কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ
পুজো আসছে ভাবলেই মনটা নেচে ওঠে আনন্দে। যেন ছোট্ট মেয়ে হয়ে যাই। ক’টা দিনের ছুটিতে কী করব, কোথায় যাব, কী কী খাবো, কোন কোন ঠাকুর দেখব আর অবশ্যই কোন দিন কী শাড়ি পরব কেমন সাজব এসব নিয়ে চিন্তাভাবনা করতে বেশ লাগে আমার— পুজোর ফটো শ্যুটে এসে দেবলীনা হাসতে হাসতে হই হই করে বললেন, তাঁর মনের কথা। তারপর হাত বাড়ালেন শাড়িতে।
ষষ্ঠীতে তাঁত অ্যাপ্লিক
পুজোর প্রথম দিনটা বাংলার তাঁতই পরতে চান দেবলীনা। তবে তাঁত যদি হয় ডিজাইনার তাহলে তো সোনায় সোহাগা। সাদা-কালো চেক তাঁতকে ফ্লোরাল অ্যাপ্লিকে সাজিয়েছেন ডিজাইনার সোমা। কুঁচি আঁচল ও বুকের কাছে অ্যাপ্লিক প্যাচ শাড়িটিকে গর্জিয়াস করেছে। শাড়িটি ‘সোমা’জ ক্রিয়েশন’ থেকে নেওয়া।
সপ্তমীতে হ্যান্ডলুমে ব্লক
সপ্তমীর দিন তথাগতর সঙ্গে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে চান দেবলীনা। সব জায়গায় ভিড়ে গাড়ি থেকে নামা সম্ভব না হলেও আলো ঝলমল শহরে ঘুরতে ভালো লাগে দেবলীনার। এদিনের জন্য বাছলেন লাল আর গোল্ডেন পাটলিপাল্লু হ্যান্ডলুমে বাঁকুড়ার ঘোড়ার মোটিফে ব্লকপ্রিন্ট করা শাড়িটি। এটি ‘সোনাঝুরি বুটিকে’র। ডিজাইনার শাশ্বতী দাস জানালেন, বাঁকুড়ার ঘোড়া, প্যাঁচা, মাঙ্গলিক চিহ্ন ও কলমকারি ব্লক প্রিন্টে সাজিয়েছেন পুজোর শাড়ি।
অষ্টমীতে জর্জেট বেনারসি
এখনও ছোটবেলার মতোই সবথেকে ভালো শাড়িটা অষ্টমীর সন্ধেতে পরি, বললেন দেবলীনা। তাঁর প্রিয় কমলা রঙের জর্জেটে চওড়া মিনাকারি কাজের পাড় আর মিনাবুটি বেনারসিটি বেছে নিলেন। শাড়িটি ‘বেনারসি টেক্সটোরিয়াম’-এর। বেনারসে এদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি হয়েছে পুজো স্পেশাল জর্জেট বেনারসি, চান্দেরি, তসর ও ফ্যান্সি শাড়ি।
নবমীতে বাটিক সিল্ক
নবমীটা বন্ধুবান্ধবদের সঙ্গে মজা করার দিন। তাই হালকা নরম অথচ অফবিট শাড়ি চাই দেবলীনার। ডিজাইনার দেবশ্রী দাসের স্টোরে এমন শাড়ির দেখা মিলল। সফট সিল্কে বাটিকের ক্র্যাক আর ইন্দোনেশিয়ান বাটিকের যুগলবন্দি নজরকাড়া। ‘দেবশ্রী’জ’ থেকে নেওয়া নবমীর শাড়িটি।
দশমীতে চেকে জরি আঁচল
দশমীর দিন শ্বশুরবাড়িতে যাব। ওইদিন বাড়িতে আত্মীয়স্বজন আসেন। তাই বাড়িতেই সেজেগুজে থাকব। আয়না চেক খাদি কটনে কনট্রাস্ট জরির পাড় ও আঁচল বসানো শাড়িটি পছন্দ হল দেবলীনার। শাড়িটি ডিজাইনার ডাঃদীপান্বিতা হাজারির ‘সন্ধ্যারাগ’ থেকে নেওয়া। এখানে এই ধরনের মিক্স অ্যান্ড ম্যাচের গর্জিয়াস শাড়ি তৈরি হয়েছে পুজোর জন্যে।
পুজোর গয়না
পুজোর দিনগুলোয় সোনার গয়না পরতে চান দেবলীনা। তাঁর পাঁচটি শাড়ির সঙ্গেই ম্যাচ করে নানা ধরনের গয়না দিয়েছে অঞ্জলি জুয়েলার্স।