অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে ... বিশদ
উপকরণ: খাসির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ৩টে (বড় সাইজের), কারিপাতা ১০-১২টা, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে, শুকনো লঙ্কা ৩টে, লাল লঙ্কার গুঁড়ো ১ ১/২ চা চামচ, গোটা গোলমরিচ ১২টা, গোটা গরমমশলা অল্প, নুন স্বাদমতো, সাদা তেল প্রয়োজন অনুযায়ী, তেঁতুলের ক্বাথ ২ ১/২ চা চামচ অথবা ভিনিগার ১ ১/২ চা চামচ।
পদ্ধতি: অন্যান্য অনেক রান্নার মতোই এই রান্নারও পদ্ধতিগত নানা ধরন রয়েছে। আজ যে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরব সেটি ব্রিজেট হোয়াইটের লেখা ‘অ্যাংলো ইন্ডিয়ান কুইজিন: আ লেগেসি অব লেবার্স ফ্রম দ্য পাস্ট’ বই থেকে সংগৃহীত। সেখানে যেমনটি বলা হয়েছে তাতে প্রথমেই মাংসটাকে আদা, রসুন বাটা ও লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। খানিকক্ষণ এইভাবেই রেখে দিন। এবার কড়াই আঁচে বসিয়ে চার থেকে পাঁচ টেবিল চামচ তেল গরম করে নিন। গোলমরিচ ও গোটা গরমমশলা একসঙ্গে থেঁতো করে নিন। গরম তেলে পেঁয়াজ, শুকনো লঙ্কা কুচি ও কারিপাতা দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজবেন। এবার তাতে থেঁতো করা মশলা দিয়ে মাংস যোগ করুন। সবটা একসঙ্গে আধঘণ্টা মতো কষিয়ে নিন। কষতে কষতেই মাংসের সুগন্ধে ঘর ভরে উঠবে। আধঘণ্টা কষানোর পর এতে চার কাপ গরম জল মেশান। এরপর স্বাদ মতো নুন ও তেঁতুলের ক্বাথ বা ভিনিগার যোগ করুন। জল দেওয়ার পর আঁচ বাড়িয়ে জল ফুটতে দিন। তা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে আঁচ একদম কমিয়ে দিন। এই অবস্থায় ততক্ষণ রান্না করুন যতক্ষণ পর্যন্ত মাংস সুসিদ্ধ না হয়। মোটামুটি চল্লিশ মিনিট লাগবে মাংস সিদ্ধ হতে। মাংস সেদ্ধ হলেই বুঝবেন রেলওয়ে মাটন কারি রেডি। শেষে একটি কথা জানাই, তেঁতুল বা ভিনিগারের ব্যবহার কেন করা হয়? রেলগাড়ির রান্নাঘরে বা স্টেশনে অনেক উপকরণ দিয়ে সাজিয়ে গুছিয়ে রাঁধা সম্ভব নয়। তেঁতুল বা ভিনিগার অল্প উপকরণেও রান্না সুস্বাদু করতে সাহায্য করে। একই সঙ্গে রান্নাটি যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়, সে দেখভালও এই তেঁতুল বা ভিনিগারের ব্যবহারের মাধ্যমেই সম্ভব। মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মাথায় দেখবেন জল সম্পূর্ণই প্রায় মরে গিয়েছে এবং তা থেকে তেল ছেড়ে দিয়েছে। তখনই বুঝবেন রান্না তৈরি। ভাত বা রুটি যেটাই আপনার পছন্দ তার সঙ্গেই পরিবেশন করতে পারেন এই রেলওয়ে মাটন কারি।