বিদ্যায় অস্থির মানসিকতা থাকবে। কর্মপ্রার্থীদের কোনও শুভ যোগাযোগ হতে পারে। রাগ বা জেদের বশে কারও ... বিশদ
যুক্তরাষ্ট্রের আটলান্টায় সম্প্রতি জোনাস ব্রাদার্স ব্যান্ডের শো’তে হাজির হন প্রিয়াঙ্কা ও নিক। নিক জোনাস আর তাঁর দুই ভাই কেভিন জোনাস ও জো জোনাসকে নিয়ে গঠিত এই মার্কিন ব্যান্ডের শো’তে এবারই প্রথম অংশ নিয়েছেন তাঁরা।
শো’তে উপস্থিত হতে পেরে দারুণ খুশি এই দুই তারকা দম্পতি। শো শেষ হলে স্বামী নিক জোনাসের কপালে চুম্বন করেন প্রিয়াঙ্কা। এ সময় জোনাস ভাইদের সঙ্গে ছবিও তোলেন।
সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, এবারই প্রথম জোনাস ব্রাদার্স’-এর শো’তে এসে আমি গর্বিত। পোস্টের শেষে পরিবার উল্লেখ করে একটা ভালোবাসার চিহ্নও এঁকে দেন প্রিয়াঙ্কা চোপড়া। ভক্ত সহ সিনেপ্রেমীদের মনে হঠাৎ দোলা দিয়েছিল, নিককে প্রিয়াঙ্কার জীবনসঙ্গী করার সিদ্ধান্তটি। অনেকেই তখন বিষয়টিতে অবাক হয়েছিলেন।
এদিকে ওই গুজব রটানো মার্কিন মুলুকের সেই জনপ্রিয় ‘ওকে’ ম্যাগাজিনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা। ওই পত্রিকাতে আইনি নোটিস পাঠিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। এখানেই শেষ নয়, মানহানির ক্ষতিপূরণ হিসেবে বেশ মোটা অঙ্কের টাকা দাবি করতে পারেন বলে খবর ছড়িয়েছে।