Bartaman Patrika
সম্পাদকীয়
 

নিকৃষ্টতম রাজনীতি

অনুষ্ঠানের আয়োজক মোদি সরকারের রেলমন্ত্রক। পুরোপুরি সরকারি এই অনুষ্ঠানের মাধ্যমে বহু প্রতীক্ষিত সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেস চালু হবে। সুদূর উদয়পুর থেকে ভার্চুয়াল মাধ্যমে সবুজ পতাকা নেড়ে এই মেমু রেলযাত্রার সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং। এ পর্যন্ত কোনও অস্বাভাবিকতা চোখে পড়বে না। কিন্তু মঞ্চে যা ঘটল তা দেখে মনে হবে না এটা রেলের কোনও সরকারি অনুষ্ঠান হচ্ছে। মনে হবে যেন বিজেপির কোনও সভা। অনুষ্ঠান মঞ্চে যাঁরা আলো করে বসে আছেন তাঁদের অনেকেই আমন্ত্রিত নন। তাঁদের একমাত্র পরিচয় তাঁরা বিজেপি করেন। বিজেপির ভাষায় ‘বিশিষ্ট সমাজসেবী’! আর এই পরিচয়ের হাত ধরেই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মুহুর্মুহু শোনা গেল ‘রামভক্তদের’ ‘জয় শ্রীরাম’ স্লোগান। সরকারি অনুষ্ঠানের গরিমা, রীতিনীতি, ভাবগম্ভীর পরিবেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের বিরোধী দলনেতার সামনেই চলল বিজেপির রাজনৈতিক স্লোগান। বলাই বাহুল্য, দলীয় পতাকার রঙে অনুষ্ঠানস্থল বেলুন দিয়ে সাজানো। উপস্থিত বিজেপি লোকজনের আচার-আচরণে গোটা অনুষ্ঠানটাই রাজনৈতিক কর্মসূচির চেহারা নিয়েছিল। এমনকী এই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে দলীয় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতেও আটকায়নি তাঁদের! একেই বোধহয় বলে ‘রামরাজত্ব’! ন্যায়নীতি শৃঙ্খলাবোধের অভাব কোন পর্যায়ে পৌঁছলে এমনটা ঘটতে পারে তা দেখল বঙ্গবাসী। বিজেপি এই সংস্কৃতিই আমদানি করতে চায় বাংলায়।
অবশ্য বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের এমন ভূমিকা নতুন কিছু নয়। সরকারি অনুষ্ঠানকে দলীয় সভার রূপ দিতে তাঁদের জুড়ি মেলা ভার। গতবছর কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজি জন্মজয়ন্তী পালনের সূচনা অনুষ্ঠানেও প্রায় অনুরূপ ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সময়ে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের ওই অনুষ্ঠানে শুধু নিমন্ত্রিত অতিথিরাই সেখানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনও সকলকে অবাক করে দিয়ে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে ওঠার আগে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হল অনুষ্ঠানস্থল। দলীয় অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম ধ্বনি’ যে কেউ দিতেই পারেন। কিন্তু সরকারি অনুষ্ঠানে কোনও বিশেষ রাজনৈতিক দলের স্লোগান বাঞ্ছনীয় নয় কখনওই। সেদিন দলীয় কর্মীদের এমন আচরণে প্রধানমন্ত্রী আশ্চর্যজনকভাবে নীরব ছিলেন! তবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেন সঙ্গত কারণেই। আসলে সরকারি অনুষ্ঠান মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার প্রবণতা বিজেপি কর্মীদের মধ্যে বারবারই লক্ষ করা গিয়েছে। দেখা গিয়েছে কর্মীদের শৃঙ্খলাপরায়ণ করে তুলতে বঙ্গ বিজেপির ব্যর্থতা। অনুষ্ঠানকে কালিমালিপ্ত করার ঘটনা আরও আছে। কয়েকবছর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তাঁকে সেদিন ‘উষ্ণ অভ্যর্থনা’ জানাতেও শোনা যায় ‘জয় শ্রীরাম’-এর গর্জন। তাই বলাই যায়, সিউড়ির রেলের অনুষ্ঠানকে রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করাটা সেই পরম্পরাই বহন করছে। আর সেই কারণেই সিউড়ির ঘটনাটিকে গুরুত্বই দেননি বিরোধী দলনেতা। নেতৃত্বের দেখানো পথেই তিনি যে চলছেন তা বেশ স্পষ্ট। কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে বা বিশ্বভারতীর ঘটনা চোখের সামনে দেখেও যে টুঁ শব্দটি করেননি প্রধানমন্ত্রী! বরং গতবছর রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে এসে অমিত শাহ সদম্ভে বলেছিলেন, মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হবে। বিজেপির সভা-সমাবেশ, মিছিল মিটিং রামনামে মুখরিত হলে আপত্তির কিছু নেই। কিন্তু নির্লজ্জতা কোন পর্যায়ে পৌঁছলে সরকারি মঞ্চকে এভাবে রাজনৈতিক মঞ্চের রূপ দেওয়া যায়? প্রশ্ন সেখানেই। ভগবান রামচন্দ্রও হয়তো তাঁর নামে জয়ধ্বনির এমন অপব্যবহারকে ক্ষমার চোখে দেখবেন না।
আসলে নরেন্দ্র মোদির জমানায় ‘জয় শ্রীরাম’ আর শুধু রাজনৈতিক স্লোগানে আটকে নেই। বরং গত কয়েক বছরে দেখা গিয়েছে, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশসহ গো-বলয়ের অনেক রাজ্যে অন্য সম্প্রদায়ের উপর হামলার সময়ে নির্বিচারে ব্যবহার হয়েছে এই স্লোগান। গেরুয়া বাহিনীর দুষ্কৃতীরাও হাতে অস্ত্র তুলে নিয়ে এই স্লোগান দিতে দিতেই আঘাত নামিয়ে এনেছে। ২০১৯-এর ভোটে জিতে প্রধানমন্ত্রীর স্লোগান ছিল—‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’। অথচ দেখা যাচ্ছে, সংসদে ভিন্ন সম্প্রদায়ের সাংসদরা শপথ নিতে উঠলে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছেন বিজেপির প্রতিনিধিরা! তাই বলাই যায়, রেলের অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে সরকারি অনুষ্ঠানকে গেরুয়া শিবিরের রাজনৈতিক সমাবেশের বা জমজমাট কর্মিসভার রূপ দেওয়ার বিষয়টি কোনও বিক্ষিপ্ত ঘটনা নয়। সরকারি সংস্থাকে ধ্বংস করা বা সরকারি অনুষ্ঠানকে দলীয় কর্মিসভার রূপ দেওয়ার সংস্কৃতি চক্ষুলজ্জাহীনভাবে এনে তারা বুঝিয়ে দিচ্ছে যে তাদের অভিধানে নিয়মনীতি শব্দটাই নেই। তাই কাণ্ডজ্ঞানহীন আচরণ করছে সগর্বে!
02nd  August, 2022
এ কোন স্বাধীন দেশ

‘মুক্তির মন্দির সোপান তলে/ কত প্রাণ হলো বলিদান,/ লেখা আছে অশ্রুজলে।’—লিখেছিলেন মোহিনী চৌধুরী। সুর দিয়েছিলেন কৃষ্ণচন্দ্র দে। ভারতের স্বাধীনতা অর্জনের নেপথ্যে মহান বিপ্লবীদের অবদান স্বীকারে যতগুলি ভালো গান লেখা ও  গাওয়া হয়েছে, সেগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ।
বিশদ

গতিশক্তি প্রকল্পেরই শ্লথ গতি!

যে কোনও সরকারি প্রকল্প ঘোষণার ক্ষেত্রে যেমন হয়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। কোটি কোটি টাকা খরচের হিসাব ধরে প্রকল্পের আগমন বৃত্তান্ত ফলাও করে ঘোষণা করা হয়। প্রতিশ্রুতির ঘনঘটায় প্রকল্প ভূমিষ্ঠ হওয়ার আগে তার সম্পূর্ণ বাস্তবায়নের দিনও জানিয়ে দেওয়া হয় সদম্ভে। বিশদ

14th  August, 2022
জিরো টলারেন্স

গোরু পাচার ও শিক্ষক নিয়োগে দুর্নীতি—এই দুটি কাণ্ড নিয়ে রাজ্য-রাজনীতি এখন সরগরম। দুটি ক্ষেত্রেই তদন্ত চলছে। একটি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের ‘দক্ষ সংগঠক’ বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের। বিশদ

13th  August, 2022
আত্মবঞ্চনা

যাতে রাজ্যগুলির মূলধনের জোগান বজায় থাকে এবং উন্নয়ন খাতে ব্যয়ের ক্ষেত্রে কোনও সমস্যা না-হয়, তা নিশ্চিত করতে কেন্দ্র অঙ্গীকারবদ্ধ। এই স্বীকারোক্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। নির্মলা সীতারামন এই মন্তব্য করেছেন এক টুইট মারফত। বিশদ

12th  August, 2022
বেড়ে গেল চব্বিশের আকর্ষণ

‘বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান,/ এবারে তোমার ঘুঘু বধিব পরান।’ একটি বাংলা ছড়া। বহু উচ্চারণে এটি প্রবাদই হয়ে উঠেছে। আপাতনিরীহ এই ছত্র দুটির ভিতর দিয়ে একটি অর্থবহ ছবি প্রস্ফুটিত হয়।
বিশদ

11th  August, 2022
আপাতত প্রতীক্ষা

আজ, বুধবার উপ রাষ্ট্রপতি হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ শেষ করছেন বেঙ্কাইয়া নাইডু। তাঁর স্থলাভিষিক্ত হবেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকার, যিনি খাতাকলমে একজন অরাজনৈতিক ও বিশেষ সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব হয়েও এই সময়ের সবচেয়ে বিতর্কিত চরিত্র, যতটা বিতর্কের কেন্দ্রে নিজেকে নিয়ে যেতে পেরেছেন সারা দেশের খুব কম রাজনীতিক।
বিশদ

10th  August, 2022
কেন্দ্র-রাজ্য সুসম্পর্ক জরুরি

নামেই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বজায় রয়েছে দেশে। প্রকৃত অর্থে মোদি সরকারের বঞ্চনা ও একতরফা শাসন জারি রয়েছে আটবছর ধরে। কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে রাজ্যগুলিকে যে দুয়োরানি করে রাখা হয়েছে তার উদাহরণ অজস্র।
বিশদ

09th  August, 2022
শুধু বাংলার মানুষেরই ক্ষতি

রবিবার দিল্লিতে অনুষ্ঠিত হল নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের সপ্তম বৈঠক। রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে এই বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শীর্ষ অফিসারদের উপস্থিত থাকার কথা।
বিশদ

08th  August, 2022
চ্যালেঞ্জ হোক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ

করোনার দাপট কিছুটা কমার পর দেশজুড়ে মূল্যবৃদ্ধি যেন মহামারীর আকার নিয়েছে। ভোজ্য তেল, জ্বালানি তেল থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার দরে আগুন লেগেছে। সংসার চালাতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত, গরিব মানুষের। বিশদ

07th  August, 2022
কাশ্মীর সমস্যা ও মোদি সরকার

কাশ্মীর সমস্যার বয়স কত? ভারতের স্বাধীনতা বা ভারত বিভাজনের সমবয়সি এই সমস্যা। একদা প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্যটি স্বাধীন ভারতের সঙ্গেই যোগ দেয়। কিন্তু জম্মু ও কাশ্মীরের উপর পূর্ণ অধিকারের দাবি তুলে ১৯৪৭ সাল থেকেই ভারতের সঙ্গে বৈরিতার সম্পর্ক নির্মাণ করেছে পাকিস্তান। বিশদ

06th  August, 2022
উৎসাহিত হবে শুধু দুর্বৃত্তরা 

ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ‘টাকা মাটি মাটি টাকা’। কথাটি অন্তত ভারতীয় রাজনীতির মনঃপূত হয়নি। এদেশের রাজনীতি কালে কালে এটাই প্রমাণ করে ছেড়েছে যে, ‘টাকা রাজনীতি রাজনীতি টাকা’! অর্থাৎ টাকার জন্য রাজনীতি করা এবং রাজনৈতিক স্বপ্ন পূরণেরও হাতিয়ার টাকা। বিশদ

05th  August, 2022
ইতিহাসের পুনরাবৃত্তি

সেটা ছিল এগারো বছর আগের এক রাতের ঘটনা। ২০১১ সালের সেই রাতে পাকিস্তানের অ্যাবটাবাদের এক গোপন ডেরায় ততোধিক গোপনীয়তায় আচমকা হানা দেয় নেভিসিল মার্কিন বাহিনী।
বিশদ

04th  August, 2022
শিক্ষক নিয়োগ ভীষণ জরুরি

কিছু আইনি জটিলতার কারণে বহু শূন্যপদে স্কুলশিক্ষক নিয়োগ করা সম্ভব হচ্ছে না। রাজ্য সরকারের তরফে এমনই অনুযোগ করা হয়েছিল সম্প্রতি। সরকারের এমন বক্তব্য আদালত ভালোভাবে নেয়নি। বিরূপ প্রতিক্রিয়ায় আদালত পরিষ্কার করে দেয় যে, প্রায় ২১ হাজার শূন্যপদ পূরণের ক্ষেত্রে কোনও জটিলতা নেই। বিশদ

03rd  August, 2022
মোদি-যুগ ও গণতন্ত্র

৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম বিধায়ক ৩০ জন। ১৮ জন কংগ্রেস, একজন আরজেডি, একজন এনসিপি এবং একজন সিপিআইএমএল সদস্যের সমর্থন নিয়ে ২০১৯ সালে সরকার গড়েন হেমন্ত সোরেন।
বিশদ

01st  August, 2022
জোড়া চাপে নতিস্বীকার

আট বছরের মোদি সরকারের ইতিহাস বলছে, সংসদে দেশের যে কোনও জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা-বিতর্ক এড়িয়ে যেতেই অভ্যস্ত গেরুয়াবাহিনী। কারণটা খুব স্পষ্ট। গণতন্ত্রের পীঠস্থান সংসদের দুই কক্ষে আলোচনার সুযোগ পেলে দেশের সমস্যাগুলি নিয়ে কাটাছেঁড়া করবে বিরোধীরা।
বিশদ

31st  July, 2022
দরকার তদন্তের দ্রুত নিষ্পত্তি

এই মুহূর্তে টাকার বিনিময়ে শিক্ষকতার চাকরিতে নিয়োগের অভিযোগে ম ম করছে গোটা রাজ্য। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত নানা স্তরে এরাজ্যের বহু ছেলেমেয়ে শিক্ষকতার চাকরি পেয়েছেন বাম আমলে এবং তৃণমূল জমানাতেও। তাঁদের অনেকেই যোগ্যতার প্রমাণ দিয়ে এই সম্মানজনক পেশায় এসেছেন। বিশদ

30th  July, 2022
একনজরে
৬ আগস্ট ‘খেলা হবে’ দিবস। এই উপলক্ষে রাজ্য সরকার আইএফএ অনুমোদিত ৩০৮টি ইউনিটকে ১৫ হাজার টাকা করে দেবে। ...

অনুব্রত মণ্ডলের অবর্তমানে বীরভূম জেলা তৃণমূলের সমস্ত সিদ্ধান্ত দলের উচ্চ নেতৃত্ব একসঙ্গে নেবে। রবিবার বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে এমনই ইঙ্গিত দিলেন দলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায়। ...

এবার থেকে প্রতি শুক্রবার মালদহে একটি করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে পরিদর্শনে যাবেন প্রশাসনের আধিকারিকরা। জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের আ঩ধিকারিকদের নিয়ে তৈরি দল নার্সিংহোমগুলিতে যাবে। ...

ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে সলমন রুশদিকে। আগের থেকে অবস্থার সামান্য উন্নতি হওয়ায় চিকিৎসকরা শনিবার রাতেই তাঁকে ভেন্টিলেশন থেকে বের করার সিদ্ধান্ত নেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সামাজিক কর্মে সম্মান লাভ। স্ত্রী’র শরীর-স্বাস্থ্য খারাপ হতে পারে। দেরীতে অর্থপ্রাপ্তি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৩৭ - মুদ্রণ যন্ত্রের আবিষ্কার
১৮২৫ - অনেক পরীক্ষা-নীরিক্ষা ও গবেষণার পর বৃটিশ পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাড অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিষ্কার করতে সক্ষম হন
১৮৮৫ - জাপান জং প্রতিরোধক রং প্যাটেন্ট করে
১৯৪৭- পাকিস্তানের স্বাধীনতা দিবস
১৯৪৮- শেষ ইনিংসে শূন্য রানে আউট হলনে ডন ব্র্যাডম্যান
১৯৫৬- জার্মা নাট্যকার বের্টোল্ট ব্রেখটের মৃত্যু
১৯৫৭ – বিশিষ্ট বলিউড অভিনেতা জনি লিভারের জন্ম
১৯৬১ – বিশিষ্ট অভিনেতা মণিষ বহলের জন্ম
১৯৬২ - পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজার জন্ম
১৯৮৩ - জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুনিধি চৌহানের জন্ম
২০১১- অভিনেতা শাম্মি কাপুরের মৃত্যু

14th  August, 2022


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৭.৮৪ টাকা ৮১.৩৭ টাকা
পাউন্ড ৯৪.৮০ টাকা ৯৯.৪১ টাকা
ইউরো ৮০.২১ টাকা ৮৪.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
13th  August, 2022
পাকা সোনা (১০ গ্রাম) ৫৩,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫০,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫১,৩৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫৯,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫৯,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
14th  August, 2022

দিন পঞ্জিকা

৩০ শ্রাবণ, ১৪২৯, সোমবার, ১৫ আগস্ট ২০২২। চতুর্থী ৩৯/২৩  রাত্রি ৯/২। উত্তরভাদ্রপদ নক্ষত্র ৩৯/৩৪ রাত্রি ৯/৭। সূর্যোদয় ৫/১৭/১, সূর্যাস্ত ৬/৫/২১। অমৃতযোগ দিবা ৬/৫৯ মধ্যে পুনঃ ১০/২৪ গতে ১২/৫৭ মধ্যে। রাত্রি ৬/৫০ গতে ৯/৪ মধ্যে পুনঃ ১১/১৮ গতে ২/১৮ মধ্যে। 
২৯ শ্রাবণ, ১৪২৯, সোমবার, ১৫ আগস্ট ২০২২। চতুর্থী রাত্রি ১২/১০। উত্তরভাদ্রপদ নক্ষত্র রাত্রি ১/৫২। সূর্যোদয় ৫/১৬, সূর্যাস্ত ৬/৮। অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ১০/২১ গতে ১২/৫০ মধ্যে এবং রাত্রি ৬/৩৫ গতে ৮/৫৪ মধ্যে ও ১১/১২ গতে ২/১৭ মধ্যে। ।
১৬ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শুভেচ্ছা ও ছুটি
আজ ১৫ আগস্ট, আমাদের গর্বের ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ ...বিশদ

07:50:00 AM

বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে ওসব চলবে না: মমতা

14-08-2022 - 07:26:30 PM

বিজেপি নেতারা, মীরজাফররা শুধু হুমকি দিচ্ছে: মমতা

14-08-2022 - 07:18:32 PM

আমাদের অফিসারদের ভয় দেখাচ্ছে, ওদের ডেকে পাঠিয়েছে: মমতা

14-08-2022 - 07:10:56 PM

কেউ ভয় পাবেন না, এদের বিচার হবে জনতার আদালতে: মমতা

14-08-2022 - 07:04:20 PM

২০২৪-এ মোদি জিতবে না, তাই ওরা খেলা শুরু করেছে: মমতা

14-08-2022 - 06:57:18 PM