Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

একই বাজারে ২৫ টাকা ও ৪৫
টাকায় আলু, ভিড় দু’ জায়গাতেই

সংবাদদাতা, মালদহ: যে বাজারে ২৫ টাকায় বিকোচ্ছে আলু, সেই একই বাজারে, একই আলু ৪৫ টাকা দরে কিনতেও ভিড় কম নয়। প্রশ্ন উঠেছে, ইংলিশবাজার শহরজুড়ে একাধিক সুলভ মূল্যের আলু বিক্রির কাউন্টার খুলেও কেন বাগে আনা যাচ্ছে না বাঙালির হেঁসেলের সবচেয়ে বেশি প্রয়োজনীয় এই সব্জিটিকে?
মকদমপুর বাজারে প্রশাসনের তরফে খোলা হয়েছে সুলভ মূল্যে আলু বিক্রির কাউন্টার। লম্বা লাইনও পড়ছে ২৫ টাকা কেজি দরে জ্যোতি আলু কিনতে। একই বাজারের খুচরো আলু বিক্রেতাদের দোকানেও ভিড়। সেখানে অবশ্য ৪৫ টাকা কিলো দরে বিকোচ্ছে জ্যোতি আলু। চন্দ্রমুখী আলুর দাম আরও খানিকটা বেশি। দুর্গাপুজোর কয়েক সপ্তাহ আগে থেকেই খুচরো বাজারে চড়তে শুরু করেছিল আলুর দাম। বাড়তে বাড়তে তা এখন ৪৫ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে পৌঁছে গিয়েছে। চরম সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত মানুষ। পাইকারি বাজার থেকেও স্বস্তির খবর আসেনি মধ্যবিত্তের জন্য। পাইকারি বাজার সূত্রের খবর, এখনই দাম কমার সম্ভাবনা তো নেইই, উল্টে আরও বেশ খানিকটা বাড়তে পারে আলুর দাম।
তবে জেলা প্রশাসন কৃষি বিপণন দপ্তরের সাহায্যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মধ্যবিত্ত নাগরিকদের কিছুটা হলেও রেহাই দিতে। সেই লক্ষ্যেই শহরের বেশ কিছু জায়গায় ২৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঝলঝলিয়ার কাজি আহজারউদ্দিন পুরবাজার ও মকদুমপুরের বঙ্কিমচন্দ্র পুরবাজারে কাউন্টার খুলে ২৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। এমনকি রাস্তাতেও কোথাও কোথাও কাউন্টার খুলেছে কৃষি বিপণন দপ্তর। কর্মী সঙ্কট থাকায় নিয়ন্ত্রিত বাজারের কর্মীদের সাহায্য নিয়েই সুলভে আলু বিক্রি চলছে।
কিন্তু জেলাজুড়ে আলুর বিশাল চাহিদা থাকায় কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না খুচরো দাম। কৃষি বিপণন দপ্তরের আধিকারিক তথা নিয়ন্ত্রিত বাজারের সচিব অনুপম মৈত্র বলেন, প্রতিদিন প্রায় ৩৩ কুইন্টাল করে আলু বিক্রি করা হচ্ছে সুলভ মূল্যে। রবিবার আলুর চাহিদা অনেকটা বেশি থাকে। সেজন্য এদিন দু’টি পুরবাজারে অন্যান্য দিনের দ্বিগুণ, প্রায় ৬৫ কুইন্টাল আলু বিক্রি করা হয়েছে। কিন্তু তারপরেও আলুর চাহিদা রয়েছে। ফলে অনেকেই বেশি দামে খুচরো বাজার থেকে আলু কিনছেন।
কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদহে প্রত্যেকদিন প্রায় চারশো থেকে সাড়ে চারশো কুইন্টাল আলুর প্রয়োজন হয় খুচরো বাজারে। উৎসবের মরসুমে এই আলুর চাহিদা আরও বেড়ে যায়। মালদহে সেই অর্থে আলুর উৎপাদন হয় না। ফলে যোগানের জন্য নির্ভর করতে হয় অন্য জেলার ওপরে। এই সময়টাতেই জেলার অনেক চাষি আলু বোনার কাজ শুরু করেন। সেই আললু বাজারে না ওঠা অবধি দাম কমার সম্ভাবনা কম। 
ওই দপ্তরের এক আধিকারিক সুশান্ত দাস বলেন, ডিসেম্বরের মাঝামাঝি নতুন আলু ওঠার সম্ভাবনা রয়েছে। তখন আলুর দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অর্ণব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ১৫ ডিসেম্বর পর্যন্ত সুলভ মূল্যে আলু বিক্রি চলবে। তবে একই বাজারে একই আলু কোথাও ২৫ টাকা ও কোথাও ৪৫ টাকা দরে বিক্রির মতো ঘটনা অভূতপূর্ব বলেই মনে করছেন ক্রেতারা।
শিলিগুড়িতে তেলেঙ্গানা পুলিসের অভিযান
চাকরির টোপ দিয়ে প্রতারণা, ধৃত ৩

ঝাড়খণ্ড মডেলে অনলাইন প্রতারণা চক্রের ঘাঁটির হদিশ মিলল শিলিগুড়িতে। রীতিমতো কল সেন্টার খুলে কখনও মহিলা এসকর্ট সার্ভিসের, ফ্রেন্ডশিপ ক্লাব ও ডেটিংয়ের টোপ দিয়ে আবার কখনও চাকরি দেওয়ার নামে হাতানো হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই চক্রের শাখা রয়েছে ভিনরাজ্যেও। বিশদ

আলিপুরদুয়ার জেলা হাসপাতাল
বদলি ৪ ডাক্তার, পরিষেবা
ব্যাহত হওয়ার আশঙ্কা

বিকল্প চিকিৎসক না দিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের তিনজন ও ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের একজন চিকিৎসককে বদলি করায় ক্ষোভ বাড়ছে জেলাজুড়ে। একসঙ্গে চারজন চিকিৎসকের বদলির ঘটনায় জেলাজুড়ে করোনা মোকাবিলার কাজও জোর ধাক্কা খাবে বলে বিভিন্ন মহলের অভিযোগ। এদিকে, বদলি হওয়া চিকিৎসকদের জায়গায় দ্রুত চিকিৎসক না দিলে বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠন রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।  বিশদ

রাস্তার জন্য জমি দিয়ে ন্যায্য ক্ষতিপূরণ
মিলছে না, আন্দোলনে স্থানীয়রা

আলিপুরদুয়ার-২ ব্লকের উপর দিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক গিয়েছে। এনএইচের বিকল্প হিসেবে মহাকালগুড়ি চৌপথি থেকে ফালাকাটা পর্যন্ত প্রায় ৪৫ কিমি নতুন করে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। অনেক কৃষক এবং ব্যবসায়ীদের কাছ থেকে এ জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করেছে। বিশদ

মাথাভাঙা-শীতলকুচি রাজ্য
সড়ক শীঘ্রই সংস্কার করবে পূর্তদপ্তর

মাথাভাঙা-শীতলকুচি রাজ্য সড়ক পুনরায় সংস্কারের কাজ শুরু করবে পূর্তদপ্তর। দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। দুই একদিনের মধ্যে সংস্কারের কাজ শুরু করা হবে। মাথাভাঙা পঞ্চানন মোড় থেকে শীতলকুচি পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তা এক বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় রয়েছে। বিশদ

আইপিএল ফা‌ইনালের আগে
অনলাইন জুয়ার রমরমা জেলায়

আইপিএল ফাইনালকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে সক্রিয় হয়ে উঠেছে বেটিং চক্র। সেই ফাঁদে পড়ছে মূলত অল্পবয়সীরা। কেবল শহর নয়, গ্রামীণ এলাকাগুলিতেও দেদারে চলছে এই ক্রিকেট বেটিং। পুলিস অবশ্য দাবি করেছে, অনলাইন জুয়া বন্ধ করতে তারা তৎপর রয়েছে।  বিশদ

কালীপুজোর চাঁদা নিয়ে জুলুম,
রাজ্য সড়ক অবরোধ ট্রাকচালকদের

করোনা আবহে কালীপুজোর ধুম অনেকটা স্তিমিত। তবুও চাঁদার জুলুম কমেনি। রবিবার চাঁদার জুলুমবাজির প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনে নামল ট্রাক চালকরা। এদিন দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জের বাঘন বটতলি এলাকায়। বিশদ

ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুরের
অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

হরিশ্চন্দ্রপুর থানার এক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। রবিবার ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, পঞ্চায়েতের জায়গা দখল করে পাঁচিল দিয়েছেন ওই ব্যবসায়ী। বিশদ

রায়গঞ্জ মেডিক্যালে ইকো
কার্ডিওগ্রাফি চালুর তোড়জোড়

খুব শীঘ্রই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইকো কার্ডিওগ্রাফি শুরু হতে চলেছে। দীর্ঘদিন ধরে এই ইকো কার্ডিওগ্রাফির জন্য শহরের ডায়াগোনস্টিক সেন্টারগুলির মুখাপেক্ষী হয়ে থাকতে হতো রোগী ও তাঁদের পরিজনদের। মেডিক্যালে এবার এই পরিষেবা চালু হলে খরচ অনেক কমবে। বিশদ

সরব জিএনএলএফও, পাহাড়ে
বিজেপি বিরোধী সুর জোরালো

পাহাড়ে বিজেপির বিরুদ্ধে ক্রমেই সুর চড়ছে। সম্প্রতি কলকাতায় সাংবাদিক সম্মেলন করে বিমল বিজেপি থেকে সমর্থন তুলে একুশের বিধানসভা ভোটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করার কথা জানিয়েছেন। এবার বিজেপি বিরোধী সুর চড়াল জিএনএলএফও। বিশদ

হাতির তাণ্ডবেই নষ্ট হচ্ছে
বিঘার পর বিঘা আমন ধান

রোদে শুকোনোর জন্য জমিতে পাকা আমন ধান কেটে ফেলে রাখা হয়েছে। কিন্তু হাতির তাণ্ডবে জমি থেকে সেই ধান ঘরে তুলতে পারছেন না মাদারিহাটের মধ্য ও উত্তর ছেকামারি গ্রামের বাসিন্দারা। শুক্রবার ও শনিবার পরপর দু’দিন দু’টি গ্রামের ২২ বিঘা জমির আমন ধান খেয়ে সাবার করে দিয়েছে হাতির দল। বিশদ

জুট কমিশনের নির্দেশিকায় সরব পাট
ব্যবসায়ীরা, ১৬ নভেম্বর থেকে বিক্রি বন্ধ

কেন্দ্রীয় সরকারের জুট কমিশনের জারি করা নির্দেশিকার বিরোধিতা করে রবিবার ময়নাগুড়িতে বৈঠক করে নর্থবেঙ্গল জুট বেলার্স অ্যাসোসিয়েশন। ধর্মশালায় আয়োজিত বৈঠকে সংগঠনের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রতিনিধিরা ছিলেন। বিশদ

রাসায়নিক সারের কালোবাজারি
রুখতে নজরদারি করছে কৃষিদপ্তর

কোচবিহার জেলায় চলতি মরশুমে রাসায়নিক সারের ঘাটতি হবে না। জেলায় যাতে কোনও সার ব্যবসায়ী কালোবাজারি করতে না পারেন, সেজন্য নজরদারি চালাচ্ছে জেলা কৃষিদপ্তর। দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় ইউরিয়া সহ দানা সারের সরবরাহ এখন যথেষ্ঠ পরিমাণে রয়েছে। বিশদ

ধূপগুড়ির চমক দেওয়া শ্যামাপুজো
কমিটিগুলির আয়োজন ছিমছাম

প্রতিবছর কালীপুজোয় ডুয়ার্সবাসীকে বিগবাজেটের মণ্ডপ উপহার দেন ধূপগুড়ির শ্যামাপুজো উদ্যোক্তারা। আলোর রোশনাইয়ে আট থেকে আশি আনন্দে মেতে ওঠে। ডুয়ার্সের পাশাপাশি শিলিগুড়ি, কোচবিহার থেকেও ধূপগুড়ির কালীপুজো দেখতে লোকজন যান। বিশদ

জলপাইগুড়িতে যোগমায়া
কালীবাড়িতে হবে না প্রসাদ বিলি

উমার বিদায় হয়েছে। এখন শ্যামা মা’কে বরণের প্রস্তুতিতে ব্যস্ত বাঙালি। কিন্তু সেই প্রস্তুতিতেও কাঁটা করোনা। শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি শহরের ঐতিহ্যবাহী যোগমায়া কালীবাড়ির পুজোতেও এবার তাই কড়া সতর্কতা। বিশদ

Pages: 12345

একনজরে
বিধানসভা নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক শিবিরে ফের ধস নামালো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রবিবার আমতা ২ নং ব্লকের তাজপুর এম এন রায় ইনস্টিটিউশনের মাঠে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এক জনসভায় ২৫০ জন বিজেপি সিপিএম এবং কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ ...

খড়্গপুর-২ ব্লকের সাঁকোটির কাজিচকে রবিবার সকালে রান্নার গ্যাসের পাইপ লাইন লিক করে আগুন লেগে গেলে একই পরিবারের চারজন সহ মোট পাঁচজন জখম হন। জখমদের মধ্যে একজন শিশুও আছে। ...

মার্কিন প্রশাসনের কাছে তিনি ধমনী। ২০১৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে আমেরিকার সার্জেন জেনারেল নিযুক্ত করেছিলেন। তিনি বিবেক মূর্তি। ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট চিকিৎসক। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তাঁকে পদত্যাগ করতে বলেন। ...

বিধানসভা ভোটের আগে করোনা পরিস্থিতির মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন নিজেদের ঘর গোছানোর উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের প্রধান সংগঠনগুলি বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবিত। সরকারি কর্মী সংগঠনগুলি সরাসরি  ভোটের প্রচারে অংশ নিতে পারে না। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চতর বিদ্যায় সফলতা আসবে। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে মানসিক অস্থিরতা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৭৯৩: হুগলি নদীতে পৌঁছালেন ব্যাপ্তিস্ত মিশনারি মিশনের অন্যতম প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি
১৮৬১: কানাডায় টরন্টো বিশ্ববিদ্যালয়ের মাঠে সরকারিভাবে নথিভুক্ত প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়
১৮৭৭: ‘সারে জাহাঁ সে আচ্ছা’র রচয়িতা মহম্মদ ইকবালের জন্ম
১৯৬০: জার্মান ফুটবলার আন্দ্রে ব্রেহমের জন্ম
১৯৭৪: ইতালির ফুটবলার আলেকজান্দ্রো দেল পিয়েরোর জন্ম
১৯৮৯: বার্লিন দেওয়ালের পতন
২০০৫: ভারতের দশম রাষ্ট্রপতি কে আর নারায়ণনের মৃত্যু
২০১১: নোবেল পুরস্কার জয়ী হরগোবিন্দ খুরানার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.১৯ টাকা ৭৪.৯০ টাকা
পাউন্ড ৯৫.৭৩ টাকা ৯৯.১৩ টাকা
ইউরো ৮৬.৩৩ টাকা ৮৯.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
08th  November, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৫৩,০২০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫০,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫১,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,৮৬০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,৯৬০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
08th  November, 2020

দিন পঞ্জিকা

২৩ কার্তিক, ১৪২৭, সোমবার, ৯ নভেম্বর ২০২০, অষ্টমী ২/৩৪ দিবা ৬/৫১ পরে নবমী ৫৯/৭ শেষ রাত্রি ৫/২৮। অশ্লেষা নক্ষত্র ৭/১২ দিবা ৮/৪২। সূর্যোদয় ৫/৪৯/২৭, সূর্যাস্ত ৪/৫১/৩২। অমৃতযোগ দিবা ৭/১৭ মধ্যে পুনঃ ৮/৪৫ গতে ১০/৫৮ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ১০/৫৫ মধ্যে পুনঃ ২/২২ গতে ৩/১৩ মধ্যে। বারবেলা ৭/১২ গতে ৮/৩৫ মধ্যে পুনঃ ২/৬ গতে ৩/২৯ মধ্যে। কালরাত্রি ৯/৪৩ গতে ১১/২০ মধ্যে।  
২৩ কার্তিক, ১৪২৭, সোমবার, ৯ নভেম্বর ২০২০, নবমী রাত্রি ১২/৮ । মঘানক্ষত্র রাত্রি ৩/৫৪। সূর্যোদয় ৫/৫০, সূর্যাস্ত ৪/৫২। অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/৫৪ গতে ১১/৩ মধ্যে এবং রাত্রি ৭/২৩ গতে ১০/৫৮ মধ্যে ও ২/৩০ গতে ৩/২৩ মধ্যে। কালবেলা ৭/১৩ গতে ৮/৩৬ মধ্যে ও ২/৭ গতে ৩/৩০ মধ্যে। কালরাত্রি ৯/৪৪ গতে ১১/২১ মধ্যে। 
২২ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে?
 

মেষ: সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। বৃষ: কর্মরতদের ক্ষেত্রে শুভ। মিথুন: ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহৃদয় মনোভাব ...বিশদ

04:29:40 PM

২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩,৯০৭
বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৯০৭ জন। সোমবার ...বিশদ

08:00:31 PM

অস্ট্রেলিয়া সফর: ভারতীয় দলে রদবদল 
আসন্ন অস্ট্রেলিয়া সফরে ঘোষিত দলের মধ্যে বেশকিছু রদবদল করলেন নির্বাচকরা। ...বিশদ

04:56:00 PM

খাদ্যদ্রব্যের মাত্রাছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
করোনার আবহের মধ্যেই বাজার আগুন। আলু, পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় সব্জি ...বিশদ

04:19:01 PM

অভিনেতা অর্জুন রামপালকে হাজিরার নোটিস দিল এনসিবি 

03:36:00 PM

কাল নন্দীগ্রামে শুভেন্দুর পাল্টা সভা তৃণমূলের
আগামীকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করবে তৃণমূল। সকালে ভূমি ...বিশদ

03:35:00 PM