Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

রাজনীতি থামিয়ে দ্রুত বিচার চাই
হিমাংশু সিংহ

আর জি কর হাসপাতালে যা ঘটেছে তা বাঙালির কাছে লজ্জার। মানবতার এমন পরাজয়ে মাথা হেঁট হয়ে গিয়েছে আমাদের সবার। শিউরে উঠেছে বিবেক। রবীন্দ্রনাথের বাংলায় মানুষ কি দিনদিন পশু হয়ে যাচ্ছে? অল্পবয়সি এক ডাক্তারের এমন মর্মান্তিক পরিণতি আমাদের যত্নে লালন করা বাঙালি অস্মিতাকেই সজোরে আঘাত করেছে, রক্তাক্ত হয়েছে যাবতীয় বোধ, বুদ্ধি, অনুভূতি। তার চেয়েও বড় ধাক্কা হাসপাতালজুড়ে ১৪ আগস্ট রাতের পৈশাচিক ভাঙচুর। এই জোড়া ঘটনা নিয়ে বিভিন্ন মহল থেকে ক্রমাগত গুজব ছড়ানোও কম বড় অপরাধ নয়। কিছু একটা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করতে পারলেই যেন তৃপ্তি! সামাজিক ব্যাধি ও মানসিক বৈকল্যের বিরুদ্ধে শুরুতে যে আন্দোলন ছিল ষোলোআনা অরাজনৈতিক, তাতে আকস্মিক রাজনীতির রং লাগা মোটেই অভিপ্রেত ছিল না। একের পর এক লড়াইয়ে পরাজিত হয়ে বিরোধীদের ঘোলা জলে মাছ ধরার প্রবণতা কিছুতেই সমর্থনযোগ্য নয়। হরেক কিসিমের মিথ্যে ছড়িয়ে জনমানসে অবিশ্বাস তৈরি করাও শাস্তিযোগ্য। এই কানাগলিতে সাধারণ ঘরের এক মেয়ের ধর্ষণ ও খুনের ইতিবৃত্ত পথ হারালে তার চেয়ে শোচনীয় পরিণতি আর কিছু হতে পারে না। তখন সুবিচার দেবে কে? দ্রুত বিচার করে ফাঁসি দিতে না পারলে নিষ্পাপ মেয়েটার আত্মা শান্তি পাবে তো! দোষীদেরই বা কী হবে? সিবিআই কিন্তু বোফর্স থেকে শুরু করে কবিগুরুর নোবেল পদক উদ্ধার, অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। কে না জানে, তদন্ত চালিত হয়েছে দিল্লির শাসকের মর্জিতে।
কী অপরাধ ছিল মেয়েটার? সবে তিরিশের কোঠা পেরনো এক মেধাবী ছাত্রী। অনেক স্বপ্ন নিয়ে জেলা থেকে পা রেখেছিল কলকাতার নামী হাসপাতালে। একদিন চেস্টের বড় স্পেশালিস্ট হবে, দিনরাত এক করে রোগী দেখবে, সেই লক্ষ্যকে ছুঁয়ে দেখারই নিরন্তর লড়াই ছেয়েছিল তার নিষ্পাপ দু’চোখ ঘিরে। সোদপুরের মধ্যবিত্ত পরিবার থেকে কল্যাণীর জেএনএম হাসপাতালে এমবিবিএস শিক্ষা। এই উত্তরণের প্রতিটি সিঁড়িতেই ছিল অজানা বিপদ, অনিশ্চয়তা, পা পিছলে যাওয়ার আশঙ্কা। সামান্য পরিবার। সেই কারণে শুরু থেকেই পথ মসৃণ ছিল না। বাবার সাইকেলের পিছনে বসে এ টিউশন থেকে অন্য টিউশনে। সঙ্গতি অল্প, স্বপ্ন আকাশ ছোঁয়ার। সেই ‘ফোকাস’ টলে যায়নি শেষদিন পর্যন্ত। মূলধন মেধা, সঙ্গে কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতা। সেই সুবাদেই জয়েন্টে চান্স মিলেছিল ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, দুই বিভাগেই। যাঁরা হালের প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলের খোঁজ রাখেন তাঁরা জানেন কাজটা মোটেই সহজ নয়। কিন্তু কলকব্জা, যন্ত্রের বাহাদুরিতে নয়, তাঁর মন আগে থেকেই তৈরি হয়ে ছিল ডাক্তার হওয়ার জন্য। ইমার্জেন্সি, আইসিইউয়ের চার দেয়ালের ঘেরাটোপে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সেবায় নিজেকে উজাড় করার সঙ্কল্পে। কল্যাণী থেকে ভালো নম্বর পেয়ে সেই লক্ষ্যেই গোল্লাছুট কলকাতার কেতাদুরস্ত সরকারি হাসপাতালে স্নাতকোত্তর শিক্ষার জন্য। এমবিবিএস পাশ করার পর আর জি করের চেস্ট বিভাগ। কাজের প্রতি দায়বদ্ধতার দরুন দ্রুত নজরে পড়ে গিয়েছিল সিনিয়রদের। তাই ডিউটির চাপও বাড়ছিল। শিক্ষক ও সহপাঠীদের বয়ান অনুযায়ী কারও সঙ্গে ঝগড়া কিংবা ঝামেলা দূরঅস্ত, জীবনে কোনওদিন একটা পিঁপড়ের ক্ষতি করতেও দেখা যায়নি তাকে। কারও লেজে পা দেওয়ার প্রশ্নই নেই। একইসঙ্গে অন্যায়ের সঙ্গে আপস করাও যে লেখা নেই রক্তে। স্বপ্নের কয়েকটা সিঁড়ি পার করার পর সঙ্কল্পও হয়ে গিয়েছিল অনেক পরিণত। তবে কি বেশি ভালো হওয়াটাই কাল হল তার। বাজারচলতি দেওয়া নেওয়ার লাভজনক সিস্টেমের অংশ হতে না পারার দরুনই কিংবা হয়তো কোনও ‘মৌচাক’ চিনে ফেলেছিল সে! জেনে ফেলেছিল, কোনও গোপন লেনদেনের অদৃশ্য ঠিকানাও। তাই এমন ভয়ানক পরিণতি তাড়া করল বড় ডাক্তার হওয়ার স্বপ্নে মশগুল ৩১ বছরের তরুণীকে। সম্ভবত বহু পুরনো সেই আপ্তবাক্য তার মনে ছিল না, ‘ সামনে যা ঘটছে তুমি তার কিচ্ছুটি দেখনি। শোনোওনি।’
কিন্তু এর দায় কার? নিছকই একটা খুন ধর্ষণের ঘটনা নাকি শিকড় আরও গভীরে। হাসপাতালে ওষুধ, যন্ত্রপাতি ও অঙ্গ কেনাবেচার ঘুঘুর বাসা তাকে খতম করল নাকি আরও বড় কোনও চক্র। শুধুই একটা সরকার ও পুলিসের ব্যর্থতা নাকি এই সমাজে আজ দুর্বৃত্তরা যতটা সঙ্ঘবদ্ধ, ভালো মানুষেরা ততটাই একা, অসহায়, তাই এমন পরিণতি! প্রতি সপ্তাহেই লিখতে হয় টাটকা কোনও ইস্যু নিয়ে। সে রাজ্যের হোক কিংবা এখানকার গণ্ডি পেরিয়ে দেশ, বিদেশেরও হতে পারে। রাজনীতির ওঠাপড়া, সামাজিক উত্থান পতন, নেতানেত্রীদের সাফল্য এবং পদস্খলনের খতিয়ান। ক্ষমতার নিরন্তর হাতবদল ও অক্ষরেখা পরিবর্তনের সঙ্গে সব হারানো কুশীলবদের নির্মম ধারাভাষ্য। ক্ষমতার এটাই নিয়ম, একুল ভাঙে আর অন্যকুল গড়ে! কিন্তু এ সপ্তাহে প্রেক্ষিতটা যেন সম্পূর্ণ ভিন্ন। ৩১ বছরের এক সাহসী কন্যার কথা লিখতে গিয়ে আবেগে থেমে যাচ্ছি বারবার। শব্দ-বাক্য সব অসংলগ্ন হয়ে যাচ্ছে যেন! তার অপরাধ, টানা ৩৬ ঘণ্টা ডিউটির পর ভোররাতে শরীরটা এলিয়ে দিয়েছিল অভিশপ্ত চারতলার সেমিনার রুমে। ক্লান্ত শরীরে দু’চোখ বেয়ে ঘুমও নেমে এসেছিল দ্রুত, যা খুবই স্বাভাবিক। কে জানত সেই ঘুমই শেষ ঘুম হবে। রাত জেগে নরখাদকরা রয়েছে তার অপেক্ষায়। একজন কর্তব্যরত ডাক্তারের উপর খোদ হাসপাতালের ভিতর এমন নৃশংস অপরাধ পূর্বপরিকল্পিত না তাৎক্ষণিক, তা বলবে সিবিআই। প্রাথমিক তদন্তে গাফিলতি ছিল কি না, কেন প্রথমে তার বাড়িতে ফোন করে আত্মহত্যার কথা বলা হল? যিনি ওই ফোন করেছিলেন তিনি কার নির্দেশে ওই কাজ করেছিলেন। হয়তো এসবই জানা যাবে একদিন। চরম শাস্তি শেষ পর্যন্ত হবে কি হবে না, সবই ভবিষ্যতের গর্ভে। শুধু সে আর ফিরবে না কোনওদিন এই পথে। দেখা যাবে না আবার স্টেথো কাঁধে ঝুলিয়ে ধীর পায়ে ইমার্জেন্সির ডিউটিতে। নরখাদকরা একজন ছিল না একাধিক সেই প্রশ্নেরও মীমাংসা হবে কি না জানি না। শুধু জানি এই ঘটনা সভ্যতার লজ্জা। কোনও অজুহাত, কোনও সাফাই, কোনও দুঃখপ্রকাশ এই ঘটনার অভিঘাত ঢেকে দেওয়ার পক্ষে যথেষ্ট নয়।
কিন্তু ৩১ বছরের সাধারণ এক মেয়ের এই আত্মত্যাগ কি বিফলে যাবে? এককথায় উত্তর না। স্বাধীনতার আগের রাতে যখন রাত বারোটা নাগাদ অফিস থেকে বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় শুধু মানুষের ঢল। সেখানেই টের পেয়েছি তার শক্তি। নিত্য ব্রিগেড, শহিদ মিনার, স্ট্রিট কর্নারে ঘোরা নাগরিক সমাজের এমন নিচুতারে বাঁধা বলিষ্ঠ প্রতিবাদ ও ধিক্কারের প্রতিধ্বনির স্বতস্ফূর্ত চেহারা বড় একটা দেখিনি কলকাতার রাজপথে, যার অভিঘাত পৌঁছে গিয়েছে দূর জেলাতেও। মধ্যরাতে একদিনের নোটিসে এমন সঙ্ঘবদ্ধ ধিক্কার নিঃসন্দেহে নাড়া দিয়েছে গোটা সমাজকে। রাজনীতি ও ধর্মের পাঁকে নিমজ্জিত নাগরিক মন এই একটা ইস্যুতে ঐক্যবদ্ধ। এমনকী বিদেশেও গর্জে উঠেছে প্রতিবাদ। নাগরিক আবেগের বাঁধভাঙা বিস্ফোরণ যেন। ওই রাতে যাঁদের রাস্তায় থাকাটা বেমানান সেই ক্রাচে কিংবা অন্যের কাঁধে ভর দেওয়া প্রবীণ প্রবীণাদেরও দেখলাম। নিঃশব্দে হাঁটছেন। কেউ খোঁড়াচ্ছেন। তবে বেশিটাই তরুণ তরুণীদের আবেগ। অনেকেই প্রাপ্তবয়স্ক হননি এখনও। সবার মুখে একটাই স্লোগান, ‘উই ওয়ান্ট জাস্টিস’। যে কোনও মূল্যে বিচার চাই। রাস্তায় নয়, রেল প্ল্যাটফর্মেও নয়, মধ্যযুগীয় বর্বরতার শিকার এক তরুণী ডাক্তার নিরাপদ হাসপাতালের চৌহদ্দিতে। এক সময় মনে হচ্ছিল আমরা বুঝি সবাই অপরাধী। একটা স্বপ্নকে কুঁড়ি থেকে ফুল হয়ে ওঠার আগেই হত্যা করার দায় এড়াতে পারি না আমরাও। অন্তত যাঁরা নিজেদের তথাকথিত শিক্ষিত দাবি করি।
কিন্তু নাগরিক সমাজের সেই গগনচুম্বি প্রতিবাদ পেরিয়ে বাড়ি পৌঁছতেই বদলে গেল ফোকাস। 
কোন রাজনীতি চোনা ছড়িয়ে দিল এমন এক বলিষ্ঠ প্রতিবাদের মধ্যে! আর জি করের ইমার্জেন্সিতে 
পাশবিক ভাঙচুর। লক্ষ লক্ষ টাকার মেশিন, ওষুধ, মনিটর, দুষ্প্রাপ্য পরিকাঠামো সব ভেঙে চুরমার। এ তো গরিব মানুষের জন্য, তাহলে ভাঙচুর চালালো কে? সেদিন রাতে বলা হল দুষ্কৃতী সংখ্যা ৩০, আদালতে সরকার বলল ৭ হাজার। এত লোকের জমায়েত হল, পুলিস কিছুই আঁচ পেল না। আরজি করের এই নয়া ইমার্জেন্সির বয়স কিন্তু বেশি নয়। মাত্র দেড়, দু’বছরের। এত দামি দামি মেশিন ভাঙতে কষ্ট হল না একটুও। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুষ্কৃতীরা যারা এসেছিল তাদের চেয়ে পুলিসের সংখ্যা ছিল বেশি। তাহলে আটকানো গেল না কেন? কেনই বা পুলিস প্রাণ বাঁচাতে বাথরুমে পর্যন্ত লুকিয়ে পড়ল। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। শুধু ধর্ষকদের নয়, যারা মধ্যরাতে ভাঙচুর করেছে তাদেরও। একাজে কোনও রং দেখা চলবে না। আর বিরোধীদেরও কথা দিতে হবে, এমন মানবিক বিপর্যয়ের সময় তারা সস্তা রাজনীতি থেকে বিরত থাকবেন। রাজ্যের বদনাম করে আমি-আপনি কেউ কিন্তু বাঁচতে পারব না। সর্বনাশ হয়ে যাবে। 
একটা কুঁড়ির মৃত্যু হয়েছে। কিন্তু প্রশ্নগুলোর উত্তর মেলেনি। তথ্য লোপাটের অভিযোগ উঠেছে। মিথ্যাও ছড়াচ্ছে পাল্লা দিয়ে। সত্যিটাকে সামনে আনার নামে মিথ্যার বেসাতিও কিন্তু কোনও নাগরিক সমাজ মেনে নিতে পারে না। তদন্ত করে সবাইকে বিচার দিতে হবে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ আজ নাগরিক আন্দোলনের অভিমুখ। তা যেন শুধু কথার কথা না হয়। এই নাগরিক আন্দোলন শুধু এক রাতের দখলে থেমে গেলে সবচেয়ে দুঃখ পাবে ওই নির্যাতিতাই। 
রবীন্দ্রনাথের রক্তকরবীর নন্দিনীর মতোই সেই তরুণীও যেন আজ সশব্দে বলছে, ‘আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু।’
18th  August, 2024
প্যারিসের ওলিম্পিক্স ভিলেজ যেন পাশ্চাত্যের বস্তি
সন্দীপন বিশ্বাস

ওলিম্পিক গেমসকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। ক্রীড়াবিদদের চমকে দেওয়া পারফরমেন্স, টান টান লড়াই, রেকর্ড ভাঙার অদম্য ইচ্ছা, পদক জয়ের জন্য নিজেকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা— এসব দেখে মনে হয় ওলিম্পিক গেমস সত্যিই গ্রেটেস্ট শো অন আর্থ। বিশদ

জাস্টিস ফর আর জি কর
শান্তনু দত্তগুপ্ত

আপনি কি অভয়ার আসল নাম জানেন? তার হাতের লেখা কেমন ছিল? কিংবা তার ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বর? মৃত্যুর পর কেমন দেখতে হয়েছিল তাকে? হয়তো জানেন। সৌজন্যে? সোশ্যাল মিডিয়া। অথচ, এমন কোনওটাই আপনার-আমার জানার কথা ছিল না। বিশদ

20th  August, 2024
সেবি: মাধবীর পদত্যাগ ও নতুন তদন্ত জরুরি
পি চিদম্বরম

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) উদ্ঘাটিত কাহিনির প্রতি বাণিজ্যিক এবং অর্থনৈতিক দুনিয়ার দৃষ্টি আকৃষ্ট করেছে। 
বিশদ

19th  August, 2024
এবার নতুন চক্রান্ত: বাঙালি খেদাও
তন্ময় মল্লিক

আর জি করের ঘটনায় উত্তাল রাজ্য। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় শিউরে উঠেছে বাংলা। ন্যায়বিচারের দাবিতে শুধু চিকিৎসকরাই নন, গোটা রাজ্য এককাট্টা। অপরাধীর সংখ্যা এক না একাধিক, তা  বেরিয়ে আসবে সিবিআই তদন্তে। বিশদ

17th  August, 2024
শুধুই এক টুকরো ত্রিবর্ণের আবেগ?
মৃণালকান্তি দাস

তিষশাস্ত্রবিদরা বলেছিলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট দিনটা নাকি শুভ নয়! তাই ১৪ তারিখ রাত এগারোটা বাজার আগেই দিল্লিতে গণপরিষদের সভা বসেছিল। বিশদ

15th  August, 2024
নতুন ছবি, ঘুরে দাঁড়াচ্ছেন বাংলাদেশের হিন্দুরা!
হারাধন চৌধুরী

আজ ১৪ আগস্ট। পাকিস্তানের স্বাধীনতা দিবস। রাত পোহালেই স্বাধীনতা দিবস ভারতের। ৭৭ বছর আগে এক ভারত পৃথগন্ন হয়ে এই দুটি তারিখে নতুন রাষ্ট্রিক পরিচয় গ্রহণ করেছিল। আর এই দিনদুটির মাঝখানে দোলাচলেই ছিল সাবেক ‘পূর্ব পাকিস্তান’। বিশদ

14th  August, 2024
কতটা শাস্তি হলে তবে সিস্টেম বদলানো যায়
শান্তনু দত্তগুপ্ত

নির্ভয়াকে মনে আছে আমাদের? সেই যে প্যারামেডিক্যালের ছাত্রী। বাড়ি ফিরছিল বন্ধুর সঙ্গে। দোষের মধ্যে, রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল। আর রাত বাড়লেই যে মানব সমাজের অন্দরে লুকিয়ে থাকা পশুগুলো খোলস ছেড়ে বেরিয়ে আসে। সেবারও এসেছিল।
বিশদ

13th  August, 2024
গণতন্ত্রের খামতিরই চরম মূল্য দিল বাংলাদেশ
পি চিদম্বরম

১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার তেরোটি রাজ্য তাদের স্বাধীনতা ঘোষণা করেছিল। ফরাসি বিপ্লবের (১৭৮৯-১৭৯৯) পর অতিবাহিত হয়েছে দুই শতকেরও বেশিকাল।
বিশদ

12th  August, 2024
‘মৌলবাদী’ বাংলাদেশ বড় বিপদ পশ্চিমবঙ্গের কাছে
হিমাংশু সিংহ

ভুলটা কার? শুধুই হাসিনার? নাকি মাত্র সাত মাস আগে সেদেশের নির্বাচনে একতরফা জয়ের পর শাসক আওয়ামি লিগের দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়ার সঙ্গে প্রতিবেশী ভারতের গোয়েন্দা ব্যর্থতাও ওতপ্রোতভাবে জড়িত! প্রশ্ন ওঠা স্বাভাবিক, বিদেশের মাটিতে সম্ভ্রম জাগানো ‘র’ তাহলে কী করছিল, বিন্দুবিসর্গও টের পায়নি?
বিশদ

11th  August, 2024
এটা কি অন্নদাতাদের সম্মান, না অপমান!
তন্ময় মল্লিক

‘লাঙলের টুকরোর স্ট্যাচুই কৃষকদের সর্বোচ্চ সম্মান।’ দিল্লিতে আন্তর্জাতিক কৃষি-অর্থনীতিবিদদের সম্মেলনে এই মন্তব্য করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একথা বলার কারণ? দেশের কৃষকরা যে তাঁর আমলেই সর্বোচ্চ সম্মান পেয়েছে, সেটা বিশ্ববাসীকে বোঝানো। বিশদ

10th  August, 2024
দেশভাগ করে ৭৭ বছরে কী পেল প্রতিবেশীরা?
সমৃদ্ধ দত্ত

পরকালের কোনও অদৃশ্য নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে এখন হয়তো জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী এবং বল্লভভাই প্যাটেলরা হাসতে হাসতে  মহম্মদ আলি জিন্নাকে বলছেন, কী ব্যাপার জিন্না সাহেব! দেশভাগ করে তাহলে কী পেলেন? বিশদ

09th  August, 2024
এই বর্ষায় ‘বসন্ত’ ফিরেছে বাংলাদেশে!
মৃণালকান্তি দাস

আরব বসন্তের আঁতুড়ঘর ছিল তিউনিসিয়া! ২০১০-এর ১৭ ডিসেম্বর পুলিসি অত্যাচারের প্রতিবাদে মহম্মদ বওয়াজি নামে এক যুবক প্রকাশ্যে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। এমনিতেই গোটা দেশ দমন-পীড়ন, দুর্নীতি আর রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে গোমড়াচ্ছিল। বিশদ

08th  August, 2024
একনজরে
কুসংস্কার-বিরোধী, যুক্তিবাদী চিকিৎসক নরেন্দ্র দাভোলকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার দেশজুড়ে ন্যাশনাল সায়েন্স টেম্পার ডে (এনএসটিডি) পালিত হল। এনএসটিডির সপ্তম বর্ষে জোর দেওয়া হয়েছে কলকাতা সায়েন্স টেম্পার ডিক্লারেশনের উপরে। ...

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে এলন মাস্ককে মন্ত্রিসভার সদস্য করবেন। সোমবার এমনটাই ইচ্ছাপ্রকাশ করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেন, ‘এলন খুব বুদ্ধিমান ছেলে। ...

অনিয়মিত রেল চলাচল, বিভিন্ন রেল স্টেশনের উন্নতিকরণ সহ একাধিক দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রেল অবরোধের ডাক দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-জকপুর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ...

ইস্কো কারখানার সম্প্রসারণ নিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের জনশুনানিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। কর্মসংস্থান না দেওয়া, এলাকার উন্নয়ন না করা সহ একাধিক অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারি সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন কারখানা সংলগ্ন এলাকার মানুষজন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পুজোপাঠে ও সাধুসঙ্গে মানসিক শান্তিলাভ। দীর্ঘ প্রতীক্ষার পর কর্মোন্নতি ও উপার্জন বৃদ্ধি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বরিষ্ঠ নাগরিক দিবস
১৬১৩- বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর মৃত্যু
১৯০৮ - ভারতীয় বাঙালি বিজ্ঞানী তথা কৃষিতে জৈব সার ব্যবহারের পথিকৃৎ পরমনাথ ভাদুড়ীর জন্ম
১৯১১- লিওনার্দো দা ভিঞ্চির  মোনালিসা ছবিটি লুভারস মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়
১৯৩১- গায়ক বিষ্ণু দিগম্বর পালুসকরের মৃত্যু
১৯৭২- বন সংরক্ষণ আইন চালু হল
১৯৭৮- ভিনু মানকড়ের মৃত্যু
১৯৭৮- অভিনেত্রী ভূমিকা চাওলার জন্ম
১৯৮৬- জামাইকার স্প্রিন্টার উসেইন বোল্টের জন্ম
১৯৯৫- ভারতের নোবেলজয়ী বিজ্ঞানী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখরের মৃত্যু
২০০৬- বিশিষ্ট সানাইবাদক ওস্তাদ বিসমিল্লা খানের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৪ টাকা ৮৪.৭৮ টাকা
পাউন্ড ১০৭.১৪ টাকা ১১০.৬৮ টাকা
ইউরো ৯১.৩৫ টাকা ৯৪.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৫,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৫,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ ভাদ্র, ১৪৩১, বুধবার, ২১ আগস্ট, ২০২৪। দ্বিতীয়া ২৯/৩০ অপরাহ্ন ৫/৭। পূর্বভাদ্রপদ নক্ষত্র ৪৮/৮ রাত্রি ১২/৩৪। সূর্যোদয় ৫/১৯/১৬, সূর্যাস্ত ৬/০/১৪। অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ৯/৩৩ গতে ১১/১৪ মধ্যে পুনঃ ৩/২৮ গতে ৫/৯ মধ্যে। রাত্রি ৬/৪৫ গতে ৯/১ মধ্যে পুনঃ ১/৩৩ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৬ গতে ৩/২৮ মধ্যে। রাত্রি ৯/১ গতে ১০/৩১ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ১০/৪ মধ্যে পুনঃ ১১/৩৯ গতে ১/১৪ মধ্যে। কালরাত্রি ২/৩০ গতে ৩/৫৫ মধ্যে। 
৪ ভাদ্র, ১৪৩১, বুধবার, ২১ আগস্ট, ২০২৪। দ্বিতীয়া রাত্রি ৮/১৬। শতভিষা নক্ষত্র দিবা ৬/২৬ পরে পূর্বভাদ্রপদ নক্ষত্র শেষরাত্রি ৪/৫১। সূর্যোদয় ৫/১৮, সূর্যাস্ত ৬/৩। অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৯/৩০ গতে ১১/৮ মধ্যে ও ৩/১৩ গতে ৪/৫১ মধ্যে এবং রাত্রি ৬/২৭ গতে ৮/৪৮ মধ্যে ও ১/৩০ গতে ৫/১৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৩৫ গতে ৩/১৩ মধ্যে এবং রাত্রি ৮/৪৮ গতে ১০/২২ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ১০/৫ মধ্যে ও ১১/৪১ গতে ১/১৬ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৩/৫৪ মধ্যে। 
১৬ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
২০৭ পয়েন্ট উঠল সেনসেক্স

01:57:35 PM

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন সুপার হলে সপ্তর্ষি চট্টোপাধ্যায়

11:01:43 PM

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হলেন ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়

10:46:34 PM

আর জি কর কাণ্ড: আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে চার আধিকারিককে বদলি করল স্বাস্থ্য ভবন

10:41:39 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর

10:05:02 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

10:02:32 PM