Bartaman Patrika
আমরা মেয়েরা
 

সেবায় আছে
প্রাণের টান

সমাজসেবাকেই জীবনের পাথেয় করেছেন তিনি। পথশিশু আর দরিদ্রদের সেবায় নিজেকে সমর্পণ করেছেন। তিনি পাপিয়া কর। গরিব শিশুদের নিয়ে তাঁর কর্মকাণ্ড। এই করোনাকালেও যার বিরাম নেই। তাঁর কথা শোনালেন কমলিনী চক্রবর্তী।

‘আমি বরাবর হাতের কাজে পটু। ফেলে দেওয়া জিনিস, ভাঙা কাচের টুকরো ইত্যাদি গুছিয়ে রং করে তা দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করতাম। কলকাতায় বিভিন্ন মেলায় অংশগ্রহণ করেছি। তেমনই একটা মেলা থেকে শুরু হয়েছিল আমার সমাজসেবা। সেবার সায়েন্স সিটিতে একটা মেলা থেকে একটু রাত করেই বাড়ি ফিরছিলাম। বাড়ি, নদীয়ার মাঝদিয়ায়। যাই হোক, রানাঘাট স্টেশনে পৌঁছে শুনি মাঝদিয়ার ট্রেনের খবর হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে যাবে। তাড়াতাড়ি পা চালিয়ে প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছি, এমন সময় এক ভদ্রমহিলা আমার হাতছানি দিয়ে ডাকলেন। অত রাতে স্টেশনে উনি একা, কিন্তু দেখে ভিখারি বলে মনে হয়নি। আমার কাছে একটু খেতে চেয়েছিলেন। এদিকে আমার ট্রেনের খবর হয়ে গিয়েছে, যে কোনও মুহূর্তে ট্রেন আসবে। তখন ওঁকে খাবার কিনে দেওয়ার একটুও সময় নেই। কোনক্রমে ব্যাগ থেকে কিছু টাকা বার করে দিয়ে বলেছিলাম খাবার কিনে নিতে। তারপর আবারও ট্রেনের জন্য প্ল্যাটফর্মে এগিয়ে গেলাম। শেষ মুহূর্তে পিছন ঘুরে দেখি টাকাটা হাতে ধরে ভদ্রমহিলা কাঁদছেন। খুব মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু সে যাত্রা ট্রেনটা ছেড়ে দিতে পারিনি। বাড়ি ফিরেও মনটা খুঁতখুঁত করছিল। তাই পরের দিন বাড়ি থেকে রান্না করে নিয়ে গেলাম রানাঘাট স্টেশনে ওঁর খোঁজে। সারা স্টেশন চত্বর খুঁজে ওঁকে পেলাম না। এক চাওয়ালা বলল উনি ভোরেই মারা গিয়েছেন। একরাশ মনখারাপ নিয়ে বাড়ি ফিরলাম। আর তারপরই মনে মনে ঠিক করলাম, একজনকে বাঁচাতে পারিনি ঠিকই কিন্তু আরও তো অনেকে আছেন যাঁদের অন্যের দয়ায় বাঁচতে হয়। নিজের সাধ্যমতো তাঁদেরই সেবা করব। এইভাবেই আমার সমাজসেবার শুরু। হয়তো ওই ভদ্রমহিলার মৃত্যুর প্রায়শ্চিত্ত হিসেবেই এই কাজটা আমি শুরু করেছিলাম, আজ সেই কাজই আমার পাথেয় হয়ে দাঁড়িয়েছে।’ 
এই সমাজসেবিকা পাপিয়া কর। নদীয়ার মাঝদিয়া থেকে কলকাতার ধর্মতলা চত্বরে যিনি নিয়মিত অনাথ পথশিশু থেকে ভিখারিদের সেবা করেন। তাঁদের অন্ন ও বস্ত্রের জোগান দেন। নিজের সীমিত সামর্থ্যের মধ্যেই তিনি সমাজের দরিদ্রদের সেবা করার ব্রত নিয়েছেন। শুধু অন্ন-বস্ত্রের জোগানই বা বলি কেন, পথশিশুদের লেখাপড়াও শেখান পাপিয়া। তাদের জন্য ধর্মতলার ফুটপাতের এক কোণে একটা ছোট্ট স্কুলও শুরু করেছেন। নাম দিয়েছেন ‘ফুল পাখির আসর’। সেখানে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি গান, কবিতা, নাচ এবং হাতের কাজও শেখানো হয়। তাদের নিয়ে একটা ফাংশন করতে চান পাপিয়া। রাস্তায় রাস্তায় ভিক্ষে করে যাতে তাদের খেতে না হয়, তার জন্য যথাসাধ্য চেষ্টা করেন তিনি। প্রয়োজনীয় সাহায্যের জন্য লোকের কাছে হাত পাততে দ্বিধা করেন না। 

বাড়ি থেকেই শুরু 
হঠাৎ এমন সমাজসেবার কথা ভাবলেন কেন পাপিয়া? ‘ছোটবেলায় বাবাকে, ঠাকুমাকে দেখেছি সবার অলক্ষ্যে অন্যের সেবা করতে। এখন যেমন সমাজসেবার ধরন, তখন তেমন ছিল না। ঠাকুমা বলতেন অতিথি নারায়ণ। তাই অতিথির যত্ন গৃহস্থের একান্ত কর্তব্য। আমাদের বাড়ির দরজা থেকে কাউকে না খেয়ে যেতে দিতেন না ঠাকুমা। সে টিন ভাঙা, লোহা ভাঙার কাজের মিস্ত্রি হলেও তাকে দুটো খেতে দিতেন। আর বাবা তো নিজের অন্ন, বস্ত্র সবই দান করতেন অবলীলায়। বাজার থেকে একদিন হয়তো খালি গায়ে ফিরলেন। পরে জানা গেল, রাস্তায় কোনও দরিদ্রজন তাঁর কাছে হয়তো কিছু চেয়েছিল। তিনি নিজের সামর্থ্য মতো সাহায্য তো করেইছেন, উপরন্তু নিজের গায়ের জামাটাও দান করে এসেছেন। মা যদি কখনও এই নিয়ে সামান্য আপত্তিও তুলতেন, সঙ্গে সঙ্গে বাবা বলতেন, ‘আমার তো তবু দুটো কাপড় আছে, তার যে কিছুই নেই।’ তাই সমাজসেবা জিনিসটা আমার কাছে নতুন কিছু নয়।’ বললেন পাপিয়া। 

করোনাকালেও কাজ 
এই করোনাকালেও কাজ থেমে নেই পাপিয়ার। ট্রেন বন্ধ, বন্ধ যাতায়াতের অন্যান্য উপায়। তাই বাড়ির কাছাকাছি দরিদ্রদের সেবায় লেগে পড়েছেন তিনি। আর শুধু মানুষই বা বলি কেন, রাস্তার কুকুরদেরও খাবার জোগান করছেন পাপিয়া এই দুঃসময়ে। এখন দোকানপাট বন্ধ, লোকেও গৃহবন্দি তাই পাড়ার কুকুর বেড়ালদের দেখভাল করার কেউ নেই। রাস্তায় চেয়েচিন্তে খেতে পারে না তারা। এই সময় তাদের খাবারের জোগান দিচ্ছেন পাপিয়া। আছেন কিছু ভবঘুরে মানুষ। সংসারে তাঁরা ব্রাত্য। কেউ নেই দেখাশোনা করার। তাঁদেরও ভার নিয়েছেন পাপিয়া। রোজ দু’বেলা তাঁদের খাবার পৌঁছে দেন। আর আছে পাপিয়ার হকার বন্ধুরা। ট্রেন বন্ধ, কাজ নেই হকারদের। এমতাবস্থায় সংসার নিয়ে প্রায় পথেই বসেছেন তাঁরা। ফলে পাপিয়া তাঁদেরও পাশে দাঁড়িয়েছেন। তাঁদের একটু রেশন জোগাড় করে দিচ্ছেন। যতটুকু সম্ভব তাঁদের সাহায্য করছেন। জামাইষষ্ঠীর দিন যেমন সত্তরজনের খাবার নিয়ে পথে নেমেছিলেন তিনি। পার্বণের দিনে দীনজনের সেবায় এক অন্য আনন্দ খুঁজে পেয়েছেন। 

আরও যাঁরা সঙ্গে আছেন
‘একা কিছুই করে ওঠা যায় না। সব কাজেই অন্যের সাহায্য লাগে,’ বললেন পাপিয়া। তিনিও বহু সময় বিভিন্ন ক্ষেত্র থেকে সাহায্য পেয়েছেন বলেই এই কাজ এত সুন্দরভাবে চালিয়ে যেতে পারছেন। যেমন এই মুহূর্তে ধর্মতলার স্কুলের দায়িত্ব সামলাচ্ছেন সৈকত সাপুই। নিজে যাদবপুরে থাকেন, লকডাউনে নিয়মিত ধর্মতলায় এসে ‘ফুল পাখির আসর’ জমিয়ে রাখছেন তিনি। এছাড়া আছেন তিলক ভট্টাচার্য। তিনিও স্কুলের কাজকর্মে প্রচুর সাহায্য করেন। পরোক্ষভাবেও অনেকেই সাহায্য করেন। অনেক স্কুলের শিক্ষক বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করেন। অনেকে বাচ্চাদের নাচ গান শিখিয়ে সাহায্য করেন। আর সবচেয়ে বড় সমর্থন, তাঁর স্বামী। অর্থ থেকে মনোবল সব তিনিই জুগিয়ে চলেছেন। 

হাসিমুখেই নব দিগন্ত 
স্টেশনের সেই মহিলার মৃত্যুর পর থেকে পথের না খেতে পাওয়া মানুষের সেবা করার ভাবনাটা মনে এসেছিল ঠিকই, কিন্তু সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে আরও খানিকটা সময় লেগেছিল। পাপিয়ারা মধ্যবিত্ত। নিজেদের অন্ন-বস্ত্রের সঙ্কুলান করে আবার বাড়তি দশজনের জোগাড় করা তাঁদের কাছে সহজ ব্যাপার নয়। তাই প্রথম একটা মাস শুধুই জমিয়ে গিয়েছেন তিনি। 
সংসারের চাল, ডাল, তেল, নুন থেকে বাঁচিয়ে বাঁচিয়ে তৈরি করেছেন এক ভাণ্ড। তারপর সেই ভাণ্ড থেকেই দশজনের মতো খাবারের জোগান নিয়ে বেরিয়ে পড়েছেন পথে। স্টেশন চত্বরে, রাস্তায়ঘাটে দরিদ্র মানুষ খুঁজে বেরিয়েছেন রীতিমতো। ক্রমশ সেই আর্তজনের সংখ্যা বেড়েছে,  রোজ তাঁদের অন্ন সংস্থান করেন পাপিয়া। এটাই নাকি তাঁর নেশা। আর এই কাজেই তাঁর তৃপ্তি। বললেন, ‘এঁরাই এখন আমার নিজের লোক হয়ে গিয়েছে। এঁদের ঘিরেই আমার সমুখপানে চেয়ে পথচলা। আর আছে আমার পথশিশুর দল,  যাদের কচি মুখের হাসি দেখার জন্য নদীয়া থেকে কলকাতা পাড়ি জমাই ঝড়, জল, বৃষ্টি উপেক্ষা করেও। ওদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে পারলে মনে হয় আমি যেন কাজে এক নব দিগন্ত খুঁজে পাই।’ রাস্তায় দরিদ্রজনের সেবা করতে গিয়ে তিনি বেশি কাতর হয়েছিলেন বাচ্চাদের দেখে। শুধু একটু খাবার আর অর্থের ওভাবে যাদের জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে। তাদের জন্য কিছু করার তাগিদ তাই বেশিমাত্রায় পেয়ে বসেছিল পাপিয়াকে। এবং সেই থেকেই তাঁর স্কুলের সূত্রপাত। অন্ধকার থেকে বাচ্চাদের আলোর পথে নিয়ে যাওয়ার মধ্যে অন্য রকমের ভালোলাগা রয়েছে। সেই ভালোলাগাকে সঙ্গী করেই জীবনের বাকি পথ চলতে চান পাপিয়া। তাঁর প্রতি আমাদের অনেক শুভেচ্ছা রইল। 
পাপিয়ার কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে, অথবা তাঁকে ফোন করতে পারেন ৯৭৩৫৫৩৯৫৯৯ নম্বরে।
19th  June, 2021
বাঘিনীর ভূমিকায়
নামতে হবে মেয়েদের

বলিউড নায়িকা বিদ্যা বালনের মুকুটে আবার সাফল্যের পালক। তাঁর অভিনীত ‘শেরনি’ ছবিটি দর্শক মহলে প্রশংসিত। বিদ্যার অভিনয়ের তারিফ করছেন সবাই। এক ভার্চুয়াল সাক্ষাৎকারে বিদ্যা বালনের মুখোমুখি আমাদের মুম্বই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। আড্ডায়  উঠে এল বিদ্যার আড়ালে লুকিয়ে থাকা এক অন্য নারী।
বিশদ

10th  July, 2021
মোরে করো ত্রাণ

ইচ্ছে আর ভালোবাসায় ভর করে একার উদ্যোগে হাসপাতাল চত্বরে কোভিড আক্রান্তদের বাড়ির লোকের খাবারের সংস্থান করছেন রচনা ধানধানিয়া। তাঁর কাজের বর্ণনায় কমলিনী চক্রবর্তী। বিশদ

10th  July, 2021
মালতীর ফাগুন

মালতী মুর্মুকে চেনেন? সাঁওতালি ভাষায় প্রথম এবং একমাত্র সংবাদপত্র ‘ফাগুন’-এর সম্পাদিকা তিনি। অসম্ভব এক উত্তেজনার বশবর্তী হয়েই খবরের কাগজ ছাপার কাজে নেমেছিলেন ওড়িশার ময়ূরভঞ্জের মালতী। বিশদ

10th  July, 2021
ব্যাডমিন্টনে সাফল্য পেতে চায়
বাটানগরের মেয়ে সুমি মণ্ডল

পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে  মেয়েরাও উঠে আসছে প্রথম সারিতে। রাজনীতি থেকে চলচ্চিত্র, মেয়েদের দৌড় সর্বত্র।ক্রিকেটের মাঠে, টেবিল টেনিসে, ব্যাডমিন্টনে বা কবাডিতে মেয়েদের অংশগ্রহণ ক্রমশ উল্লেখযোগ্য পর্যায় পৌঁছচ্ছে। আজ এমনই এক মেয়ের কথা বলব ব্যাডমিন্টনের র‌্যাকেট হাতে যে কোর্ট কাঁপানোর স্বপ্ন দেখে। বিশদ

03rd  July, 2021
নাচে মুক্তি
নাচে ছন্দ

বদ্ধ পরিস্থিতিতে মন ভালো রাখতে নাচের সাহায্য নিতে পারেন। এই প্রসঙ্গে আলোচনায় প্রখ্যাত নৃত্যশিল্পী অমিতা দত্ত। তাঁর সাক্ষাৎকারে কমলিনী চক্রবর্তী।   বিশদ

03rd  July, 2021
‘তুলনা হয় না 
কলকাতার’

মার্কিন কনস্যুলেটে কনসাল জেনারেলের পদে গত তিন বছর কলকাতায় কাটিয়েছেন প্যাট্রিসিয়া (প্যাটি) হফম্যান। এবার তাঁর ফিরে যাওয়ার পালা। বাংলায় থেকে কেমন লেগেছে তাঁর, অকপটে জানালেন আপনাদের। বিশদ

03rd  July, 2021
আছে তো হাতখানি

মাথার ওপর ছাদ নেই কত মানুষের। পথই সম্বল তাদের। তবে পথের পাশে আছে আশ্বাসের হাতটুকু। নারী ও পথশিশুদের নিয়ে কর্মরত এমনই একটি স্বেচ্ছাসেবী সংস্থার কথা লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

26th  June, 2021
এখন মেয়েরা
 

ওয়াল্ট ডিজনির রূপকথা মানেই শুধু ফর্সা মুখ, সোনালি চুল আর নীল চোখের রাজত্ব, এই ধারণা ক্রমশ বদলে যাচ্ছে। আফ্রিকান, আমেরিকান, মেক্সিকান, এশিয়ান সহ পৃথিবীর সর্বস্তরের মানুষের ছবিই এখন ডিজনির রূপকথায় উঠে আসছে। গুটি গুটি পায়ে সেই রূপকথার রাজত্বে প্রবেশ করেছে পলিনেশিয়া দ্বীপের কালো ডাগর চোখের কন্যা মোয়ানা। বিশদ

26th  June, 2021
অভিনব পেশায় মেয়েরা 

 ইঞ্জিনিয়ারিং পেশায় মেয়েরা ছিল ব্রাত্য। তবু কয়েকজন সেই নিয়ম ভেঙেছিলেন। আগামী ২৩ জুন বিশ্ব ইঞ্জিনিয়ারিং দিবস। তার প্রাক্কালে কয়েকজন মহিলা ইঞ্জিনিয়ারের কথায় রাতুল দত্ত। বিশদ

19th  June, 2021
মহামারীতে মনের
মেঘ কাটাবে সঙ্গীত

মহামারী বিশ্বব্যাপী। যার জেরে আজ স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। হোয়াটসঅ্যাপ, ফেসবুক খুলতে কেমন যেন ভয় হয়। আবার কোন বন্ধু, প্রিয়জন, নিকট আত্মীয় বা প্রাক্তন সহকর্মীর চলে যাওয়ার খবর দেখব! 
বিশদ

05th  June, 2021
করোনায় দুঃস্থদের অন্ন জোগানে
লেখিকার বই বিক্রির অর্থ

 করোনার কালো ছায়া যেন পিছু ছাড়ছে না।এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল সাধারণ মানুষ।মানুষ বড় অসহায়।সমাজে থেকে সমাজের জন্য কাজে আজ যেমন এগিয়ে এসেছেন নানা বিশিষ্টজন, আবার সমাজের নানা স্তরের মানুষও নিজের মতো করে সাহায্য করছেন। বিশদ

29th  May, 2021
লড়াইয়ের ময়দানে
হোম শেফ বাহিনী

কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শেফ ইরা ও তাঁর হোম শেফের দল। এই পরিষেবা তাঁরা দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। কোথায় কীভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়, সে কথা জানালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

15th  May, 2021
রত্নগর্ভা হয়েই থেমে নেই 
চৈতালি শান্তা প্রিয়াঙ্কা

তাঁদের প্রত্যেকের সন্তান অল্প বয়সেই সাফল্যের ছোঁয়া পেয়েছে জীবনে। তার পিছনে মায়েদের অবদান কতটা? মাদার্স ডে উপলক্ষে সেই মায়েদের কথা লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

08th  May, 2021
তুমি মায়ের মতোই ভালো

করোনাকালের বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে মায়ের মতো যত্ন দেওয়ার চেষ্টা করছেন চার কন্যা। তাঁদের কথা লিখেছেন রজত চক্রবর্তী। বিশদ

08th  May, 2021
একনজরে
দুর্গাপুর ৩৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকায় ছাইয়ের স্তূপ থেকে শনিবার অজ্ঞাতপরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার বয়স আনুমানিক ৪৫ বছর। ...

পাঁচ বছর পর উদ্ধার হল ঘরছাড়া কিশোরী। দালালচক্রের হাত থেকে তাঁকে রক্ষা করেছে পুলিস। ঘটনায় আব্দুল দিশান মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে চুঁচুড়া থানার ব্যান্ডেলের একটি বাড়ি থেকে ১৭ বছরের ওই কিশোরীকে উদ্ধার করা হয়। ...

কৃষকদের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়িত করতে কৃষিদপ্তরের আঞ্চলিক অফিসগুলিতে এখন জোর কর্মতৎপরতা চলছে। শনিবারের ছুটির দিনে তো বটেই, কোথাও কোথাও রবিবারও কর্মীদের ...

দোকানে হালখাতা সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক স্বর্ণ ব্যবসায়ীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিওরে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা মাঝে মধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নানা সুযোগ আসবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব জনসংখ্যা দিবস
১৮২৩ সালের এই দিনে ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
১৮৮৯ সালের এই দিনে অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
১৯২১: মঙ্গোলিয়ায় গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করল লাল ফৌজ
১৯৩০ সালের এই দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।
১৯৫৬: সাহিত্যিক অমিতাভ ঘোষের জন্ম
১৯৬২: প্রথম ট্রান্সআতলান্তিক স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার শুরু হল
১৯৬৭: সাহিত্যিক ঝুম্পা লাহিড়ির জন্ম
১৯৭২: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম খেলা ববি ফিশার ও বরিস স্পাসকির মধ্যে শুরু হল
১৯৭৯: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। সেটিকে ভারত মহাসাগরে ফেলে ধ্বংস করা হয়।
২০০৬: মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে ২০৯জনের মৃত্যু
২০১২: আবিষ্কার হল প্লুটোর পঞ্চম উপগ্রহ এস/২০১২ পি ১



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৮৯ টাকা ৭৫.৬১ টাকা
পাউন্ড ১০১.২৩ টাকা ১০৪.৭২ টাকা
ইউরো ৮৬.৯৩ টাকা ৯০.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
10th  July, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৭০০
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,২০০
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৯০০
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৪০০
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৫০০
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ আষাঢ় ১৪২৮, রবিবার, ১১ জুলাই ২০২১। প্রতিপদ ৬/৫১ দিবা ৭/৪৮। পুষ্যা নক্ষত্র ৫৩/১৭ রাত্রি ২/২২। সূর্যোদয় ৫/৩/১, সূর্যাস্ত ৬/২০/৫৭। অমৃতযোগ দিবা ৬/৪৯ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১২/৮ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৭/৪৬ মধ্যে পুনঃ ১০/৩৮ গতে ১২/৪৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩৪ গতে ৫/২৭ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১/২১ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/২২ মধ্যে। 
২৬ আষাঢ় ১৪২৮, রবিবার, ১১ জুলাই ২০২১। প্রতিপদ দিবা ৬/৫৮। পুষ্যা নক্ষত্র রাত্রি ২/১৭। সূর্যোদয় ৫/৩, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৬/৫১ গতে ৯/২৯ মধ্যে ও ১২/৪৯ গতে ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৭/৪৭ মধ্যে ও ১০/৩৮ গতে ১২/৪৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩৫ গতে ৫/২৯ মধ্যে। বারবেলা ১০/৩ গতে ১/২৩ মধ্যে। কালরাত্রি ১/৩ গতে ২/২৩ মধ্যে। 
৩০ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
রাজ্যে দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমূখী, কমছে মৃত্যুর সংখ্যাও
গতকালের তুলনায় রাজ্যে আরও বেশ কিছুটা কমল করোনায় দৈনিক সংক্রমণ ...বিশদ

07:36:19 PM

মহিষাদলে শুরু লেত উৎসব
শুক্রবার বিকেলে মহিষাদলে শুরু হল রথের নেত্রদান বা লেত উৎসব। ...বিশদ

05:49:11 PM

তামিলনাড়ুতে বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী সহ গ্রেপ্তার ১
তামিলনাড়ুতে বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী সহ একটি নৌকা বাজেয়াপ্ত। ঘটনায় ...বিশদ

05:44:15 PM

পেট্রোপণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধি, মাথাভাঙায় তৃণমূলের প্রতিবাদ  মিছিল
মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব ...বিশদ

04:15:00 PM

কোভিড বিধি ভঙ্গ করায় আলিপুরদুয়ারে গ্রেপ্তার ৪ ব্যবসায়ী

04:01:25 PM

শহরে প্যাঙ্গোলিনের আঁশ ও নখ সহ গ্রেপ্তার ২
কলকাতায় একটি বাস থেকে উদ্ধার প্যাঙ্গোলিনের আঁশ ও নখ। ঘটনাস্থল ...বিশদ

03:53:36 PM