কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ
আমরা আজ আলোচনা করব Phrasal Verb নিয়ে। Phrasal Verb-এর যথাযথ প্রয়োগ ইংরেজি ভাষাকে আরও সুন্দর এবং সাবলীল করে। আমাদের শব্দভাণ্ডারে যত বেশি Phrasal Verb
থাকবে, আমাদের ইংরেজি বলা বা লেখা ততই fluent হয়ে উঠবে। ধরো যেখানে তোমার বেশিরভাগ বন্ধুই বাক্যে শুধু verb ব্যবহার করে, সেখানে তুমি যদি ওই একই verb-এর পরিবর্তে Phrasal Verb ব্যবহার করো, তাহলে তোমার ইংরেজি বাকিদের থেকে আলাদা এবং অনেক বেশি সাবলীল হবে । দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলা বা লেখার সময় প্রচুর Phrasal Verb-এর ব্যবহার করি আমরা। যেমন —
The doctor has said that mother will recover soon.
The doctor has said that mother will
come round soon.
‘Recover’ মানে ‘সেরে ওঠা’, আবার ‘come round’ মানেও ‘সেরে ওঠা’। প্রথমটি verb, দ্বিতীয়টি Phrasal Verb।
এই Phrasal Verb আসলে কী? খুব সহজ করে বলতে গেলে কোনও preposition বা adverb যখন verb-এর পরে বসে verb-এর মানেটা বাড়িয়ে দেয় বা পাল্টে দেয়, তখন তাকে Phrasal Verb বলে। যেমন ‘put’ verb-এর অর্থ ‘রাখা’ এবং ‘out’ adverb-এর অর্থ ‘বাইরে’, কিন্তু ‘put out’ Phrasal Verbটির অর্থ হল ‘নেভানো’ (extinguish)। এখানে verb-এর অর্থটি পাল্টে যাচ্ছে। আবার ‘look’ verb-এর অর্থ ‘দেখা’ এবং ‘into’ preposition-এর অর্থ হল ‘ভেতরে’। এই দুই জন মিলে তৈরি করছে Phrasal Verb ‘look into’ যার অর্থ হল ‘খুঁটিয়ে দেখা’ বা ‘তদন্ত’(investigate) করা। এক্ষেত্রে কিন্তু verb-এর অর্থটি বাড়িয়ে দেওয়া হচ্ছে।
Phrasal Verb-এর সঠিক প্রয়োগ করতে গেলে তার অর্থটি আগে জানতে হবে এবং Phrasal Verb দিয়ে বাক্যগঠনের অনুশীলন করতে হবে। একটি Phrasal Verb-এর কিন্তু একাধিক অর্থ থাকতে পারে। যেমন —
The teacher could not call up my name.
I called him up in the morning.
প্রথম বাক্যে ‘call up’ মানে ‘স্মরণ বা মনে করতে পারা’ (remember/recollect)।
দ্বিতীয় বাক্যে ‘call someone up’ মানে ‘কাউকে টেলিফোন করে তার সঙ্গে কথা বলা’।
মাধ্যমিক পরীক্ষায় Phrasal Verb-এর ওপর তিন নম্বরের প্রশ্ন থাকে। তিনটি বাক্য দেওয়া থাকে এবং বাক্যের verbগুলির তলায় দাগ দেওয়া থাকে। প্রতিটি বাক্যের পাশে একটি করে উত্তর লেখার জায়গা থাকে। এবং নীচে চারটি Phrasal Verb-এর একটি তালিকা দেওয়া থাকে। তার মধ্যে থেকে বেছে নিয়ে বাক্যগুলির পাশে সঠিক Phrasal Verbগুলি লিখতে হয়। যেমন ধরো —
1. He has quarrelled with his brother. fallen out
2. He tolerates their bad behaviour.
puts up with
3. The meeting was cancelled. called off
[List of Phrasal Verbs :- put up with, break out, fall out, call off]
লক্ষ করে দ্যাখো আমি যখন Phrasal Verbটি বেছে নিয়ে লিখছি তখন underline করা verbটির tense অনুযায়ী Phrasal Verb-এর verbটির tenseও পরিবর্তন করছি। প্রথম বাক্যে ‘has quarrelled’ আছে – ( অর্থাৎ present perfect tense) তাই fall out-এর পরিবর্তে fall-এর past participle form ‘fallen’ ব্যবহার করা হল।
দ্বিতীয় বাক্যে যেহেতু ‘tolerates’ আছে – (অর্থাৎ simple present tense) তাই put up with-এর ‘put’ কেও present form-এ রাখা হল এবং ‘He’ third person singular number বলে ‘tolerates’-এর মতো ‘put’-এর সঙ্গেও ‘s’ যুক্ত হল। আবার তৃতীয় বাক্যে ‘cancelled’ আছে — (অর্থাৎ simple past tense) তাই call off-এর পরিবর্তে call-এর past form ‘called’ ব্যবহার করা হল।
চলো এবার আমরা Phrasal Verb-এর কিছু উদাহরণ দেখি —
আশাকরি লেখাটি পড়ে তোমরা Phrasal Verb সম্পর্কে কিছুটা ধারণা করতে পেরেছ। আজ খুব অল্প উদাহরণ দিলাম। পরে সুযোগ হলে বিস্তারিত উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তোমরাও চেষ্টা করো dictionary দেখে রোজ পাঁচটি করে Phrasal Verb শেখার। দেখবে দিন দশেকের মধ্যেই তোমরা তোমাদের ইংরেজি অনেক সমৃদ্ধ করে ফেলেছ।