সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
আমি একজন ভারতীয় নাগরিক।’ একইসঙ্গে জম্মু-কাশ্মীর নির্বাচন নিয়ে তাঁর বার্তা, আগামী ৮ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করুন। সবটাই স্পষ্ট হয়ে যাবে যে, মানুষ কী চাইছেন।’
তবে খোয়াজা আসিফের মন্তব্যের পরই কংগ্রেস-এনসি জোটকে নিশানা করে বিজেপি। গেরুয়া নেতা অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘জঙ্গি রাষ্ট্র পাকিস্তান কাশ্মীরে কংগ্রেস আর এনসির অবস্থানকে সমর্থন করছে। কীকরে হয় এটা? পান্নুন থেকে পাকিস্তান, রাহুল গান্ধী আর তাঁর কংগ্রেস সবসময়েই দেশের স্বার্থের বিরুদ্ধেই থাকে।’ তবে বিজেপির সমালোচনার মাঝেই নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন ফারুক আবদুল্লা। বলেন, তাঁর প্রথম লক্ষ্যই হল ‘দরবার মুভ’ নিয়ে পদক্ষেপ। কারণ এরজন্য একদিকে শ্রীনগর ও অন্যদিকে জম্মু, দু’তরফেই ভোগান্তি অব্যাহত।
কী এই দরবার মুভ? ১৮৭২ সালে মহারাজা রণবীর সিংয়ের আমলে শুরু হওয়া এই প্রথা ২০২১ সাল পর্যন্ত চলেছে। প্রতিবছর শীতকালে ছ’মাস সরকারি ভবন তথা অন্যান্য কাজ জম্মু থেকে হতো। আবার গ্রীষ্ম শুরু হতেই পরের ছ’মাস প্রশাসনিক ভবন সরে যেত শ্রীনগরে। প্রায় দেড়শো বছরের এই প্রথা ভেঙে যায় ২০২১ সালের ৩০ জুন। তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ‘দরবার মুভ’ বাতিল করে দেন। এবার সেই প্রশ্নেই গলা তোলেন আবদুল্লা।