সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
এদিন শহরের বেশিরভাগ গণেশ পুজোর উদ্বোধন হয়ে যায়। তারপর থেকেই মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। কলেজপাড়া গণেশ পুজো কমিটি, বিধান মার্কেট, প্রধান নগর, জলপাইমোড়, তিনবাত্তি মোড় সহ শহরের সর্বত্রই ছোট-বড় অসংখ্য গণেশ পুজো হচ্ছে। শিলিগুড়ি কলেজ পাড়ার গণেশ পুজো কমিটি এবার রাজস্থানের শিল্পকলার উপর ভিত্তি করে আকর্ষণীয় মণ্ডপসজ্জা করেছে। ১৫ ফুটের গণেশ মূর্তি আলাদাভাবে নজর কাড়ছে। এবার তাদের একাদশ বর্ষের পুজো। পুজোর উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
বড় পুজোর মধ্যে নজর কাড়ছে প্রধান নগরের ৩০ ফুট উচ্চতার মূর্তির গণেশ পুজো। সুভাষপল্লীর নাইট আউলের নারীর মর্যাদা রক্ষার থিমে পুজো বেশ চর্চায়। বিধান মার্কেট পুরোনো ডুয়ার্স বাসস্ট্যান্ডের গনেশ পুজো বরাবরই শহরবাসীর কাছে অন্যতম আকর্ষণ। এবার সেখানে মহারাষ্ট্রের রত্নাগিরির গণপতি মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। বিধানমার্কেটের শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটির পুজো এবার ১৮তম বর্ষে। সুভাষপল্লি হাতিমোড়ে নাইট আউলের গণেশ পুজোর থিমের স্লোগান, আমি নারী, নারীত্ব আমার অহংকার। অপরাজিতা ১৩/২৪। মণ্ডপ সজ্জা থেকে মূর্তি, সবেতেই সামাজিক সচেতনা এবং নারীর মর্যাদা রক্ষার দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির সপ্তম বর্ষের গণেশ পুজো, ৩৩ নম্বর ওয়ার্ডে নবগ্রাম গণেশ পুজো,তিনবাত্তি মোড় ও জলপাই মোড়ের গণেশ পুজো নজর কাড়ছে। এদিন এই পুজোগুলির উদ্বোধন করেন শহরের মেয়র। মাটিগাড়া হাট, শিবমন্দির, বাগডোগরাতেও গণেশ পুজোর আয়োজন করা হয়।