সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
বিজেপি সূত্রে জানা গিয়েছে, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের ভোট মিটে গেলে দলীয় নেতৃত্বে বড়সড় রদবদল হতে পারে। বৃহস্পতিবার হরিয়ানার রোহতকে দলের ইস্তাহার প্রকাশ করেন নাড্ডা। উল্লেখ্য, বিজেপি সভাপতি হিসেবে জেপি নাড্ডার বর্ধিত মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত জুনে। দলের একটি অংশের ব্যাখ্যা, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এমন সময়ে পার্টির শীর্ষস্তরে রদবদল ঘটলে নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে। সেই কারণে কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে এ সংক্রান্ত কোনও ঝুঁকি নিয়ে চাইছে না।
ওই দলীয় সূত্র আরও জানিয়েছে, সাংগঠনিক নির্বাচন ছাড়া বিজেপিতে সভাপতি পরিবর্তন সম্ভবই নয়। সেই সাংগঠনিক নির্বাচন একেবারে নিচুতলা থেকে শুরু হয়। পুরো প্রক্রিয়াই হয় ধাপে ধাপে। আগামী মাস থেকে রাজ্যে রাজ্যে সাংগঠনিক নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে। সেই প্রক্রিয়া মেনেই যা পদক্ষেপ নেওয়ার তা গ্রহণ করা হবে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার বক্তব্য, বর্ধিত মেয়াদ শেষের পরেও জে পি নাড্ডা যে সভাপতি থাকবেন, তা নিয়ে পার্টি সরকারি বিবৃতি দিলে ভালো হতো।