জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
এত জলঘোলা করে বীরেন সিং কেন পদত্যাগ করলেন তা নিয়ে সম্ভাব্য দুটি কারণ শোনা যাচ্ছে। এক, সোমবার সেখানে যে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল (মুখ্যমন্ত্রীর পদত্যাগে যা স্থগিত রেখেছেন রাজ্যপাল), সেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল কংগ্রেসের। এতে বীরেনের সমস্যা হতো না। কিন্তু এই অনাস্থা প্রস্তাবকে সমর্থনের কথা জানিয়েছিল বিজেপি ও তার সহযোগী বড় একটি অংশের বিধায়করা। যার অর্থ, অনাস্থায় বীরেনের পরাজয় ছিল সময়ের অপেক্ষা। তেমনটা হলে গোটা মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হতো। সেই লজ্জাজনক পরিস্থিতি এড়াতেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন কৌশলী অমিত শাহ। কারণ, বীরেন-বিরোধী বিক্ষুব্ধদের যে ক্ষোভ ধূমায়িত হয়ে উঠেছিল তাকে প্রশমিত করার সব চেষ্টা ব্যর্থ হয়। দুই, একটি অডিও টেপই বীরেনের কাল হল। অভিযোগ ওঠে, ওই টেপে নাকি মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে যে, তিনি ‘সংঘর্ষ’ থামাতে কোনও সদর্থক ভূমিকা নেননি। এই নিয়ে মামলা হলে সুপ্রিম কোর্টের নির্দেশে টেপের গলা পরীক্ষা করে বিশেষজ্ঞরা রিপোর্ট জমা দিয়েছেন সর্বোচ্চ আদালতে। টেপের গলা বীরেনের বলেই বিশেষজ্ঞরা আশি শতাংশ নাকি নিশ্চিত হয়েছেন। সন্দেহ নেই, এটা সত্যি হলে বীরেনের বিপদ ঘনিয়ে আসার সমূহ সম্ভাবনা ছিল। সেটা আঁচ করেই হয়তো তাঁকে পদত্যাগের নির্দেশ দেন শাহ। কারণ যাই হোক, বীরেনের পদত্যাগকে বিরোধী এবং বিজেপি দলের বিক্ষুব্ধরা তাঁদের নৈতিক জয় হিসেবেই দেখছেন। সেই জয়কে উদযাপন করতে রবিবার রাতে কোথাও কোথাও উৎসবও হয়েছে।
ডাবল ইঞ্জিনের রাজ্য মণিপুরে জাতি সংঘর্ষের সূত্রপাত ২০২৩ সালের ৩ মে। বেশ কয়েকমাস নাগাড়ে অশান্তি চলার পর মাঝে কিছুদিন শান্ত ছিল এই পাহাড়ি রাজ্য। কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে ফের অশান্তির আগুনে ছারখার হয়েছে এই জনপদ। সরকারি হিসেবে, গত ২১ মাসে জাতি-হিংসায় ২৫৮ জনের প্রাণ গিয়েছে। লক্ষাধিক মানুষ এখনও ঘরছাড়া। আহত এবং নিখোঁজ বহু। এই মণিপুরেই হাজারও চোখের সামনে মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করেছে গোটা দেশ। এই পরিস্থিতির মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের (তৎকালীন) বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাঁর পরোক্ষ মদত এবং উস্কানিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। প্রথম দিকে তাঁর নিজের সম্প্রদায় মেইতেইরা বীরেনের পাশে ছিলেন। কিন্তু নিজেদের সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী তাঁদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় মেইতেইরাও বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে ৬০ আসন বিশিষ্ট বিধানসভায় তাঁর শেষলগ্নে মাত্র ১৪ জন বিধায়ক বীরেনের পাশে ছিলেন। এবার তাই দিল্লির মাতব্বরেরাও বীরেনকে ‘বাঁচাতে’ পারলেন না।