ঢাকা: সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন বা সার্ক-এর পুনরুজ্জীবনে ভারতকে সক্রিয় হওয়ার অনুরোধ করল বাংলাদেশ। রবিবার ওমানের রাজধানী মাসকটে অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই আলোচনায় ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা জল চুক্তির পুনর্নবীকরণ ও সার্কের স্ট্যান্ডিং কমিটির বৈঠক নিয়ে উদ্যোগী হওয়ার কথা বলেছেন তৌহিদ। এই বিষয়ে দিল্লির সাহায্য চেয়েছেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে দুই প্রতিবেশী দেশ যে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা উভয় পক্ষই স্বীকার করেছে। সেগুলি মোকাবিলা করতে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে।’
তবে জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডলে তৌহিদের সঙ্গে বৈঠকের কথা জানালেও সার্ক নিয়ে কিছু উল্লেখ করেননি। লিখেছেন, বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করলাম। বৈঠকে মূলত ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিমস্টেক নিয়ে কথা হয়েছে। বাংলাদেশে পালাবদলের পর এই নিয়ে দু’বার আলোচনায় বসলেন জয়শঙ্কর ও তৌহিদ।