পারিবারিক সম্পত্তি ভাগাভাগিতে লাভবান হবেন । ব্যবসায়িক ক্ষেত্রটি কম বেশি চলবে। শিক্ষার্থীদের পক্ষে দিনটি শুভ। ... বিশদ
স্থানীয় কাউন্সিলার বিশ্বরূপ দে বলেন, ‘২০১৯ সালে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেট্রোরেল ও গৃহহারাদের নিয়ে বৈঠক করেছিলেন তৎকালীন মুখ্যসচিব। সেখানেই রেল প্রতিশ্রুতি দিয়েছিল, এই কাজের জন্য যাঁদের বাড়ি ভাঙা হয়েছে, তা নতুন করে তৈরি করে দেওয়া হবে। সেই মতো এদিন প্রথম বাড়িটি তৈরির কাজে হাত দেওয়া হল।’ বিশ্বরূপ আরও বলেন, ‘কলকাতা পুরসভার মেয়র পারিষদের বৈঠকে এই বাড়িগুলি নির্মাণে বিল্ডিং প্ল্যানে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ভেঙে ফেলা বাড়িগুলি আগের আকার-আয়তনের সমহারেই নতুন করে গড়া হবে।’
মেট্রো প্রতিশ্রুতি রাখায় খুশি ঘরছাড়াদের নিয়ে তৈরি ‘বউবাজার মাটি ও মানবকল্যাণ সোসাইটি’র সাধারণ সম্পাদক সঞ্জয় সেন। তিনি বলেন, ‘গত পাঁচ বছরের বেশি সময় আমরা ঘরছাড়া। জীবনের একটা বড় অধ্যায় অস্থায়ী ঠিকানায় কেটে গেল। আমাদের দাবি, দ্রুততার সাথে যাবতীয় গুণমান বজায় রেখে বাড়িগুলি তৈরি করা হোক।’ উল্লেখ্য, টানেল বিপর্যয়ের কারণে দুর্গা পিতুরি লেনের ২২টি বাড়ি ভাঙা হয়েছিল। পাশাপাশি নির্মাণস্থলে বড় আকারের মেশিন সহ সমস্ত উপকরণ পৌঁছতে স্যাকরাপাড়া লেনের দু’টি বাড়ি ভাঙতে হয়। সেই বাড়ি দু’টিও নতুন করে তৈরি করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।