Bartaman Patrika
আমরা মেয়েরা
 

টেবিল কাঁপানো  মেয়ে

টেবিলে তাঁর সুনাম শ্যেনদৃষ্টির জন্য। দৌড়ঝাঁপ নয়, বিপক্ষকে বিপাকে ফেলতে নিজের টেকনিক আর স্কিলকেই কাজে লাগাতেন। তিনি বাংলা টেবিল টেনিসের অন্যতম অহংকার মৌমা দাস। সদ্য পদ্মশ্রী খেতাব মিলেছে। পছন্দ-অপছন্দ ও খেলোয়াড় জীবনের নানা কথা মৌমা ভাগ করে নিলেন ‘চতুষ্পর্ণী’-র সঙ্গে। শুনলেন মনীষা মুখোপাধ্যায়।

• বাংলার টেবিল টেনিস তো মৌমাকে খুব মিস করছে!
 বলছেন? আমিও টেবিলকে খুব মিস করছি। তবে লকডাউনের মধ্যেই মা হয়েছি। তাই শারীরিক কারণেই খেলা থেকে দূরে থাকতে হয়েছিল। প্রায় দু’বছর হতে চলল আমি টেবিলে যাইনি। এবার খেলার জন্য মনখারাপ হচ্ছে। 
• সেই মনখারাপ কাটানোর দাওয়াই?
 আবার খেলাটা শুরু করা। প্রায় দু’ সপ্তাহ হতে চলল আমি ফের প্র্যাকটিস শুরু করেছি। এত দীর্ঘ দিন টেবিলের বাইরে, তার ওপর মা হওয়ার কারণে শরীরেও কিছু পরিবর্তন আসে। সব মিলিয়ে ফিটনেস প্রায় তলানিতে ঠেকেছিল। তবে প্র্যাকটিস শুরু করে খুব চনমনে লাগছে। অনেকটা ঝরেও গিয়েছি। লকডাউনে মা হওয়ার কারণে ভ্যাকসিন আর চিকিৎসার প্রয়োজন ছাড়া আমি আর বেরইনি। এখন আবার পুরনো টেবিল, পুরনো শরীরচর্চা করে পুরনো আত্মবিশ্বাস ফিরে আসছে।
• অনেকে বলেন, মৌমা দাস যদি নারকেলডাঙা দাস বাড়ির মেয়ে না হতো, তাহলে এই কেরিয়ার তাঁর হতোই না!
 কথাটা খুব ভুল নয়। আমার বাবা ফুটবল খেলতেন। কাকা দিলীপ কুমার দাস টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন। আমার বাড়িতে সবসময়ই একটা খেলার পরিবেশ ছিল। তাই বোধহয় ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম বলে আমাকে শান্ত করতে ওরা ক্লাবে পাঠিয়ে দিয়েছিল, যাতে অন্তত খেলা নিয়ে ব্যস্ত থাকায় দুষ্টুমি করার সময় না পাই! তাতে দুষ্টুমি কমেছিল কি না জানি না (হাসি)।
• খেলায় মন বসেছিল প্রথম থেকেই? অত ছোটবেলায় ভালো লাগত খেলাটা?
 সত্যি বলতে কি, প্রথম প্রথম ভালো লাগত না। তবে কাকা সে সময় খুব উৎসাহ দিত। মা-বাবাও। মানে বাড়ির সকলেই। তারপর আস্তে আস্তে দেখলাম আমার বয়সি অনেকেই খেলছে, সেই থেকে নিজেরও একটা টান তৈরি হল। তখন আমার ন’বছর হবে।
• আর কোচ জয়ন্ত পুশিলাল?
 ও বাবা, তিনি তো ততদিনে আমার জীবনে আশীর্বাদ হয়ে চলেই এসেছেন। আমার কাকারও কোচ ছিলেন তিনি। ওঁর অধীনেই অনুশীলন শুরু হয় আমার। খেলাটা ভালোবাসতে শুরু করি আমার কোচের উৎসাহেই। আজ যেটুকু করতে পেরেছি, তার নেপথ্যে আমার দুই পরিবার ও আমার কোচের অবদান সবচেয়ে বেশি।
• প্রথম বড় টুর্নামেন্ট কী?
 পৃথিবীর সব বড় টুর্নামেন্টেই আমি অংশ নিয়েছি। ১৯৯৭-এ প্রথমবারের জন্য ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ খেলতে যাই ম্যাঞ্চেস্টারে। এর পর থেকে পৃথিবীর নানা প্রান্তেই প্রায় ৭৫টা দেশ জুড়ে ৪০০-রও ওপর ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছি। ২০০০ সালে চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমসে সোনা জয়ের মাধ্যমেই প্রথম আন্তর্জাতিক পদক জয় শুরু। বড় সাফল্যগুলোর মধ্যে ২০১৫-র কমনওয়েলথে রুপো তো থাকবেই, সে বছরই আমি ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি পদকজয়ীর রেকর্ড করি। ২০১৬-র রিও অলিম্পিকে আমার ফল খুব ভালো না হলেও সেখান থেকে আমি অনেক অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। খেলার জার্নিতে সেটাও কম নয় আমার কাছে। এছাড়া আইটিটিএফ (ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন)-এর নানা প্রতিযোগিতায় বহুবার সোনা জয় ও নানা রেকর্ড তৈরি তো আছেই। ২০১৮-র কমনওয়েলথে আমাদের টিম সোনা পেয়েছিল, সেই দলে থাকতে পারায় আমি আনন্দিত।
• সেই খেলায় মধুরিকা পাটকরের সঙ্গে জুটি বেঁধে আপনি ভারতকে অনেক সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন...।
 হ্যাঁ, এবং সেই খেলার রেশ ধরেই ভারত সে বছর ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়েছিল! সেই ম্যাচটা নিয়ে নানা জায়গায় আজও চর্চা হয়। আমি আর মধুরিকা দু’জনেই খুব ভালো ফর্মে ছিলাম তখন।
• আপনার রেকর্ডের দিকে তাকালে তো বাংলার যে কোনও উঠতি টেবল টেনিস খেলোয়াড়ের হয় ঈর্ষা হবে নয়তো সে আপনার মতো হতে চাইবে।
 এভাবে ভেবে দেখিনি কখনও। তবে হ্যাঁ, খেলার সময় বেশ কিছু রেকর্ড গড়ি। যেমন, আন্তর্জাতিক ম্যাচগুলোয় এশিয়ার মধ্যে আমিই সবচেয়ে বেশিবার অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করি। সিনিয়র ন্যাশনালে আমারই সবচেয়ে বেশি সোনা জেতার হ্যাট-ট্রিক আছে। সিঙ্গলসে সাউথ এশিয়ান গেমসে সোনা জেতার হ্যাট-ট্রিক রয়েছে। কমনওয়েলথে আমি সাতবার ফাইনাল খেলেছি, সেটাও ভারতীয় মেয়েদের মধ্যে রেকর্ড। সম্প্রতি একটা হিসেবে দেখছিলাম, এ যাবৎ একশোটারও বেশি ম্যাচে সোনা পেয়েছি, খবর পেলাম, সেটাও রেকর্ড। এগুলো খুব খেটে অর্জন করা, তাই ভাবলে তৃপ্তি হয়। তবে আমার রেকর্ড কাউকে উৎসাহিত করলে আমার খুব ভালো লাগবে।
• আপনার তো র‌্যাঙ্কিংও বেশ ভালো ছিল, কোচিংয়ে কখনও পাব?
 সেটা আমি এখনই ভেবে দেখিনি। আমি নিজে এখনও অনেক দিন খেলতে চাই।  যেহেতু নতুন করে শুরু করছি, তাই একেবারে বুনিয়াদি স্তর থেকে আমাকে আবার খেলে যোগ্যতা অর্জন করে আন্তর্জাতিক স্তরে পৌঁছতে হবে। এখন আমার পাখির চোখ এই ঘরোয়া টুর্নামেন্টগুলোয় খুব ভালো ফল করা। তবে কোনও জুনিয়র যদি আমার থেকে খেলার কোনও টিপস বা সাহায্য চান, আমি খেলতে খেলতেই তাঁকে সেসব বলে দেব। সেদিক থেকে কোনও বাধা নেই।
• ‘অর্জুন’ পেয়েছেন ২০১৩ সালে। আর তার আট বছর পরেই মিলল ‘পদ্মশ্রী’। দায়িত্বও তো বাড়ল অনেক?
 তা তো বাড়লই। আর এখন তো আমার ঘরে-বাইরে দায়িত্ব। খেলার পাশে মেয়েকেও অনেকটা সময় দিতে হয়। মাতৃত্বও আমি খুব উপভোগ করছি। মা-কাকিমা-শাশুড়ি মা সকলের থেকেই শিখছি কী করে একজনকে বড় করে তুলতে হয়। মেয়ে হওয়ার পরেই আমি পদ্মশ্রী পাই। তাই এটা ওকেই উৎসর্গ করেছি। এমনিতেও আমার সব সাফল্যের নেপথ্যে আমার দুই পরিবারের লোকজন রয়েছেন। বাপের বাড়ি তো বটেই, আমার শ্বশুরবাড়িও খুব সাপোর্টিভ। নইলে এ জায়গায় পৌঁছনো সত্যিই সম্ভব হতো না। 
• কিন্তু অনেক মেয়ে তো সেই সাপোর্ট পায় না, তাঁরা কী করবেন?
 দেখুন খেলতে গেলে মানসিকতা ঠিক রাখতেই হবে। টেনশন, অশান্তি এগুলো খেলা নষ্ট করে। যিনি খেলবেন, তাঁকে প্রথমেই বুঝে নিতে হবে চারপাশের মানুষজনের সমর্থন আছে কি না। সেটা না পেলে তাঁদের বুঝিয়েসুঝিয়ে, নিজের যোগ্যতা ও জেদ সম্বল করেই এগতে হবে। তার সঙ্গে কাছের লোকজনের সমর্থন আদায়ের চেষ্টাতেও কসুর করলে চলবে না। তাতে সেও ভালো থাকবে আর বাড়ির লোকজনও।
•  কিন্তু অনেক বাড়িতেই তো পারিবারিক সেই সমর্থন মেলে না মেয়েদের...। 
 হ্যাঁ, সেটা হলে খুব মুশকিল। পরিবারকেও মনে রাখতে হবে আজকাল মেয়েরা কী না করছে! 
• আচ্ছা একটা অভিযোগ আছে। মাঠের   বাইরে মৌমা নাকি একেবারে ডায়েট করেন না!
 হা হা হা। ঠিকই শুনেছেন। আমি রীতিমতো ভেতো। ভাতের পাতে বিউলির ডাল, আলুপোস্ত আর মাছ হলে আমার আর কিছু চাই না। তবে বড় টুর্নামেন্টের আগে ধরেবেঁধে মা-কাকিমারা আমাকে ডায়েট করায়। আমিও বাধ্য হয়েই তখন সব সেদ্ধ খাই। 
• টেবিল টেনিসে যাঁরা নতুন উঠে আসছেন, তাঁদের কী বলবেন?
 অভ্যাসের কোনও বিকল্প নেই, আর সাফল্যের কোনও শর্টকাট নেই। এত প্র্যাকটিস করো, যাতে তোমার ভুলগুলোও তোমাকে ভয় পায়। খেলাটার প্রতি ভালোবাসা, নিষ্ঠা তো থাকতেই হবে। নিজের পরিশ্রমের প্রতিও সৎ থাকতে হবে। এটুকু হলেই আকাশ ছোঁয়া সম্ভব। 
 
13th  March, 2021
চিন্তাধারা পাল্টাক পুরুষ,
বাধাহীন হবে নারীর উন্নয়ন

নানা সাফল্য সত্ত্বেও মেয়েরা এখনও সমাজে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’। মেয়েদের উন্নতির জন্য সব স্তরেই সামাজিক ভাবনার বদল দরকার। কীভাবে সেই বদল আনা যায় সে বিষয়ে দীর্ঘ সাক্ষাৎকারে স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বয়ম’-এর প্রধান অনুরাধা কাপুর। তাঁর সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

17th  April, 2021
তিন দেশে  বাল্যবিবাহ রোধ

ইন্দোনেশিয়া, মিশর ও তানজানিয়া এতদিনে নারী স্বাধীনতার মর্ম বুঝেছে। সম্প্রতি এই দেশগুলির সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী এখানে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এমনকী, মেয়েদের শিক্ষা, স্বাধীনতা ও স্বনির্ভরতার প্রসার ও প্রচার করার নির্দেশও দিয়েছে আদালত। বিশদ

17th  April, 2021
মঙ্গল অভিযানে কোমর
বেঁধেছেন বারবারা ব্রাউন

নাসার মার্স মিশনের প্রধান পদে রয়েছে আফ্রো-মার্কিন নারী বারবারা ব্রাউন। স্পেস সায়েন্স নিয়ে তাঁর দীর্ঘ গবেষণা। বস্তুত, স্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণায় রীতিমতো দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। মঙ্গল গ্রহের তাপমাত্রা, সেখানে যাওয়ার উপযুক্ত স্পেসক্রাফ্টের অন্দরসজ্জার নকশা ইত্যাদি নিয়ে তাঁর সাম্প্রতিক আগ্রহ। বিশদ

17th  April, 2021
টেসি টমাসের আকাশছোঁয়া সাফল্য

‘টেসি টমাসের নাম বলিউডের যে কোনও অভিনেতার চেয়ে অনেক বেশি ছড়ানো উচিত। তাঁর উজ্জ্বল মুখই হয়ে উঠবে নতুন প্রজন্মের মেয়েদের অনুপ্রেরণা।’— এমন কথাই বলেছেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। টেসি টমাস ‘অগ্নিপুত্রী’ নামেই বেশি পরিচিত। বিশদ

17th  April, 2021
প্রথা ভেঙে 
প্রথমা বঙ্গললনা

নববর্ষের প্রাক্কালে এমন কয়েকজন মহিলার কথা আমরা মেয়েরা পাতায় উঠে এল যাঁরা নিজ গুণে সমাজে উল্লেখযোগ্য তো হয়েইছিলেন, এমনকী সমাজে মেয়েদের স্থান আরও উন্নত করে তোলার পিছনেও তাঁদের অবদান যথেষ্ট।   বিশদ

10th  April, 2021
ঘরে বসেই
রোজগেরে মেয়েরা

করোনাকালে সংসারের হাল ধরেছেন অনেক মহিলা। গৃহবধূ থেকে তাঁরা হয়ে উঠেছেন হোমোপ্রেনর। সেইসব রোজগেরে গিন্নিদের কথা লিখেছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

10th  April, 2021
দীর্ঘ উড়ানে সেরা
ক্যাপ্টেন জোয়া

সম্প্রতি সুদূর মার্কিন মুলুক থেকে একটানা বিমান উড়িয়ে ভারতে এসেছেন ক্যাপ্টেন জোয়া আগরওয়াল। রক্ষণশীল পরিবারে থেকেও এই কন্যা পাইলট হওয়ার স্বপ্ন ছাড়েননি। তাঁর সাক্ষাৎকারে কমলিনী চক্রবর্তী।  বিশদ

03rd  April, 2021
প্রিয়ার গানে নারীবাদের বীজ

গানের সুরের মাধ্যমে নারীবাদের প্রচার করেন তিনি। ভারতীয় এই গায়িকার অ্যালবাম সম্প্রতি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছে। তিনি প্রিয়া দর্শিনী। ভারতীয় গায়িকার সংগীত শিক্ষা শুরু হয়েছিল ভারতীয় শাস্ত্রীয় সংগীত দিয়ে। ইন্ডিয়ান ক্লাসিকাল মিউজিকে তিনি নানা ধরনের পাঠ নিয়েছেন। বিশদ

03rd  April, 2021
বিশ্বকাপে বৈষম্য রুখতে 
সরব মহিলা ফুটবলাররা

জুলাই ২০২০-র মহিলা বিশ্বকাপ হাতে এলেও আনন্দের জোয়ারে ভেসে যায়নি মার্কিন মহিলা ফুটবল দল। বরং দলের খেলোয়াড়দের মুখ বেজার। কেন? এমন খুশির দিনেও মুখে হাসি নেই কেন তাঁদের? কারণটা বৈষম্য। অবাক লাগছে? বিশদ

03rd  April, 2021
অ্যাসিড আক্রান্তদের ক্যাফে

রূপা, নীতু, ঋতু, গীতা আর চঞ্চল— আগ্রার এই পাঁচ কন্যাই অ্যাসিড অ্যাটাকের শিকার। তবে সেই দুর্ঘটনাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে নেননি এঁরা কেউই। তাই তো এখন তাঁরা সফল ব্যবসায়ী। আগ্রায় ‘শিরো’জ হ্যাংআউট’ নামে একটি ক্যাফে চালান এই পাঁচ কন্যা। বিশদ

03rd  April, 2021
‘আমি যখন এক পায়ে
নেচেছি, তুইও পারবি’ 

আঠারো ছোঁয়ার আগেই ক্যান্সারে বাদ গিয়েছে একটা পা। যন্ত্রণা কুরে খেয়েছে, তবু মেয়ে হার মানেনি। এক পায়ে নেচে অঞ্জলি রায় দেখিয়ে দিয়েছে বেঁচে থাকা এখনও সুন্দর। লিখেছেন অন্বেষা দত্ত। 
বিশদ

27th  March, 2021
মেয়েদের লাঠমার হোলি 

বৃন্দাবনে দোল খেলা চলে এক সপ্তাহ জুড়ে। বিভিন্ন দিন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মহিলারাই থাকেন মুখ্য ভূমিকায়। নারীপ্রধান সেই ফাগ উৎসবের বর্ণনায় কমলিনী চক্রবর্তী।  
বিশদ

27th  March, 2021
এখন মেয়েরা

অনেকটা নিজের তাগিদেই কাজটা শুরু করেছিলেন সুনীতা কৃষ্ণন। ক্রমশ কাজের পরিধি বাড়িয়ে তিনি এখন অনেক মহিলার আশ্রয় হয়ে উঠেছেন। তাঁর কর্মকাণ্ডের নাম ‘প্রজ্বলা’ অর্থাৎ যে আলো কখনও নেভে না। শত বাধা এলেও নিজের কাজ চালিয়ে গিয়েছেন সুনীতা। বিশদ

20th  March, 2021
গাড়িতে বিশ্বভ্রমণ
চিকিৎসক দেবাঞ্জলির

এ বিশ্বকে সকলের বাসযোগ্য করে তোলার স্বপ্ন দেখেন চন্দননগরের দেবাঞ্জলি রায়। তাই সামাজিক কিছু বার্তা সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই বসে পড়েন গাড়ির স্টিয়ারিংয়ে। চষে বেড়ান পৃথিবীর নানা প্রান্ত। প্রত্যন্ত মানস সরোবরও বাদ যায় না! সফরের খুঁটিনাটি জানাচ্ছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

20th  March, 2021
একনজরে
শনিবার বিকেলে রানিগঞ্জ ব্লকের তিরাট পঞ্চায়েতে প্রচার ছিল সায়নী ঘোষের। পূর্ব কর্মসূচি মতোই তিরাট পঞ্চায়েতের সবচেয়ে বড় বাজার চেলোদে এসে তাঁর গাড়ি থামে। স্বাভাবিকভাবেই তাঁকে ...

সেঞ্চুরি পাননি ঠিকই। তবে শিখর ধাওয়ানের আক্রমণাত্মক ইনিংসই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জেতাল দিল্লি  ক্যাপিটালসকে। রবিবার জয়ের লক্ষ্যে ১৯৬ রান তাড়া করতে নেমে ১০ ...

কাজ পাগল কাজল! শ্যামসুন্দর-নিত্যানন্দের পুণ্যভূমিতে কাজল সিনহাকে চিনতে ‘রাজনৈতিক পরিচয়’ লাগে না। কর্মেই তিনি বেশি পরিচিত। তাঁর অতিবড় নিন্দুকেরাও নাকি এমন কথা বলে থাকেন!  ...

ষষ্ঠ দফার নির্বাচনের প্রচারের শেষ দিনে আজ, সোমবার উত্তর দিনাজপুর জেলায় তিনটি সভা করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অত্যধিক পরিশ্রমে শারীরিক দুর্বলতা। বাহন বিষয়ে সতর্কতা প্রয়োজন। সন্তানের বিদ্যা-শিক্ষায় অগ্রগতি বিষয়ে সংশয় বৃদ্ধি। আধ্যাত্মিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৬৯ টাকা ৭৫.৪১ টাকা
পাউন্ড ১০১.৩৬ টাকা ১০৪.৯০ টাকা
ইউরো ৮৭.৭৬ টাকা ৯০.৯৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
18th  April, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৩০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2021

দিন পঞ্জিকা

৫ বৈশাখ ১৪২৮, সোমবার, ১৯ এপ্রিল ২০২১। সপ্তমী ৪৬/৫২ রাত্রি ১২/২। পুনর্বসু নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১৭/৭, সূর্যাস্ত ৫/৫৪/৩৫। অমৃতযোগ দিবা ৬/৫৯ মধ্যে পুনঃ ১০/২০ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৬/৪০ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১১/১২ গতে ২/১৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৩ গতে ৫/৪ মধ্যে। বারবেলা ৬/৫১ গতে ৮/২৬ মধ্যে পুনঃ ২/৪৫ গতে ৪/২০ মধ্যে। কালরাত্রি ১০/১০ গতে ১১/৩৫ মধ্যে।  
৫ বৈশাখ ১৪২৮, সোমবার, ১৯ এপ্রিল ২০২১। সপ্তমী রাত্রি ৬/৫৭। পুনর্বসু নক্ষত্র রাত্রি ২/১৬। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৫৮ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৬/৪৬ গতে ৯/০ মধ্যে ও ১১/১১ গতে ২/৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৭ গতে ৫/১০ মধ্যে। কালবেলা ৬/৫২ গতে ৮/২৭ মধ্যে ও ২/৪৬ গতে ৪/২১ মধ্যে। কালরাত্রি ১০/১২ গতে ১১/৩৭ মধ্যে।  
৬ রমজান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে ৪৫ রানে জিতল চেন্নাই সুপার কিংস 

11:29:00 PM

আইপিএল: রাজস্থান ৯৭/৭(১৫ ওভার)

11:00:41 PM

আইপিএল: রাজস্থান ৮১/২(১০ ওভার)

10:32:46 PM

আইপিএল: রাজস্থানকে ১৮৯ রানের টার্গেট দিল চেন্নাই

09:37:20 PM

আইপিএল: চেন্নাই ১৩৩/৫ (১৬ ওভার) 

09:02:32 PM

আইপিএল: চেন্নাই ৯৮/৩ (১১ ওভার) 

08:34:07 PM