পারিবারিক সম্পত্তি ভাগাভাগিতে লাভবান হবেন । ব্যবসায়িক ক্ষেত্রটি কম বেশি চলবে। শিক্ষার্থীদের পক্ষে দিনটি শুভ। ... বিশদ
এই এলাকায় অনেক জলাভূমি, জলাশয় ও ভেড়ি রয়েছে। কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিস মাঝেমধ্যে অভিযান চালিয়ে কোনও এক জায়গায় কাজ বন্ধ করলেও, কয়েকদিন যেতে না যেতে আবার অন্য কোথাও সেই কাজ শুরু হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বহুদিন ধরেই অল্প অল্প করে এই ভেড়িটি ভরাটের কাজ করা হচ্ছিল। মাঝে কাজ বন্ধ ছিল। কয়েকদিন ধরে আবার তা শুরু হয়েছে। কারা করছে বা এর মালিক কে, সেটা অবশ্য কেউ বলতে পারেননি। জানা গিয়েছে, রাতের অন্ধকারে জল বের করে সেখানে মাটি ফেলা হচ্ছে।
এই অঞ্চলটি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অথরিটির অধীনস্থ। তাই তারা কেন এ বিষয়ে কোনও পদক্ষেপ করছে না, সেই নিয়ে প্রশ্ন তুলেছে পঞ্চায়েত থেকে পুলিস প্রশাসন। তারা বড় কোনও পদক্ষেপ না করার ফলে মাঝেমধ্যেই খেয়াদহ অঞ্চলে এই ধরনের ভরাটের কাজ হচ্ছে। নিজস্ব চিত্র