Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মোদিজি কবে বুঝবেন
ধামাকায় পেট ভরে না!
হিমাংশু সিংহ

তাঁর কাছে সব রাতই দেওয়ালির রাত। তুবড়ি আর রংমশালের ঝলকানি আর দশলাখি স্যুটে ভেতরের বিবর্ণ মলিন কঙ্কালটাকে ক্রমাগত আড়াল করে চলেন তিনি। একটা আলো নিভু নিভু হলেই তাকে সরিয়ে অন্যটাকে জ্বেলে দিতে দু’বার ভাবেন না। ছুড়ে ফেলে দেন পুরনোটাকে। আসলে ব্যর্থতা ঢেকে দিতে, জনগণের দৃষ্টি ঘোরাতে তাঁর জুড়ি নেই। পৃথিবীর প্রশাসনিক ইতিহাসের সবচেয়ে সাসপেন্সে ভরা নোট বাতিল নাটকের তিনিই একাধারে পরিচালক ও নায়ক। চোদ্দো সালে জিতেছিলেন শুধু নেহরু গান্ধী পরিবার ও তার ‘বাধ্য’ প্রধানমন্ত্রীর অসহায়তাকে পুঁজি করে। তখন একটাই ইস্যু ছিল পরিবারতন্ত্র ও ‘লেমডাক পিএম’। পাঁচ বছর পর বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে দেশের আর সব সঙ্কট আর সমস্যাকে পিছনে ফেলে দিয়েছিলেন উচ্চকিত জাতীয়তাবাদের মোড়কে। এবার? আগামী চব্বিশে শুধু রামমন্দির দিয়ে কি ভারত বিজয় সম্ভব হবে? তিনি কিন্তু বেশ চাপে। কারণ পরপর দু’বছর করোনার ঢেউ অর্থনীতি থেকে সমাজজীবন সর্বত্র চালচিত্রটাকেই আমূল বদলে দিয়েছে। সেই সঙ্গে দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ব্যর্থতা সরকারের ভিত টলিয়ে দিয়েছে। গোদের উপর বিষফোঁড়ার মতো যোগ হয়েছে একটা একটা করে মন্ত্রকের অপদার্থতার সাতকাহন। আকাশছোঁয়া পেট্রলের দাম, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের জ্বালায় মানুষ ফুঁসছে। কাজ কমছে, দাম বাড়ছে। ফিকে হয়েছে তাঁর ভাবমূর্তি। তাই নিজেকে নিষ্কণ্টক করতে মরিয়া মুখ আর মুখোশ বদলানোর খেলায় মেতেছেন তিনি।
কোভিড মোকাবিলার দায়িত্ব ছিল পুরোদস্তুর এক ডাক্তারের কাঁধে। ডঃ হর্ষ বর্ধন। রাজধানী দিল্লিতে পড়াশোনা। চিকিৎসা বিজ্ঞানে স্নাতক গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজ থেকে। ঘাড় গলার জটিল অপারেশনেও প্রচুর নামডাক। তবু মন্ত্রকের ব্যর্থতা আজ সরকারের মাথাব্যথার কারণ। এপ্রিল মাস থেকে টানা দেড় মাস অক্সিজেন, ওষুধ আর হাসপাতালে শয্যা না পেয়ে মাথা কুটতে হয়েছে জনগণকে। অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্তকে চাপিয়ে ঘুরতে হয়েছে এ হাসপাতাল থেকে অন্যত্র। মৃতদেহের পাহাড় জমেছে। সৎকার করতে না পেরে গঙ্গা দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে বেওয়ারিশ লাশ। কোনও একটা রাজ্য নয়, গত এপ্রিল ও মে মাস জুড়ে গোটা দেশের এটাই ছিল সরকারি ব্যর্থতার গড় চিত্র। অকালে প্রিয়জনকে হারিয়ে আজ ফুঁসছে মানুষ। চোখের উপর রেমডিসিভির নিয়ে কালোবাজারি দেখেও কেউ কিচ্ছু বলেনি। ব্যবস্থা নেয়নি স্বাস্থ্যমন্ত্রকও। এখন বিপাকে পড়ে ব্যর্থতার বদনাম ঘোচাতে হর্ষ বর্ধনকে সরিয়ে ঘটা করে দায়িত্ব দেওয়া হল গুজরাতের কৃষক পরিবার থেকে উঠে আসা মনসুখ মাণ্ডব্যর হাতে। মাণ্ডব্য চিকিৎসক নন। পড়াশোনা পশু বিজ্ঞান নিয়ে। পরবর্তীকালে অবশ্য পোস্টগ্রাজুয়েট করেছেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। এরকম পাঁচমেশালি বায়োডাটার মাঝারি মেধার লোক সামলাবেন তৃতীয় ঢেউ! এত বড় দেশে দ্রুত টিকা ছড়িয়ে দিতে পারবেন তো রা঩জ্যে রাজ্যে? মোদিবাবুর ইচ্ছা মেনেই হর্ষ বর্ধন যে ব্যর্থ, এই বার্তা ক্রমে রটে গিয়েছে সারা দেশে। নতুন চকচকে আলো জ্বেলে দেওয়াও হয়েছে। এসেছে নতুন মুখ। তবে তৃতীয় ঢেউ সামলাতে না পারলে, মোদির ছবিতে আর এক বিন্দুও কাদা লাগলে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোটের আগে তাঁকেও একইভাবে বলির পাঁঠা করবে সরকার। এটাই নিশ্চিত ভবিতব্য। কারণ ধামাকাদার নেতা জানেন, নিজের ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতে মাঝে মাঝে মুখোশ বদলই সেরা দাওয়াই। 
অথচ দেশবাসী এতদিনে জেনে গিয়েছে, হর্ষ বর্ধন কিংবা মনসুখ কেউই স্বাস্থ্যের কলকাঠি নাড়ার নায়ক কিংবা খলনায়ক কোনওটাই নন। টিকা নীতি, লকডাউনে কী হবে সব ঠিক করেন মোদিজি ও পিএমও’র কর্তারা। চমক দেওয়ার কিছু থাকলে, হাততালি কিংবা থালাবাটি বাজাতে বলার মতো ‘ঐতিহাসিক’ কোনও ঘোষণা করার থাকলে ব্যাটন তুলে নেন প্রধানমন্ত্রীই। হর্ষ বর্ধনরা তখন ব্রাত্য। আর জাতির উদ্দেশে ভাষণ? গত দু’বছরে করোনা কালে এর কোনও অন্যথা হয়নি। সম্ভবত সবচেয়ে বেশিবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার রেকর্ডও মোদিজির ঝুলিতেই। সাফল্য এলে ষোলো আনাই উশুল করে ছেড়েছেন, ভবিষ্যতেও ছাড়বেন প্রধানমন্ত্রী। কিন্তু ব্যর্থ ছেলের বাবা কে হতে চায়? তাই পান থেকে চুন খসলেই বিদায় করো হর্ষ বর্ধন, রবিশঙ্কর, জাভরেকরদের। ময়দান মে উতরো নয়া খিলাড়ি! ভোট যে রাজনীতিকের সবচেয়ে বড় বালাই!
দেশের প্রধানমন্ত্রীর বয়সের চেয়ে পেট্রল-ডিজেলের দাম প্রায় দেড়গুণ বেশি। এই পরিস্থিতি স্বাধীন ভারতে খুব একটা দেখা গিয়েছে কি? যার অনিবার্য পরিণতি আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। আয় কমছে, ব্যয় বাড়ছে। সাধারণ মানুষ তলিয়ে যাচ্ছে দেনায়। কিন্তু বেচারা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এতে কী করার আছে। ‘ধর্মেন্দ্র’ গিয়ে ‘সলমন’ এলেও পরিস্থিতির কি খুব ইতরবিশেষ হবে? পেট্রল কি আবার ৭০ টাকা হবে? অন্তত যতক্ষণ মাথার উপর মোদি, অমিত শাহ, রাজনাথরা রয়েছেন। গত সাত বছরে তেলে ট্যাক্স বেড়েছে কতগুণ, তার হিসেব কি সরকার বাহাদুরের অজানা! নীতি ঠিক করে তো প্রধানমন্ত্রীর অফিস। নীতি এক রেখে শুধু মুখে রং মাখলে লাভ কী হবে? একনায়কের মন্ত্রিসভায় মন্ত্রীরা তো আজ শুধু চিড়েতন, হরতন, ইস্কাবন ছাড়া কিছুই নয়! সনাতন ছন্দে নেচে যাওয়াটাই একমাত্র কাজ। নাহলে বাংলার ভোটপর্বে দীর্ঘ সময় তেলের দাম বৃদ্ধিতে ছেদ পড়েছিল কেমন করে। পর্দার পিছন থেকে খেলাচ্ছে কে? আবার ২ মে বাংলায় বিজেপির ভরাডুবির খবর বেরতেই দাম বাড়ানোর পুরনো খেলা শুরু হল কার নির্দেশে?
মোদি সাহেবের যত্নের তাসের দেশে রোজ বিকেলে রাজার জয়গানে বসতেন বিহারের ভূমিপুত্র। রবিশঙ্কর প্রসাদ। আর মোদিজির মাস্টার স্ট্রোকের ফিরিস্তি দিতেন সাংবাদিকদের সামনে। অরুণ জেটলির মৃত্যুর পর ভেবেছিলেন তাঁর আর চিন্তার কী আছে? দলে আইন জানা ইংরেজি বলতে পারা আর তেমন কোনও প্রতিযোগীই নেই। এ কাজে তাঁর জুড়ি সহজে খুঁজে পাবেন না মোদি। চাকরি পাকা। তাই আরও জোরে ঢাক বাজাতেন। সেই ঢাক ফেঁসে গেল গত ৭ জুলাই। শিবসেনার সঞ্জয় রাউত ঠিকই বলেছেন, শেষ মাস্টার স্ট্রোকের শেলটা রবিশঙ্করের বুকেই লেগেছে। আপাতত ছাঁটাই হয়ে তাই তিনি নীরব! রবিশঙ্কর গত একশো ঘণ্টায় নির্ঘাত বুঝেছেন রাজার চেয়ে বড় রাজভক্ত হলে বিনাশ নিশ্চিত!
প্রাক্তন আইএএস ও আইআইটির কৃতী অশ্বিনী বৈষ্ণবকে রেল ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রী করে একসঙ্গে দু’জনের ডানা ছেঁটে দেওয়া হয়েছে। পীযূষ গোয়েল ও রবিশঙ্কর। দু’জনেই বিজেপির অত্যন্ত পরিশ্রমী ও প্রতিভাবান নেতা। অশ্বিনী মার্কিন মুলুকের হোয়ার্টন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। নিঃসন্দেহে মেধাবী উজ্জ্বল মুখ। তার চেয়েও বড় কথা ওড়িশার এই ভূমিপুত্র গত দু’বছর ধরে নবীন পট্টনায়েকের সঙ্গে নরেন্দ্র মোদির যোগাযোগ রক্ষা করে চলেছেন। তাই রাজ্যসভার নির্বাচনে তাঁকে বিজেপি ওড়িশা থেকে দাঁড় করালে পাল্টা কোনও প্রার্থীও দেয়নি নবীনবাবুর দল। তাই অশ্বিনীকে গুরুত্বপূর্ণ দু’টি দপ্তর দিয়ে বিজেপি এক ঢিলে দুই পাখি মারারই ছক কষেছে। কারণ ট্যুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যেভাবে রবিশঙ্কর প্রসাদ খেপিয়ে তুলেছিলেন, তাতে বিদেশি গণমাধ্যমে সরকারের সমালোচনা বাড়ছিল। একটা জিনিস লক্ষ করার মতো, যত দিন যাচ্ছে সরকারে প্রাক্তন আমলাদের প্রভাব বাড়ছে। জয়শঙ্কর, হরদীপ সিং পুরীর পর অশ্বিনী বৈষ্ণব, আর কে সিং, অর্জুন মেঘাওয়াল, রামচন্দ্র প্রসাদ সিং। তালিকাটা কিন্তু দীর্ঘ হচ্ছে। তাহলে বিজেপিতে লেখাপড়া জানা কাবিল নেতার সংখ্যা কি ক্রমেই বাড়ন্ত যে বাইরে থেকে আমলা ধার করতে হচ্ছে?
বিষ যাতে মাথায় চড়ে না বসে তা নিশ্চিত করতেই আবারও সশব্দ ধামাকার পথ বেছে নিলেন মোদিজি। হল মন্ত্রিসভার মেগা রদবদল। সরকারের ভাবমূর্তি ফেরাতে স্রেফ একটা ঝাঁকুনি। অনেকটাই ৫৮ বছর আগের কামরাজ প্ল্যানের আদলে। সব দায় অধস্তন মন্ত্রীদের ঘাড়ে চাপিয়ে খুঁজলেন পরিত্রাণের সহজ উপায়। জনগণেশ যে তাঁর কাজে ক্ষুব্ধ তার ইঙ্গিত মিলতে শুরু করেছে অনেক আগেই। কৃষক, শ্রমিক থেকে শুরু করে কোটিপতি ব্যবসায়ী সবাই হাত কামড়াচ্ছেন। ব্যবসা লাটে। জুন মাসের জিএসটি আদায় আবার ১ লক্ষ কোটি টাকারও নীচে নেমে গিয়েছে। তবু পোশাক বদলে রং মেখে সং সেজে ভোটে তো জিততে হবে। তাই উত্তরপ্রদেশ থেকে পিছিয়ে পড়া শ্রেণির একঝাঁক মন্ত্রী। সব মিলিয়ে ৭ জন। আর মহারাষ্ট্র থেকে ৪জন। আর সম্প্রদায় ও নির্দিষ্ট এলাকার ভোটব্যাঙ্ক বিচার করে বাংলা থেকে চার। মানুষের উপকার নয়, আপাতত চব্বিশের সাধারণ নির্বাচন যে কোনও মূল্যে উতরে দেওয়াই নরেন্দ্র মোদির কাছে চ্যালেঞ্জ। কিন্তু এত কিছু করেও স্পর্শ করা হল না সরকারের সবচেয়ে কলঙ্কিত মন্ত্রককে। একটা শিশুও জানে মোদি সরকারের সবচেয়ে ব্যর্থ দপ্তরের নাম অর্থমন্ত্রক। তাহলে একের পর এক মন্ত্রীকে সরানো হলেও নির্মলা সীতারামন নট আউট থাকেন কী করে? সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের উদ্বেগের শেষ নেই। প্যাকেজের নামে শুধু মৃতপ্রায়কেও ঋণের নাগপাশে জড়িয়ে দেওয়ার ফন্দি। ক্রেডিট স্টিমুলেশন যে এই মুহূর্তে অর্থনীতির সঙ্কটমোচন করতে পারবে না তা জেনেও সরকার নাচার। চাহিদা না বাড়লে, বাজারে টাকার লেনদেন কমে গেলে অর্থনীতির ঘুরে দাঁড়ানো কষ্টকল্পিত স্বপ্ন হয়েই থেকে যাবে। সেক্ষেত্রে মারাত্মক প্রাণঘাতী রোগটার সঠিক চিকিৎসা না করে আঙুলের ফোঁড়াটাকে শুধু কেটে বাদ দিলে সামগ্রিক রোগমুক্তি কি সম্ভব? অসুখ চেপে শুধু খোলস বদল আর ধামাকা দিয়ে ফল কী হয়, সেটাই এখন দেখার।
‘হাফ মন্ত্রী’ ও বিজেপির অঙ্ক
তন্ময় মল্লিক

সঙ্ঘ থেকে উঠে আসা সাংসদদের চোখের সামনে দিয়ে ‘দু’দিনের যোগী’রা ড্যাং ড্যাং করে মন্ত্রী হয়ে যাচ্ছেন। ইমেজ বা শিক্ষা নয়, ভোটে জেতানোর ‘ক্ষমতা’ই নেতাদের কাছে স্বীকৃতি পাচ্ছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে এই প্রবণতা ততই বাড়বে। বিশদ

10th  July, 2021
কী চায় রাষ্ট্র?
কী চাই আমরা?
সমৃদ্ধ দত্ত

একটি সূক্ষ্ম কৌশল নিয়েছে আজকের রাষ্ট্র। তারা মানুষের মনের মধ্যে প্রোথিত করে দিতে চাইছে, এই যে নিত্যদিনের জীবনযাপনের দায়, মূল্যবৃদ্ধি, এসব তোমাদের ব্যক্তিগত সমস্যা। একক দায়িত্ব। এর সঙ্গে লড়াই করতে হবে তোমাকে। পারলে টিকবে। নয়তো একটু সামাজিকভাবে নীচে নেমে যাবে। রাষ্ট্র বলতে চাইছে, সরকারের এসব নিয়ে ভাবনার কোনও দায় নেই।
বিশদ

09th  July, 2021
অশান্ত সময়ে ফিরছে
আফগানিস্তান!
মৃণালকান্তি দাস

 

তালিবানদের একটা বড় অংশই কাবুলে ভারতের উপস্থিতি এবং কাজকে স্বীকৃতি দেয়। তারা প্রাথমিক ভাবে চাইবে না ভারতকে হটাতে। পাশাপাশি এটাও ধর্তব্যের মধ্যে রাখা হচ্ছে যে, আফগানিস্তান থেকে ভারত-বিরোধী জঙ্গিদের উচ্ছেদ করতে তালিবান হয়তো বিশেষ সক্রিয়তা দেখাবে না।
বিশদ

08th  July, 2021
দেশের মানুষের কুকথায় জর্জরিত মোদি
সন্দীপন বিশ্বাস

নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ। শুধু কৌশল করে মমতাকে বিপাকে ফেলাই এখন মোদিবাবুদের এক নম্বর অ্যাজেন্ডা। চুলোয় যাক দেশ শাসন, চুলোয় যাক পেট্রলের দাম একশো টাকায় পৌঁছে যাওয়া, বাড়ুক যত ইচ্ছে গ্যাসের দাম, নাক কাটা যাক রাফাল কেলেঙ্কারি নিয়ে, ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে ধিক্কার উঠুক, সেসব বোধহয় এখন আর মোদিবাবু পরোয়া করেন না। বিশদ

07th  July, 2021
মোদির ভারতে নিঃস্ব হওয়ার পথে মধ্যবিত্ত
শান্তনু দত্তগুপ্ত

 

স্বাধীনতার ঠিক পরের ঘটনা। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন, ‘সঞ্চয় একটা বিপ্লব। আমার কাছে এর গুরুত্ব অসীম। ন্যাশনাল সেভিংস গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে দেশবাসী তাঁদের আয়ের থেকে কিছু অংশ বাঁচিয়ে রাখবেন ভবিষ্যতের জন্য। বিশদ

06th  July, 2021
আমাদের ডানা ছিল, উড়তে শিখেছিলাম
পি চিদম্বরম

আমূল পরিবর্তন আনার জন্য আমি ঝাঁপিয়েছিলাম। আমদানি-রপ্তানির প্রধান নিয়ন্ত্রকের দপ্তর আমরা তুলে দিয়েছিলাম। ‘ইন্ডিয়ান ট্রেড সার্ভিস’ গুটিয়ে দিয়েছিলাম আমরা। বিদায় দিলাম ‘রেড বুক’-কে—একটা সফল বণিক জাতিকে, ইয়া বড়া বইটা ৪০ বছর যাবৎ শ্বাসরোধ করে রেখেছিল। বিশদ

05th  July, 2021
 ধনতন্ত্রের চীনে কমিউনিস্ট পার্টির শতবর্ষ
 হিমাংশু সিংহ

অত্যন্ত গরিব পরিবারে জন্ম। ১২ বছর বয়সেই স্কুল ড্রপ আউট। এখন বয়স ৬৬। এই মুহূর্তে বদলে যাওয়া ধনতান্ত্রিক চীনের অন্যতম উজ্জ্বল মুখ শিল্পপতি ঝাং শানশান। বৃহৎ বিলিয়নেয়ার সংস্থার কর্ণধার তিনি।
বিশদ

04th  July, 2021
ঘরছাড়ার রাজনীতির শেষ কোথায়?
তন্ময় মল্লিক

বাম জমানার ‘ঘরছাড়া’র ট্র্যাডিশন তৃণমূলের রাজত্বেও চলবে, এমনটা বলার কোনও জায়গা নেই। বহু ক্ষেত্রেই ঘরছাড়া করার পিছনে ব্যক্তিগত দ্বন্দ্ব কাজ করে। অনেকের কাছে এটা টাকা কামানোর রাস্তা। বিশদ

03rd  July, 2021
বিরোধী রাজনীতির
দিশাহীনতার কারণ কী?
সমৃদ্ধ দত্ত

বিরোধীদের এতটা দৈন্যদশা স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে দেখেনি। দুটি ঐতিহাসিক দল শূন্য হয়ে গিয়েছে। আর যারা নতুন শক্তিশালী বিরোধী হিসেবে অবতীর্ণ হয়েছে, তারা সকলেই সম্পূর্ণ দিশাহীন। এই মুহূর্তে বিরোধী দলগুলির কাছে সবথেকে বড় সঙ্কট হল ইস্যুহীনতা।
বিশদ

02nd  July, 2021
হারানো রাজবংশের নয়া মহারাজ
মৃণালকান্তি দাস

বুবুগ্রা। ত্রিপুরার উপজাতিদের ককবরক ভাষায় এর অর্থ মহারাজ। ত্রিপুরার রাজপরিবারের বংশধর প্রদ্যোত কিশোর দেববর্মাই এখন ত্রিপুরার উপজাতিদের বুবুগ্রা। তাঁর পাকানো গোঁফ নেই।
বিশদ

01st  July, 2021
শ্রীরামের আজ মোদি রাখি না যোগী রাখি দশা
হারাধন চৌধুরী

‘গোরখপুর মে রহনা হ্যায় তো যোগী যোগী কহনা হ্যায়!’এই ছিল হিন্দুত্বের পোস্টার বয় আদিত্যনাথের অনুগামীদের স্লোগান। ২০১৭। লখনউতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে সবচেয়ে যোগ্য ব্যক্তি খুঁজে পেতে দল যখন দিশেহারা, তখন আস্তিনের তলা থেকে তাস বের করলেন নরেন্দ্র মোদি—গোরক্ষপুরের সাংসদ।
বিশদ

30th  June, 2021
উপায় মহাজোট... কংগ্রেসকে নিয়েই
শান্তনু দত্তগুপ্ত

মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রের নাম কী? রাজনীতির নিরিখে দেখলে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনও নাম মাথায় আসবে না। অথচ, তিনি মহারাজা ছিলেন না, কুরুক্ষেত্রের যুদ্ধেও সরাসরি অংশগ্রহণ করেননি।
বিশদ

29th  June, 2021
একনজরে
পাঁচ বছর পর উদ্ধার হল ঘরছাড়া কিশোরী। দালালচক্রের হাত থেকে তাঁকে রক্ষা করেছে পুলিস। ঘটনায় আব্দুল দিশান মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে চুঁচুড়া থানার ব্যান্ডেলের একটি বাড়ি থেকে ১৭ বছরের ওই কিশোরীকে উদ্ধার করা হয়। ...

কৃষকদের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়িত করতে কৃষিদপ্তরের আঞ্চলিক অফিসগুলিতে এখন জোর কর্মতৎপরতা চলছে। শনিবারের ছুটির দিনে তো বটেই, কোথাও কোথাও রবিবারও কর্মীদের ...

দলীয় কর্মীর গালে চড় মেরে বিতর্কে জড়ালেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার। ঘটনাটি সকলের সামনেই ঘটে। একাধিক ক্যামেরাতেও তা বন্দি হয়। পরে সাংবাদিকদের ভিডিওটি ...

দোকানে হালখাতা সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক স্বর্ণ ব্যবসায়ীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিওরে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা মাঝে মধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নানা সুযোগ আসবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব জনসংখ্যা দিবস
১৮২৩ সালের এই দিনে ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
১৮৮৯ সালের এই দিনে অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
১৯২১: মঙ্গোলিয়ায় গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করল লাল ফৌজ
১৯৩০ সালের এই দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।
১৯৫৬: সাহিত্যিক অমিতাভ ঘোষের জন্ম
১৯৬২: প্রথম ট্রান্সআতলান্তিক স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার শুরু হল
১৯৬৭: সাহিত্যিক ঝুম্পা লাহিড়ির জন্ম
১৯৭২: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম খেলা ববি ফিশার ও বরিস স্পাসকির মধ্যে শুরু হল
১৯৭৯: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। সেটিকে ভারত মহাসাগরে ফেলে ধ্বংস করা হয়।
২০০৬: মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে ২০৯জনের মৃত্যু
২০১২: আবিষ্কার হল প্লুটোর পঞ্চম উপগ্রহ এস/২০১২ পি ১



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৮৯ টাকা ৭৫.৬১ টাকা
পাউন্ড ১০১.২৩ টাকা ১০৪.৭২ টাকা
ইউরো ৮৬.৯৩ টাকা ৯০.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
10th  July, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৭০০
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,২০০
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৯০০
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৪০০
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৫০০
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ আষাঢ় ১৪২৮, রবিবার, ১১ জুলাই ২০২১। প্রতিপদ ৬/৫১ দিবা ৭/৪৮। পুষ্যা নক্ষত্র ৫৩/১৭ রাত্রি ২/২২। সূর্যোদয় ৫/৩/১, সূর্যাস্ত ৬/২০/৫৭। অমৃতযোগ দিবা ৬/৪৯ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১২/৮ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৭/৪৬ মধ্যে পুনঃ ১০/৩৮ গতে ১২/৪৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩৪ গতে ৫/২৭ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১/২১ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/২২ মধ্যে। 
২৬ আষাঢ় ১৪২৮, রবিবার, ১১ জুলাই ২০২১। প্রতিপদ দিবা ৬/৫৮। পুষ্যা নক্ষত্র রাত্রি ২/১৭। সূর্যোদয় ৫/৩, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৬/৫১ গতে ৯/২৯ মধ্যে ও ১২/৪৯ গতে ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৭/৪৭ মধ্যে ও ১০/৩৮ গতে ১২/৪৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩৫ গতে ৫/২৯ মধ্যে। বারবেলা ১০/৩ গতে ১/২৩ মধ্যে। কালরাত্রি ১/৩ গতে ২/২৩ মধ্যে। 
৩০ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
রাজ্যে দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমূখী, কমছে মৃত্যুর সংখ্যাও
গতকালের তুলনায় রাজ্যে আরও বেশ কিছুটা কমল করোনায় দৈনিক সংক্রমণ ...বিশদ

07:36:19 PM

মহিষাদলে শুরু লেত উৎসব
শুক্রবার বিকেলে মহিষাদলে শুরু হল রথের নেত্রদান বা লেত উৎসব। ...বিশদ

05:49:11 PM

তামিলনাড়ুতে বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী সহ গ্রেপ্তার ১
তামিলনাড়ুতে বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী সহ একটি নৌকা বাজেয়াপ্ত। ঘটনায় ...বিশদ

05:44:15 PM

পেট্রোপণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধি, মাথাভাঙায় তৃণমূলের প্রতিবাদ  মিছিল
মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব ...বিশদ

04:15:00 PM

কোভিড বিধি ভঙ্গ করায় আলিপুরদুয়ারে গ্রেপ্তার ৪ ব্যবসায়ী

04:01:25 PM

শহরে প্যাঙ্গোলিনের আঁশ ও নখ সহ গ্রেপ্তার ২
কলকাতায় একটি বাস থেকে উদ্ধার প্যাঙ্গোলিনের আঁশ ও নখ। ঘটনাস্থল ...বিশদ

03:53:36 PM