Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

‘হাফ মন্ত্রী’ ও বিজেপির অঙ্ক
তন্ময় মল্লিক

কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ যে ২০২৪ এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই, তা বলা নিষ্প্রয়োজন। অলআউট লড়েও বঙ্গের নির্বাচনে চূড়ান্ত ব্যর্থ বিজেপি। তারপর থেকেই পরাজয়ের ঘুণপোকা মোদি-অমিত শাহ জুটিকে কুরে কুরে খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার তোড়ে বিজেপির সমস্ত গেমপ্ল্যান ভেসে যেতেই শুরু হয়েছে বঙ্গে দল টিকিয়ে রাখার লড়াই। কিন্তু মমতার ‘সুপার সাইক্লোনিক’ শক্তির সামনে বেসামাল গেরুয়া শিবির। বিধানসভা ভোটে ‘ঘাড়ধাক্কা’ খেয়ে ‘চাণক্য’ মশাই পর্দার আড়ালে থেকেই কলকাঠি নাড়ছেন। কেন্দ্রীয় টিম, সিবিআই সব ফর্মুলাই ফেল। হাওলা কাণ্ড নিয়ে হইচই হতেই ‘ট্যুইটারবাবু’ কেমন যেন চুপচাপ! এবার মমতা মোকাবিলায় তাঁর অস্ত্র চার ‘হাফ মন্ত্রী’। এসব দেখে অনেকে কটাক্ষ করে বলছেন, ‘হাতি ঘোড়া গেল তল/ মশা বলে কত জল।’
রাজনীতিতে অঙ্ক একটা বড় ফ্যাক্টর। সেই অঙ্ক মিলতে পারে, আবার নাও পারে। তবুও অঙ্ক কষা চলতেই থাকে। মোদিজির মন্ত্রিসভা রদবদলের পিছনেও কিছু অঙ্ক রয়েছে। মন্ত্রিসভার সদস্য সংখ্যা এক ধাক্কায় ৫৩ থেকে বাড়িয়ে ৭৮ করে তিনি বুঝিয়ে দিয়েছেন, গদি খোয়ানোর ভূত তাঁর ঘাড়ে বেশ শক্তপোক্তভাবেই চেপে বসেছে। অথচ এই মোদিই বলেছিলেন,‘মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নন্যান্স।’
রোগীকে সুস্থ করার জন্য অভিজ্ঞ চিকিৎসকের দু’চারটে ওষুধই যথেষ্ট। আর হাতুড়েরা লেখেন গুচ্ছের ওষুধ। মোদিজিরও সেই ‘হাতুড়ের হাল’ হয়েছে। দলের রোগ সারাতে মন্ত্রীর সংখ্যা বাড়িয়ে চলেছেন। কিন্তু, বেশি ওষুধের মতো বড় মন্ত্রিসভার ‘পার্শ্ব প্রতিক্রিয়া’ কখনও কখনও মারাত্মক হয়। অনেকে বলছেন, মন্ত্রিসভা সম্প্রসারণের দিনেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নজিরবিহীন আক্রমণ সেই ‘সাইড এফেক্টে’র লক্ষণ।
গেরুয়া রাজনীতিতে বিভাজন এবং জাতপাত সবসময় বিশেষ গুরুত্ব পায়। এরাজ্যের বিধানসভা নির্বাচনেও বিভাজনের রাজনীতি করে ও ‘দলিত তাস’ খেলে বাজিমাত করতে চেয়েছিল বিজেপি। কিন্তু, বাংলার মানুষ সেই ফাঁদে পা দেয়নি। এবারও বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচনের সময় নেতাদের মাথায় মতুয়া, রাজবংশী ও আদিবাসী ‘ফ্যাক্টর’ কাজ করেছে। তবে, সর্বাধিক গুরুত্ব পেয়েছে দলের ভাঙন প্রতিরোধ। নরেন্দ্র মোদি এবং অমিত শাহ খুব ভালো করেই জানেন, এরাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূলের ভাঙন তীব্র হলেও চিড় ধরানোর আসল কাজটা করেছিলেন মুকুল রায়। স্বীকৃতিস্বরূপ লোকসভা নির্বাচনে তাঁর ঘনিষ্ঠ বেশিরভাগ নেতা টিকিট পেয়েছিলেন। অনেকে জয়ীও হয়েছিলেন। মুকুলবাবুই তাঁদের ‘রাজনৈতিক মেন্টর’। তিনি তৃণমূলে যেতেই বিজেপির নেতারা সিঁদুরে মেঘ দেখার পাশাপাশি আগুনের আঁচও পাচ্ছিলেন। তাই বাংলায় ‘হাফ মন্ত্রী’র সংখ্যা দ্বিগুণ করে দিয়েছেন।
শান্তনু ঠাকুরকে মন্ত্রী করার পিছনে মতুয়া সমাজকে সন্তুষ্ট করার কথা বলা হলেও আসল কারণটি অন্য। তাঁকে বিজেপিতে ধরে রাখা। শান্তনুবাবু ঠাকুর পরিবারের সদস্য হলেও তিনি মতুয়াদের মধ্যে ভীষণ জনপ্রিয়, এমনটা এলাকার লোকজন মানতে চান না। তাঁদের দাবি, ‘বড়মা’ বীণাপাণিদেবী মারা যাওয়ার পর মতুয়াদের উপর ঠাকুরবাড়ির নিয়ন্ত্রণ অনেকটাই খর্ব হয়েছে। উল্টে ঠাকুরবাড়ির নাম ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহার করায় মতুয়াদের একটা বড় অংশ প্রচণ্ড ক্ষুব্ধ। তা সত্ত্বেও ভোটে বিজেপি জয়লাভ করছে। তারজন্য শাসক দলের একাংশের দুর্নীতি এবং নেতৃত্বের ব্যর্থতাই দায়ী।
শান্তনু ঠাকুরের সঙ্গে মুকুল রায়ের ঘনিষ্ঠতার কথা সকলেই জানেন। মুকুলবাবুই ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকে তাঁকে রাজনীতিতে এনেছিলেন। কৈলাস বিজয় বর্গীয় আর মুকুলবাবুর কথোপকথনের অডিও ক্লিপিংসেও রয়েছে তার প্রমাণ। বিজেপির অন্দরের খবর, সিএএ ইস্যুতে শান্তনু ঠাকুর ‘বেসুরো’ হলেও আসল কারণ ছিল অন্য। নাগরিকত্ব ইস্যুতে প্রকাশ্যে ক্ষোভটা ছিল নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করে দাবি আদায়ের কৌশল। দিনের পর দিন তোপ দাগায় তাঁকে ঘিরে তৈরি হয়েছিল দলবদলের জল্পনাও। কিন্তু সুব্রত ঠাকুরের টিকিট নিশ্চিত হতেই শান্তনুবাবুর ‘বিদ্রোহে’ পুর্নচ্ছেদ। শান্তনুবাবু জানেন, শিশু না কাঁদলে মা-ও দুধ দেয় না।
বিজেপি নেতৃত্ব শান্তনু ঠাকুরের ‘মান’ ভাঙানোর দায়িত্ব মুকুল রায়কেই দিয়েছিল। কারণ দিল্লির নেতারা দু’জনের সম্পর্কের ‘রসায়ন’টা খুব ভালো করেই জানতেন। এহেন মুকুলবাবু তৃণমূলে যেতেই বনগাঁর সাংসদকে ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। নির্বাচনের পর দিলীপ ঘোষের বনগাঁর বৈঠকে ঠাকুরবাড়ির দুই জনপ্রতিনিধির অনুপস্থিতিতে গেরুয়া শিবিরের দুশ্চিন্তা সপ্তমে চড়েছিল। তারপর আর জল বেশি দূর গড়াতে দেওয়ার সাহস পায়নি বিজেপি নেতৃত্ব। তাই তাঁর পায়ে পরিয়েছে ‘মন্ত্রিত্বের বেড়ি’!
কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে মন্ত্রী করার পিছনেও একই অঙ্ক কাজ করছে। তৃণমূলের মাদার-যুবর লড়াইয়ের জেরে মুকুলবাবুর হাত ধরে ২০১৯ সালে বিজেপিতে যোগদান। পেয়েছিলেন লোকসভার টিকিট। তাঁকে টিকিট দেওয়ায় বিজেপিতে তৈরি হয়েছিল প্রবল বিক্ষোভ। কারণ তৃণমূলের জেলা যুব সভাপতি নিশীথবাবুর দাপটেই কোচবিহারে বিজেপির নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছিল। তা সত্ত্বেও তিনিই জিতেছিলেন। তার দু’বছরের মাথায় স্বরাষ্ট্র দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী। তৃণমূলের উপ-প্রধান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে সময় লেগেছে মাত্র আট বছর। রকেট গতিতে উত্থান বললেও একে কম বলা হয়।
রাজবংশী ভোটের কথা মাথায় রেখে এবং বিধানসভা ভোটে সাফল্যের জন্যই নাকি নিশীথবাবুকে মন্ত্রী করা হয়েছে। এই দাবির পিছনে যুক্তির চেয়েও বেশি রয়েছে কৌশল। প্রথমত, এবারের ভোটে কোচবিহার জেলায় হিন্দু-মুসলিম ফ্যাক্টর কাজ করেছে। লোকসভা নির্বাচনের সময় থেকে এই জেলায় রাজনৈতিক অশান্তি লেগেই ছিল। সেই সূত্রেই হয়েছে মেরুকরণের ভোট। দ্বিতীয়ত, নিশীথ প্রামাণিক বিধানসভা ভোটে জিতলেও মার্জিন ছিল মাত্র ৫৭। এই সংখ্যাটা কিছুতেই একজন  রানিং এমপির ‘জনপ্রিয়তা’র প্রমাণ হতে পারে না। তাই তাঁর মন্ত্রিত্ব লাভের পিছনেও ‘মুকুল-ঘনিষ্ঠতা‘ এক্স-ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।
তবে, এই মন্ত্রিত্ব নিশীথবাবুকে অগ্নিপরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। রাজ্য তথা দেশের সীমান্ত জেলা থেকে নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পাওয়ায় তাঁকে ঘিরে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। তিনিই এখন সীমান্তরক্ষী বাহিনীর হত্তা-কত্তা-বিধাতা। তাই গোরু পাচার, চোরাচালান থেকে বাংলাদেশি অনুপ্রবেশের উপর কতটা রাশ তিনি টানতে পারেন, সেটা মানুষ পর্যবেক্ষণ করবে।
পাশাপাশি দুই কেন্দ্র থেকে দু’জনকে কেন্দ্রীয় মন্ত্রী করার নজির খুব একটা নেই। এবার সেটাই হয়েছে। কোচবিহার-আলিপুরদুয়ার। তার কারণ কি আদিবাসী ভোট? চা বাগানে মজবুত সংগঠন? কিছুতেই না। জন বারলার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির প্রধান কারণ, বিজেপির বাংলা ভাগের এজেন্ডাকে উত্তরবঙ্গের মানুষের মধ্যে জিইয়ে রাখা।
মন্ত্রিসভায় বাংলা থেকে চারজনকে নেওয়ার প্রথম কারণ বিজেপির ভাঙন ঠেকানো। দ্বিতীয় উদ্দেশ্য, বিধানসভা ভোটের নিরিখে এগিয়ে থাকা এলাকায় লোকসভা ভোটে জয় হাসিল করা। বাঁকুড়া জেলার দু’টি এবং পুরুলিয়ার আসনে প্রভাব ধরে রাখা জন্যই সুভাষ সরকারকে মন্ত্রী করা হয়েছে বলে অনেকের বিশ্বাস। তবে, তাঁকে নিয়ে কোনও বিতর্ক নেই। শিক্ষা থেকে নিষ্ঠা, সব ক্ষেত্রেই তিনি বাকি তিনজনের চেয়ে অনেক এগিয়ে। বাঁকুড়া জেলায় বিজেপিকে প্রতিষ্ঠিত করার পিছনে তাঁর পরিশ্রম এবং অবদান প্রায় সকলেই একবাক্যে স্বীকার করেন। তাছাড়া চারজনের মধ্যে একমাত্র তিনিই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ থেকে উঠে এসেছেন। তাই তাঁকে ঘিরে নেই আদি-নব্যের লড়াইও।
কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণ থেকে আরও একটি বিষয় স্পষ্ট হয়েছে, মোদি-অমিত শাহ জুটির উপর সঙ্ঘের নিয়ন্ত্রণ ক্রমশই আলগা হচ্ছে। নীতির চেয়েও ক্ষমতায় টিকে থাকার বিষয়টি বেশি প্রাধান্য পেয়েছে। তাই দেবশ্রী রায়চৌধুরীর মতো সঙ্ঘ-ঘনিষ্ঠদের ছেঁটে ‘প্রভাবশালী’ দলবদলুদের জায়গা দেওয়া হয়েছে। সঙ্ঘ থেকে উঠে আসা সাংসদদের চোখের সামনে দিয়ে ‘দু’দিনের যোগী’রা ড্যাং ড্যাং করে মন্ত্রী হয়ে যাচ্ছেন। ইমেজ বা শিক্ষা নয়, ভোটে জেতানোর ‘ক্ষমতা’ই নেতাদের কাছে স্বীকৃতি পাচ্ছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে এই প্রবণতা ততই বাড়বে। তবে, এই মুহূর্তে আদি-নব্যের খেলায় দলবদলুরা ৩-১ গোলে এগিয়ে।
বঙ্গ বিজেপির অন্দরে লড়াই যে তীব্র হচ্ছে এবং তার পরিণতি ভালো হবে না বলে ফেসবুক লাইভে জানিয়ে দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ। সৌমিত্র খাঁ যুব মোর্চার সভাপতি থেকে পদত্যাগ করে পিছিয়ে এলেও ‘মনের ঝাল’ তিনি মিটিয়ে নিয়েছেন। কিন্তু, দিলীপ ঘোষ সেটাও পারছেন না। হাজার উপেক্ষা, বঞ্চনা সত্ত্বেও তিনি ‘স্পিকটি নট’। একেই বোধহয় বলে, বুক ফাটে, তবুও মুখ ফোটে না!
10th  July, 2021
মোদিজি কবে বুঝবেন
ধামাকায় পেট ভরে না!
হিমাংশু সিংহ

একনায়কের মন্ত্রিসভায় মন্ত্রীরা তো আজ শুধু চিড়েতন, হরতন, ইস্কাবন ছাড়া কিছুই নয়! সনাতন ছন্দে নেচে যাওয়াটাই একমাত্র কাজ। নাহলে বাংলার ভোটপর্বে দীর্ঘ সময় তেলের দাম বৃদ্ধিতে ছেদ পড়েছিল কেমন করে। পর্দার পিছন থেকে খেলাচ্ছে কে? আবার ২ মে বাংলায় বিজেপির ভরাডুবির খবর বেরতেই দাম বাড়ানোর পুরনো খেলা শুরু হল কার নির্দেশে?
বিশদ

কী চায় রাষ্ট্র?
কী চাই আমরা?
সমৃদ্ধ দত্ত

একটি সূক্ষ্ম কৌশল নিয়েছে আজকের রাষ্ট্র। তারা মানুষের মনের মধ্যে প্রোথিত করে দিতে চাইছে, এই যে নিত্যদিনের জীবনযাপনের দায়, মূল্যবৃদ্ধি, এসব তোমাদের ব্যক্তিগত সমস্যা। একক দায়িত্ব। এর সঙ্গে লড়াই করতে হবে তোমাকে। পারলে টিকবে। নয়তো একটু সামাজিকভাবে নীচে নেমে যাবে। রাষ্ট্র বলতে চাইছে, সরকারের এসব নিয়ে ভাবনার কোনও দায় নেই।
বিশদ

09th  July, 2021
অশান্ত সময়ে ফিরছে
আফগানিস্তান!
মৃণালকান্তি দাস

 

তালিবানদের একটা বড় অংশই কাবুলে ভারতের উপস্থিতি এবং কাজকে স্বীকৃতি দেয়। তারা প্রাথমিক ভাবে চাইবে না ভারতকে হটাতে। পাশাপাশি এটাও ধর্তব্যের মধ্যে রাখা হচ্ছে যে, আফগানিস্তান থেকে ভারত-বিরোধী জঙ্গিদের উচ্ছেদ করতে তালিবান হয়তো বিশেষ সক্রিয়তা দেখাবে না।
বিশদ

08th  July, 2021
দেশের মানুষের কুকথায় জর্জরিত মোদি
সন্দীপন বিশ্বাস

নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ। শুধু কৌশল করে মমতাকে বিপাকে ফেলাই এখন মোদিবাবুদের এক নম্বর অ্যাজেন্ডা। চুলোয় যাক দেশ শাসন, চুলোয় যাক পেট্রলের দাম একশো টাকায় পৌঁছে যাওয়া, বাড়ুক যত ইচ্ছে গ্যাসের দাম, নাক কাটা যাক রাফাল কেলেঙ্কারি নিয়ে, ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে ধিক্কার উঠুক, সেসব বোধহয় এখন আর মোদিবাবু পরোয়া করেন না। বিশদ

07th  July, 2021
মোদির ভারতে নিঃস্ব হওয়ার পথে মধ্যবিত্ত
শান্তনু দত্তগুপ্ত

 

স্বাধীনতার ঠিক পরের ঘটনা। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন, ‘সঞ্চয় একটা বিপ্লব। আমার কাছে এর গুরুত্ব অসীম। ন্যাশনাল সেভিংস গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে দেশবাসী তাঁদের আয়ের থেকে কিছু অংশ বাঁচিয়ে রাখবেন ভবিষ্যতের জন্য। বিশদ

06th  July, 2021
আমাদের ডানা ছিল, উড়তে শিখেছিলাম
পি চিদম্বরম

আমূল পরিবর্তন আনার জন্য আমি ঝাঁপিয়েছিলাম। আমদানি-রপ্তানির প্রধান নিয়ন্ত্রকের দপ্তর আমরা তুলে দিয়েছিলাম। ‘ইন্ডিয়ান ট্রেড সার্ভিস’ গুটিয়ে দিয়েছিলাম আমরা। বিদায় দিলাম ‘রেড বুক’-কে—একটা সফল বণিক জাতিকে, ইয়া বড়া বইটা ৪০ বছর যাবৎ শ্বাসরোধ করে রেখেছিল। বিশদ

05th  July, 2021
 ধনতন্ত্রের চীনে কমিউনিস্ট পার্টির শতবর্ষ
 হিমাংশু সিংহ

অত্যন্ত গরিব পরিবারে জন্ম। ১২ বছর বয়সেই স্কুল ড্রপ আউট। এখন বয়স ৬৬। এই মুহূর্তে বদলে যাওয়া ধনতান্ত্রিক চীনের অন্যতম উজ্জ্বল মুখ শিল্পপতি ঝাং শানশান। বৃহৎ বিলিয়নেয়ার সংস্থার কর্ণধার তিনি।
বিশদ

04th  July, 2021
ঘরছাড়ার রাজনীতির শেষ কোথায়?
তন্ময় মল্লিক

বাম জমানার ‘ঘরছাড়া’র ট্র্যাডিশন তৃণমূলের রাজত্বেও চলবে, এমনটা বলার কোনও জায়গা নেই। বহু ক্ষেত্রেই ঘরছাড়া করার পিছনে ব্যক্তিগত দ্বন্দ্ব কাজ করে। অনেকের কাছে এটা টাকা কামানোর রাস্তা। বিশদ

03rd  July, 2021
বিরোধী রাজনীতির
দিশাহীনতার কারণ কী?
সমৃদ্ধ দত্ত

বিরোধীদের এতটা দৈন্যদশা স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে দেখেনি। দুটি ঐতিহাসিক দল শূন্য হয়ে গিয়েছে। আর যারা নতুন শক্তিশালী বিরোধী হিসেবে অবতীর্ণ হয়েছে, তারা সকলেই সম্পূর্ণ দিশাহীন। এই মুহূর্তে বিরোধী দলগুলির কাছে সবথেকে বড় সঙ্কট হল ইস্যুহীনতা।
বিশদ

02nd  July, 2021
হারানো রাজবংশের নয়া মহারাজ
মৃণালকান্তি দাস

বুবুগ্রা। ত্রিপুরার উপজাতিদের ককবরক ভাষায় এর অর্থ মহারাজ। ত্রিপুরার রাজপরিবারের বংশধর প্রদ্যোত কিশোর দেববর্মাই এখন ত্রিপুরার উপজাতিদের বুবুগ্রা। তাঁর পাকানো গোঁফ নেই।
বিশদ

01st  July, 2021
শ্রীরামের আজ মোদি রাখি না যোগী রাখি দশা
হারাধন চৌধুরী

‘গোরখপুর মে রহনা হ্যায় তো যোগী যোগী কহনা হ্যায়!’এই ছিল হিন্দুত্বের পোস্টার বয় আদিত্যনাথের অনুগামীদের স্লোগান। ২০১৭। লখনউতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে সবচেয়ে যোগ্য ব্যক্তি খুঁজে পেতে দল যখন দিশেহারা, তখন আস্তিনের তলা থেকে তাস বের করলেন নরেন্দ্র মোদি—গোরক্ষপুরের সাংসদ।
বিশদ

30th  June, 2021
উপায় মহাজোট... কংগ্রেসকে নিয়েই
শান্তনু দত্তগুপ্ত

মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রের নাম কী? রাজনীতির নিরিখে দেখলে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনও নাম মাথায় আসবে না। অথচ, তিনি মহারাজা ছিলেন না, কুরুক্ষেত্রের যুদ্ধেও সরাসরি অংশগ্রহণ করেননি।
বিশদ

29th  June, 2021
একনজরে
দুর্গাপুর ৩৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকায় ছাইয়ের স্তূপ থেকে শনিবার অজ্ঞাতপরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার বয়স আনুমানিক ৪৫ বছর। ...

উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যাশলি বার্টি। অস্ট্রেলিয়ার এই তারকা শনিবার ফাইনালে ৬-৩, ৬-৭ (৪), ৬-৩ সেটে হারালেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে। ...

দলীয় কর্মীর গালে চড় মেরে বিতর্কে জড়ালেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার। ঘটনাটি সকলের সামনেই ঘটে। একাধিক ক্যামেরাতেও তা বন্দি হয়। পরে সাংবাদিকদের ভিডিওটি ...

দোকানে হালখাতা সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক স্বর্ণ ব্যবসায়ীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিওরে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা মাঝে মধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নানা সুযোগ আসবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব জনসংখ্যা দিবস
১৮২৩ সালের এই দিনে ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
১৮৮৯ সালের এই দিনে অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
১৯২১: মঙ্গোলিয়ায় গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করল লাল ফৌজ
১৯৩০ সালের এই দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।
১৯৫৬: সাহিত্যিক অমিতাভ ঘোষের জন্ম
১৯৬২: প্রথম ট্রান্সআতলান্তিক স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার শুরু হল
১৯৬৭: সাহিত্যিক ঝুম্পা লাহিড়ির জন্ম
১৯৭২: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম খেলা ববি ফিশার ও বরিস স্পাসকির মধ্যে শুরু হল
১৯৭৯: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। সেটিকে ভারত মহাসাগরে ফেলে ধ্বংস করা হয়।
২০০৬: মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে ২০৯জনের মৃত্যু
২০১২: আবিষ্কার হল প্লুটোর পঞ্চম উপগ্রহ এস/২০১২ পি ১



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৮৯ টাকা ৭৫.৬১ টাকা
পাউন্ড ১০১.২৩ টাকা ১০৪.৭২ টাকা
ইউরো ৮৬.৯৩ টাকা ৯০.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
10th  July, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৭০০
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,২০০
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৯০০
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৪০০
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৫০০
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ আষাঢ় ১৪২৮, রবিবার, ১১ জুলাই ২০২১। প্রতিপদ ৬/৫১ দিবা ৭/৪৮। পুষ্যা নক্ষত্র ৫৩/১৭ রাত্রি ২/২২। সূর্যোদয় ৫/৩/১, সূর্যাস্ত ৬/২০/৫৭। অমৃতযোগ দিবা ৬/৪৯ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১২/৮ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৭/৪৬ মধ্যে পুনঃ ১০/৩৮ গতে ১২/৪৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩৪ গতে ৫/২৭ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১/২১ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/২২ মধ্যে। 
২৬ আষাঢ় ১৪২৮, রবিবার, ১১ জুলাই ২০২১। প্রতিপদ দিবা ৬/৫৮। পুষ্যা নক্ষত্র রাত্রি ২/১৭। সূর্যোদয় ৫/৩, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৬/৫১ গতে ৯/২৯ মধ্যে ও ১২/৪৯ গতে ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৭/৪৭ মধ্যে ও ১০/৩৮ গতে ১২/৪৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩৫ গতে ৫/২৯ মধ্যে। বারবেলা ১০/৩ গতে ১/২৩ মধ্যে। কালরাত্রি ১/৩ গতে ২/২৩ মধ্যে। 
৩০ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
রাজ্যে দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমূখী, কমছে মৃত্যুর সংখ্যাও
গতকালের তুলনায় রাজ্যে আরও বেশ কিছুটা কমল করোনায় দৈনিক সংক্রমণ ...বিশদ

07:36:19 PM

মহিষাদলে শুরু লেত উৎসব
শুক্রবার বিকেলে মহিষাদলে শুরু হল রথের নেত্রদান বা লেত উৎসব। ...বিশদ

05:49:11 PM

তামিলনাড়ুতে বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী সহ গ্রেপ্তার ১
তামিলনাড়ুতে বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী সহ একটি নৌকা বাজেয়াপ্ত। ঘটনায় ...বিশদ

05:44:15 PM

পেট্রোপণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধি, মাথাভাঙায় তৃণমূলের প্রতিবাদ  মিছিল
মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব ...বিশদ

04:15:00 PM

কোভিড বিধি ভঙ্গ করায় আলিপুরদুয়ারে গ্রেপ্তার ৪ ব্যবসায়ী

04:01:25 PM

শহরে প্যাঙ্গোলিনের আঁশ ও নখ সহ গ্রেপ্তার ২
কলকাতায় একটি বাস থেকে উদ্ধার প্যাঙ্গোলিনের আঁশ ও নখ। ঘটনাস্থল ...বিশদ

03:53:36 PM