ভুবনেশ্বর: বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আত্মঘাতী তৃতীয় বর্ষের এক নেপালি ছাত্রী। রবিবার ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরে কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির (কিট) হস্টেলে। পুলিস জানিয়েছে, মৃতার নাম প্রকৃতি লামসাল (২০)। এই ঘটনায় ভুবনেশ্বরের ইনফোসিটি থানায় কলেজেরই এক ছাত্রের বিরুদ্ধে প্রকৃতিকে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ দায়ের করেছেন তাঁর দাদা। সূত্রের খবর, ঘটনার তদন্তে নেমে অদ্ভিক শ্রীবাস্তব নামে এক ছাত্রকে আটক করেছে পুলিস। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কলেজে। সুবিচারের দাবিতে আন্দোলন শুরু করেন নেপাল থেকে পড়তে আসা অন্য ছাত্রছাত্রীরা। এর পরেই তাঁদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এক ছাত্র বলেন, ‘২৮ ফেব্রুয়ারি পরীক্ষা রয়েছে। কিন্তু তার মধ্যেই আমাদের হস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।’ পরে দু’টি বাসে করে পড়ুয়াদের কটক রেল স্টেশনে পৌঁছে দেওয়া হয়। এই ঘটনায় মুখ খুলেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশের পড়ুয়াদের কাউন্সেলিংয়ের জন্য নয়াদিল্লির দূতাবাস থেকে দু’জন আধিকারিককে পাঠানো হয়েছে। পড়ুয়ারা চাইলে হস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। তা নাহলে দেশেও ফিরে যেতে পারবেন।
পড়ুয়াদের অভিযোগ, প্রায় একমাস ধরে অভিযুক্ত প্রকৃতিকে হেনস্তা করছিল। এর জেরেই প্রকৃতি আত্মহত্যা করেছেন। রেজিস্টার জানিয়েছেন, বি-টেক তৃতীয় বর্ষের ওই নেপালি ছাত্রী রবিবার রাতে আত্মঘাতী হন। জানা গিয়েছে, একটা সময় কলেজের অভিযুক্ত পড়ুয়ার সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মৃত ছাত্রী।