছেন সুপ্রিয় নায়েক। 
বিশদ

20th  October, 2019
একনজরে
সংবাদদাতা, ইসলামপুর: সোমবার সকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার বেলন গ্রাম পঞ্চায়েতের পটুয়া এলাকায় ধান খেতে এক অজ্ঞাতপরিচয়ের যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।   ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শয়নে স্বপনে এখন শুধুই গোলাপি টেস্ট। যার উন্মাদনা কেবল সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নয়। উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও। দেশের মাটিতে প্রথমবার ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’টি পরীক্ষার মধ্যে দু-একদিন করে ছুটি থাকবে বলে আগেই ঘোষণা করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। ...

মাইসুরু, ১৮ নভেম্বর: রবিবার মাইসুরুতে একটি বিয়েবাড়িতে যোগ দিতে গিয়ে আততায়ীর হামলায় গুরুতর জখম হলেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক তনভির সাইত। তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের কর্মলাভ কিছু বিলম্ব হবে। প্রেম-ভালোবাসায় সাফল্য লাভ ঘটবে। বিবাহযোগ আছে। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৩৮: সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেনের জন্ম
১৮৭৭: কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯১৭: ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম
১৯২২: সঙ্গীতকার সলিল চৌধুরির জন্ম
১৯২৮: কুস্তিগীর ও অভিনেতা দারা সিংয়ের জন্ম
১৯৫১: অভিনেত্রী জিনাত আমনের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৮৪ টাকা ৭২.৫৪ টাকা
পাউন্ড ৯১.০৬ টাকা ৯৪.৩৪ টাকা
ইউরো ৭৭.৮৫ টাকা ৮০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৫৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৬০৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,১৫৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২ অগ্রহায়ণ ১৪২৬, ১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, সপ্তমী ২৪/১১ দিবা ৩/৩৬। অশ্লেষা ৩৮/৩৮ রাত্রি ৯/২২। সূ উ ৫/৫৫/২২, অ ৪/৪৮/২৩, অমৃতযোগ দিবা ৬/৪০ মধ্যে পুনঃ ৭/২৩ গতে ১১/০ মধ্যে। রাত্রি ৭/২৬ গতে ৮/১৯ মধ্যে পুনঃ ৯/১১ গতে ১১/৪৯ মধ্যে পুনঃ ১/৩৪ গতে ৩/১৯ মধ্যে পুনঃ ৫/৫ গতে উদয়াবধি, বারবেলা ৭/১৬ গতে ৮/৩৮ মধ্যে পুনঃ ১২/৪৩ গতে ২/৫ মধ্যে, কালরাত্রি ৬/২৭ গতে ৮/৫ মধ্যে। 
২ অগ্রহায়ণ ১৪২৬, ১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, সপ্তমী ১৯/২৬/৫২ দিবা ১/৪৩/৫৬। অশ্লেষা ৩৬/১/৪১ রাত্রি ৮/২১/৫১, সূ উ ৫/৫৭/১১, অ ৪/৪৮/১৯, অমৃতযোগ দিবা ৬/৫০ মধ্যে ও ৭/৩০ গতে ১১/৬ মধ্যে এবং রাত্রি ৭/২৮ গতে ৮/২১ মধ্যে ও ৯/১৪ গতে ১১/৫৪ মধ্যে ও ১/৪১ গতে ৩/২৮ মধ্যে ও ৫/১৪ গতে ৫/৫৮ মধ্যে, বারবেলা ৭/১৮/৩৬ গতে ৮/৪০/১ মধ্যে, কালবেলা ১২/৪৩/১৫ গতে ২/৫/৪০ মধ্যে, কালরাত্রি ৬/২৭/৪ গতে ৮/৫/৪০ মধ্যে।
২১ রবিয়ল আউয়ল  

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: প্রেম-ভালোবাসায় সাফল্য লাভ ঘটবে। বৃষ: বিদ্যার্থীরা শুভ ফল ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৩৮: সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেনের জন্ম১৮৭৭: কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের জন্ম১৯১৭: ...বিশদ

07:03:20 PM

দিল্লিতে ভূমিকম্প 

07:07:50 PM

বুধেরহাটে অ্যাসিড খেয়ে আত্মঘাতী বধূ 
স্বামীর সঙ্গে অশান্তির জেরে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন এক বধূ। ...বিশদ

06:22:42 PM

মালদহের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

06:13:00 PM

বিধানসভায় পালিত হবে সংবিধান দিবস 
২৬ এবং ২৭ নভেম্বর রাজ্য বিধানসভায় পালিত হবে সংবিধান দিবস। ...বিশদ

03:59:00 PM