Bartaman Patrika
আমরা মেয়েরা
 

রত্নগর্ভা হয়েই থেমে নেই 
চৈতালি শান্তা প্রিয়াঙ্কা

তাঁদের প্রত্যেকের সন্তান অল্প বয়সেই সাফল্যের ছোঁয়া পেয়েছে জীবনে। তার পিছনে মায়েদের অবদান কতটা? মাদার্স ডে উপলক্ষে সেই মায়েদের কথা লিখেছেন অন্বেষা দত্ত।

বাঁশিতে মন
বাঁশি হাতে তুলে নিলে চারপাশের জগৎ এক নিমেষে ভুলে যায় ছেলেটা। তিন ধরনের বাঁশি বাজাতে ওস্তাদ এগারো বছরের অনির্বাণ রায়। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার মতো ব্যক্তিত্বের সামনে বসে বাঁশি বাজিয়েছে সে। পেয়েছে ড. এম এস সুব্বুলক্ষ্মী ফেলোশিপ ও নানা পুরস্কার।
অনির্বাণের মা চৈতালি রায় নিজে গানবাজনার পরিবেশে বড় হয়েছেন। তাঁর যখন পাঁচ বছর বয়স তখন বাড়িতে তাঁর কাকার কাছ গান শেখা শুরু। বিয়ে করেছেন যাঁকে, সেই লোকনাথ রায়ের ঠোঁটে বাঁশির সুর। স্বাভাবিকভাবেই ছেলেমেয়েরাও চৈতালির মতো সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে হয়ে উঠছে। ছেলে অনির্বাণের যেমন বাঁশি বাজানোর ঝোঁক, মেয়ে মৈত্রেয়ী মায়ের মতো গানের টানে মাতোয়ারা। ক্লাসিকালেই তালিম নিচ্ছে সে। মা যে গান করেন, তা বুঝতে শেখা তার আড়াই বছর বয়স থেকেই। তারপর গানের শুরু।
কিন্তু অনির্বাণের ক্ষেত্রে বিষয়টা তেমন হয়নি। চৈতালি বললেন, ‘চার বছর বয়স পর্যন্ত ওর কোনও উৎসাহ কিছু বুঝিনি। মেয়ে একদিন গুরুজির শেখানো বেশ শক্ত একটা অংশ রেওয়াজ করছিল। তখন সেই সরগম হঠাৎ অনির্বাণ বলতে থাকে কোনওরকম তালিম ছাড়াই।’ অবাক হয়ে বরকে ফোন করেছিলেন তিনি। সাড়ে চার বছর বয়সের ছেলের হাতে বাঁশি ধরিয়ে দেন বাবাই। সে ফুঁ দিতে পারছে তখন। তারপর মাত্র সাত দিনের মাথায় সারেগামা তুলে নেয় সে। ‘এটা করতে অনেকেরই অনেক সময় লাগে,’ বলছিলেন মা। বাবা বুঝলেন, এ ছেলের হবে। তারপর বাঁশি হয়ে গেল অনির্বাণের নিত্যসঙ্গী।
মা হিসেবে কীভাবে পাশে ছিলেন চৈতালি? উত্তরপাড়ায় তাঁদের ছোট্ট ফ্ল্যাটের চারদিকে চার কোণে রেওয়াজ করেন সকলে। লকডাউনে সকাল থেকে সন্ধে টানা রেওয়াজ চলেছে। এখন অনলাইন ক্লাসের জন্য রেওয়াজে একটু টান পড়ছে। কিন্তু ক্লাসের আগেই দেড় ঘণ্টা রেওয়াজ করতে ভোলে না অনির্বাণ। চৈতালির ১৭ বছরের মেয়েও পড়াশোনায় ভালো। তবে সে যা বড় হয়ে গিয়েছে, তাতে তাকে আর বলতে হয় না পড়ার কথা। মা দেরিতে উঠলেও সে ঠিক পড়াশোনা করে নেয়। অনির্বাণ দিদিকে এভাবেই চোখের সামনে দেখছে। এটা বড় স্বস্তির জায়গা চৈতালির কাছে।
স্কুল শুরুর আগে যে রেওয়াজ করতে হবে, অনির্বাণকে আগেই তা বুঝিয়ে দিয়েছিলেন মা। যেদিন অনলাইন ক্লাস শুরু হল, মা অ্যালার্ম দিয়ে রাখলেন সাতটায়। ছেলে সাড়ে ছ’টায় উঠে কখন রেওয়াজ শুরু করে দিয়েছে, মা টেরও পাননি। বাঁশি শুনে চোখ মেলেছেন মা!
চারজনের সাংস্কৃতিক পরিমণ্ডলে আছে সুস্থ প্রতিযোগিতাও। ছেলে একটা রাগ বাঁশিতে তুললে, মেয়ে অন্য ঘরে অন্য রাগ সাধছে। ছেলের ভুল হলে মা বা দিদি ধরিয়ে দেয়। ছেলেও বড়দের ভুল ধরিয়ে দেয়। বলে ওঠে, ‘কোমল পর্দা লাগছে না!’
মা হিসেবে আর একটি ব্যাপারে অনির্বাণকে নিয়ে খুব গর্বিত চৈতালি। এই যুগে কোনও বাচ্চা বিশেষ করে কিশোররা মোবাইল ছাড়া চলতেই পারে না। সেখানে অনির্বাণের মোবাইল-নেশা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি। মোবাইল শুধু লাগে ক্লাস করার জন্য। বন্ধুবান্ধব তো মোবাইল নিয়ে গেম খেলে। ও আবদার করে না? চৈতালির সাফ কথা, ‘ইলেভেন-টুয়েলভের আগে কোনও মোবাইল নয়। আর ওই ক্লাসেও মোবাইলটা প্রয়োজনেই শুধু ব্যবহার করবে। গেম খেলার জন্য নয়।’ মায়ের মতোই বাবাও এই শাসনে বেঁধে রেখেছেন ছেলেমেয়েকে।
চৈতালির স্বপ্ন, সময়ের তোড়ে গা ভাসানো নয়, বাচ্চা দুটো সুন্দরভাবে মানুষ হয়ে উঠুক। গান বা বাঁশি বাজানো পুজোর সমান, সাধনার বিষয়— সবসময় এটাই ওদের বোঝানোর চেষ্টা করেন তিনি। আর সঙ্গে মানেন, ‘দু’দিন ভালো গাইল বা বাজাল, তারপর হারিয়ে গেল, তার কোনও দাম নেই। অনেক প্রতিভা হারিয়ে যায় সঠিক অনুশীলনের অভাবে।’ মায়ের কাছ থেকে শিশু মৌলিক শিক্ষাটা পায়। সে কথা মনে রেখেই বাড়িতে কখনও সিরিয়াল দেখেন না চৈতালি। টিভি আছে খবর আর ছেলের কার্টুন দেখার জন্য। তারও সময় বাঁধা— এক ঘণ্টা। তাছাড়া ছেলেকে দেখান হলিউডের ভালো পুরনো ছবি।
চৈতালি বলেন, ‘অনেক বাচ্চাকেই বাবা-মা অনেক কিছু বলেন। সবাই কি শোনে?’ সেদিক থেকে নিজেকে ভাগ্যবান মনে করেন এই মা। তাঁর বাচ্চারা কথা শোনে। এখন মনেপ্রাণে ঈশ্বরের কাছে তিনি চান, আরও দশ বছর এভাবেই সাধনায় লেগে থাকুক তাঁর সন্তানেরা। তাহলে হয়তো একটা জায়গায় পৌঁছতে পারবে।
সন্তানের সুখেই মায়ের সুখ, এটা যেমন সত্যি, তেমনই নিজের তো সেভাবে গান নিয়ে এগনো হল না, দুঃখ হয় না? চৈতালি বলেন, ‘না সেভাবে নয়। আমার বাপের বাড়ি ছিল গ্রামের দিকে। সেখানে ক্লাসিকাল সঙ্গীত শেখান, এমন কাউকে পাইনি। কাকুর কাছে শিখেছি যতটা পেরেছি। প্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রেডিওয় তাঁর গান শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। অনেক অনুষ্ঠান করেছি। আধুনিক গানই বেশি। এখন সবরকম গানই শেখাই। তবে ছেলে মেয়ে বর সবাই ক্লাসিকালে মন দিয়েছেন। সব মিলে সুরের অফুরান জোগান আমাদের বাড়িতে। তাই দুঃখ কীসের?’
সংসার সামলে, গানের স্কুল সামলে অনির্বাণকে সময় দিতে পারেন কতটা? একটু লজ্জা পেয়ে বলেন চৈতালি, ‘ওর বাবা খুব ভালো রান্না করতে পারেন। তাই মেয়ের যখন সাড়ে তিন বছর বয়স, তখন আমি গান শিখতে গেলে ওর বাবা সংসারের সব কাজ সামলে দিতেন। গান শিখে ফিরতে দেরি হতো। এখনও মেয়েকে নিয়ে গান শেখাতে নিয়ে গেলে উনিই সংসারের ভার নেন। ভীষণ পরিশ্রমী মানুষ। কোনও কুঁড়েমি নেই। এটাই বড় প্রাপ্তি আমার।’
কোডিং জ্ঞান
আলিপুরদুয়ারের অনুব্রত সরকারের মাথায় আছে কোডিংয়ের জাদু। মাত্র আট বছর বয়সে অ্যাপ বানিয়ে চমকে দিয়েছিল সে। সেটির নাম ছিল, ‘ওয়াটার ইন লিটার’ অ্যাপ। পেয়েছে নানা সম্মানও। আছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল- ‘কোডিং ভিডিওজ বাই অনুব্রত সরকার’। এগারো বছরের এই ছেলে বড় হয়ে বিজ্ঞানী হতে চায়।
অনুব্রতর মা শান্তা ভট্টাচার্যর কথায়, ‘ছোট থেকেই ওর কম্পিউটারের দিকে ঝোঁক। সব বাচ্চার এই সময়ে যেমন হয়। আমি রান্নাবান্না, ঘোরাফেরা, কাজকর্মের মধ্যেই খেয়াল রাখতাম ও কী করছে কম্পিউটারে বসে। ভিডিও গেমের নেশা কিন্তু ছিল না। আর অ্যাপ নিয়ে ওর বাবা বা আমার, কারওরই কোনও আগ্রহ ছিল না। ওর কীভাবে হল, জানি না!’ শান্তা এবং তাঁর স্বামী, দু’জনেই স্কুলশিক্ষক। তাঁদের আর এক মেয়ে আছে। স্কুলের কাজের বাইরে সন্তানদের নিয়েই তাঁদের জীবন। তাঁরা যা কিছু করেন, তাতে সবচেয়ে বেশি গুরুত্ব ওদেরই, বুঝিয়ে দেন শান্তা। কোনও ভালো কাজ করলে অনুব্রতর একটাই আবদার, মায়ের হাতের মাটন বিরিয়ানি।
ছেলে সাফল্য পেলেও মাথা ঘুরে যায়নি, ভবিষ্যতেও সেটা যাতে না হয় খেয়াল রাখেন মা। প্রযুক্তিগত জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে কোনও ভুল হয়ে গেলে বাচ্চাকে মারধর বা বকুনি দেন না শান্তারা। তিনি মনে করেন, ‘বাচ্চার আস্থা অর্জনে তাকে গল্পের মাধ্যমে সহজভাবে বিষয়টা বোঝানো উচিত। কেন জিনিস নষ্ট করেছো, এই বলে দু’ঘা বসিয়ে দিলে বাচ্চার কোনও উন্নতি হয় না। বরং মায়ের যত্ন এবং বুঝিয়ে দেওয়ার মাধ্যমে বাচ্চা স্বতঃস্ফূর্তভাবে বড় হয়ে উঠতে পারে।’
অনলাইনে বা প্রযুক্তিগতর কোনও সমস্যা হলে ছেলের কাছেই শিখে-জেনে নেন শান্তা। তাঁর ছেলেমেয়ে দু’জনেই বাধ্য। বাবা-মায়ের নির্দেশ ওদের কাছে শেষ কথা। অনুব্রতও দিদির সঙ্গে অনেকটা সময় কাটায়। ছেলের চোখের উপর যাতে চাপ না পড়ে সেদিকেও খেয়াল রাখেন মা। কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটির সময় বেঁধে দেন।
নিজের ইউটিউব চ্যানেলের মতো এবার কোডিংয়ের ওপর বইও লিখছে অনুব্রত। ছোটবেলা থেকে কোনও একটা কাজ ধরলে শেষ না করে ছাড়ে না সে। একবার মাকে দাবা খেলতে দেখেছিল দিদির সঙ্গে। তারপর সে নিজেও মায়ের সঙ্গে বসে যায় দাবা নিয়ে। এবং বেশ গর্বের সঙ্গেই মা এখন বলেন, ছেলে তাঁকে হারিয়ে দিয়েছে দাবা শেখার কিছুদিনের মধ্যে।
ছেলে-মেয়ের জন্যই বেঁচে থাকা? নিজের শখ বলতে কিছু মনে হয় না? ‘আমার কোনও বিশাল কিছু চাহিদা ছিল না জানেন। একটা চাকরি করব, স্বাবলম্বী হব। একটা ভালো সংসার, স্বামী সন্তান— সবই তো পেয়েছি। তাই কিছু অতৃপ্তি নেই আমার। মা হিসেবে খেয়াল রাখি বাচ্চাদের আচরণ যেন ভালো হয়, যেন ভালো মানুষ হয় ওরা। মা হিসেবে কেবল চাই আমার সন্তানদের মাধ্যমে সমাজকে আরও ভালো মানুষ উপহার দিতে। সেটা যদি কোনও মা-বাবা না পারেন, তা তাঁদেরই ব্যর্থতা। বাচ্চা যত বড়ই হোক, যারা কষ্টে আছে, তাদের কথা যেন না ভোলে। এটা সবসময় বোঝাই। ছোট মনে এধরনের কথা গোড়া থেকেই গেঁথে দিতে পারলে ওরা মানুষের পাশে দাঁড়াতে শিখবে। এটুকুই জীবনে চাওয়া,’ এক নিঃশ্বাসে বলে যান তৃপ্ত শান্তা।
লক্ষ্যভেদ
আসানসোলের ছেলে অভিনব সাউ। তিন বছর আগে শ্যুটিংয়ে রাজ্য থেকে তরুণতম স্টেট চ্যাম্পিয়ন। ২০১৮ সালে ত্রিবান্দ্রমে ৬২তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে আন্ডার ১৮ ও আন্ডার ২১ দু’টিতে সোনা লাভ। তারপরই তরুণতম ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নের খেতাব জয়।
অভিনবের মা প্রিয়াঙ্কা সাউ জানালেন ছেলের আট বছর বয়সেই পুরস্কার পাওয়া একটা টার্নিং পয়েন্ট। তবে বাবার ইচ্ছে থেকেই ছেলের শ্যুটিংয়ে আগ্রহ জন্মায়। জাতীয় স্তরে সোনা পাওয়ার পর আরও ভালো করে প্রশিক্ষণের শুরু। যখন যেখানে ট্রেনিংয়ে যেতে হয়েছে, প্রিয়াঙ্কা ছুটে গিয়েছেন ছেলেকে নিয়ে। প্রয়োজনে অন্য শহরে (মুম্বইয়ে টানা এক দেড় মাসও থেকেছেন) রাত কাটানো বা কোথাও দীর্ঘ সময় অপেক্ষা করা, কোনওটাই পরিশ্রম বলে মনে হয়নি তাঁর। শুধু মনে হয়েছিল, ছেলের জন্য এটুকু করতে হবে। ছেলেও মায়ের ওপরে পুরোপুরি নির্ভরশীল। শ্যুটিং নিয়ে আলোচনাটা বাবার সঙ্গে হলেও বাকি ‘ব্যাকআপ’ পুরোটাই মা। বায়না বা জেদ নেই অভিনবের। মোবাইলে একটু গেম খেলতে চাওয়া ছাড়া খুব কিছু চাহিদাও নেই তার। আসানসোলের রাইফেল ক্লাবে ট্রেনিং করে সে। কারণ লকডাউনে অন্য শহরে যাওয়া আর সম্ভব হয়নি। শ্যুটিংয়ের খুঁটিনাটি না বুঝলেও ছেলেকে সফল হতে দেখাটাই প্রিয়াঙ্কার বেঁচে থাকার চাবিকাঠি।
08th  May, 2021
বাঘিনীর ভূমিকায়
নামতে হবে মেয়েদের

বলিউড নায়িকা বিদ্যা বালনের মুকুটে আবার সাফল্যের পালক। তাঁর অভিনীত ‘শেরনি’ ছবিটি দর্শক মহলে প্রশংসিত। বিদ্যার অভিনয়ের তারিফ করছেন সবাই। এক ভার্চুয়াল সাক্ষাৎকারে বিদ্যা বালনের মুখোমুখি আমাদের মুম্বই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। আড্ডায়  উঠে এল বিদ্যার আড়ালে লুকিয়ে থাকা এক অন্য নারী।
বিশদ

10th  July, 2021
মোরে করো ত্রাণ

ইচ্ছে আর ভালোবাসায় ভর করে একার উদ্যোগে হাসপাতাল চত্বরে কোভিড আক্রান্তদের বাড়ির লোকের খাবারের সংস্থান করছেন রচনা ধানধানিয়া। তাঁর কাজের বর্ণনায় কমলিনী চক্রবর্তী। বিশদ

10th  July, 2021
মালতীর ফাগুন

মালতী মুর্মুকে চেনেন? সাঁওতালি ভাষায় প্রথম এবং একমাত্র সংবাদপত্র ‘ফাগুন’-এর সম্পাদিকা তিনি। অসম্ভব এক উত্তেজনার বশবর্তী হয়েই খবরের কাগজ ছাপার কাজে নেমেছিলেন ওড়িশার ময়ূরভঞ্জের মালতী। বিশদ

10th  July, 2021
ব্যাডমিন্টনে সাফল্য পেতে চায়
বাটানগরের মেয়ে সুমি মণ্ডল

পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে  মেয়েরাও উঠে আসছে প্রথম সারিতে। রাজনীতি থেকে চলচ্চিত্র, মেয়েদের দৌড় সর্বত্র।ক্রিকেটের মাঠে, টেবিল টেনিসে, ব্যাডমিন্টনে বা কবাডিতে মেয়েদের অংশগ্রহণ ক্রমশ উল্লেখযোগ্য পর্যায় পৌঁছচ্ছে। আজ এমনই এক মেয়ের কথা বলব ব্যাডমিন্টনের র‌্যাকেট হাতে যে কোর্ট কাঁপানোর স্বপ্ন দেখে। বিশদ

03rd  July, 2021
নাচে মুক্তি
নাচে ছন্দ

বদ্ধ পরিস্থিতিতে মন ভালো রাখতে নাচের সাহায্য নিতে পারেন। এই প্রসঙ্গে আলোচনায় প্রখ্যাত নৃত্যশিল্পী অমিতা দত্ত। তাঁর সাক্ষাৎকারে কমলিনী চক্রবর্তী।   বিশদ

03rd  July, 2021
‘তুলনা হয় না 
কলকাতার’

মার্কিন কনস্যুলেটে কনসাল জেনারেলের পদে গত তিন বছর কলকাতায় কাটিয়েছেন প্যাট্রিসিয়া (প্যাটি) হফম্যান। এবার তাঁর ফিরে যাওয়ার পালা। বাংলায় থেকে কেমন লেগেছে তাঁর, অকপটে জানালেন আপনাদের। বিশদ

03rd  July, 2021
আছে তো হাতখানি

মাথার ওপর ছাদ নেই কত মানুষের। পথই সম্বল তাদের। তবে পথের পাশে আছে আশ্বাসের হাতটুকু। নারী ও পথশিশুদের নিয়ে কর্মরত এমনই একটি স্বেচ্ছাসেবী সংস্থার কথা লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

26th  June, 2021
এখন মেয়েরা
 

ওয়াল্ট ডিজনির রূপকথা মানেই শুধু ফর্সা মুখ, সোনালি চুল আর নীল চোখের রাজত্ব, এই ধারণা ক্রমশ বদলে যাচ্ছে। আফ্রিকান, আমেরিকান, মেক্সিকান, এশিয়ান সহ পৃথিবীর সর্বস্তরের মানুষের ছবিই এখন ডিজনির রূপকথায় উঠে আসছে। গুটি গুটি পায়ে সেই রূপকথার রাজত্বে প্রবেশ করেছে পলিনেশিয়া দ্বীপের কালো ডাগর চোখের কন্যা মোয়ানা। বিশদ

26th  June, 2021
অভিনব পেশায় মেয়েরা 

 ইঞ্জিনিয়ারিং পেশায় মেয়েরা ছিল ব্রাত্য। তবু কয়েকজন সেই নিয়ম ভেঙেছিলেন। আগামী ২৩ জুন বিশ্ব ইঞ্জিনিয়ারিং দিবস। তার প্রাক্কালে কয়েকজন মহিলা ইঞ্জিনিয়ারের কথায় রাতুল দত্ত। বিশদ

19th  June, 2021
সেবায় আছে
প্রাণের টান

সমাজসেবাকেই জীবনের পাথেয় করেছেন তিনি। পথশিশু আর দরিদ্রদের সেবায় নিজেকে সমর্পণ করেছেন। তিনি পাপিয়া কর। গরিব শিশুদের নিয়ে তাঁর কর্মকাণ্ড। এই করোনাকালেও যার বিরাম নেই। তাঁর কথা শোনালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

19th  June, 2021
মহামারীতে মনের
মেঘ কাটাবে সঙ্গীত

মহামারী বিশ্বব্যাপী। যার জেরে আজ স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। হোয়াটসঅ্যাপ, ফেসবুক খুলতে কেমন যেন ভয় হয়। আবার কোন বন্ধু, প্রিয়জন, নিকট আত্মীয় বা প্রাক্তন সহকর্মীর চলে যাওয়ার খবর দেখব! 
বিশদ

05th  June, 2021
করোনায় দুঃস্থদের অন্ন জোগানে
লেখিকার বই বিক্রির অর্থ

 করোনার কালো ছায়া যেন পিছু ছাড়ছে না।এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল সাধারণ মানুষ।মানুষ বড় অসহায়।সমাজে থেকে সমাজের জন্য কাজে আজ যেমন এগিয়ে এসেছেন নানা বিশিষ্টজন, আবার সমাজের নানা স্তরের মানুষও নিজের মতো করে সাহায্য করছেন। বিশদ

29th  May, 2021
লড়াইয়ের ময়দানে
হোম শেফ বাহিনী

কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শেফ ইরা ও তাঁর হোম শেফের দল। এই পরিষেবা তাঁরা দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। কোথায় কীভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়, সে কথা জানালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

15th  May, 2021
তুমি মায়ের মতোই ভালো

করোনাকালের বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে মায়ের মতো যত্ন দেওয়ার চেষ্টা করছেন চার কন্যা। তাঁদের কথা লিখেছেন রজত চক্রবর্তী। বিশদ

08th  May, 2021
একনজরে
উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যাশলি বার্টি। অস্ট্রেলিয়ার এই তারকা শনিবার ফাইনালে ৬-৩, ৬-৭ (৪), ৬-৩ সেটে হারালেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে। ...

দলীয় কর্মীর গালে চড় মেরে বিতর্কে জড়ালেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার। ঘটনাটি সকলের সামনেই ঘটে। একাধিক ক্যামেরাতেও তা বন্দি হয়। পরে সাংবাদিকদের ভিডিওটি ...

দোকানে হালখাতা সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক স্বর্ণ ব্যবসায়ীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিওরে। ...

দুর্গাপুর ৩৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকায় ছাইয়ের স্তূপ থেকে শনিবার অজ্ঞাতপরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার বয়স আনুমানিক ৪৫ বছর। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা মাঝে মধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নানা সুযোগ আসবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব জনসংখ্যা দিবস
১৮২৩ সালের এই দিনে ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
১৮৮৯ সালের এই দিনে অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
১৯২১: মঙ্গোলিয়ায় গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করল লাল ফৌজ
১৯৩০ সালের এই দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।
১৯৫৬: সাহিত্যিক অমিতাভ ঘোষের জন্ম
১৯৬২: প্রথম ট্রান্সআতলান্তিক স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার শুরু হল
১৯৬৭: সাহিত্যিক ঝুম্পা লাহিড়ির জন্ম
১৯৭২: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম খেলা ববি ফিশার ও বরিস স্পাসকির মধ্যে শুরু হল
১৯৭৯: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। সেটিকে ভারত মহাসাগরে ফেলে ধ্বংস করা হয়।
২০০৬: মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে ২০৯জনের মৃত্যু
২০১২: আবিষ্কার হল প্লুটোর পঞ্চম উপগ্রহ এস/২০১২ পি ১



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৮৯ টাকা ৭৫.৬১ টাকা
পাউন্ড ১০১.২৩ টাকা ১০৪.৭২ টাকা
ইউরো ৮৬.৯৩ টাকা ৯০.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
10th  July, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৭০০
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,২০০
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৯০০
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৪০০
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৫০০
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ আষাঢ় ১৪২৮, রবিবার, ১১ জুলাই ২০২১। প্রতিপদ ৬/৫১ দিবা ৭/৪৮। পুষ্যা নক্ষত্র ৫৩/১৭ রাত্রি ২/২২। সূর্যোদয় ৫/৩/১, সূর্যাস্ত ৬/২০/৫৭। অমৃতযোগ দিবা ৬/৪৯ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১২/৮ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৭/৪৬ মধ্যে পুনঃ ১০/৩৮ গতে ১২/৪৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩৪ গতে ৫/২৭ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১/২১ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/২২ মধ্যে। 
২৬ আষাঢ় ১৪২৮, রবিবার, ১১ জুলাই ২০২১। প্রতিপদ দিবা ৬/৫৮। পুষ্যা নক্ষত্র রাত্রি ২/১৭। সূর্যোদয় ৫/৩, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৬/৫১ গতে ৯/২৯ মধ্যে ও ১২/৪৯ গতে ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৭/৪৭ মধ্যে ও ১০/৩৮ গতে ১২/৪৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩৫ গতে ৫/২৯ মধ্যে। বারবেলা ১০/৩ গতে ১/২৩ মধ্যে। কালরাত্রি ১/৩ গতে ২/২৩ মধ্যে। 
৩০ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
রাজ্যে দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমূখী, কমছে মৃত্যুর সংখ্যাও
গতকালের তুলনায় রাজ্যে আরও বেশ কিছুটা কমল করোনায় দৈনিক সংক্রমণ ...বিশদ

07:36:19 PM

মহিষাদলে শুরু লেত উৎসব
শুক্রবার বিকেলে মহিষাদলে শুরু হল রথের নেত্রদান বা লেত উৎসব। ...বিশদ

05:49:11 PM

তামিলনাড়ুতে বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী সহ গ্রেপ্তার ১
তামিলনাড়ুতে বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী সহ একটি নৌকা বাজেয়াপ্ত। ঘটনায় ...বিশদ

05:44:15 PM

পেট্রোপণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধি, মাথাভাঙায় তৃণমূলের প্রতিবাদ  মিছিল
মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব ...বিশদ

04:15:00 PM

কোভিড বিধি ভঙ্গ করায় আলিপুরদুয়ারে গ্রেপ্তার ৪ ব্যবসায়ী

04:01:25 PM

শহরে প্যাঙ্গোলিনের আঁশ ও নখ সহ গ্রেপ্তার ২
কলকাতায় একটি বাস থেকে উদ্ধার প্যাঙ্গোলিনের আঁশ ও নখ। ঘটনাস্থল ...বিশদ

03:53:36 PM