বিদ্যায় অস্থির মানসিকতা থাকবে। কর্মপ্রার্থীদের কোনও শুভ যোগাযোগ হতে পারে। রাগ বা জেদের বশে কারও ... বিশদ
মুখ্যমন্ত্রীর সম্মতির পর বৃহস্পতিবার করুণানিধির মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দিয়ে নবান্নে আসেন রাজ্যসভায় ডিএমকে পরিষদীয় দলের নেতা তিরুচি শিবা। মুখ্যমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়ে তাঁর সম্মতিপত্রও নিয়ে যান স্ট্যালিনের ওই দূত। প্রসঙ্গত, চেন্নাইয়ের ওই অনুষ্ঠানে ফারুক আবদুল্লা, অরবিন্দ কেজরিওয়াল সহ বিরোধী দলের একঝাঁক নেতা-নেত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ডিএমকে। এরই পাশাপাশি গুরু নানকের ৫৫০তম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে অমৃতসর স্বর্ণমন্দির কর্তৃপক্ষ। আগামী ১১ আগস্ট হবে সেই অনুষ্ঠান। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আমন্ত্রণ গ্রহণ করলেও, সেখানে যাবেন কি না, তা এখনও চূড়ান্ত করেননি মমতা।