পারিবারিক সম্পত্তি ভাগাভাগিতে লাভবান হবেন । ব্যবসায়িক ক্ষেত্রটি কম বেশি চলবে। শিক্ষার্থীদের পক্ষে দিনটি শুভ। ... বিশদ
‘ভাগ্যিস বাইবেলে রেখেছিলেন, ঈশ্বর যত্ন নিয়েছেন! নইলে ঠিক হারিয়ে যেত।’
ভার্জিনিয়ার অধিবাসী জ্যাকলিন ম্যাঙ্গুসের প্রতিবেশীরা এখন এসব কথাই বলছেন। বাইবেলের ভিতরে রেখে দেওয়া লটারির টিকিটে তিনি জিতেছেন ১০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮.৫ কোটি টাকারও অধিক জ্যাকপট!
সম্প্রতি বাড়িতে বসে টিভিতে খবরের দেখছিলেন ম্যাঙ্গুস। তখনই জানতে পারেন ভার্জিনিয়ার মিলিওনেয়ার র্যাফেল লটারির ফলাফল প্রকাশিত হয়েছে এবং বিজয়ীর টিকিটটি কেনা হয়েছিল স্থানীয় মোনেটা অঞ্চলের কোনও দোকান থেকে। তখনই ম্যাঙ্গুসের মনে পড়ে, তিনিও তাঁর টিকিটটি কিনেছেন মোনেটার লেক মার্ট অ্যান্ড ডেলি থেকে। সঙ্গে সঙ্গে টিকিটটির খোঁজ করেন তিনি। অবশেষে খুঁজে পান বাইবেলের ভিতর থেকে। নম্বর মেলাতেই চক্ষু চড়কগাছ ম্যাঙ্গুসের! তাঁর টিকিটের নম্বরই জিতেছে প্রথম পুরস্কার! রেজাল্ট দেখে উত্তেজনা ও আনন্দে এতটাই স্তম্ভিত ছিলেন তিনি যে বারকয়েক নম্বর মিলিয়ে দেখেও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তাঁর কথায়, ‘রেজাল্ট জানার পর আনন্দে বিভোর হয়ে গিয়েছি! সবাই বলছেন, ভাগ্যিস বাইবেলের মধ্যে টিকিটটি রেখেছিলাম। আমারও মনে হয় ঈশ্বররের ইচ্ছাও এমনই ছিল। তাই টিকিটটি যত্ন করে রেখেছিলেন তিনি।’ এত বিপুল অর্থ দিয়ে কী কী করবেন ম্যাঙ্গুস? স্থানীয় গণমাধ্যমেকে নিয়েছেন, এখনও কিছু পরিকল্পনাই করে উঠতে পারেননি। জয়ের আনন্দই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন প্রিয়জনদের সঙ্গে।