সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
ইজরায়েল-হামাস সংঘাতে ইতিমধ্যেই জড়িয়ে পড়েছে আমেরিকা ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুল্লা। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লা তাদের সদস্যদের নির্দেশ দেয়, মোবাইল ব্যবহারে করা যাবে না। ইজরায়েলের নজরদারি এড়াতে নিজস্ব টেলিকমিউনিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে। সেই সূত্রেই হিজবুল্লা সদস্যরা পেজার ব্যবহার করতে শুরু করে। এদিন লেবাননজুড়ে সেরকমই অসংখ্য পেজারে বিস্ফোরণ ঘটে। নিহতদের তালিকায় রয়েছেন লেবানন পার্লামেন্টের এক হিজবুল্লা সদস্যের ছেলেও।