Bartaman Patrika
সম্পাদকীয়
 

প্রতিবাদ-পরিষেবা হাত ধরে চলুক

ইতিহাসের সাক্ষী থাকার মধ্যরাতে (১৪ আগস্ট পেরনো) বর্বরোচিত হামলা চলল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সরকারি হাসপাতালের মধ্যে একজন ডাক্তার-পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনায় যখন লজ্জা-ঘৃণা-ক্ষোভ উগরে দিতে পথে নামে টালা থেকে টাইম স্কোয়ার, তখন এই নির্বিচার তাণ্ডব যেন মহিলাদের নিরাপত্তার প্রশ্নটিকে আরও বেআব্রু করে দিল। তাহলে কি সত্যিই রাস্তাঘাট-কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপদে থাকাটা নিশ্চিত করতে পারবে না সমাজ-প্রশাসন? সপ্তাহখানেক আগে এক ঘুমিয়ে থাকা শহরে এই সরকারি হাসপাতাল চত্বরেই ওই চিকিৎসক তরুণীকে পাশবিক অত্যাচার চালিয়ে মেরে ফেলা হয়েছিল। এরই প্রতিবাদে দেশ স্বাধীন হওয়ার মাহেন্দ্রক্ষণের সেই রাতে পথের দখল নিয়েছিল মানুষ, গর্জে উঠেছিল নারীরা। শুধু কলকাতা বা রাজ্য নয়, ‘জাস্টিস ফর লেডি ডক্টর’, ‘জাস্টিস ফর আর জি কর’-এর দাবি তুলে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণের মতো দেশের প্রায় সব বড় শহর মাঝরাতে রাস্তায় নেমেছিল। আন্দোলনে পা মিলিয়েছেন আমেরিকা, ব্রিটেন, কানাডার ভারতীয়রাও। সুবিচার চেয়ে লক্ষ-কোটি মানুষের এমন স্বতঃস্ফূর্ত আবেগের আস্ফালন এই মহানগর তো বটেই, গোটা দেশও আগে কখনও দেখেছে কি না তা নিয়ে অতীত হাতড়ানো শুরু হয়েছে। কিন্তু এমন এক ইতিহাস তৈরির রাতে সেই সরকারি হাসপাতালেই বেপরোয়া তাণ্ডবের ঘটনা এই তিলোত্তমাকে যেন আরও কলঙ্কিত করে তুলল। আরও জোরালো কণ্ঠে প্রশ্ন উঠল, নিরাপত্তা কি তাহলে সোনার পাথরবাটি? 
মাত্র ছ’ দিনের ব্যবধানে দুটি পৃথক ঘটনা। কিন্তু প্রশ্ন একটাই, কে বা কারা এই ঘটনা ঘটাল? কী তাদের উদ্দেশ্য ছিল? তরুণীকে ধর্ষণ করে খুন বা হাসপাতালে ভাঙচুর— দুটি ঘটনাই যে পূর্ব পরিকল্পিত, তা পরপর দৃশ্যগুলো সাজালেই বোঝা যায়। দুর্ভাগ্যের হলেও সত্যি, দুটি ক্ষেত্রেই পুলিসের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। চিকিৎসক পড়ুয়ার খুনের ঘটনায় মূল অভিযুক্ত বলে পুলিস যাকে গ্রেপ্তার করে, সেই সিভিক ভলান্টিয়ার একজন বহিরাগত হওয়া সত্ত্বেও কী করে ওই রাতে হাসপাতালে একাধিকবার ঢুকল-বেরল, সেই সঙ্গত প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। আর ১৪(পেরনো)-১৫ আগস্ট  মধ্যরাতে হাসপাতালে ভাঙচুরের সময় পুলিসের ভূমিকা নিয়ে শুধু প্রশ্ন নয়, অন্য সন্দেহও দানা বেঁধেছে। কড়া নিরাপত্তায় মোড়া হাসপাতালে ৩৫-৪০ জন দুষ্কৃতী রীতিমতো মারমুখী মেজাজে ঢুকে পড়ল, তারপর প্রায় ৪০ মিনিট ধরে যথেচ্ছ ভাঙচুর চালাল, আর অভিযোগ, পুলিস ঘটনাস্থল থেকে বেবাক উধাও! তাদের কেউ কেউ হাসপাতালের বাথরুমে, ওয়ার্ডে গা ঢাকা দিয়ে বাঁচার চেষ্টা করল, এই দৃশ্য হজম করা কঠিন। যাদের উপর নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল, সেই পুলিসের এমন ময়দান ছেড়ে পালানোর চেষ্টা দেখে বিস্ময়ের ঘোর কাটছে না। যদিও দুষ্কৃতী তাণ্ডবে সবকিছু তছনছ হয়ে যাওয়ার পর পুলিসের ‘সক্রিয়তা’ লক্ষ করা যায়! মোদ্দা কথা, আর জি করকে ঘিরে কয়েক দিন যে ঘটনা ঘটে চলেছে তার দায়িত্ব কলকাতা পুলিস অস্বীকার করতে পারে কি? সংবাদ মাধ্যমকে পুলিস বা পুলিস কমিশনার শূলে চড়ালেও তা পারে না। 
সন্দেহ নেই, আর জি করের ঘটনা ব্যতিক্রম। এবং সেই কারণেই এর আঁচ গোটা দেশের সরকারি হাসপাতালগুলিতে ছড়িয়ে পড়েছে। আর জি করের ঘটনা এক অর্থে নজিরবিহীন বলেই এ রাজ্যের রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের মতো করে পরিস্থিতি থেকে ফায়দা তোলারও চেষ্টা করছে। কিন্তু এই প্রতিবাদের সময়কালে চিকিৎসকদের কাছে আরও একটা ভূমিকা প্রত্যাশা করে সমাজ। যে মেয়েটি বড় ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বাঁচতে চেয়ে অকালে চলে গেল, অসুস্থকে সেবা করাই কিন্তু তার এক ও একমাত্র লক্ষ্য ছিল। মৃত্যুর আগেও সেই কাজেই ডুবে ছিল মেয়েটি। কিন্তু সেই পরিষেবাই প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। প্রতিদিন হাজার হাজার অসুস্থ মানুষ প্রায় বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছেন। হয়তো কারও মৃত্যুও ঘটছে, যা কাম্য নয়। আন্দোলনকারীদের দাবিদাওয়াও অযৌক্তিক নয়। হাসপাতালের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তার জন্য লড়াই জারি থাকুক। তা আরও বৃহত্তর চেহারাও নিতে পারে। পাশাপাশি দুটি পৃথক ঘটনার তদন্তেই প্রকৃত দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক—সেই দাবিও জোরালো থাক। কিন্তু চিকিৎসকের রাজধর্ম পালন করে অসুস্থদের সেবার কাজ ফের পুরোমাত্রায় শুরু করলে বহু মানুষ উপকৃত হবেন। ডাক্তারদের পাশে দাঁড়ানো সমাজ সেটাও সমানভাবে চায়। মনে রাখা প্রয়োজন, পানীয় জলের মতো চিকিৎসা পাওয়ার অধিকারও মানুষের আছে।
17th  August, 2024
কিনারা আর কত দূর?

সিবিআই শব্দটির মধ্যে বেশ সমীহ ও ভারিক্কি ভাব রয়েছে। এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটিকে বহু মানুষ মুশকিল আসান বলেই মনে করেন। তাঁদের ধারণা, দুষ্টের দমনে সিবিআইয়ের চেয়ে বড় সংস্থা ভূভারতে আর নেই। বিশদ

কবে রহস্যভেদ?

ধর্ষণ করে খুনের প্রতিটি ঘটনার অভিঘাত সমান হয় না। ২০১৭ সালে উত্তরপ্রদেশের উন্নাও-এ সতেরো বছরের এক তরুণীকে গণধর্ষণ করা হয়। ২০১৮ সালে জম্মু-কাশ্মীরের কাঠুয়াতে আট বছরের এক শিশুকে অপহরণের পর গণধর্ষণ করে খুন করা হয়েছিল। বিশদ

20th  August, 2024
ফের সেই রাজনীতির কানাগলি!

আর জি করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণসহ খুনের ঘটনাটি ৮ আগস্ট, গভীর রাতের। অভিযোগ পরদিন সামনে আসামাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিস কমিশনারের নেতৃত্বে শুরু হয় পুলিসি তদন্ত। অতিদ্রুত তৈরি হয় ময়নাতদন্ত রিপোর্ট।
বিশদ

19th  August, 2024
আতঙ্কের আবহে ভূস্বর্গে ভোট

সময়ের ব্যবধান এক দশকের! গণতন্ত্রের নিয়ম মেনে পাঁচ বছর আগেই যে কাজটা করে ফেলা উচিত ছিল, রাজনৈতিক অঙ্ক আর প্রবল অনীহায় তা ফেলে রেখেছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। শেষমেশ সময় বেঁধে দিয়ে সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হয়। বিশদ

18th  August, 2024
স্বাধীনতা রক্ষার লড়াই

আজ ১৫ আগস্ট, ২০২৪—ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। স্বাধীনতাহীনতা এক যন্ত্রণা। সেই কষ্ট কতটা দুর্বিষহ, তা আমরা ভারতবাসীরা মর্মে মর্মে উপলব্ধি করেছি ১৯৪৭ পূর্ববর্তী দুই শতকে। তাই স্বাধীনতা প্রাপ্তির অধিক আনন্দ আর কী হয়! বিশদ

15th  August, 2024
রোগীদের ‘শাস্তি’ বন্ধ হোক

গত বৃহস্পতিবার রাতে কলকাতায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতরে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে দেশজুড়ে চলছে চিকিৎসকদের ধর্মঘট। তার জন্য শুক্রবার থেকে দুর্ভোগে পড়েছেন বহু রোগী এবং তাঁদের পরিবারগুলি। বিশদ

14th  August, 2024
‘ডাবল ইঞ্জিনে’র কেরামতি!

জাতীয় নির্বাচন কমিশন যা করে দেখাতে পারেনি, ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন সেটাই করে দেখাল অনায়াসে! একটু অন্যভাবে বললে দাঁড়ায়, ভোট পরিচালনার প্রতিটি পর্বে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের কাছে বলে বলে দশ গোল খেল জাতীয় নির্বাচন কমিশন।
বিশদ

13th  August, 2024
দেশ হারাল অমূল্য সেবককে

খুন হয়ে গিয়েছেন একজন ডাক্তার। তাও আবার ‘দেশের সবচেয়ে নিরাপদ মহানগর’ বলে পরিচিত কলকাতারই একটি এলিট সরকারি মেডিক্যাল কলেজের ভিতরে।
বিশদ

12th  August, 2024
দুয়োরানি

রিস ওলিম্পিকস শেষের পথে। তারপর হয়তো কোনও একদিন সেই অনিবার্য ছবিটা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়বে। পদকজয়ীদের সঙ্গে দেশের প্রধানমন্ত্রী হাসিমুখে ‘পোজ’ দিয়ে দাঁড়িয়ে আছেন। হয়তো সেদিন তিনি দাবি করবেন, এই সাফল্যের পিছনে তাঁর সরকারের অবদানের কথা। তুলে ধরতে পারেন ক্রীড়াক্ষেত্রে তাঁর সরকারের বাজেট বরাদ্দ বৃদ্ধির কথা।
বিশদ

11th  August, 2024
নজরদারির কৌশল!

সরকার চালাতে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলে যে কী হয়, তার হাতেগরম ফল পেল মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকার। বৃহস্পতিবার লোকসভায় ওয়াকফ সম্পত্তি সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। বিশদ

10th  August, 2024
কাঁকড়ার জাত

শুধু ওলিম্পিকস কেন, যেকোনও আন্তর্জাতিক ক্রীড়া আসরে স্বর্ণপদক লাভ সবসময়ই একটি দুর্লভ সুযোগ। একজন প্রতিযোগী ব্যক্তিগত ইভেন্টেও সেই সাফল্য পেলে তা শেষমেশ দেশগৌরব বলেই মনে করা হয়। এই আবেগ ভারতের জন্য আরও বেশি কাজ করে। বিশদ

09th  August, 2024
নৈরাজ্য মুক্তির প্রতীক্ষা

স্বাধীন বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন রাষ্ট্রের শত্রুদের হাতে। ১৯৭৫-এ ভারতের স্বাধীনতা দিবসে তাঁকে হত্যার মধ্যে পরিষ্কার বার্তা এটাই ছিল যে, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সখ্য’ তারা কোনোমতেই বরদাস্ত করবে না। বিশদ

08th  August, 2024
বিষাদের মাস

২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালে মাত্র ৯ মাসেরও কম সময়ের এক যুদ্ধে পাল্টে গিয়েছিল পূর্ব পাকিস্তানের নাম, পরিচয় ও সত্তা। ১৯৪৭ সালের ১৪ আগস্ট মহম্মদ আলি জিন্নার নেতৃত্বে একদল মানুষ ভারতের অঙ্গচ্ছেদ করে ‘ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান’ নামে একটি নতুন ‘স্বাধীন’ দেশ আদায় করেছিল। বিশদ

07th  August, 2024
শুদ্ধিকরণের ফল

লোকসভা ভোটে বিপুল সাফল্যের (২৯টি আসনে জয়) পর থেকেই দলের মন্ত্রী-নেতা-কর্মীদের উদ্দেশে লাগাতার বার্তা দিয়ে এসেছিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ ‘দাদাগিরি’ বা ‘দুর্নীতি’তে জড়িয়ে পড়লে দল যে তার পাশে থাকবে না— নেতৃত্বের হুঁশিয়ারিতে সেই স্পষ্ট বার্তা ছিল। বিশদ

06th  August, 2024
মূর্তি কোনও সুরাহা নয়

একটি কেন, একশো এবং আকাশচুম্বী স্ট্যাচু দিয়েও কৃষকের‌ পেট ভরবে না। মূর্তি তো মূর্তিই। কৃষকরাই তার চিন্ময় রূপ। মৃন্ময়কে আঁকড়ে থেকে চিন্ময়কে উপেক্ষার মাশুল মারাত্মক হতে পারে। চাই ফসল উৎপাদনে সবরকম সহায়তা এবং লাভজনক দামে ফসল বিক্রয়ের সুযোগ।
বিশদ

05th  August, 2024
‘লিক’!

এমন ঘটনা শহরের পুরনো বাড়ি কিংবা কলোনি-বস্তি এলাকার টালির বাড়িতে হামেশাই ঘটে। প্রবল বৃষ্টিতে ফুটো হয়ে চুঁইয়ে জল পড়ছে ঘরের মধ্যে, সেই জল বালতিতে ধরে কোনওরকমে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছেন বাড়ির লোকেরা। এই ছবি এবার চোদ্দো মাস বয়সি নতুন সংসদ ভবনে দেখা গেল! বিশদ

04th  August, 2024
একনজরে
ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচ খেলতে বুধবার জামশেদপুর যাচ্ছে মোহন বাগান। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন ও আশিক কুরুনিয়ানকে পাচ্ছে না সবুজ-মেরুন ব্রিগেড। ...

অনিয়মিত রেল চলাচল, বিভিন্ন রেল স্টেশনের উন্নতিকরণ সহ একাধিক দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রেল অবরোধের ডাক দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-জকপুর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ...

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে এলন মাস্ককে মন্ত্রিসভার সদস্য করবেন। সোমবার এমনটাই ইচ্ছাপ্রকাশ করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেন, ‘এলন খুব বুদ্ধিমান ছেলে। ...

মহারাষ্ট্রে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ি (এমভিএ)-র হাত ধরতে চায় আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। চলতি বছরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পুজোপাঠে ও সাধুসঙ্গে মানসিক শান্তিলাভ। দীর্ঘ প্রতীক্ষার পর কর্মোন্নতি ও উপার্জন বৃদ্ধি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বরিষ্ঠ নাগরিক দিবস
১৬১৩- বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর মৃত্যু
১৯০৮ - ভারতীয় বাঙালি বিজ্ঞানী তথা কৃষিতে জৈব সার ব্যবহারের পথিকৃৎ পরমনাথ ভাদুড়ীর জন্ম
১৯১১- লিওনার্দো দা ভিঞ্চির  মোনালিসা ছবিটি লুভারস মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়
১৯৩১- গায়ক বিষ্ণু দিগম্বর পালুসকরের মৃত্যু
১৯৭২- বন সংরক্ষণ আইন চালু হল
১৯৭৮- ভিনু মানকড়ের মৃত্যু
১৯৭৮- অভিনেত্রী ভূমিকা চাওলার জন্ম
১৯৮৬- জামাইকার স্প্রিন্টার উসেইন বোল্টের জন্ম
১৯৯৫- ভারতের নোবেলজয়ী বিজ্ঞানী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখরের মৃত্যু
২০০৬- বিশিষ্ট সানাইবাদক ওস্তাদ বিসমিল্লা খানের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৪ টাকা ৮৪.৭৮ টাকা
পাউন্ড ১০৭.১৪ টাকা ১১০.৬৮ টাকা
ইউরো ৯১.৩৫ টাকা ৯৪.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৫,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৫,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ ভাদ্র, ১৪৩১, বুধবার, ২১ আগস্ট, ২০২৪। দ্বিতীয়া ২৯/৩০ অপরাহ্ন ৫/৭। পূর্বভাদ্রপদ নক্ষত্র ৪৮/৮ রাত্রি ১২/৩৪। সূর্যোদয় ৫/১৯/১৬, সূর্যাস্ত ৬/০/১৪। অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ৯/৩৩ গতে ১১/১৪ মধ্যে পুনঃ ৩/২৮ গতে ৫/৯ মধ্যে। রাত্রি ৬/৪৫ গতে ৯/১ মধ্যে পুনঃ ১/৩৩ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৬ গতে ৩/২৮ মধ্যে। রাত্রি ৯/১ গতে ১০/৩১ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ১০/৪ মধ্যে পুনঃ ১১/৩৯ গতে ১/১৪ মধ্যে। কালরাত্রি ২/৩০ গতে ৩/৫৫ মধ্যে। 
৪ ভাদ্র, ১৪৩১, বুধবার, ২১ আগস্ট, ২০২৪। দ্বিতীয়া রাত্রি ৮/১৬। শতভিষা নক্ষত্র দিবা ৬/২৬ পরে পূর্বভাদ্রপদ নক্ষত্র শেষরাত্রি ৪/৫১। সূর্যোদয় ৫/১৮, সূর্যাস্ত ৬/৩। অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৯/৩০ গতে ১১/৮ মধ্যে ও ৩/১৩ গতে ৪/৫১ মধ্যে এবং রাত্রি ৬/২৭ গতে ৮/৪৮ মধ্যে ও ১/৩০ গতে ৫/১৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৩৫ গতে ৩/১৩ মধ্যে এবং রাত্রি ৮/৪৮ গতে ১০/২২ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ১০/৫ মধ্যে ও ১১/৪১ গতে ১/১৬ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৩/৫৪ মধ্যে। 
১৬ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
২০৭ পয়েন্ট উঠল সেনসেক্স

01:57:35 PM

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন সুপার হলে সপ্তর্ষি চট্টোপাধ্যায়

11:01:43 PM

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হলেন ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়

10:46:34 PM

আর জি কর কাণ্ড: আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে চার আধিকারিককে বদলি করল স্বাস্থ্য ভবন

10:41:39 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর

10:05:02 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

10:02:32 PM