পারিবারিক সম্পত্তি ভাগাভাগিতে লাভবান হবেন । ব্যবসায়িক ক্ষেত্রটি কম বেশি চলবে। শিক্ষার্থীদের পক্ষে দিনটি শুভ। ... বিশদ
সংসদের এক শীর্ষকর্তা জানিয়েছেন, এবছর রাজ্যজুড়ে সাব ভেন্যু মিলিয়ে মোট কেন্দ্রের সংখ্যাই ২১০০। প্রতিটি কেন্দ্রেই মেটাল ডিটেক্টর থাকছে। আগে ‘উপদ্রুত’ বলে চিহ্নিত জেলা বা এলাকায় মেটাল ডিটেক্টরের ব্যবহার হয়েছে। তবে, এবছর সব কেন্দ্রেই মেটাল ডিটেক্টর থাকবে। শুধু মোবাইলই নয়, সংসদ অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে ধরা পড়লেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকী, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না শিক্ষকরাও। তাঁরা যদি ফোন নিয়ে যান, তা আগেভাগে জমা রাখতে হবে ভেন্যু সুপারভাইজারের জিম্মায়। ছাড় থাকছে সংসদের নমিনি, সেন্টার-ইন-চার্জ, সেন্টার সেক্রেটারি এবং ভেন্যু সুপারভাইজারের ক্ষেত্রে। তাঁরা মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন। তবে, তাঁরা পরীক্ষার হলে ফোনসহ যেতে পারবেন না। আর ফোন ব্যবহার করা যাবে শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত কাজেই।
প্রসঙ্গত, বহু বছর আগে নিচু ক্লাসে একটি ভর্তি সংক্রান্ত বিভ্রাটের জেরে এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্যবারের চেয়ে বেশ কম। তাও সেটি সাড়ে পাঁচ লক্ষের কাছাকাছি। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীকেই সামাল দিতে বিশেষ উপযোগী হবে মেটাল ডিটেক্টর। মাধ্যমিকে সেভাবে মেটাল ডিটেক্টরের ব্যবহার নেই। তাই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অধিকাংশ মোবাইল ফোন গেটে ধরা পড়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী সংসদ। সন্দেহ হলে পরীক্ষার হলেও সেই মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং হতে পারে। স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ইয়ারফোন, ট্যাব প্রভৃতি রয়েছে নিষিদ্ধ সামগ্রীর তালিকায়।