Bartaman Patrika
আমরা মেয়েরা
 

চিন্তাধারা পাল্টাক পুরুষ,
বাধাহীন হবে নারীর উন্নয়ন

নানা সাফল্য সত্ত্বেও মেয়েরা এখনও সমাজে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’। মেয়েদের উন্নতির জন্য সব স্তরেই সামাজিক ভাবনার বদল দরকার। কীভাবে সেই বদল আনা যায় সে বিষয়ে দীর্ঘ সাক্ষাৎকারে স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বয়ম’-এর প্রধান অনুরাধা কাপুর। তাঁর সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী।

‘সোচ বদলো, বাত বদলেগি’— অর্থাৎ চিন্তাধারা বদলালে তবেই মেয়েদের সামাজিক অবস্থানের পরিবর্তন ঘটবে। কাদের চিন্তাধারা? পুরুষের। পুরুষতান্ত্রিক সমাজের। এবার পুরুষের মাধ্যমে মহিলাদের উন্নত করার উদ্যোগ নিয়েছে নারীকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বয়ম’। অনুরাধা কাপুর সংস্থাটির প্রতিষ্ঠাতা-অধিকর্তা। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলেন তিনি।  তাঁর মতে, মেয়েদের উত্তরণের জন্য সামাজিক মনোভাবের বদল প্রয়োজন। অনুরাধা বললেন, জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গসাম্য না এলে সমাজে মেয়েরা মাথা উঁচু করে স্বাধীন জীবনযাপন করতে পারবে না। ফলে নারী-স্বাধীনতার প্রথম ধাপই লিঙ্গসাম্য। অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা এবং আধুনিক মনোভাব সত্ত্বেও মেয়েরা লিঙ্গবৈষম্যের শিকার হয়। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। আর তা একমাত্র সামাজিক চিন্তাধারা বদলের মাধ্যমেই সম্ভব।   
 সমাজে যখন নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে আলোচনাসভা হচ্ছে তখন লিঙ্গসাম্য কি আদৌ প্রাসঙ্গিক?
 অবশ্যই প্রাসঙ্গিক। আসলে আমাদের দেশের একটা বড় সমস্যা হল এখানে সর্বত্র একইরকম মনোভাব বা চিন্তাধারা বিরাজ করে না। কোথাও হয়তো নারী উন্নয়ন নিয়ে আলোচনা হয়, কিন্তু সমগ্র সমাজের সেটা চিত্র নয়। কোথাও কোথাও মেয়েরা এখনও বৈষম্যের অন্ধকারে পড়ে আছে। ফলে সেই সমাজের চিন্তাধারা বদলানো দরকার। আর তাই আমাদের এই প্রয়াস।
 সামাজিক এই চিন্তাধারা বদলের জন্য পুরুষের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
 পুরুষের ভূমিকা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্রাম বা শহরতলিতে তো বটেই, এমনকী, শহরের বহু অঞ্চলেও পুরুষতান্ত্রিকতা থেকেই গিয়েছে। সেক্ষেত্রে মেয়েরা সবসময়ই পুরুষের অধীনে। ফলে পুরুষের মানসিকতা না বদলালে মেয়েদের উন্নয়ন অসম্ভব। তাই আমাদের এই কর্মসূচি মূলত পুরুষ ও পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশ্যে। তাদেরই বুঝতে হবে যে নারী-পুরুষ একে অপরের পরিপূরক। এবং নারী উন্নয়নের মাধ্যমেই সামাজিক উন্নতি সম্ভব। 
 সমাজের বদল কীভাবে সম্ভব?
 পুরুষতান্ত্রিকতা ও সেই ধরনের চিন্তাধারা পাল্টালেই সামাজিক বদল আসবে। আমাদের সমাজে এখনও মেয়েদের ‘দায়’ মনে করা হয়। পুত্রের আশায় বারবার সন্তানসম্ভবা হতে হয় নারীকে। স্থাবর সম্পত্তি আজও বহু পরিবারেই শুধু ছেলেকে দিয়ে যান বাবা মা। অস্থাবর সম্পত্তি ভাগের বেলাতেও প্রচুর বৈষম্য লক্ষ করা যায়। আর গ্রামে, শহরতলিতে, এমনকী, শহুরে পরিবারেও অনেক ক্ষেত্রেই মেয়ের বিয়ের সময় যৌতুক দিতে হয় বাবাকে। ‘কন্যাদায়গ্রস্ত পিতা’ এই শব্দবন্ধটি আজও বহুল প্রচলিত। এরপরও বলবেন মেয়েরা বৈষম্যের শিকার নয়?
 আপনার কী মনে হয়, মেয়েদের ওপর বৈষম্য সমাজের কোন কোন স্তরে সবচেয়ে বেশি?
 আমার তো মনে হয় সমাজের সব স্তরেই লিঙ্গবৈষম্য আছে। তার তারতম্য অবশ্যই আছে। কিন্তু কোনও স্তরেই মেয়েরা সম্পূর্ণ স্বাধীন নয়। সমাজের কোথাও মেয়েরা পুরুষের সমকক্ষ নয়। অশিক্ষিত বা অল্পশিক্ষিত সমাজে হয়তো বৈষম্য বেশি মাত্রায় প্রকট, কিন্তু সমাজের উচ্চস্তরের শিক্ষিত পরিবারেও কন্যা অপেক্ষা পুত্রের কদর বেশি। এবং এই চিন্তাধারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। যুগ বদলাচ্ছে, জীবন পাল্টাচ্ছে, তবু চিন্তাধারার বদল হচ্ছে না। তাই সেই চিন্তাধারা বা ‘সোচ’ বদলানোর জন্যই আমাদের এই কর্মসূচির আয়োজন।
 আপনাদের গবেষণা অনুযায়ী এই বৈষম্যের উৎস কোথায়?
 আসলে এটা একটা ‘প্রিকন্ডিশনড নোশন’। অর্থাৎ মেয়েরা পুরুষের অধীনে এবং পুরুষ আসলে পরিবারের চালকশক্তি— এই ধারণাটা আমাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছে। ছেলেদের ওপরেও কিছু দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। ছোট থেকেই তাকে ‘বীর’ হতে শেখানো হয়। কাঁদলে তার মা-ই ধমকে বলেন, ‘মেয়েদের মতো কাঁদছিস কেন?’ ফলে সে একদম অল্প বয়সেই বুঝে যায় যে তাকে শক্ত হতে হবে, আবেগ দেখানো চলবে না। অতএব তার চরিত্রে উচ্ছ্বাস থাকবে না, দুঃখ পেলেও তা চেপে যেতে হবে। কেননা, এসবই চারিত্রিক দুর্বলতার লক্ষণ। উল্টোদিকে মেয়েদের কান্নাকাটি, অতিরিক্ত উচ্ছ্বাস সবই চরিত্রের সঙ্গে মানিয়ে যায়। তারাও ছোট থেকেই বাবার ওপর নির্ভর করতে দেখে মায়েদের। ফলে অন্যের ওপর নির্ভরতার বীজ মেয়েদের মনে একদম অল্প বয়সেই বপন করা হয়। আমরা এই স্টিরিওটাইপগুলো ভেঙে দিতে চাই। গতানুগতিকতার বাইরেও যে একটা পৃথিবী আছে, একটা সমাজ আছে— সেটাই পুরুষ ও নারী উভয়ের সম্মুখে তুলে ধরতে চাই। 
 মেয়েদের পাশাপাশি কি ছেলেদেরও শিক্ষিত করে তুলবে স্বয়মের এই উদ্যোগ?
 অবশ্যই। দেখুন, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ। আগেও বলেছি সেখানে পুরুষের চিন্তাধারা যতক্ষণ না বদলাবে, ততক্ষণ সমাজের পরিবর্তন অসম্ভব। ফলে প্রাথমিকভাবে পুরুষদের শিক্ষিত করার চেষ্টা করা হচ্ছে আমাদের এই উদ্যোগের মাধ্যমে। সত্যি বলতে কী, আমরা এবার ছেলেদের নিয়েই কাজ করছি। 
 কীরকম? আর একটু বিস্তারিত বলুন না।
 আমাদের উদ্যোগে শেখানো হচ্ছে মেয়েরা পুরুষের পরিপূরক। ফলে মেয়েদের শেখানো হবে তারা ছেলেদের সমকক্ষ। পুরুষও যে মেয়েদেরই সমকক্ষ, তা ভাবতে শেখানো হবে ছেলেদের। আমি বিশ্বাস করি চিন্তাধারার এই পরিবর্তনের মাধ্যমে ছেলেদের জীবনও বদলানো যাবে। আমাদের পরিকাঠামোর মধ্যেই এমন বদল দেখা গিয়েছে। যেমন যে স্তরের নারী নির্যাতন বন্ধ করার জন্য আমরা সক্রিয় হয়েছি, সেখানে পুরুষের জীবনেও আমূল পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তন অবশ্যই ভালোর জন্য। এবার আমরা দু’টি ছবি তৈরি করেছি এই উদ্যোগের জন্য। প্রতিটিতে পুরুষকে উন্নতমনস্ক হিসেবে দেখানো হয়েছে। এবং সেই উন্নত চিন্তাধারাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। 
 সমাজে এই যে বৈষম্য তার জন্য মেয়েরা কি নিজেরাও খানিকটা দায়ী?
 আমার তা মনে হয় না। বরং বলব সমাজই এর জন্য দায়ী। কারণ মেয়েদের কখনও পুরুষের সমকক্ষ ভাবাই হয় না। সবসময় পুরুষের অধীনে রাখা হয় তাদের। এবং এইভাবে তাদের মনেও এই ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছে যে ঘরে-বাইরে সর্বত্র পুরুষই চালকশক্তি আর মেয়েরা তাদের অধীনে। কিন্তু সামাজিক চিন্তার পরিবর্তন এনে দেখুন, মেয়েদের জীবনটাই বদলে যাবে।
 সমাজে একটা ধারণা রয়েছে, মেয়েরা নাকি দায়িত্ব নিতে অক্ষম...।
 এই ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আমাদের অক্লান্ত লড়াই। সমাজ ভেবে নিল মেয়েরা দায়িত্ব নিতে অক্ষম আর ব্যস, ওমনি মেয়েরা অক্ষম হয়ে গেল! মেয়েদের কাঁধে একবার দায়িত্ব দিয়েই দেখা হোক না, মেয়েরা তা সামলাতে পারে কি না? না পারলে তখন তাদের দিকে আঙুল তুলবেন। কিন্তু আমরা তো আগে থেকেই গতানুগতিক চিন্তাভাবনার শিকার হয়ে রয়েছি। আরে মেয়েরা যদি দায়িত্ব নিতে না-ই পারবে তাহলে সংসার সামলে রোজগার করছে কীভাবে? শুধু তা-ই নয়, সংসারের খুঁটিনাটি সব দায়িত্ব এতদিন ধরে মেয়েরা পালনই বা করছে কীভাবে? ফলে ওই দায়িত্ব নিতে না পারার ‘অপবাদ’ আসলে মেয়েদের দমিয়ে রাখার কৌশল।
 গতানুগতিকতা বদলের মাধ্যমে পুরুষের জীবন কীভাবে বদলাচ্ছে?
 গতানুগতিক শক্ত চরিত্রের বর্মটা ছেলেদের গা থেকে খুলে দিয়ে দেখেছি তারা একটা স্বাভাবিক পারিবারিক সম্পর্কের মধ্যে প্রবেশ করছে। যেমন, একটি ছেলে তার মাকে বাড়িতে রান্নার লোকের ভূমিকায় দেখেই অভ্যস্ত ছিল। সেও তার মায়ের সঙ্গে সেভাবেই ব্যবহার করত। কিন্তু আমাদের সঙ্গে আলোচনা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে সে বুঝতে পেরেছে যে মায়ের ভূমিকা সংসারে শুধুই রান্না নয়। বরং তিনি রান্না করেন বলেই সে খেয়ে-পরে বেঁচে আছে। চিন্তাধারার এই পরিবর্তনের কারণেই আজ তার নিজের মায়ের সঙ্গে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছে। সে মায়ের সঙ্গে সময় কাটায়, তার সারাদিনের খোঁজখবর নেয়, নিজের কাজ নিয়ে আলোচনা করে। এর ফলে শুধু বাড়ির মহিলাটিরই নয়, ছেলেটির জীবনও কিন্তু উন্নত হয়েছে। এইভাবেই গতানুগতিকতা বদলের সঙ্গে সঙ্গে নারী এবং পুরুষ দু’জনের জীবনই বদলানো সম্ভব।
 সামাজিক কোন স্তর থেকে পুরুষ ও মহিলাদের বেছে  নেন আপনারা?
 সমাজের সর্বস্তরেই আমাদের বিস্তার রয়েছে। যেখানে প্রয়োজন হয়, আমরা সেখানেই হাজির হয়ে যাই।
 আপনাদের উদ্যোগে পুরুষরা কীভাবে কাজ করছে?
 পুরুষদের চিন্তাধারার বদল হচ্ছে। তারপর তারাই বিভিন্ন কর্মশালার আয়োজন করছে, কিছু ক্ষেত্রে ছোট ছোট গ্রুপ তৈরি করে পুরুষরা কিছু সেমিনারের আয়োজন করছে। এইভাবে সামাজিক চিন্তাধারার বদলের পিছনে পুরুষদের সক্রিয় ভূমিকা রয়েছে। পরবর্তীতে আরও বেশিমাত্রায় তাদের সক্রিয় অবদান থাকবে বলেই আমার বিশ্বাস। 
পয়লা বৈশাখের আগে এই উদ্যোগ শুরু করেছি। এরপর সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগ আমরা এগিয়ে নিয়ে যাব। এবং সেই কর্মশালায় পুরুষরাও আমাদের পাশে থাকবে বলেই আমার বিশ্বাস। কারণ মহিলাদের উন্নতির জন্য পুরুষের সক্রিয় অবদান খুবই জরুরি। আমি বিশ্বাস করি এই পৃথিবীর উন্নতির জন্য পুরুষ ও মহিলা সমদায়িত্বের অধিকারী। তাই শুধুই মেয়েদের মানসিক গঠন ও চিন্তাধারার পরিবর্তন আনলে চলবে না, পাশাপাশি পুরুষদের চিন্তারও উন্নতি দরকার। তবেই না সমাজ এগবে! 
 
17th  April, 2021
তিন দেশে  বাল্যবিবাহ রোধ

ইন্দোনেশিয়া, মিশর ও তানজানিয়া এতদিনে নারী স্বাধীনতার মর্ম বুঝেছে। সম্প্রতি এই দেশগুলির সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী এখানে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এমনকী, মেয়েদের শিক্ষা, স্বাধীনতা ও স্বনির্ভরতার প্রসার ও প্রচার করার নির্দেশও দিয়েছে আদালত। বিশদ

17th  April, 2021
মঙ্গল অভিযানে কোমর
বেঁধেছেন বারবারা ব্রাউন

নাসার মার্স মিশনের প্রধান পদে রয়েছে আফ্রো-মার্কিন নারী বারবারা ব্রাউন। স্পেস সায়েন্স নিয়ে তাঁর দীর্ঘ গবেষণা। বস্তুত, স্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণায় রীতিমতো দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। মঙ্গল গ্রহের তাপমাত্রা, সেখানে যাওয়ার উপযুক্ত স্পেসক্রাফ্টের অন্দরসজ্জার নকশা ইত্যাদি নিয়ে তাঁর সাম্প্রতিক আগ্রহ। বিশদ

17th  April, 2021
টেসি টমাসের আকাশছোঁয়া সাফল্য

‘টেসি টমাসের নাম বলিউডের যে কোনও অভিনেতার চেয়ে অনেক বেশি ছড়ানো উচিত। তাঁর উজ্জ্বল মুখই হয়ে উঠবে নতুন প্রজন্মের মেয়েদের অনুপ্রেরণা।’— এমন কথাই বলেছেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। টেসি টমাস ‘অগ্নিপুত্রী’ নামেই বেশি পরিচিত। বিশদ

17th  April, 2021
প্রথা ভেঙে 
প্রথমা বঙ্গললনা

নববর্ষের প্রাক্কালে এমন কয়েকজন মহিলার কথা আমরা মেয়েরা পাতায় উঠে এল যাঁরা নিজ গুণে সমাজে উল্লেখযোগ্য তো হয়েইছিলেন, এমনকী সমাজে মেয়েদের স্থান আরও উন্নত করে তোলার পিছনেও তাঁদের অবদান যথেষ্ট।   বিশদ

10th  April, 2021
ঘরে বসেই
রোজগেরে মেয়েরা

করোনাকালে সংসারের হাল ধরেছেন অনেক মহিলা। গৃহবধূ থেকে তাঁরা হয়ে উঠেছেন হোমোপ্রেনর। সেইসব রোজগেরে গিন্নিদের কথা লিখেছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

10th  April, 2021
দীর্ঘ উড়ানে সেরা
ক্যাপ্টেন জোয়া

সম্প্রতি সুদূর মার্কিন মুলুক থেকে একটানা বিমান উড়িয়ে ভারতে এসেছেন ক্যাপ্টেন জোয়া আগরওয়াল। রক্ষণশীল পরিবারে থেকেও এই কন্যা পাইলট হওয়ার স্বপ্ন ছাড়েননি। তাঁর সাক্ষাৎকারে কমলিনী চক্রবর্তী।  বিশদ

03rd  April, 2021
প্রিয়ার গানে নারীবাদের বীজ

গানের সুরের মাধ্যমে নারীবাদের প্রচার করেন তিনি। ভারতীয় এই গায়িকার অ্যালবাম সম্প্রতি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছে। তিনি প্রিয়া দর্শিনী। ভারতীয় গায়িকার সংগীত শিক্ষা শুরু হয়েছিল ভারতীয় শাস্ত্রীয় সংগীত দিয়ে। ইন্ডিয়ান ক্লাসিকাল মিউজিকে তিনি নানা ধরনের পাঠ নিয়েছেন। বিশদ

03rd  April, 2021
বিশ্বকাপে বৈষম্য রুখতে 
সরব মহিলা ফুটবলাররা

জুলাই ২০২০-র মহিলা বিশ্বকাপ হাতে এলেও আনন্দের জোয়ারে ভেসে যায়নি মার্কিন মহিলা ফুটবল দল। বরং দলের খেলোয়াড়দের মুখ বেজার। কেন? এমন খুশির দিনেও মুখে হাসি নেই কেন তাঁদের? কারণটা বৈষম্য। অবাক লাগছে? বিশদ

03rd  April, 2021
অ্যাসিড আক্রান্তদের ক্যাফে

রূপা, নীতু, ঋতু, গীতা আর চঞ্চল— আগ্রার এই পাঁচ কন্যাই অ্যাসিড অ্যাটাকের শিকার। তবে সেই দুর্ঘটনাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে নেননি এঁরা কেউই। তাই তো এখন তাঁরা সফল ব্যবসায়ী। আগ্রায় ‘শিরো’জ হ্যাংআউট’ নামে একটি ক্যাফে চালান এই পাঁচ কন্যা। বিশদ

03rd  April, 2021
‘আমি যখন এক পায়ে
নেচেছি, তুইও পারবি’ 

আঠারো ছোঁয়ার আগেই ক্যান্সারে বাদ গিয়েছে একটা পা। যন্ত্রণা কুরে খেয়েছে, তবু মেয়ে হার মানেনি। এক পায়ে নেচে অঞ্জলি রায় দেখিয়ে দিয়েছে বেঁচে থাকা এখনও সুন্দর। লিখেছেন অন্বেষা দত্ত। 
বিশদ

27th  March, 2021
মেয়েদের লাঠমার হোলি 

বৃন্দাবনে দোল খেলা চলে এক সপ্তাহ জুড়ে। বিভিন্ন দিন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মহিলারাই থাকেন মুখ্য ভূমিকায়। নারীপ্রধান সেই ফাগ উৎসবের বর্ণনায় কমলিনী চক্রবর্তী।  
বিশদ

27th  March, 2021
এখন মেয়েরা

অনেকটা নিজের তাগিদেই কাজটা শুরু করেছিলেন সুনীতা কৃষ্ণন। ক্রমশ কাজের পরিধি বাড়িয়ে তিনি এখন অনেক মহিলার আশ্রয় হয়ে উঠেছেন। তাঁর কর্মকাণ্ডের নাম ‘প্রজ্বলা’ অর্থাৎ যে আলো কখনও নেভে না। শত বাধা এলেও নিজের কাজ চালিয়ে গিয়েছেন সুনীতা। বিশদ

20th  March, 2021
গাড়িতে বিশ্বভ্রমণ
চিকিৎসক দেবাঞ্জলির

এ বিশ্বকে সকলের বাসযোগ্য করে তোলার স্বপ্ন দেখেন চন্দননগরের দেবাঞ্জলি রায়। তাই সামাজিক কিছু বার্তা সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই বসে পড়েন গাড়ির স্টিয়ারিংয়ে। চষে বেড়ান পৃথিবীর নানা প্রান্ত। প্রত্যন্ত মানস সরোবরও বাদ যায় না! সফরের খুঁটিনাটি জানাচ্ছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

20th  March, 2021
টেবিল কাঁপানো  মেয়ে

টেবিলে তাঁর সুনাম শ্যেনদৃষ্টির জন্য। দৌড়ঝাঁপ নয়, বিপক্ষকে বিপাকে ফেলতে নিজের টেকনিক আর স্কিলকেই কাজে লাগাতেন। তিনি বাংলা টেবিল টেনিসের অন্যতম অহংকার মৌমা দাস। সদ্য পদ্মশ্রী খেতাব মিলেছে। পছন্দ-অপছন্দ ও খেলোয়াড় জীবনের নানা কথা মৌমা ভাগ করে নিলেন ‘চতুষ্পর্ণী’-র সঙ্গে। শুনলেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

13th  March, 2021
একনজরে
ষষ্ঠ দফার নির্বাচনের প্রচারের শেষ দিনে আজ, সোমবার উত্তর দিনাজপুর জেলায় তিনটি সভা করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ...

বারবার প্রস্তাব ছিল স্বয়ং পিনারাই বিজয়নের বিরুদ্ধে লড়ার। কিন্তু জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের মঞ্চে এক সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে চলার কারণে সেই প্রস্তাবে ...

রবিবার সকাল থেকে ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে চাকদহ থানার রাউতাড়ী পঞ্চায়েতের উত্তর এনায়েতপুরের মণ্ডলপাড়া। বাড়ির সামনে থেকে দেহ উদ্ধার হয় এক বিজেপি কর্মীর। মৃতের নাম দিলীপ কীর্তনীয়া (৩১)।   ...

সেঞ্চুরি পাননি ঠিকই। তবে শিখর ধাওয়ানের আক্রমণাত্মক ইনিংসই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জেতাল দিল্লি  ক্যাপিটালসকে। রবিবার জয়ের লক্ষ্যে ১৯৬ রান তাড়া করতে নেমে ১০ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অত্যধিক পরিশ্রমে শারীরিক দুর্বলতা। বাহন বিষয়ে সতর্কতা প্রয়োজন। সন্তানের বিদ্যা-শিক্ষায় অগ্রগতি বিষয়ে সংশয় বৃদ্ধি। আধ্যাত্মিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৬৯ টাকা ৭৫.৪১ টাকা
পাউন্ড ১০১.৩৬ টাকা ১০৪.৯০ টাকা
ইউরো ৮৭.৭৬ টাকা ৯০.৯৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
18th  April, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৩০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2021

দিন পঞ্জিকা

৫ বৈশাখ ১৪২৮, সোমবার, ১৯ এপ্রিল ২০২১। সপ্তমী ৪৬/৫২ রাত্রি ১২/২। পুনর্বসু নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১৭/৭, সূর্যাস্ত ৫/৫৪/৩৫। অমৃতযোগ দিবা ৬/৫৯ মধ্যে পুনঃ ১০/২০ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৬/৪০ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১১/১২ গতে ২/১৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৩ গতে ৫/৪ মধ্যে। বারবেলা ৬/৫১ গতে ৮/২৬ মধ্যে পুনঃ ২/৪৫ গতে ৪/২০ মধ্যে। কালরাত্রি ১০/১০ গতে ১১/৩৫ মধ্যে।  
৫ বৈশাখ ১৪২৮, সোমবার, ১৯ এপ্রিল ২০২১। সপ্তমী রাত্রি ৬/৫৭। পুনর্বসু নক্ষত্র রাত্রি ২/১৬। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৫৮ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৬/৪৬ গতে ৯/০ মধ্যে ও ১১/১১ গতে ২/৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৭ গতে ৫/১০ মধ্যে। কালবেলা ৬/৫২ গতে ৮/২৭ মধ্যে ও ২/৪৬ গতে ৪/২১ মধ্যে। কালরাত্রি ১০/১২ গতে ১১/৩৭ মধ্যে।  
৬ রমজান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে ৪৫ রানে জিতল চেন্নাই সুপার কিংস 

11:29:00 PM

আইপিএল: রাজস্থান ৯৭/৭(১৫ ওভার)

11:00:41 PM

আইপিএল: রাজস্থান ৮১/২(১০ ওভার)

10:32:46 PM

আইপিএল: রাজস্থানকে ১৮৯ রানের টার্গেট দিল চেন্নাই

09:37:20 PM

আইপিএল: চেন্নাই ১৩৩/৫ (১৬ ওভার) 

09:02:32 PM

আইপিএল: চেন্নাই ৯৮/৩ (১১ ওভার) 

08:34:07 PM