বিদ্যায় অস্থির মানসিকতা থাকবে। কর্মপ্রার্থীদের কোনও শুভ যোগাযোগ হতে পারে। রাগ বা জেদের বশে কারও ... বিশদ
বৃহস্পতিবার সকালে হাটগোবিন্দপুর থেকে হনুমানডাঙা যাওয়ার রাস্তার বিভিন্ন জায়গায় সিপিএম নেতার নামে পোস্টার সাঁটানোর বিষয়টি এলাকাবাসী দেখতে পান। পোস্টারে বেশ কয়েক বছর আগে হাটগোবিন্দপুরে মার্কেট কমপ্লেক্স তৈরির জন্য পঞ্চায়েতের টাকায় কেনা ২০০ বস্তা সিমেন্ট সিপিএম নেতার গোডাউনে নামানো হয় বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে। পঞ্চায়েতের তৎকালীন সেক্রেটারি উদয় রায় পুরো বিষয়টি জানেন বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সিপিএম নেতার বাড়ি তৈরির বালি মার্কেট কমপ্লেক্স থেকেই সরবরাহ করা হয়েছিল বলে পোস্টারে লেখা হয়েছে। সদানন্দ ঘোষ হাজরার ট্রাক্টরে করে বালি সরবরাহ করা হয় বলে পোস্টারে জানানো হয়েছে। এটাকে কাটমানি নাকি ঘুষ নেওয়া কী বলা হবে তা জানতে চাওয়া হয়েছে। পোস্টারের নীচের দিকে কালো কালি দিয়ে বিবেক রায়ের নাম লেখা রয়েছে।
যদিও পোস্টার পড়া প্রসঙ্গে গণেশবাবু বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ। রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে কেউ এই পোস্টার সাঁটিয়েছে। আমাকে হেয় করার জন্য এসব করা হচ্ছে। জেনে বুঝে সোশ্যাল মিডিয়ায় পোস্টারের বিষয়টি পোস্ট করা হচ্ছে।