Bartaman Patrika
আমরা মেয়েরা
 

‘আমি যখন এক পায়ে
নেচেছি, তুইও পারবি’ 

আঠারো ছোঁয়ার আগেই ক্যান্সারে বাদ গিয়েছে একটা পা। যন্ত্রণা কুরে খেয়েছে, তবু মেয়ে হার মানেনি। এক পায়ে নেচে অঞ্জলি রায় দেখিয়ে দিয়েছে বেঁচে থাকা এখনও সুন্দর। লিখেছেন অন্বেষা দত্ত।

অঞ্জলি রায়। মাধ্যমিক দেবে আর কয়েক মাস পরেই। ছোটবেলা থেকে নাচ ছিল রক্তে। ক্লাস ফোরে পড়ার সময় এল সেই দুঃসময়। হঠাৎ স্কুলে একদিন পড়ে গিয়েছিল সে। তারপর সেই আঘাত থেকে টিউমার হয়ে পরে ক্যান্সার থাবা বসায় পায়ের হাড়ে। সেই পা, যার ওপর দাঁড়িয়ে নাচতে ভালোবাসে মেয়েটা। অসুস্থ হওয়ার পর প্রায় দু’বছরের জন্য তার জীবন থেকে স্বাভাবিক বেঁচে থাকাটা স্রেফ হারিয়ে যায়। ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ সেন্টারে তার চিকিৎসা শুরু হয় ২০১৩ সালে। ২০১৪-য় ছুটি পায় হাসপাতাল থেকে। পা বাদ গিয়েছে তত দিনে। বাড়িতে কিছু মাস বিশ্রামে থেকে ফের তার মোলাকাত হয় নিজের ভালোবাসা, নাচের সঙ্গে।
অতীত ফিরে দেখতে তাকে যখন প্রশ্ন করি, কষ্ট হয়নি? সে মৃদু গলায় শুধু বলে, ‘হ্যাঁ।’ তারপর চুপ। এত বড় একটা ক্ষতি, অঙ্গহানির মতো যন্ত্রণা সয়ে মেয়ে এখন এতটাই কঠিন! আবার বলি তখন মনে হয়নি, কবে আবার নাচতে পারব? কীভাবে পারব? অঞ্জলির জবাব, ‘না এসব কথা মাথাতেই ছিল না। সেরে ওঠার পরে বাড়িতে বসেই একদিন আবার ইচ্ছে হল, নাচ শুরু করার।’
ইচ্ছে তো হল। কিন্ত পারব কেমন করে, সেটা মনে হয়নি? মেয়ে বলে ওঠে, ‘টিভিতে একটা ডান্স শোয়ে একজনকে দেখেছিলাম এক পা নিয়েই নাচছে সাবলীলভাবে। সেটা দেখেই মনে হয়েছিল, আমি কি পারব না?’ বাবা-মাকে বলার পর রোটারি ক্লাবের সঙ্গে কথা হয়। সেখান থেকে শিক্ষক কুন্তল বর্ধন আসেন। নাচ শুরু হয় নতুনভাবে। প্রায় ছ’মাস প্রশিক্ষণের পরে আশুতোষ হলে প্রথম শো করেছিল অঞ্জলি।
এক পায়ে ভারসাম্য রাখাটাই বিরাট চ্যালেঞ্জ, সেখানে নাচ তো আরও জটিল ব্যাপার। কীভাবে প্রশিক্ষণ দিতেন অঞ্জলির নাচের শিক্ষক? ‘প্রথমে স্কিপিং করাতেন। এক পায়ে ঘোরা প্র্যাকটিস করাতেন। এক পায়ে শুধু দাঁড়িয়ে থাকাও অভ্যাস করেছি। এমন করতে করতে ব্যালান্স ক্রমশ চলে আসে। প্রথমে কৃত্রিম পা নিয়ে আমি কীরকম নাচি, সেটা স্যার দেখেছিলেন। তারপর উনি বলেছিলেন, দু’পায়ে নয়, তোমাকে এক পায়েই শেখাব। এভাবেই শুরু হয়েছিল লড়াই।’
পড়াশোনা আর নাচ দুটোই দরকারি, জানে অঞ্জলি। নাচের পাশাপাশি পড়াশোনায় তাই ফাঁকি দেয় না সে। শারীরিক অসুস্থতায় এমনিই দু’বছর নষ্ট হয়েছে তার। বদলাতে হয়েছে স্কুল। এখন মন দিয়ে টেস্ট পরীক্ষা দিচ্ছে সে।
মূলত ক্লাসিকাল ডান্সই করে অঞ্জলি। সঙ্গে যখন যেমন ভালো লাগে, সেই নাচও করে সে। লড়াইয়ের দিনগুলোয় কী মনে হতো? ‘পা বাদ যাওয়ার যন্ত্রণায় একসময় কান্নাকাটি করেছি অনেক। নাচ তো দূর, একটা সময় মনে হতো কিছুই করব না। বাবা-মা সব সময় সাপোর্ট করতেন। আমি ভাবতাম, নিজেকে কখনও হেরে যেতে দেব না। মনে রেখেছিলাম শুধু স্যারের এই কথাটা— চেষ্টা করলে সব হয়, অসম্ভব কিছুই নয়।’
সম্প্রতি অঞ্জলিকে দেখা গিয়েছে ‘বিদ্রোহী’ নামে পাঁচ মিনিটের একটি ভিডিয়োয়। গত ২১ মার্চ ছিল ‘বিশ্ব কবিতা দিবস’। ১৯৯৯ সালের ২১ মার্চকে বিশ্ব কবিতা দিবস ঘোষণা করেছিল ইউনেসকো। এর মাধ্যমে কবিতার প্রচার ও প্রসার, কবিতা যে একক শিল্প নয়, তার সঙ্গে নাচ-গানের পারফরম্যান্সও অন্তর্ভুক্ত হতে পারে, মনে করেছিল ইউনেসকো। সেই থেকেই কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি নিয়ে কাজ করার ভাবনা মনে আসে বাচিক শিল্পী সাম্য কার্ফার। নজরুল ‘বিদ্রোহী’ কবিতাটি লেখেন ১০০ বছর আগে। ‘বাংলা সাহিত্যে একরকমের মাইলফলক হয়ে যাওয়া কবিতাটি নিয়ে কাজ করা কিছুটা ঝুঁকির ছিল’, বললেন সাম্য। তাঁর কথায়, ‘এই কবিতাটির সঙ্গে যাঁদের নাম জড়িত, সেটা একবার ভাবলেই রোমাঞ্চ হয়। কাজী সব্যসাচীকে তো কেউ ভুলতেই পারবেন না। তারপর আছেন প্রদীপ ঘোষ। নজরুল যখন কবিতাটি এক রাতে লিখে ফেলেছিলেন, উনি তখন ২০ কি ২১। আমিও তরুণ হিসেবেই কবিতাটা নিয়ে ভাবনাচিন্তা করেছি।’
তার মধ্যে অঞ্জলিকে আনার কথা কীভাবে মনে হল? উত্তরে সাম্য বলেন, ‘একটা লাইন আছে, ‘আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা,/ করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা।’ এই লাইনগুলো যতবার পড়েছি, ততবার অঞ্জলির মুখটা অদ্ভুতভাবে ভেসে উঠেছে। অঞ্জলির সঙ্গে আমার আলাপ হয়েছিল বেশ কয়েক বছর আগে। ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ সেন্টারে একটি অনুষ্ঠানে ওর পারফরম্যান্স দেখে কেঁদে ফেলেছিলাম। ওখানে অঞ্জলির মতো অসংখ্য বাচ্চা ছিল। বোন-ক্যান্সারে অঞ্জলির পা বাদ যায়। কৃত্রিম পা নিয়ে ও এখন হাঁটে। কিন্তু নাচের সময় এক পায়েই দাঁড়ায়। নাচার জন্য যতটা উন্নত প্রস্থেটিক লেগ লাগে, তা জোগাড় করার মতো সামর্থ্য নেই ওর বাবা-মায়ের। সুভাষগ্রামে ওদের বাড়ি। বাবা মুদির দোকান চালান। ওর জীবনটা চ্যালেঞ্জের নামান্তর বলা চলে। তাই কবিতাটা পড়তে গিয়ে ওকে মনে পড়েছিল। কারণ সামনে যত চ্যালেঞ্জই আসুক, ও সেগুলোকে ছুড়ে ফেলে এগিয়ে যেতে চায়।’
এমন নানা চ্যালেঞ্জ আসে সকলের জীবনেই। তেমন একজন রূপান্তরকামীর মুখও প্রতিফলিত হয়েছে ওই ভিডিওতে। সমাজ যাঁর সামনে বিছিয়ে রেখেছে বিরাট বাধার পাহাড়। সাম্য বলছেন, কবিতায় তিনি কণ্ঠ দিয়েছেন। বাকিরা শরীরী বিভঙ্গে তাঁদের পারফরম্যান্স দিয়ে ফুটিয়ে তুলেছেন কবিতার ভাষা। অঞ্জলি-সাম্যর পাশাপাশি সেখানে রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অচিন্ত্য প্রান্তর। কোরিওগ্রাফি প্রসূন বন্দ্যোপাধ্যায়েরই।
এ ধরনের প্রতিকূলতার মুখে যাঁদের পড়তে হয়, তাঁদের কী বলবে অঞ্জলি? ‘কিছুদিন আগে আর এক কিশোরী, প্রীতির আমার মতোই ক্যান্সারে পা বাদ চলে যায়। তারপর থেকে ও খুবই ভেঙে পড়েছিল। আমি মায়ের সঙ্গে ঠাকুরপুকুরের ওই হাসপাতালে গিয়ে ওকে বোঝাতাম। এখন ও আমার মতো নাচ করে। ডাক্তার-নার্সরা ওকে আমার কথা বলেছিলেন। তারপর ওঁরাই আমাকে বলেন ওকে গিয়ে বোঝাতে। ওকে ভরসা দিতাম, আমি যখন এক পায়ে নাচতে পেরেছি, তুইও পারবি।’
শুধু নিজের ভরসায় এভাবেই এগিয়ে যাচ্ছে অঞ্জলিরা। ওদের বেঁচে থাকার এটাই যে রসদ! 
27th  March, 2021
চিন্তাধারা পাল্টাক পুরুষ,
বাধাহীন হবে নারীর উন্নয়ন

নানা সাফল্য সত্ত্বেও মেয়েরা এখনও সমাজে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’। মেয়েদের উন্নতির জন্য সব স্তরেই সামাজিক ভাবনার বদল দরকার। কীভাবে সেই বদল আনা যায় সে বিষয়ে দীর্ঘ সাক্ষাৎকারে স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বয়ম’-এর প্রধান অনুরাধা কাপুর। তাঁর সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

17th  April, 2021
তিন দেশে  বাল্যবিবাহ রোধ

ইন্দোনেশিয়া, মিশর ও তানজানিয়া এতদিনে নারী স্বাধীনতার মর্ম বুঝেছে। সম্প্রতি এই দেশগুলির সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী এখানে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এমনকী, মেয়েদের শিক্ষা, স্বাধীনতা ও স্বনির্ভরতার প্রসার ও প্রচার করার নির্দেশও দিয়েছে আদালত। বিশদ

17th  April, 2021
মঙ্গল অভিযানে কোমর
বেঁধেছেন বারবারা ব্রাউন

নাসার মার্স মিশনের প্রধান পদে রয়েছে আফ্রো-মার্কিন নারী বারবারা ব্রাউন। স্পেস সায়েন্স নিয়ে তাঁর দীর্ঘ গবেষণা। বস্তুত, স্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণায় রীতিমতো দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। মঙ্গল গ্রহের তাপমাত্রা, সেখানে যাওয়ার উপযুক্ত স্পেসক্রাফ্টের অন্দরসজ্জার নকশা ইত্যাদি নিয়ে তাঁর সাম্প্রতিক আগ্রহ। বিশদ

17th  April, 2021
টেসি টমাসের আকাশছোঁয়া সাফল্য

‘টেসি টমাসের নাম বলিউডের যে কোনও অভিনেতার চেয়ে অনেক বেশি ছড়ানো উচিত। তাঁর উজ্জ্বল মুখই হয়ে উঠবে নতুন প্রজন্মের মেয়েদের অনুপ্রেরণা।’— এমন কথাই বলেছেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। টেসি টমাস ‘অগ্নিপুত্রী’ নামেই বেশি পরিচিত। বিশদ

17th  April, 2021
প্রথা ভেঙে 
প্রথমা বঙ্গললনা

নববর্ষের প্রাক্কালে এমন কয়েকজন মহিলার কথা আমরা মেয়েরা পাতায় উঠে এল যাঁরা নিজ গুণে সমাজে উল্লেখযোগ্য তো হয়েইছিলেন, এমনকী সমাজে মেয়েদের স্থান আরও উন্নত করে তোলার পিছনেও তাঁদের অবদান যথেষ্ট।   বিশদ

10th  April, 2021
ঘরে বসেই
রোজগেরে মেয়েরা

করোনাকালে সংসারের হাল ধরেছেন অনেক মহিলা। গৃহবধূ থেকে তাঁরা হয়ে উঠেছেন হোমোপ্রেনর। সেইসব রোজগেরে গিন্নিদের কথা লিখেছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

10th  April, 2021
দীর্ঘ উড়ানে সেরা
ক্যাপ্টেন জোয়া

সম্প্রতি সুদূর মার্কিন মুলুক থেকে একটানা বিমান উড়িয়ে ভারতে এসেছেন ক্যাপ্টেন জোয়া আগরওয়াল। রক্ষণশীল পরিবারে থেকেও এই কন্যা পাইলট হওয়ার স্বপ্ন ছাড়েননি। তাঁর সাক্ষাৎকারে কমলিনী চক্রবর্তী।  বিশদ

03rd  April, 2021
প্রিয়ার গানে নারীবাদের বীজ

গানের সুরের মাধ্যমে নারীবাদের প্রচার করেন তিনি। ভারতীয় এই গায়িকার অ্যালবাম সম্প্রতি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছে। তিনি প্রিয়া দর্শিনী। ভারতীয় গায়িকার সংগীত শিক্ষা শুরু হয়েছিল ভারতীয় শাস্ত্রীয় সংগীত দিয়ে। ইন্ডিয়ান ক্লাসিকাল মিউজিকে তিনি নানা ধরনের পাঠ নিয়েছেন। বিশদ

03rd  April, 2021
বিশ্বকাপে বৈষম্য রুখতে 
সরব মহিলা ফুটবলাররা

জুলাই ২০২০-র মহিলা বিশ্বকাপ হাতে এলেও আনন্দের জোয়ারে ভেসে যায়নি মার্কিন মহিলা ফুটবল দল। বরং দলের খেলোয়াড়দের মুখ বেজার। কেন? এমন খুশির দিনেও মুখে হাসি নেই কেন তাঁদের? কারণটা বৈষম্য। অবাক লাগছে? বিশদ

03rd  April, 2021
অ্যাসিড আক্রান্তদের ক্যাফে

রূপা, নীতু, ঋতু, গীতা আর চঞ্চল— আগ্রার এই পাঁচ কন্যাই অ্যাসিড অ্যাটাকের শিকার। তবে সেই দুর্ঘটনাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে নেননি এঁরা কেউই। তাই তো এখন তাঁরা সফল ব্যবসায়ী। আগ্রায় ‘শিরো’জ হ্যাংআউট’ নামে একটি ক্যাফে চালান এই পাঁচ কন্যা। বিশদ

03rd  April, 2021
মেয়েদের লাঠমার হোলি 

বৃন্দাবনে দোল খেলা চলে এক সপ্তাহ জুড়ে। বিভিন্ন দিন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মহিলারাই থাকেন মুখ্য ভূমিকায়। নারীপ্রধান সেই ফাগ উৎসবের বর্ণনায় কমলিনী চক্রবর্তী।  
বিশদ

27th  March, 2021
এখন মেয়েরা

অনেকটা নিজের তাগিদেই কাজটা শুরু করেছিলেন সুনীতা কৃষ্ণন। ক্রমশ কাজের পরিধি বাড়িয়ে তিনি এখন অনেক মহিলার আশ্রয় হয়ে উঠেছেন। তাঁর কর্মকাণ্ডের নাম ‘প্রজ্বলা’ অর্থাৎ যে আলো কখনও নেভে না। শত বাধা এলেও নিজের কাজ চালিয়ে গিয়েছেন সুনীতা। বিশদ

20th  March, 2021
গাড়িতে বিশ্বভ্রমণ
চিকিৎসক দেবাঞ্জলির

এ বিশ্বকে সকলের বাসযোগ্য করে তোলার স্বপ্ন দেখেন চন্দননগরের দেবাঞ্জলি রায়। তাই সামাজিক কিছু বার্তা সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই বসে পড়েন গাড়ির স্টিয়ারিংয়ে। চষে বেড়ান পৃথিবীর নানা প্রান্ত। প্রত্যন্ত মানস সরোবরও বাদ যায় না! সফরের খুঁটিনাটি জানাচ্ছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

20th  March, 2021
টেবিল কাঁপানো  মেয়ে

টেবিলে তাঁর সুনাম শ্যেনদৃষ্টির জন্য। দৌড়ঝাঁপ নয়, বিপক্ষকে বিপাকে ফেলতে নিজের টেকনিক আর স্কিলকেই কাজে লাগাতেন। তিনি বাংলা টেবিল টেনিসের অন্যতম অহংকার মৌমা দাস। সদ্য পদ্মশ্রী খেতাব মিলেছে। পছন্দ-অপছন্দ ও খেলোয়াড় জীবনের নানা কথা মৌমা ভাগ করে নিলেন ‘চতুষ্পর্ণী’-র সঙ্গে। শুনলেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

13th  March, 2021
একনজরে
কাজ পাগল কাজল! শ্যামসুন্দর-নিত্যানন্দের পুণ্যভূমিতে কাজল সিনহাকে চিনতে ‘রাজনৈতিক পরিচয়’ লাগে না। কর্মেই তিনি বেশি পরিচিত। তাঁর অতিবড় নিন্দুকেরাও নাকি এমন কথা বলে থাকেন!  ...

শনিবার বিকেলে রানিগঞ্জ ব্লকের তিরাট পঞ্চায়েতে প্রচার ছিল সায়নী ঘোষের। পূর্ব কর্মসূচি মতোই তিরাট পঞ্চায়েতের সবচেয়ে বড় বাজার চেলোদে এসে তাঁর গাড়ি থামে। স্বাভাবিকভাবেই তাঁকে ...

সেঞ্চুরি পাননি ঠিকই। তবে শিখর ধাওয়ানের আক্রমণাত্মক ইনিংসই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জেতাল দিল্লি  ক্যাপিটালসকে। রবিবার জয়ের লক্ষ্যে ১৯৬ রান তাড়া করতে নেমে ১০ ...

রবিবার সকাল থেকে ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে চাকদহ থানার রাউতাড়ী পঞ্চায়েতের উত্তর এনায়েতপুরের মণ্ডলপাড়া। বাড়ির সামনে থেকে দেহ উদ্ধার হয় এক বিজেপি কর্মীর। মৃতের নাম দিলীপ কীর্তনীয়া (৩১)।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অত্যধিক পরিশ্রমে শারীরিক দুর্বলতা। বাহন বিষয়ে সতর্কতা প্রয়োজন। সন্তানের বিদ্যা-শিক্ষায় অগ্রগতি বিষয়ে সংশয় বৃদ্ধি। আধ্যাত্মিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৬৯ টাকা ৭৫.৪১ টাকা
পাউন্ড ১০১.৩৬ টাকা ১০৪.৯০ টাকা
ইউরো ৮৭.৭৬ টাকা ৯০.৯৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
18th  April, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৩০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2021

দিন পঞ্জিকা

৫ বৈশাখ ১৪২৮, সোমবার, ১৯ এপ্রিল ২০২১। সপ্তমী ৪৬/৫২ রাত্রি ১২/২। পুনর্বসু নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১৭/৭, সূর্যাস্ত ৫/৫৪/৩৫। অমৃতযোগ দিবা ৬/৫৯ মধ্যে পুনঃ ১০/২০ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৬/৪০ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১১/১২ গতে ২/১৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৩ গতে ৫/৪ মধ্যে। বারবেলা ৬/৫১ গতে ৮/২৬ মধ্যে পুনঃ ২/৪৫ গতে ৪/২০ মধ্যে। কালরাত্রি ১০/১০ গতে ১১/৩৫ মধ্যে।  
৫ বৈশাখ ১৪২৮, সোমবার, ১৯ এপ্রিল ২০২১। সপ্তমী রাত্রি ৬/৫৭। পুনর্বসু নক্ষত্র রাত্রি ২/১৬। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৫৮ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৬/৪৬ গতে ৯/০ মধ্যে ও ১১/১১ গতে ২/৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৭ গতে ৫/১০ মধ্যে। কালবেলা ৬/৫২ গতে ৮/২৭ মধ্যে ও ২/৪৬ গতে ৪/২১ মধ্যে। কালরাত্রি ১০/১২ গতে ১১/৩৭ মধ্যে।  
৬ রমজান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে ৪৫ রানে জিতল চেন্নাই সুপার কিংস 

11:29:00 PM

আইপিএল: রাজস্থান ৯৭/৭(১৫ ওভার)

11:00:41 PM

আইপিএল: রাজস্থান ৮১/২(১০ ওভার)

10:32:46 PM

আইপিএল: রাজস্থানকে ১৮৯ রানের টার্গেট দিল চেন্নাই

09:37:20 PM

আইপিএল: চেন্নাই ১৩৩/৫ (১৬ ওভার) 

09:02:32 PM

আইপিএল: চেন্নাই ৯৮/৩ (১১ ওভার) 

08:34:07 PM