অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে ... বিশদ
ঋতু, অনুষ্ঠান এবং বয়স অনুযায়ী চুলের সাজ বদলে যায়। এই প্রসঙ্গে হেয়ার এক্সপার্ট বিনীত সিং জানান, ‘ডিসেম্বরের মাঝামাঝি থেকেই ফেস্টিভ সিজন শুরু হয়। চলে গোটা শীত জুড়ে। তাতে বিদেশি অনুষ্ঠান যেমন থাকে তেমনই বিয়ের মরশুমও চলে পাশাপাশি। ফলে চুলের সাজ নিয়ে একটু পরীক্ষানিরীক্ষা করাই যায় এই সময়।’
মাঝবয়সি মহিলাদের জন্য
বয়স যদি চল্লিশের আশপাশে হয় তাহলে পোশাক অনুযায়ী চুলের সাজ বেছে নিন। বিয়েবাড়ি যাচ্ছেন? গতানুগতিক সাজে না গিয়ে চুলের খোঁপায় আধুনিক লিলি বা টিউলিপ ডিজাইনের ক্ল্য ক্লিপ লাগান। দুটো পাতার সঙ্গে একটা ফুল, বড় ক্ল্য ক্লিপের সঙ্গে লাগানো। হঠাৎ দেখলে মনে হবে চুলে ফুল দিয়েছেন। কার্নেশন কোম্বও লাগাতে পারেন। এগুলো পাতলা চিরুনির মতো। তার মুখের কাছে সাদা বা অন্য কোনও রঙের নকল কার্নেশনের গুচ্ছ লাগানো। চুলে ফ্রেঞ্চ নট করে এক পাশ দিয়ে এই ক্লিপ গুঁজে দিন। মুক্ত লাগানো চুলের কাঁটাও গুঁজতে পারেন খোঁপায়। উপর থেকে সার দিয়ে লাগালে ফুলের মতোই দেখাবে। অথবা লাগাতে পারেন হেয়ার ব্রোচ। এগুলো ভারতীয় পোশাকের সঙ্গে মানানসই।
টিনএজ কন্যের সাজ
সারাদিন কলেজের পর সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে আউটিং— এমন দিনে চুলে চাই একটু ভিন্ন স্টাইল। আজকাল ‘সিল্ক স্ক্রাঞ্চি গার্টার’ টিনএজ ফ্যাশনে খুবই জনপ্রিয়। গার্টারের সঙ্গে স্কার্ফের মতো দুদিকে ঝোলানো থাকে। পনিটেলের সঙ্গে এই সাজ বেশ অভিনব। পোশাকের সঙ্গে ম্যাচিং স্ক্রাঞ্চি দিয়ে চুল বাঁধলে লুকটা একেবারেই বদলে যাবে। এছাড়াও আছে ব্রেডস্টাইল ব্যান্ড। চুলের গার্টারের সঙ্গে দু’দিক দিয়ে ঝোলানো বিনুনি। কালো, সোনালি, গোলাপি, মেহগনি, নানা রঙের হয় এই ব্যান্ডগুলো। পোশাক অনুযায়ী বেছে নেওয়া ভালো। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির জন্য লিওনা হেয়ার টাই আদর্শ। এগুলো সোনালি বা রুপোলি রঙের হয়, স্পাইরাল ব্যান্ডের মতো। একটু নিচু করে পনিটেল বেঁধে তার উপর দিয়ে এই ব্যান্ড লাগালে দারুণ দেখাবে।
তরুণীদের চুলের স্টাইল
স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে সবে চাকরিরতদের জন্য আবার চুলের স্টাইল হবে একেবারেই ভিন্ন। বিদেশি পোশাকের সঙ্গে এই বয়সে বাটারফ্লাই হেয়ারপিন খুবই মানানসই। এগুলো সিলভার এবং গোল্ডেন দু’রকমই হতে পারে। এছাড়াও সোনালি বা রুপোলি ফুল লাগানো চুলের গার্টার দিয়ে চুল আটকে রাখা যায়। ভারতীয় সাজের সঙ্গে চুল স্ট্রেট করে খোলা রেখে কুন্দন হেয়ারব্যান্ড লাগানো যায়। সঙ্গে একটু বড় কুন্দনের দুল পরলে সাজ সম্পূর্ণ হবে। একেবারে ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে খোলা চুলে পরে নিন সিল্ক টার্বান। টুপিরও কাজ করবে, সাজও অভিনব হবে।
এই ক্লিপ, কাঁটা, গার্টার সবই অনলাইন এবং বিভিন্ন দোকানে পাওয়া যায়। নিজের পছন্দ অনুযায়ী চুলের স্টাইল নির্বাচন করুন।
কালো সিল্কের শাড়ি: খাদি সিল্ক এম্পোরিয়াম দক্ষিণাপণ, যোগাযোগ: ০৩৩-৪০০৭৩৮০৯ শ্যুটিংস্থল ও খাবার সৌজন্য: হোটেল হলিডে ইন, কলকাতা এয়ারপোর্ট, যোগাযোগ: ৭০৪৪৪৭৪৫২৫ গ্রাফিক্স: সোমনাথ পাল