বিদ্যায় অস্থির মানসিকতা থাকবে। কর্মপ্রার্থীদের কোনও শুভ যোগাযোগ হতে পারে। রাগ বা জেদের বশে কারও ... বিশদ
২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর উরিতে জঙ্গি আক্রমণ এবং তার প্রত্যুত্তরে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ২৭ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্টাইক এই ছবির প্রেক্ষাপট। ছবিটি পুনরায় মুক্তি পাওয়ায় ইউনিট খুবই খুশি। ছবির পরিচালক আদিত্য ধর জানিয়েছেন, ‘শ্যুটিংয়ের সময় আমরা আলোচনা করতাম যে, এই ছবিটা অন্তত একজন দর্শককেও যদি সেনায় যোগদান করতে উৎসাহী করে তোলে তাহলে বুঝব আমাদের যাবতীয় পরিশ্রম সার্থক। আর আজকে আমাদের কাছে অসংখ্য মেসেজ ও ইমেল আসছে এটা জানিয়ে যে ছবিটা দেখার পর প্রচুর তরুণ ভারতীয় সেনায় যোগদান করছেন। আর তরুণ প্রজন্মকে দেশের সেনাদের বীরত্ব বা বলিদান সম্পর্কে সচেতন করতে পারা একজন পরিচালকের কাছে সবথেকে বড় প্রাপ্তি।’ প্রসঙ্গত বছরের অন্যতম সেরা ছবির দাবিদার হিসেবে এই ছবি বক্স অফিসে ৩৪২ কোটি টাকার ব্যবসা করেছিল।