অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে ... বিশদ
শ্রীশ্রীবাবামণি হাসিয়া বলিলেন,—তুমি তো বাবা মজার প্রশ্ন কর্ল্লে! অন্যেরা এসে আমার কাজে সহায়তা করুন, এই অনুরোধ বা ইঙ্গিত ক’রে একটী কথাও আমি কেন বলি না, তার কারণ তো সুস্পষ্ট। যেটাকে আমি আমার নিজের কাজ ব’লে মনে কচ্ছি এবং যার জন্য আমি প্রাণান্তকর শ্রমই ক’রে যাচ্ছি, সেটা তো আমার একার কাজ নয়। সেটা তো সকলের কাজ। যখন সময় হবে, তখন সকলে একাজ নিয়ে ভাব্বে। আমার কি প্রয়োজন আছে, আমার হাজার কথার মাঝখানে আবার এই কথাটাও তাদের শুনিয়ে দেওয়ার? কি সব স্বপ্ন আমি আকৈশোর দেখে আসছি, তার গল্প ক’রে মানুষের মন ভুলাবার আমার আগ্রহ থাকবে কেন? আমি যে আমার নিজের ভিতরে বিশ্বাধিপতির পুণ্য সিংহাসনটী সুস্পষ্ট দেখতে পাচ্ছি। এজন্য আমার কোনো বিষয়ে কোনো অভাব-বোধ নেই। আর, তা নেই ব’লেই কারো কাছে কিছু যাচ্ঞা করবার অভিলাষ এই অন্তরে জাগে না। শরীরের প্রতিটি রোমকূপে হাজারটা ক’রে বারুদের স্তূপ নিয়ে আমি উল্কার বেগে দিকে-বিদিকে ছুটে বেড়াচ্ছি, হিমশীতল মৃতপ্রায় দেহগুলিতে একটুখানি প্রাণের উত্তাপ সঞ্চারিত ক’রে দিয়ে যাবার জন্য। এর মধ্যে আমার ব্যক্তিগত কোনও খোণ খেয়াল বা চরিতার্থতার কোনো বাসনা নেই। নেই ব’লেই আমি এত নিঃশঙ্ক এবং এত অনর্গল। দ্বিধা-দ্বন্দ্ব-সংশয়-বিরহিত চিত্তে আমি মানুষকে ব’লে যাচ্ছি,—“জাগো নিদ্রিত, তুমি জাগো। ওঠো, বস, কাজে লাগো।” কি কাজে সে লাগবে, সেইটে সে নিজেই নির্দ্ধারণ করুক। কাজ-নির্ব্বাচন ক’রে দেওয়ার ভার আমার উপরে আমি নিতে চাই নি। কার পূর্ব্বসংস্কার কাকে কোন কাজের পক্ষে উপযুক্ত ক’রে গড়ে রেখেছে, এটা সে নিজেই বুঝে নিক এবং সুগমতা দুর্গমতা বিচার ক’রে পথ-নির্ব্বাচন করুক। আমার বিচারে মানুষের স্বাধীন ইচ্ছার মূল্য সকলের চেয়ে বেশী, এমন কি আমার নিজের প্রয়োজনের দাবী ও তাগিদের চেয়েও বেশী। আমি আমার স্বাধীন রুচি অনুসারে নিজ সাধ্যানুযায়ী কাজ ক’রে যাচ্ছি নিঃশব্দে, আমাকে সহায়তা করার জন্য লোকের সহানুভূতিকে উদ্রিক্ত করার চেষ্টায় আয়ুক্ষয় আমি করব কেন? যুবকটী স্তম্ভিত ভাবে হঠাৎ উচ্চারণ করিল,—আশ্চর্য্য!
স্বদেশসেবক ও জাতিভেদ প্রথা
একজনের প্রশ্নের উত্তরে শ্রীশ্রীবাবামণি বলিলেন,—জাতিভেদ-প্রথার ভালমন্দ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা নিশ্চয়ই প্রয়োজন কারণ, দেশে একদল লোক একে জাতীয় উন্নতির সবচেয়ে বড় বাধা ব’লে মনে করেন, অন্যেরা ভাবেন যে, একে রক্ষা করাও একান্ত আবশ্যক। কিন্তু ওটা হচ্ছে সামাজিক সমস্যা। হিন্দু-সমাজের নিজস্ব সমস্যা।