Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

এবার নতুন চক্রান্ত: বাঙালি খেদাও
তন্ময় মল্লিক

আর জি করের ঘটনায় উত্তাল রাজ্য। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় শিউরে উঠেছে বাংলা। ন্যায়বিচারের দাবিতে শুধু চিকিৎসকরাই নন, গোটা রাজ্য এককাট্টা। অপরাধীর সংখ্যা এক না একাধিক, তা  বেরিয়ে আসবে সিবিআই তদন্তে। অপরাধীর সংখ্যা নিয়ে বিতর্ক আছে। কিন্তু, আন্দোলনকারী থেকে মুখ্যমন্ত্রী সকলেই একটা বিষয়ে একমত, এমন জঘন্য অপরাধের একমাত্র শাস্তি, ফাঁসি। এমনই পরিস্থিতির মধ্যে নতুন করে বাংলায় অশান্তির সলতে পাকানো শুরু হয়েছে প্রতিবেশী রাজ্যে। ওড়িশায় গেরুয়া ব্রিগেড দ্রুত মজবুত করছে বিভাজনের ভিত। শুরু হয়েছে বেছে বেছে বাঙালিদের উপর অত্যাচার। তা সহ্য করতে না পেরে রুজিরুটি খুইয়ে শয়ে শয়ে মানুষ ফিরছে বাংলায়। একদা একযোগে উচ্চারিত হতো বাংলা-বিহার-ওড়িশার নাম। সেই ওড়িশাতেই শুরু হয়েছে ‘বাঙালি খেদাও’ অভিযান।
কোটা আন্দোলনের জেরে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরই এপার বাংলায় ঘণীভূত হয়েছিল আশঙ্কার কালো মেঘ। অনেকেই মনে করেছিলেন, একাত্তরের পুনরাবৃত্তি হবে। বাংলায় আছড়ে পড়বে বাংলাদেশি শরণার্থীর ঢেউ। তাতে বদলে যাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ। সেই আশাতেই জনগণের ভোটে গোহারা বিজেপি শরণার্থীদের জানিয়েছে আগাম স্বাগত।
বঙ্গ বিজেপি ভেবেছে, বাংলাদেশ ইস্যুতে উত্তপ্ত হবে রাজ্য। তারজন্য সীমান্তবর্তী জেলায় সুড়সুড়ি দেওয়া শুরু করেছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের কথা প্রচার করে এখানেও পাল্টা কিছু করার আশায় ছিল। একথা ঠিক, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে লাগাতার হিংসার ঘটনা ঘটছে। আক্রান্তদের মধ্যে আছে হিন্দু, আছে মন্দিরও। 
কিন্তু মৃতের লম্বা লিস্টে মুসলিমও প্রচুর। বরং আওয়ামি লিগের সঙ্গে যুক্ত মুসলিম নেতারাই খুন হয়েছেন বেশি।
একটু তলিয়ে দেখলে বোঝা যাবে, বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন আওয়ামি লিগের নেতা ও কর্মীরা। তাঁরা খুন হচ্ছেন, তাঁদের বাণিজ্য কেন্দ্রে লুটপাট চালানো হচ্ছে। বিএনপি এবং জামাতদের রাগ আওয়ামি লিগের উপরই। কারণ তারা অন্য দলের তুলনায় কিছুটা হলেও ধর্মনিরপেক্ষ। হিন্দু সহ অন্য সংখ্যালঘুদের নিরাপত্তাকে গুরুত্ব দেয়। সেই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরাও আওয়ামি লিগকেই সরকারে চায়। এই বিষয়টি ক্রমশ পরিষ্কার হচ্ছে। তাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এরাজ্যের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও কমছে।
মমতা বন্দ্যোপাধ্যায় গোড়াতেই জানিয়ে দিয়েছেন, দিল্লির পথেই হাঁটবে রাজ্য। একথা বলায় বাংলাদেশ ইস্যুতে মমতাকে প্যাঁচে ফেলার রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে বিজেপির। দিল্লির সরকার জানে, দরজা হাট করে খুলে দিলে শরণার্থীর ঢেউ শুধু বাংলায় নয়, আছড়ে পড়বে ত্রিপুরা, অসম প্রভৃতি রাজ্যেও। সেখানে ‘ডাবল ইঞ্জিন’ সরকার। তাও সেই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা ডাবল ইঞ্জিন সরকারের ক্যাপ্টেনদের নেই। তাই দিল্লির সরকার উচ্চ পর্যায়ের কমিটি গড়ে নিয়েছে ‘ধীরে চলো’ নীতি। তা বলে বাংলাদেশ ইস্যুতে বিজেপির বাংলাকে ব্যতিব্যস্ত করার ষড়যন্ত্র বন্ধ হয়নি।
কী সেই ষড়যন্ত্র? প্রতিবেশী রাজ্য ওড়িশায় শুরু হয়েছে ‘বাঙালি খেদাও’ অভিযান। ওড়িশা প্রতিবেশী রাজ্য। তাই জীবিকা ও চিকিৎসার প্রয়োজনে বাংলা ও ওড়িশার বাসিন্দাদের উভয় রাজ্যেই যাতায়াত আছে। তাছাড়া পুরী এবং জগন্নাথদেবের মন্দির তো বাংলার কোটি কোটি মানুষের কাছে অতি প্রিয় ও পবিত্র স্থান। পুরীর হোটেলগুলি টিকে আছে বাংলার জন্য। আবার ওড়িশার প্রচুর মানুষ জীবিকার প্রয়োজনে বাংলায় আছে। উভয়েরই উভয়কে প্রয়োজন। তা সত্ত্বেও বিজেপি শাসিত ওড়িশায় পাকানো হচ্ছে বাংলায় অশান্তি সৃষ্টির সলতে। ওড়িশা থেকে তাড়ানোর জন্য পায়ে পা লাগিয়ে ঝামেলা পাকিয়ে বাঙালিদের পেটানো হচ্ছে। 
ওড়িশায় গেরুয়া ব্রিগেড এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কী আচরণ করছে, তা শোনা যাক ভুক্তভোগীদের মুখে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামের আসাদুল শাহ পাঁচ বছর ধরে ওড়িশায় ছিলেন। গ্রামে গ্রামে ঘুরে ভাঙা লোহা, টিন কিনে মহাজনকে বিক্রি করতেন। কিন্তু মার আর হুমকিতে তিনি বাড়ি চলে আসতে বাধ্য হয়েছেন। আসাদুল বলেন, এর আগে ওড়িশার মানুষ আমাদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেনি। দীর্ঘদিন থাকার সুবাদে চেনাজানা হয়ে গিয়েছে। কিন্তু এখন ওরাই আমাদের ‘বাংলাদেশি’ বলে মারধর করছে। আধার কার্ড, ভোটার কার্ড কিছুই মানছে না। 
মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের পানানগর গ্রামের রেজাউল শেখ এখনও ওড়িশায় আছেন। তবে, বাড়ি ফেরার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তাঁর কথায়, আমি রাজমিস্ত্রির কাজ করি। এখানে ১৭ বছর আছি। নবীন পট্টনায়কের সময় ওড়িশার পরিস্থিতি ভালো ছিল। কোনও দিন সমস্যায় পড়তে হয়নি। করোনার সময়েও এখানেই ছিলাম। বাড়ি যাইনি। প্রশাসন প্রতি সপ্তাহে এত খাবার সামগ্রী দিত যে তাতে দু’সপ্তাহ চলে যেত। বিজেপি আসার পর সেই ওড়িশাই কেমন যেন বদলে গেল! এখন বাঙালি দেখলেই মারধর করছে। এই আতঙ্ক নিয়ে থাকা যায়? আমাদের ওখান থেকে আসা ৯০ ভাগ লোকই ফিরে গিয়েছে। আমিও যাওয়ার জন্য তৈরি হচ্ছি।
আতঙ্কের কথাই বটে। পেটের দায়ে বের হওয়া লোকজনকে কোনও কারণ ছাড়াই দুমদাম পিটিয়ে দিলে ভয় তো হবেই। ওড়িশায় বাংলাভাষী ফেরিওয়ালা দেখলেই পেটানো হচ্ছে। তার ভিডিও ভাইরাল হয়েছে। ভোটার কার্ড, আধার কার্ড দেখিয়ে, বাড়ির ঠিকানা বলেও রেহাই পাচ্ছে না। বেধড়ক পিটিয়ে ওড়িশা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। বেশিরভাগটাই হচ্ছে বজরং দলের নাম করে। কাজও হচ্ছে হুমকিতে। প্রাণ বাঁচাতে দলে দলে বাংলায় ফিরছে বাঙালি। বাংলায় ফিরে তাঁরা প্রতিবাদে ফেটে পড়ছেন।
আসাদুল আর রেজাউলের নাম শুনে হয়তো অনেকেই দুই আর দু’য়ে চার করতে পারেন। ভাবতে পারেন, কেবল মুসলিমদেরই বিজেপি হেনস্তা করছে। হিন্দুদের কিছু বলবে না। কিন্তু, ভাবনাটা ভুল। ওড়িশার পরিস্থিতিটা একটু অন্যরকম। শুধু মুসলিম নয়, হিন্দুদেরও ওরা পেটাচ্ছে। বাংলায় কথা বললেই হল। বাঙালি বুঝতে পারলেই তাঁদের গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে ‘বাংলাদেশি’ তকমা। তারপর দেওয়া হচ্ছে ওড়িশা ছেড়ে চলে যাওয়ার ফরমান। কেউ ভোটার কার্ড, আধার কার্ডের কথা বললেই জুটছে বেধড়ক মার।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সুজিত মাইতি বহু বছর ধরে ওড়িশায় মশারি, বেডশিট প্রভৃতি বিক্রি করেছেন। ‘বাংলাদেশি’ দেগে দিয়ে ওড়িশা ছাড়ার ফতোয়া দেওয়ায় তিনি দেখিয়েছিলেন তাঁর আধার কার্ড। সঙ্গে সঙ্গে এসেছে উত্তর, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জাল আধার কার্ড করে এখানে পাঠিয়েছে। এসব দেখিয়ে লাভ নেই। বাঁচতে চাস তো বাংলায় ফিরে যা।’ একথা শোনার পর আর সেখানে থাকার সাহস 
পাননি সুজিতবাবু।
খেজুরির বসুদেব মান্না প্রায় ২৪ বছর ধরে ওড়িশার গ্রামে ঘুরে ঘুরে ভাঙা লোহা, টিন কেনাবেচা করেন। এখনও তিনি ওড়িশায়। তবে ভাড়াঘরে একপ্রকার বন্দিজীবন কাটাচ্ছেন। মারধর খেয়ে তাঁর সঙ্গীদের অধিকাংশই বাড়ি ফিরেছেন। তিনিও ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বসুদেববাবু ফোনে বলেন, ‘এভাবে ক’দিন আর ভয়ে ভয়ে ঘরে বসে থাকব? মারধরের ভয়ে মাল কিনতে যেতে পারছি না। মালপত্র, টাকা পয়সা কেড়ে নিচ্ছে। বাংলা থেকে আসা বেশিরভাগ লোকই ফিরে গিয়েছে। আমিও দু’চারদিন দেখে চলে যাব। বহুবছর এখানে আছি। কিন্তু ওড়িশা এমনটা ছিল না।’ 
ভারতবর্ষজুড়ে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করে, এটা দীর্ঘদিনের সংস্কৃতি। বিভাজনের অস্ত্রে তাকে ভেঙে চুরমার করতে চাইছে বিজেপি। বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ করে গরিবের পেটে আগেই লাথি মেরেছে বিজেপি। এবার বাঙালি যাতে অন্য রাজ্যে কাজ করতে না পারে, শুরু করেছে সেই চক্রান্ত। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিকে হাতিয়ার করে ওড়িশায় ‘বাঙালি খেদাও’ অভিযান তারই মহড়া। এর পিছনে রয়েছে মস্ত বড় অঙ্ক।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বঙ্গ বিজেপির মনে জাগিয়েছে ঘুরপথে বাংলা দখলের খোয়াব। ওড়িশার পাল্টা বাংলায় শুরু হলেই ৩৫৬ ধারা লাগুর দাবিতে লম্ফঝম্ফ জুড়ে দেবে বিজেপি। কিন্তু রবীন্দ্রনাথের ‘হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন-/ শক-হুন-দল পাঠান-মোগল এক দেহে হল লীন।’ পড়ে বড় হয়েছে বাঙালি। তাই ঩বিজেপির পাতা ফাঁদে কিছুতেই পা দেবে না বাংলা।
17th  August, 2024
প্যারিসের ওলিম্পিক্স ভিলেজ যেন পাশ্চাত্যের বস্তি
সন্দীপন বিশ্বাস

ওলিম্পিক গেমসকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। ক্রীড়াবিদদের চমকে দেওয়া পারফরমেন্স, টান টান লড়াই, রেকর্ড ভাঙার অদম্য ইচ্ছা, পদক জয়ের জন্য নিজেকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা— এসব দেখে মনে হয় ওলিম্পিক গেমস সত্যিই গ্রেটেস্ট শো অন আর্থ। বিশদ

জাস্টিস ফর আর জি কর
শান্তনু দত্তগুপ্ত

আপনি কি অভয়ার আসল নাম জানেন? তার হাতের লেখা কেমন ছিল? কিংবা তার ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বর? মৃত্যুর পর কেমন দেখতে হয়েছিল তাকে? হয়তো জানেন। সৌজন্যে? সোশ্যাল মিডিয়া। অথচ, এমন কোনওটাই আপনার-আমার জানার কথা ছিল না। বিশদ

20th  August, 2024
সেবি: মাধবীর পদত্যাগ ও নতুন তদন্ত জরুরি
পি চিদম্বরম

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) উদ্ঘাটিত কাহিনির প্রতি বাণিজ্যিক এবং অর্থনৈতিক দুনিয়ার দৃষ্টি আকৃষ্ট করেছে। 
বিশদ

19th  August, 2024
রাজনীতি থামিয়ে দ্রুত বিচার চাই
হিমাংশু সিংহ

আর জি কর হাসপাতালে যা ঘটেছে তা বাঙালির কাছে লজ্জার। মানবতার এমন পরাজয়ে মাথা হেঁট হয়ে গিয়েছে আমাদের সবার। শিউরে উঠেছে বিবেক। রবীন্দ্রনাথের বাংলায় মানুষ কি দিনদিন পশু হয়ে যাচ্ছে? অল্পবয়সি এক ডাক্তারের এমন মর্মান্তিক পরিণতি আমাদের যত্নে লালন করা বাঙালি অস্মিতাকেই সজোরে আঘাত করেছে, রক্তাক্ত হয়েছে যাবতীয় বোধ, বুদ্ধি, অনুভূতি। বিশদ

18th  August, 2024
শুধুই এক টুকরো ত্রিবর্ণের আবেগ?
মৃণালকান্তি দাস

তিষশাস্ত্রবিদরা বলেছিলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট দিনটা নাকি শুভ নয়! তাই ১৪ তারিখ রাত এগারোটা বাজার আগেই দিল্লিতে গণপরিষদের সভা বসেছিল। বিশদ

15th  August, 2024
নতুন ছবি, ঘুরে দাঁড়াচ্ছেন বাংলাদেশের হিন্দুরা!
হারাধন চৌধুরী

আজ ১৪ আগস্ট। পাকিস্তানের স্বাধীনতা দিবস। রাত পোহালেই স্বাধীনতা দিবস ভারতের। ৭৭ বছর আগে এক ভারত পৃথগন্ন হয়ে এই দুটি তারিখে নতুন রাষ্ট্রিক পরিচয় গ্রহণ করেছিল। আর এই দিনদুটির মাঝখানে দোলাচলেই ছিল সাবেক ‘পূর্ব পাকিস্তান’। বিশদ

14th  August, 2024
কতটা শাস্তি হলে তবে সিস্টেম বদলানো যায়
শান্তনু দত্তগুপ্ত

নির্ভয়াকে মনে আছে আমাদের? সেই যে প্যারামেডিক্যালের ছাত্রী। বাড়ি ফিরছিল বন্ধুর সঙ্গে। দোষের মধ্যে, রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল। আর রাত বাড়লেই যে মানব সমাজের অন্দরে লুকিয়ে থাকা পশুগুলো খোলস ছেড়ে বেরিয়ে আসে। সেবারও এসেছিল।
বিশদ

13th  August, 2024
গণতন্ত্রের খামতিরই চরম মূল্য দিল বাংলাদেশ
পি চিদম্বরম

১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার তেরোটি রাজ্য তাদের স্বাধীনতা ঘোষণা করেছিল। ফরাসি বিপ্লবের (১৭৮৯-১৭৯৯) পর অতিবাহিত হয়েছে দুই শতকেরও বেশিকাল।
বিশদ

12th  August, 2024
‘মৌলবাদী’ বাংলাদেশ বড় বিপদ পশ্চিমবঙ্গের কাছে
হিমাংশু সিংহ

ভুলটা কার? শুধুই হাসিনার? নাকি মাত্র সাত মাস আগে সেদেশের নির্বাচনে একতরফা জয়ের পর শাসক আওয়ামি লিগের দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়ার সঙ্গে প্রতিবেশী ভারতের গোয়েন্দা ব্যর্থতাও ওতপ্রোতভাবে জড়িত! প্রশ্ন ওঠা স্বাভাবিক, বিদেশের মাটিতে সম্ভ্রম জাগানো ‘র’ তাহলে কী করছিল, বিন্দুবিসর্গও টের পায়নি?
বিশদ

11th  August, 2024
এটা কি অন্নদাতাদের সম্মান, না অপমান!
তন্ময় মল্লিক

‘লাঙলের টুকরোর স্ট্যাচুই কৃষকদের সর্বোচ্চ সম্মান।’ দিল্লিতে আন্তর্জাতিক কৃষি-অর্থনীতিবিদদের সম্মেলনে এই মন্তব্য করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একথা বলার কারণ? দেশের কৃষকরা যে তাঁর আমলেই সর্বোচ্চ সম্মান পেয়েছে, সেটা বিশ্ববাসীকে বোঝানো। বিশদ

10th  August, 2024
দেশভাগ করে ৭৭ বছরে কী পেল প্রতিবেশীরা?
সমৃদ্ধ দত্ত

পরকালের কোনও অদৃশ্য নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে এখন হয়তো জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী এবং বল্লভভাই প্যাটেলরা হাসতে হাসতে  মহম্মদ আলি জিন্নাকে বলছেন, কী ব্যাপার জিন্না সাহেব! দেশভাগ করে তাহলে কী পেলেন? বিশদ

09th  August, 2024
এই বর্ষায় ‘বসন্ত’ ফিরেছে বাংলাদেশে!
মৃণালকান্তি দাস

আরব বসন্তের আঁতুড়ঘর ছিল তিউনিসিয়া! ২০১০-এর ১৭ ডিসেম্বর পুলিসি অত্যাচারের প্রতিবাদে মহম্মদ বওয়াজি নামে এক যুবক প্রকাশ্যে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। এমনিতেই গোটা দেশ দমন-পীড়ন, দুর্নীতি আর রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে গোমড়াচ্ছিল। বিশদ

08th  August, 2024
একনজরে
মহারাষ্ট্রে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ি (এমভিএ)-র হাত ধরতে চায় আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। চলতি বছরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ...

কুসংস্কার-বিরোধী, যুক্তিবাদী চিকিৎসক নরেন্দ্র দাভোলকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার দেশজুড়ে ন্যাশনাল সায়েন্স টেম্পার ডে (এনএসটিডি) পালিত হল। এনএসটিডির সপ্তম বর্ষে জোর দেওয়া হয়েছে কলকাতা সায়েন্স টেম্পার ডিক্লারেশনের উপরে। ...

ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচ খেলতে বুধবার জামশেদপুর যাচ্ছে মোহন বাগান। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন ও আশিক কুরুনিয়ানকে পাচ্ছে না সবুজ-মেরুন ব্রিগেড। ...

অনিয়মিত রেল চলাচল, বিভিন্ন রেল স্টেশনের উন্নতিকরণ সহ একাধিক দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রেল অবরোধের ডাক দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-জকপুর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পুজোপাঠে ও সাধুসঙ্গে মানসিক শান্তিলাভ। দীর্ঘ প্রতীক্ষার পর কর্মোন্নতি ও উপার্জন বৃদ্ধি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বরিষ্ঠ নাগরিক দিবস
১৬১৩- বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর মৃত্যু
১৯০৮ - ভারতীয় বাঙালি বিজ্ঞানী তথা কৃষিতে জৈব সার ব্যবহারের পথিকৃৎ পরমনাথ ভাদুড়ীর জন্ম
১৯১১- লিওনার্দো দা ভিঞ্চির  মোনালিসা ছবিটি লুভারস মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়
১৯৩১- গায়ক বিষ্ণু দিগম্বর পালুসকরের মৃত্যু
১৯৭২- বন সংরক্ষণ আইন চালু হল
১৯৭৮- ভিনু মানকড়ের মৃত্যু
১৯৭৮- অভিনেত্রী ভূমিকা চাওলার জন্ম
১৯৮৬- জামাইকার স্প্রিন্টার উসেইন বোল্টের জন্ম
১৯৯৫- ভারতের নোবেলজয়ী বিজ্ঞানী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখরের মৃত্যু
২০০৬- বিশিষ্ট সানাইবাদক ওস্তাদ বিসমিল্লা খানের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৪ টাকা ৮৪.৭৮ টাকা
পাউন্ড ১০৭.১৪ টাকা ১১০.৬৮ টাকা
ইউরো ৯১.৩৫ টাকা ৯৪.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৫,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৫,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ ভাদ্র, ১৪৩১, বুধবার, ২১ আগস্ট, ২০২৪। দ্বিতীয়া ২৯/৩০ অপরাহ্ন ৫/৭। পূর্বভাদ্রপদ নক্ষত্র ৪৮/৮ রাত্রি ১২/৩৪। সূর্যোদয় ৫/১৯/১৬, সূর্যাস্ত ৬/০/১৪। অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ৯/৩৩ গতে ১১/১৪ মধ্যে পুনঃ ৩/২৮ গতে ৫/৯ মধ্যে। রাত্রি ৬/৪৫ গতে ৯/১ মধ্যে পুনঃ ১/৩৩ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৬ গতে ৩/২৮ মধ্যে। রাত্রি ৯/১ গতে ১০/৩১ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ১০/৪ মধ্যে পুনঃ ১১/৩৯ গতে ১/১৪ মধ্যে। কালরাত্রি ২/৩০ গতে ৩/৫৫ মধ্যে। 
৪ ভাদ্র, ১৪৩১, বুধবার, ২১ আগস্ট, ২০২৪। দ্বিতীয়া রাত্রি ৮/১৬। শতভিষা নক্ষত্র দিবা ৬/২৬ পরে পূর্বভাদ্রপদ নক্ষত্র শেষরাত্রি ৪/৫১। সূর্যোদয় ৫/১৮, সূর্যাস্ত ৬/৩। অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৯/৩০ গতে ১১/৮ মধ্যে ও ৩/১৩ গতে ৪/৫১ মধ্যে এবং রাত্রি ৬/২৭ গতে ৮/৪৮ মধ্যে ও ১/৩০ গতে ৫/১৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৩৫ গতে ৩/১৩ মধ্যে এবং রাত্রি ৮/৪৮ গতে ১০/২২ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ১০/৫ মধ্যে ও ১১/৪১ গতে ১/১৬ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৩/৫৪ মধ্যে। 
১৬ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
২০৭ পয়েন্ট উঠল সেনসেক্স

01:57:35 PM

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন সুপার হলে সপ্তর্ষি চট্টোপাধ্যায়

11:01:43 PM

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হলেন ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়

10:46:34 PM

আর জি কর কাণ্ড: আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে চার আধিকারিককে বদলি করল স্বাস্থ্য ভবন

10:41:39 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর

10:05:02 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

10:02:32 PM