আম আদমির দাবি কিন্তু বেশি কিছু নয়। ধোঁয়া ধোঁয়া রহস্য, রোমাঞ্চ, কানের পাশে চুঁইয়ে পড়া ঘাম আর অ্যাড্রিনালিন রাশ! আনন্দের খবর হল, সব দাবি পূরণের আশ্বাস দিচ্ছে অল্ট বালাজি অ্যাপ। নিজস্ব ডিজিট্যাল প্ল্যাটফর্মে খুব শিগগির তারা রিলিজ করতে চলেছে— ‘বস-বাপ অব স্পেশাল সার্ভিসেস’ নামে ওয়েব সিরিজ! জানা যাচ্ছে, বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভার আর ক্রিকেটার জাহির খান ঘরনি সাগরিকা ঘাটগে জুটি বাঁধছেন এই ওয়েব সিরিজে! এই জুটির রসায়নও বেশ জমজমাট! তা না হয় হল, কিন্তু ওয়েব সিরিজের নামেই কেমন যেন পুলিস পুলিস গন্ধ! ইউটিউবের ট্রেলার দেখেও তেমনই মালুম হচ্ছে। বাইকে চেপে ভাঙা উড়ালপুল পেরিয়ে যাচ্ছেন লেদার জ্যাকেট পরিহিত সুপুরুষ করণ! পেছনের সিটে তাঁকে আঁকড়ে ধরে গুলি ছুঁড়ছেন পুলিস ইউনিফর্ম পরিহিতা সাগরিকা! ‘বস’-এর গল্প এক আন্ডারকভার পুলিস অফিসার সুধীর কোহলিকে ঘিরে। রহস্যময় আর জটিল সব হত্যার ঘটনার মূল কালপ্রিটকে ধরাই হল সুধীরের বিশেষত্ব! অথচ আশ্চর্য ব্যাপার হল সুধীরের ব্যক্তিগত জীবনই ধোঁয়াশায় ঘেরা। সে থাকে সকলের ধরাছোঁয়ার বাইরে! এ হেন সুধীরের সম্পর্কে জানতে পুলিস বিভাগ উঠেপড়ে লাগে। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার সাক্ষী রঞ্জনের ঘাড়ে দায়িত্ব পড়ে সুধীরের প্রকৃত চরিত্র প্রকাশ করার।
রাফ-টাফ সুধীরের ভূমিকায় অভিনয় করছেন করণ। তিনি বলেন, অল্ট বালাজির কাছে আমি কৃতজ্ঞ। ‘বস’ দিয়েই আমার ডিজিট্যাল প্লাটফর্মে ডেব্যু হল। মজার ব্যাপার হল, আমার টেলিভিশনের কেরিয়ারও শুরু হয়েছিল একতা কাপুরের সাহায্যে! অন্যদিকে সাক্ষীর চরিত্রে অভিনয় করছেন সাগরিকা। তিনি বলেন, পুলিসের চরিত্র আমার কাছে সবসময় আকর্ষণীয় ছিল। এমন একটা চরিত্র পেয়ে আমি খুব খুশি। আশা করি ফ্যানেরাও আমার চরিত্রটিকে পছন্দ করবেন!
সুপ্রিয় নায়েক