নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর গলায় ছুরি চালাল এক যুবক। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে বালি হল্ট স্টেশনে। স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ছাত্রীটি এখন বিপন্মুক্ত বলে পুলিস জানিয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে পুলিস তল্লাশি শুরু করেছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর বাড়ি উত্তরপাড়ার গরলগাছায়। সে বালির একটি স্কুলে পড়াশোনা করে। গত কয়েকদিন ধরেই ওই যুবক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। সেই কারণে ছাত্রীর পরিবারের লোকজন তাকে স্কুলে পৌঁছে দিয়ে যেতেন। এমনকী, অনেকদিন তাঁরা নিয়েও যেতেন। কিন্তু, বৃহস্পতিবার তাঁরা কেউ আসেননি। সেই সুযোগেই ওই ছাত্রী বালি হল্ট স্টেশনে নামতেই তার গলায় ওই যুবক ছুরি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিশ্চিন্দা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। পুলিস জানিয়েছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ওই ছাত্রীর গলায় ওই যুবক ছুরি চালিয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ জানিয়েছেন। আমরা অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছি।
ওই ছাত্রীর বাবা বলেছেন, গত কয়েকদিন ধরেই আমার মেয়েকে ওই যুবক বিরক্ত করছিল। সেই জন্য আমি রোজ মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে যেতাম। বৃহস্পতিবারও আমি স্কুলে পৌঁছে দিয়েছি। কিন্তু, এইভাবে স্কুল থেকে বের হওয়া মাত্র আমার মেয়েকে খুনের চেষ্টা করবে, তা ভাবতেই পারিনি। অবিলম্বে ওই যুবককে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।